1. ROM এর পূর্ণনাম লেখ।
Answer ROM =Read Only Memory.

MS Power Point কী ধরনের প্যাকেজ?

Answer: PowerPoint একটি Presentation Software

MS Word এ Text alignment কয় প্রকার লেখ।

Answer ৪ প্রকার।

MS Excel program Default column width কত।

Answer: 75 pixels.

MS Word এ copy  ও paste এর keyboard command লেখ 

Answer Copy command ctrl + C
Paste command: ctrl+V

Print preview-এর কাজ কী?

Answer: কোনো ডকুমেন্ট Print করার পূর্বে তা দেখার জন্য Print preview অপশনটি ব্যবহৃত হয়।

একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ।

Answer ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটিমাত্র ই-মেইল অ্যাড্রেস থাকে। ই- মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ১৯। RAM হলো -Memory | ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হলো <Userid><Domain name> । প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। অংশ দুটির মাঝে সেপারেটর হিসাবে একটি @ ( cat sign) ব্যবহৃত হয়।

MS Access program-এ export এর কাজ কী?

Answer: এমএস অ্যাক্সেস হতে এক্সেল-এ ডাটা কপি Export করার জন্য ব্যবহৃত হয়।

চারটি ইনপুট ডিভাইসের ডিভাইসের নাম লেখ।

Answer (i) Keyboard (ii) Mouse (iii) Scanner (iv) Joystick

একটি আধুনিক কম্পিউটারের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ।

Answer: (i) Input Unit (ii) Output Unit (iii) CPU Unit.

 www. এর পূর্ণনাম হলো ___

Answer World Wide Web

(২৮)১০ এর বাইনারি মান___

Answer: ১১১০০০

MS Access একটি____program

Answer ডাটাবেস

Primary key-এর কাজ হলো ____

Answer: সম্পর্ক তৈরি একক ইউনিট হিসেবে

এম.এস. ওয়ার্ডে ফাইল সেভ করার কমাণ্ড হল____

Answer Ctrl+S

_____এর কাজে Query ব্যবহার করা হয়।

Answer: ডাটাবেস থেকে শর্ত অনুসারে প্রয়োজনীয় ডাটা দ্রুত সার্চ ।

Anti-Virus______এর কাজে ব্যবহৃত হয়।

Answer ভাইরাস প্রতিরোধ সনাক্তকরণ এবং অপসারণ

১ গিগাবাইট____ কিলোবাইট।

Answer:     1000000

RAM হল___ Memory.

Answer Random Access Memory.

কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম হলো____

Answer:  ভাইরাস

File এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় save as

Answer “স”

একাধিক file close করার জন্য exit ব্যবহৃত হয়।

Answer: “মি”

MS Word এ কোনো কিছু মুছে গেলে Undo করতে হয়।

Answer “স”

MS Word – এ convert ব্যবহৃত হয় Data sort করার জন্য

Answer: “মি”

Application program-এ File save করলে তা My Document – এ  save হয়।

Answer “স”

Line spacing এর কাজে paragraph কমান্ড ব্যবহৃত হয়

Answer: “স”

Data move করতে ব্যবহৃত হয় cut & paste কমান্ড

Answer “স”

E-mail বলতে document তৈরি করা বুঝায়

Answer: “মি”

Text Box এর কাজ হলো Text কে color করা

Answer “মি”

অভ্র একটি Language program

Answer: “মি”

MS Word এর  File Extension Name হল_

(ক) .exl

(খ) .dbs

(গ) .doc

(ঘ) .ms

Answer (গ) .doc

Windows কি ?

(ক) Language program

(খ) User program

(গ) Operating system Program

(ঘ) Application program

Answer: (গ) Operating system Program

Pen drive হলো-

(ক) I/O ডিভাইস

(খ) ইনপুট ডিভাইস

(গ) আউটপুট ডিভাইস

(ঘ) কোনোটিই নয়

Answer (ক) I/O ডিভাইস

হেডার অংশ কী?

(ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল

(খ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল

(গ) মার্জিনের নিচের অংশ

(ঘ) কোনোটিই নয়

Answer: (ক) পৃষ্ঠার উপরের অংশের টাইটেল

Accounting এর কাজে ব্যবহৃত program হলো-

(ক) MS word

(খ ) MS PowerPoint

(গ) MS Access

(ঘ) MS Excel

Answer (ঘ) MS Excel

(a+b)2, লেখার জন্য ব্যবহৃত হয়-

(ক) Format → Font → Subscript

(খ) Format → Font→ Superscript

(গ) Format → Font→ Outline

(ঘ) Format→ Font→ Emboss

Answer: (ক) Format → Font → Subscript

প্রিন্টার একটি___

(ক) ইনপুট ডিভাইস

(খ) আউটপুট ডিভাইস

(গ) আই/ও ডিভাইস

(ঘ) ফার্মওয়্যার

Answer (খ) আউটপুট ডিভাইস

Row and column হেডিং দৃশ্যমান রাখার জন্য ব্যবহৃত  হয়-

(ক) Column width

(খ) Row height

(গ) উভয়টি

(ঘ) Freeze panes

Answer: (ঘ) Freeze panes

B10 হতে B 20 সেলের মানসমুহের যোগের ফাংশন হলো-

(ক) = sum (B10+B 20)

(খ)=sum (B10, B20)

(গ)= sum (B10: B20)

(ঘ)=sum (B10 ;B20)

Answer (গ)= sum (B10: B20)

40

এম. এস. ওয়ার্ড  হল—

(ক) স্প্রেডশিট প্যাকেজ

(খ) ডাটাবেস প্যাকেজ

(গ) ব্রাউজিং প্যাকেজ

(ঘ) ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

Answer: (ঘ) ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

বাংলাদেশ আমার জন্মভূমি।

Answer  Bangladesh is my motherland

তোমরা সুখী হও।

Answer: May you be happy

তুমি কাকে চাও?

Answer Whom do you want?

আমি কারিগরি বিষয়ে পড়বো।

Answer:  I will study in technical subject.

I am too___to walk. (weak/tight/quiet)

Answer  weak

I  will be__ technician. (an/the/a)

Answer: a

Teaching is___profession. (noble/ good/ honest)

Answer Noble

Write down the name of your institute in English.

Answer: The name of my institute is Noakhali Ideal Polytechnic Institute.

What is your favourite hobby?

Answer My favourite hobby is gardening

How old are you?

Answer:  I am 18 years old.

Appllcatlon Software কী?

Answer  ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রােগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম  বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। 

কয় Bit-এ 1 Byte?

Answer:   ৪ Bit-এ 1 Byte

Slide animation প্রদর্শন করার কমান্ড কী?

Answer  Shift + F5 

www-এর পূর্ণরূপ কী?

Answer: World Wide Web

Operating System বলতে কী বুঝায়?

Answer  অপারেটিং সিস্টেম হল কতকগুলো Program এর সমষ্টি, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোসসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।

একটি Antivirus সফটওয়্যার এবং দুটি Input device-এর নাম লেখ। 

Answer: Antivirus Software: Norton Antivirus,
Input device : Mouse, Keyboard

Mail মার্জ করা বলতে কী বুঝায়?

Answer একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

এম এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার?

Answer: MS Power Point একটি Presentation Software.

BIOS কী?

Answer Basic Input Output System.

স্প্রেডশিট বলতে কী বুঝায়?

Answer: মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট: অ্যানালাইসিস প্রোগ্রাম।

Legal কাগজের সাইজ হল –

Answer  দৈর্ঘ্য 14” এবং প্রস্থ 8.5”

SQL-এর পূর্ণরূপ হল –

Answer:  Structured Query Language.

CPU হচ্ছে—

Answer:  Central Processing Unit 

স্ক্যানার হচ্ছে একটি ডিভাইস।

Answer: Input device

কী-বোর্ডের ফাংশন ‘কী’___ টি |

Answer  ১২টি 

Data sort-ধকার।

Answer: ২ প্রকার

ROM-এর পূর্ণরূপ:

Answer Read Only Memory 

Undo করার জন্য সংক্ষিপ্ত Command হল –

Answer:  Ctrl + Z

Computer-এর প্রথম প্রোগ্রামরচয়িতার নাম ___

Answer  লেডি এডা আগাস্টা।

MS Power point এক ধরনের ___Software. 

Answer:  Presentation

RAM-এর পূর্ণরূপ — 

Answer  Random Access Memory

A4সাইজ কাগজের পরিমাপ হচ্ছে—

Answer:  8.27″x11.69″. 

 Excel-এর Row সংখ্যা – টি।

Answer 2003 এ – ৬৫৫৩৬ টি
2007 এ – ১০৮৫৭৫ টি। 

Recycle Bin ফোল্ডারে___ ফাইল জমা থাকে।

Answer: মুছে ফেলা।

স্ক্যানার এক প্রকার ___ডিভাইস।

Answer  ইনপুট ডিভাইস

Computer-এর Virus একটি জীবাণু।

Answer:  “মি” 

Folder-এর ভেতর File ও Folderউভয়ই থাকতে পারে।

Answer  স

Hard disk একটি Porcessing ডিভাইস।28

Answer: ‘মি’

Windows7 একটি Appllcation Software

Answer ‘মি 

Pen drive-কে ফ্লাশ মেমরি বলা হয়।

Answer:  স’

Cut করার কী-বোর্ড  কমান্ড Ctrl+X,

Answer  স’

Google একটি সার্চ ইঞ্জিন নয়।

Answer:  মি

মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Singn In-এ ক্লিক করতে হয়।

Answer  মি

A-Z নিউমেরিক Key. 

Answer: “মি”

Ram একটি স্থায়ী মেমরি।

Answer ‘মি’

ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ।

Answer: ‘মি’

Data sort দু’প্রকার।

Answer  স

Mother board কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ।

Answer: “মি’

MS-Power point দিয়ে Presentation তৈরি করা হয়।

Answer ‘মি’, 

Undo-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

 (ক) Ctrl + C

(খ) Ctrl + P 

(গ) Ctrl+V.

(ঘ) Ctrl+Z 

Answer: (ঘ) Ctrl+Z 

Database প্রোগ্রাম

(ক) Word perfect

 (খ) MS-Excel

(গ) MS-Word

 (ঘ) MS-Access

Answer  (ঘ) MS-Access

বিজয় চালু করতে চাপতে হয়—

(ক) Ctrl + Shift + B 

(খ) Ctrl + Alt + B

(গ) Ctrl + Atl+A 

(ঘ) Ctrl + B 

Answer: (খ) Ctrl + Alt + B

এক কিলোবাইট সমান কত?

(ক) ১০২৪ বাইট 

(খ) ১০১৪ বাইট

(গ) ১১২৪ বাইট

(ঘ) ১০১১ বাইট

Answer (ক) ১০২৪ বাইট 

LAN শব্দের পূর্ণরুপ কোনটি?

(ক) Local Area Network

 (খ) Lokal Area Network

(গ) Local Assemeble Network

(ঘ) Legal Assemble Network.

Answer: (ক) Local Area Network

ICT এর পূর্ণরুপ কোনটি?

(ক) Information Communication and Technology

(খ) Information and Communication Technology

 (গ) Information Computer Technology

(ঘ) International Commercial Trading

Answer (খ) Information and Communication Technology

 File close-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

 (ক) Ctrl + O

(খ)) Ctrl+W

(গ) Alt + O

(ঘ) Ctrl + F4

Answer: (ঘ) Ctrl + F4

 নিচের কোনটি সহায়ক মেমোরি

((ক)) Hard disk

 (খ)Floppy disk

 (গ) CD-ROM

 (ঘ) Cache

Answer  (ঘ) Cache

Print- এর শটকাট কমান্ড কোনটি

 (ক) Ctrl+Y

(খ) Ctrl+X

 (গ) Ctrl + P

(ঘ) Ctrl + Z

Answer:  (গ) Ctrl + P

একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেকটার  ব্যবহার করা হয়?

(ক) ৪০ টি

(খ) ৩৩ টি

 (গ) ২১ টি

(ঘ) ৬৪ টি

Answer (ঘ) ৬৪ টি

ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

Answer:  Dhaka Stands on the Buriganga

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে