ফাইল ও ফোল্ডার বলতে কী বুঝায়?
VOIP এর পূর্ণরূপ কী?
A4 কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি?
Footnote কী?
MS-Excel-7-এর ওয়ার্কশিটে কতগুলো Column থাকে?
Word processing কাজে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
একটি ই-মেইল Address-এর সাধারণ গঠন লেখ।
Database কী?
একটি Presentation সফটওয়্যারের নাম লেখ।
Computer virus কী?
১ টেরাবাইট সমান কত গিগাবাইট ?
স্ক্যানার কী কাজে ব্যবহার হয় ??
Mail merge বলতে কী বুঝায়?
পেন ড্রাইভে____মেমোরি ব্যবহৃত হয়।
MS Office হচ্ছে অনেকগুলো…………. এর সমষ্টি।
Print এর কি ” বোর্ড কমান্ড হলো____
MS-Word-এর কোনো File এর Extension হলো….।
(a+b)2=a2+ 2ab + b2 Formula টি লিখতে…… এর সাহায্য নিতে হয়।
টেবিলের Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে………কমান্ড ব্যবহার করা হয়।
কোনো File/Folder delete করলে ……… এ জমা থাকে।
Database প্রথম তৈরি করতে হয়…..
Page-এর মার্জিন ঠিক / Set করতে…… Option select করতে হয়।
Undo করার ‘কী’ বোর্ড কমান্ড হলো…….
Keyboard এ Function key____ টি
http-এর পূর্ণরূপ হলো…………
Page break-এর কাজ হলো ____
MS Excel একটি Database প্যাকেজ প্রোগ্রাম।
DVD হচ্ছে সহায়ক মেমরি।
কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।
Save-এর Keyboard command হলো Ctrl + S
Laser printer এর Output device
নতুন File open করতে Ctrl + N বাটন চাপতে হয়।
Sutonny একটি বাংলা Software-এর নাম।
Avro একটি Unicode ভিত্তিক বাংলা Software-এর নাম ।
Default ইংরেজি Font হলো (Arial, SADF)
Text alignment মূলত চার প্রকার ।
ই-মেইল পাঠাতে প্রথমে Sign in করে নিতে হবে।
Google একটি Search engine.
MS-Excel-এ গড় বের করার সূত্র হলো = AVERAGE (Cell no : Cell no)
Keyboard এ Control key-এর সংখ্যা কত?
(ক) ২টি
(গ) ৪টি
(খ)৩টি
(ঘ) ৫টি
‘কী’ বোর্ডের Shift, Ctrl, Alt ‘কী’-গুলোকে কী বলে?
(ক) Function key
(খ) Numeric key
(গ) Space key
(ঘ) Modifier key
Paste-এ Keyboard কমান্ড হলো—
(ক) Ctrl + C
(খ) Ctrl+V
(গ) Ctrl + P
(ঘ) Ctrl + X
দৈর্ঘ্য 14” ও গ্রন্থ 8.5″ সাইজটি কোন কাগজের পরিমাপ?
(ক) A4
(খ) Letter
(গ) Legal
(ঘ) A3
MS-Excel-এ একাধিক Cell-কে একত্রিত করাকে বলে?
(ক) Add
(খ) Join
(গ) Merge
(ঘ) Union
MS-ACCESS-44 Database file-4 File extension কোনটি?
(ক).doc
(খ).mob
(গ).mdb
(ঘ).dbb
MS-Excel- এ কোনটি Financial function?
(ক) dbb.
(খ) info
(গ)and
(ঘ) cos.
Document বা File অন্য নামে Save করার জন্য ব্যবহৃত হয়-
(ক) Ctrl + S
(খ) Save As
(গ) Save
(ঘ) Alt+Ctrl+S
নিচের কোনটি Absolute address?
(ক) $B$20
(খ) SB20
(গ) B20
(ঘ) XB20
নিচের কোনটি বাংলা সফটওয়্যার?
(ক) সুতন্বী
(খ) সোলায়মান লিপি
(গ) অভ্র
(ঘ) বৃন্দা
ICT-এর পূর্ণরূপ কী?
(ক) Info and Comon Technology
(খ) Information and Communication Terminal
(গ) Information and Common Technology
(ঘ) Information and Communication Technology
Mark-1 কী?
বিট কী?
Function কী?
MS Word এর Ribbon-এ ব্যবহৃত চারটি Sub-menu-এর নাম লেখ ।
Word, Excel ও PowerPoint -এ তথ্য সংরক্ষণ করার পর যে ফাইল এক্সটেনশন পাওয়া যায়, তা লেখ।
অপারেটিং সিস্টেম-এর কাজ কী?
MS Excel-এর প্রতিটি ওয়ার্কশিটে কয়টি Row, Column ও Cell থাকে?
Replication-এর কাজ কী?
Animation কী?
IRC কী?
Computer Virus-এর কাজ কী?
SQL কী কাজে ব্যবহৃত হয়?
একটি e-mail address এর গঠন দেখাও।
অ্যাবাকাস ….. তৈরি যন্ত্র।
লগারিদম সারণি তৈরি করেন …….
সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে ……
PCL এর পূর্ণরূপ হচ্ছে……
কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে____বলে
Recycle Bin ফোল্ডারে…… করা ফাইল জমা থাকে।
সাধারণত চিঠিপত্র ও দলিল দস্তাবেজ লেখার জন্য……. প্রোগ্রাম ব্যবহৃত হয়।
Legal size কাগজের পরিমাপ হচ্ছে …… ইঞ্চি
একটি চিঠি বিভিন্ন ঠিকানার প্রেরণের জন্য…… ব্যবহৃত হয়।
Microsoft PowerPoint একটি___ Software package I
Microsoft Excel 16 প্রোগ্রাম ____ টি Row এবং….. টি Column থাকে।
ক্ষুদ্র ক্ষুদ্র প্রগ্রামের সমষ্টিকে___ বলে ।
LAN এর অর্থ ……
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Microprocessor |
একটি কম্পিউটারে একই সাথে ২টি Application software open করা যায় না।
(1001)1, সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে 11 হয়।
সাধারণত Word প্রোগ্রামে পৃষ্ঠার উপরে-নিচে 1.25 ইঞ্চি এবং ডানে-বামে ইঞ্চি মার্জিন থাকে।
MS Word প্রোগ্রামের ডিফল্ট লাইন স্পেসিং 1.5 ইঞ্চি থাকে।
MS Excel একটি Spreadshest analysis application program
MS Excel এ Sort করার Data menu ব্যবহার করে।
Report design উইন্ডোতে ব্যাস্ত সংখ্যা ৩টি
ব্যক্তিগত চিঠিপত্র লেখার কাছে Website ব্যবহৃত হয়।
কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম।
MSN একটি সার্চ ইঞ্জিন।
Webpage তৈরিতে Query ব্যবহৃত হয়
USB এর পূর্ণরূপ কী?
(ক) Universal Serial Bus
(খ)Uni-signal Bus
(গ) United Commercial Bank
(ঘ) Universal Single BUS
CPU হলো__
(ক)Central Processing Unit
(খ) Central Providing Unit
(গ) Control Programming Unit
(গ) Control Problem Unit
Macro কী?
(ক) ফার্মওয়্যার
(খ) প্রগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা
(গ) সফটওয়্যার
(ঘ) হার্ডওয়্যার
11)10 সংখ্যাটিকে বাইনারি সংখ্যা প্রকাশ করলে কত হবে?
(ক) (1011)2
(খ) (1010)2
(গ) (1011)1
(ঘ) (1100)2
কোনটি Antivirus ?
(ক) Avast
(খ) DOS
(গ) Kaspersky
(ঘ) Norton
MS Word কোন ধরনের প্রোগ্রাম ?
(ক) অ্যানিমেশন সফট্ওয়্যার
(খ) অ্যাকাউন্টিং সফটওয়্যার
(গ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
(ঘ) ডাটাবেস সফটওয়্যার
F5 থেকে 125 সেলের ডাটা যোগ করার ফাংশন-
(ক)= Sum(F5;125)
(খ)=Sum(F5:F25)
(গ)=Sum(F5+F25) (ঘ)=Sum(F5.F25)
=ABS (1.258) মান কত?
(ক)1.255
(খ) 1.256
(গ) 1.257
(ঘ)1.258
LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
(ক) Local Authority Network
(খ) Local Area Network
(গ) Local Automatic Network
(ঘ) Local Assemble Network
নিচের কোনটি Internet connectivity-এর নাম নয়?
(ক) Dial up
(খ) Broadband
(গ) Wireless
(ঘ) Yahoo
নিচের কোনটি NIC-এর পূর্ণরূপ?
(ক) Network Interface Card
(খ) Net International Communication
(গ) Network Inter Card
(ঘ) উল্লিখিত কোনোটিই নয়
MS Access একটি—
(ক) ডাটাবেস সফ্টওয়্যার
(খ) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার
(ঘ) সিস্টেম সফ্টওয়্যার
(গ) গ্রাফিক্স সফ্টওয়্যার