ফাইল সেভ করলে কী ঘটে?

পূর্ণনাম লেখ : (ক) TCP/IP (খ) VOIP.

Page Set up কাকে বলে?

Footnote কি?

MS Excel 7 এর ওয়ার্কশিটে কয়টি Row 3 Column থাকে ?

এক্সেল প্যাকেজ দিয়ে কোন কোন ধরনের কাজ করা যায়?

একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।

Database Application কী?

একটি প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম লেখ

Computer virus-এর কাজ কী?

Binary সংখ্যা পদ্ধতির মৌলিক অভ ১০টি।

1000 Megabyte = 1 Gigabyte.

CD ROM-এ CD Write করা যায় না।

MS Word একটি Word processing software

লেজার প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।

Power Point একটি Presentation software l

MS Excel-এ গড় বের করার সূত্র হচ্ছে = AVERAGE CELL NUMBER CELL NUMBER)

Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়।

Internet অর্থ International Network.

Mail পাঠাতে হলে Sign up করতে হয়।

পেনড্রাইভে __ মেমরি ব্যবহৃত হয়।

সুপারকম্পিউটার সবচাইতে ___কম্পিউটার।

MS Office হচ্ছে অনেকগুলো ___ এর সমষ্টি

LAN এর পূর্ণরূপ হচ্ছে___

Mozila Firefox হলো এক ধরনের ___

Microsoft Excel মূলত একটি ___Software

Goal Seek অপশনটি ____Menu-এর অধীনে।

www.bteb.gov.bd হলো এর ওয়েব অ্যাড্রেস।

MS Access-এ ___তৈরি করা যায়।

প্রত্যেকটি Search Engine এক একটি____

অ্যাবাকাস কী ধরনের যন্ত্র?

(ক) নুড়ি ও পাঘরের তৈরি গণনাকারী যন্ত্র

(খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র

(গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র

(ঘ) লোহার তৈরি যন্ত্র

 কয় বাইট সমান এক কিলোবাইট?

(ক) ১০৪৪ বাইট সমান ১ কিলোবাইট

 (খ) ১০৩৪ বাইট সমান ১ কিলোবাইট

(গ) ১০২৪ বাইট সমান ১ কিলোবাইট

(ঘ) ১০১৪ বাইট সমান ১ কিলোবাইট

(A03)১৬ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে?

(ক) ২৬৬৩

(খ)২৫৬৩

(গ) ২৭৬৩

(A03)১৬ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে?

(ক) ২৬৬৩

(খ)২৫৬৩

(গ) ২৭৬৩

(ঘ) ২৪৬০

(ঘ) ২৪৬০

A4 Size কাগজের পরিমাপ কোনটি?

(ক) গ্ৰন্থ = ৮.৩৭”, দৈর্ঘ্য = ১২.৬৯”

(খ) প্রস্থ = ৮.২৯”, দৈর্ঘ্য = ১০.৬৯”

(গ) গ্রন্থ = ৮.১৭”, দৈর্ঘ্য = ১৩.৬৯”

(ঘ) গ্রন্থ = ৮.২৭”, দৈর্ঘ্য = ১১.৬৯”

পেনড্রাইভ হলো একটি__ ডিজাইন।

(ক) ইনপুট

(খ) আউটপুট

(গ) ইনপুট-আউটপুট

(ঘ) উল্লেখিত কোনটিই নয়

ABS (1.258) এর মান কত?

(ক)1.23

(খ)1.24

(গ) 1.258

(ঘ)1.26

Slide object বলা হয়-

(ক) Slide এর একাধিক অংশকে

(খ) Slide-এর সংশ্লিষ্ট  অংশকে

(গ) Slide-এর বিশিষ্ট অংশকে

(ঘ) Slide-এর প্রতিটি অংশকে

Cat 5 ক্যাবলে তারের সংখ্যা হলো-

(ক) ৫ টি

(খ) ৬ টি

(গ) ১৮টি

(ঘ)  ৮ টি

ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়-

(ক) Relation সৃষ্টির জন্য

(খ) Table তৈরির জন্য

(গ) Design করার জন্য

(ঘ) Table Import  করার জন্য

HTTP এর পূর্ণরূপ কোনটি?

(ক) Higher Text Technology Problem

(খ) Hyper Text Transfer Protocol

(গ) Hot Text Transfer Problem

(ঘ) Haker Text Transfer Permission

বাংলাদেশ আমার মাতৃভূমি।

আমার বাবা একজন কৃষক।

দেশপ্রেম মহৎ ।

The birds are sitting___wall.

He goes____school everyday.

Sweet is made__milk.

What is your mother?

What is your favourite food?

What is your home district?.

What is the full meaning of W.W.W ?

নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়?

লুকানো Column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়।

Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?

কতগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?

দুটি ব্রাউজারের নাম লেখ।

Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।

Database Program এ Form তৈরি করা হয় কেন?

Excel Program-এ কোনো নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য কী ব্যবহার করা হয়।

Bijoy Keyboard 4 Bangla to English English to Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?

ভাইরাস কি ?

MS Office Program-4 Data Save করলে তা __ জমা হয় ।

Database এ প্রথম তৈরি করতে হয়—।

Undo করা হয়____ করার জন্য।

একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য ব্যবহার করা হয় __

পেজ এর মার্জিন ঠিক করতে ___ Option Select করতে হয়।

স্ক্যানার একটি___ ডিভাইস।

(a + b) 2 + 2ab + ab এই Format-টি দেখতে __এর সাহায্য নিতে হয়।

Excel Program এ File Save করলে File Name এর সাথে ___যুক্ত হয়।

Text alignment___প্রকার।

Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে চাইলে___করতে হয়।

Windows এর Under এ  MS Office Program  পরিচালিত হয়।

মনিটর হলো মেমরি ডিভাইস।

Move করার জন্য MS Word এ command হলো Cut Paste

সিরিজ Data যোগের জন্য Excel Program এ Sum ( A1:A15) নিয়ম অনুসরণ করা হয় ।

 Level Box Text Box-এর কাজে কোনো পার্থক্য নেই।

MS Word-এ Line Spacing এর জন্য Paragraph Option ব্যবহার করা হয়।

দুটি Table-এ একটি Field একই থাকলে Relationship করা যায়।

Report-এর কাজ হলো File কে প্রদর্শন করা।

Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে File বন্ধ হয়।

Image MS Word বা MS Excel Add করা যায়।

 Windows হলো একপ্রকার-

(ক) Program

(খ)Operating System Program

(গ) Application Program

(ঘ) কোনোটিই নয়

MICR একটি

(ক) ইনপুট

(খ) আউটপুট

(গ) ইনপুট ও আউটপুট

(ঘ) মেমরি ডিভাইস

 মাউস এক প্রকার-

(ক) Input Device

(খ) Output Device

(গ) Memory Device

(ঘ) Pointer

MS Word এ Copy Paste করতে শর্টকাট কী—

(ক) Cul+C

(খ) Ctrl + V

(গ) উভয়টি

(গ) কোনোটিই নয়

Open Command কোন Menu তে থাকে?

(ক) Edit Menu

(খ) View Menu

(গ) File Menu

(ঘ) কোনোটিই নয়

দুই Cell যোগের নিয়ম (Excel Program)-

(ক) = A1 + A2

(খ) A1 + A2

(গ) A1:A2

(ঘ) সব ক’টি

Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে-

(ক) 18.75

(খ) 15.75

(গ) 8.75

(ঘ) 12.75

Microsoft Access হলো-

(ক) স্প্রেডশিট Program

 (খ) Language Program

(গ) Database Program

(ঘ) ক ও খ উভয়টি

এমএস ওয়ার্ড হলো-

(ক) ডাটা প্রসেসর

(খ) মেইল মার্জিং প্যাকেজ

(গ) ওয়ার্ড প্রসেসর

(ঘ) স্প্রেডশিট

Relationship কর প্রকার?

 (ক) ৩ প্রকার

(খ) ২ প্রকার

(গ) কোনো প্রকারভেদ নেই

(ঘ) কোনোটি

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

আমার বাবা একজন দক্ষ কারিগর।

ছাত্রনের প্রতিদিন ক্লাস করা উচিত।

বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।

To be healthy, we must eat-(i) good food (ii) rich food. (iii) balanced diet

Move___you will die.(i) and (ii)but (iii) or

That is __Interesting book.

(i) a (ii) an (ii) the

Who is your best friend?

Where do you come from?

What do you do after training?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *