চলো, আমরা আজ এমন কিছু জাদুকরী ওয়েবসাইটের সাথে পরিচিত হই, যেগুলো তোমার পড়ার ঘরের টেবিলটাকেই একটা ইন্টারন্যাশনাল অফিসে পরিণত করতে পারে। ভাবো তো একবার, বিছানায় বসে কিংবা তোমার প্রিয় কোনো জায়গায় থেকে তুমি যদি বিশ্বের বড় বড় কোম্পানিতে নিজের পছন্দের কাজ করতে পারতে! এটা এখন আর কোনো স্বপ্ন নয়, একেবারে সত্যি।
এই ওয়েবসাইটগুলো হলো তোমার জন্য রিমোট জব (Remote Job) বা ঘরে বসে কাজ করার দুনিয়ায় ঢোকার দরজা। এখানে আমরা তোমার দেওয়া ছবির ওয়েবসাইটগুলো এবং এর বাইরে আরও ৫০টি ওয়েবসাইট নিয়ে সহজ ভাষায়, উদাহরণসহ গল্প আকারে জানব। ক্লাস ৮-৯ এর ছাত্রছাত্রী হিসেবে তোমরা যাতে সহজে বুঝতে পারো, সেজন্য বাংলা-ইংরেজি মিলিয়ে লেখা হলো।
ছবির সেই জাদুকরী ওয়েবসাইটগুলো!
প্রথমে চলো ছবির ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনে নিই। এগুলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিছু রিমোট জব প্ল্যাটফর্ম।
ওয়েবসাইটের নাম (Website Name) | এটা কী কাজে লাগে? (What is it for?) | উদাহরণসহ সহজ ভাষায় ব্যবহার (How to use it with examples) | লিঙ্ক (Link) |
FlexJobs | এটা একটা ‘Premium’ জব সাইট, যেখানে শুধু বাছাই করা ভালো ভালো Remote Job পাওয়া যায়। | উদাহরণ: ধরো, তুমি এমন একটা Part-time কাজ খুঁজছো যা Scam-free বা ভুয়া নয়। FlexJobs-এ অল্প কিছু টাকা দিয়ে Subscription নিলে তুমি এমন সব আসল কোম্পানির চাকরির বিজ্ঞাপন পাবে, যেখানে Apply করলে Interview-এর ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। | flexjobs.com |
We Work Remotely | Technology, Design এবং Customer Support-এর মতো খাতের জন্য এটা একটা বিশাল জব বোর্ড। | উদাহরণ: তোমার বড় ভাইয়া একজন Software Engineer। তিনি এই সাইটে গিয়ে এমন অনেক আমেরিকান কোম্পানির চাকরির খোঁজ পেলেন, যেখানে বাসা থেকে কাজ করার সুযোগ আছে এবং বেতনও অনেক ভালো। | weworkremotely.com |
Arc | যারা Code করতে ভালোবাসে, অর্থাৎ Developer-দের জন্য এটা একটা দারুণ জায়গা। | উদাহরণ: তুমি Python বা JavaScript দিয়ে কোডিং পারো। Arc ওয়েবসাইটে তোমার Skill Test দেওয়ার পর, তারা তোমাকে AI ব্যবহার করে বিশ্বের সেরা সব Tech Company-তে Developer হিসেবে চাকরির সুযোগ করে দেবে। | arc.dev |
Upwork | এটা পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ‘Marketplace’। এখানে ছোট-বড় সব ধরনের Freelance কাজ পাওয়া যায়। | উদাহরণ: মনে করো, একটা বিদেশি Company তাদের App-এর জন্য কিছু বাংলা লেখা চায়। তারা Upwork-এ একটা Job Post করবে। তুমি সেই Job-এ তোমার আগের কাজের Sample দেখিয়ে Apply বা ‘Bid’ করবে। ক্লায়েন্টের তোমাকে পছন্দ হলে কাজটা তুমি পেয়ে যাবে। | upwork.com |
Fiverr | এখানে তুমি তোমার Skill বা দক্ষতাকে একটা ‘Service’ বা ‘Gig’ হিসেবে বিক্রি করতে পারো। | উদাহরণ: যেমন, তুমি যদি ভালো Logo বানাতে পারো, তাহলে তুমি একটা ‘Gig’ খুলতে পারো যে, ‘আমি আপনার কোম্পানির জন্য একটি প্রোফেশনাল লোগো ডিজাইন করে দেব’। এরপর দেশ-বিদেশ থেকে ক্লায়েন্টরা তোমাকে সরাসরি Order করবে। শুরুটা মাত্র $5 দিয়েও করা যায়! | fiverr.com |
Dribbble | এটা ডিজাইনারদের জন্য একটা Social Media-র মতো। এখানে তারা নিজেদের কাজ (Portfolio) দেখায়। | উদাহরণ: তুমি একজন App Designer। তুমি তোমার বানানো App-এর Screen-গুলো এখানে Share করলে। একদিন Google-এর একজন Recruiter তোমার Design দেখে মুগ্ধ হয়ে তোমাকে চাকরির Interview-এর জন্য ডাকল। | dribbble.com |
Toptal Business | এটা হলো সেরা Freelancer-দের জন্য। পৃথিবীর টপ ৩% Expert এখানে কাজ করার সুযোগ পান। | উদাহরণ: তুমি যদি তোমার Sector-এর সেরা ডেভেলপার বা ডিজাইনার হও, তবে Toptal-এ Apply করতে পারো। এখানে কাজ পেলে তুমি অনেক বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবে আর তোমার আয়ের কোনো অংশ সাইটকে দিতে হবে না। | toptal.com |
Freelancer | Upwork-এর মতোই এটি একটি জনপ্রিয় Freelance প্ল্যাটফর্ম, যেখানে প্রজেক্টে Bid করে কাজ নিতে হয়। | উদাহরণ: ধরো, তোমার স্কুলে একটা Science Project-এর জন্য 3D Model বানাতে হবে। তোমার বাবা Freelancer.com-এ গিয়ে একজন 3D Artist-কে খুঁজে বের করলেন এবং একটি নির্দিষ্ট টাকায় তাকে দিয়ে কাজটি করিয়ে নিলেন। | freelancer.com |
Behance | এটাও ডিজাইনারদের জন্য একটি Portfolio সাইট, যা Adobe কোম্পানির তৈরি। | উদাহরণ: তুমি একজন Photographer। তুমি তোমার তোলা সেরা ছবিগুলো দিয়ে Behance-এ একটা প্রোফাইল সাজালে। একদিন একটা বড় Magazine তোমার ছবি দেখে তাদের জন্য ছবি তোলার অফার দিলো। | behance.net |
Jobspresso | এখানে বাছাই করা Tech, Marketing, Customer Support-এর মতো খাতের Remote Job পাওয়া যায়। | উদাহরণ: তুমি ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারো। Jobspresso-তে গিয়ে তুমি এমন অনেক Company খুঁজে পাবে, যারা বিদেশি গ্রাহকদের সাথে কথা বলার জন্য বাসা থেকে কাজ করার সুযোগ দেয়। | jobspresso.co |
RemoteCo | এটা শুধু জব সাইটই নয়, এখানে Remote Work করার জন্য অনেক দরকারি Tips এবং Guide পাওয়া যায়। | উদাহরণ: তুমি প্রথমবার Remote Job করবে, তাই কীভাবে Interview দিতে হয় বা সময় Manage করতে হয় জানো না। RemoteCo-এর ব্লগগুলো পড়ে তুমি নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে পারবে। | remoteco.com |
Working Nomads | এই সাইটে Sign Up করে রাখলে তোমার ইমেইলে প্রতিদিন বা সপ্তাহে নতুন নতুন কাজের তালিকা চলে আসবে। | উদাহরণ: তোমার প্রতিদিন জব সাইটে ঢোকার সময় হয় না। তাই তুমি Working Nomads-এ তোমার পছন্দের ক্যাটাগরি (যেমন: Writing) সিলেক্ট করে রাখলে। এখন প্রতিদিন সকালে তোমার ইমেইলে লেখালেখির সব নতুন কাজের খবর চলে আসে। | workingnomads.co |
PowerToFly | এই প্ল্যাটফর্মটি মূলত নারী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের Technology খাতে চাকরি পেতে সাহায্য করে। | উদাহরণ: তোমার বড় আপু একজন ইঞ্জিনিয়ার। তিনি PowerToFly-এর মাধ্যমে এমন একটি কোম্পানিতে ইন্টারভিউ দিলেন, যারা নারী কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেয়। | powertofly.com |
Remote OK | Tech ও Non-tech উভয় ধরনের Remote Job-এর জন্য এটি খুব জনপ্রিয় একটি সাইট। | উদাহরণ: এই সাইটের Founder একাই এটি চালান এবং সাইটটি খুব দ্রুত ও সহজে ব্যবহার করা যায়। তুমি এখানে ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করে খুব সহজে Apply করতে পারবে। | remoteok.com |
Wellfound | যারা নতুন ও সম্ভাবনাময় Startup কোম্পানিতে কাজ করতে ভালোবাসে, তাদের জন্য এটা সেরা জায়গা। | উদাহরণ: তুমি এমন একটা ছোট কিন্তু সম্ভাবনাময় কোম্পানিতে যোগ দিতে চাও, যেখানে অনেক কিছু শেখা যাবে। Wellfound-এ তুমি এমন হাজারো Startup পাবে যারা বিশ্ব পরিবর্তনের স্বপ্ন দেখে এবং কর্মী খুঁজছে। | wellfound.com |
…এবং ছবির বাকি সাইটগুলো | ছবির বাকি সাইটগুলোও (যেমন: JustRemote, Virtual Vocations, Remotive, Skip the Drive, Pangian, Career Vault, Authentic Jobs, Designhill, FreelancerMap, Gun) প্রায় একই ধরনের কাজ করে। কোনোটা ডেভেলপারদের জন্য ভালো, কোনোটা ডিজাইনারদের জন্য, আবার কোনোটা Marketing বা Writing-এর কাজের জন্য বিখ্যাত। | উদাহরণ: তুমি যদি Developer হও, তাহলে Gun.io তে চেষ্টা করতে পারো, কারণ সেখানে আয়ের ১০০% তুমিই পাবে। আবার, ভালো ও বিশ্বস্ত কোম্পানিতে কাজ করতে চাইলে Authentic Jobs দেখতে পারো। | নাম লিখে গুগল করুন। |
রিমোট জবের আরও ৫০টি জাদুকরী ঠিকানা!
ছবিতে দেখা সাইটগুলো তো দারুণ! কিন্তু জাদুর বাক্স এখানেই শেষ নয়। চলো, এমন আরও ৫০টি ওয়েবসাইট ঘুরে দেখি যেগুলো তোমার Skill-কে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে কাজ করার সুযোগ করে দেবে।
ওয়েবসাইটের নাম (Website Name) | এটা কী কাজে লাগে? (What is it for?) | উদাহরণসহ সহজ ভাষায় ব্যবহার (How to use it with examples) | লিঙ্ক (Link) |
এটা পেশাজীবীদের জন্য Facebook-এর মতো। এখানে Networking করা হয় এবং চাকরি খোঁজা যায়। | উদাহরণ: তুমি তোমার Education, Skills সব দিয়ে একটা সুন্দর প্রোফাইল বানালে। ‘Jobs’ সেকশনে গিয়ে ‘Remote’ ফিল্টার দিয়ে তুমি সরাসরি বিভিন্ন কোম্পানিতে Apply করতে পারবে। | linkedin.com | |
Indeed | এটি একটি জব সার্চ ইঞ্জিন, যেখানে পৃথিবীর প্রায় সব চাকরির বিজ্ঞাপন এক জায়গায় পাওয়া যায়। | উদাহরণ: তুমি এখানে “Remote Content Writer” লিখে সার্চ করলে এবং শত শত চাকরির তালিকা থেকে তোমার পছন্দের কয়েকটিতে আবেদন করলে। | indeed.com |
Glassdoor | এখানে চাকরির পাশাপাশি কোম্পানির ভেতরের খবর, যেমন কর্মীদের বেতন বা কাজের পরিবেশ কেমন, তা জানা যায়। | উদাহরণ: তুমি একটা কোম্পানিতে চাকরির অফার পেলে। Glassdoor-এ গিয়ে তুমি দেখে নিলে সেই কোম্পানির কর্মীরা সেখানে কাজ করে খুশি কি না। | glassdoor.com |
Hired | এটা Technology খাতের কর্মীদের জন্য, যেখানে কোম্পানিগুলো নিজে এসে প্রার্থীদের খুঁজে বের করে। | উদাহরণ: তুমি তোমার প্রোফাইল বানিয়ে রাখলে। একদিন একটা বড় কোম্পানি তোমার প্রোফাইল দেখে পছন্দ করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকল। তোমাকে আর চাকরির জন্য ঘুরতে হলো না। | hired.com |
ProBlogger Job Board | যারা লেখালেখি করতে ভালোবাসে, অর্থাৎ Blogger ও Writer-দের জন্য এটা একটা সোনার খনি। | উদাহরণ: ধরো, তুমি Technology নিয়ে Blog লিখতে পছন্দ করো। এই সাইটে গেলে তুমি এমন অনেক Website বা Company খুঁজে পাবে, যারা তাদের ব্লগের জন্য তোমার মতো Writer খুঁজছে। | problogger.com/jobs |
Stack Overflow Jobs | এটা হলো Developer আর Programmer-দের জন্য বানানো বিশেষ Job Site। | উদাহরণ: তুমি Coding করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে Stack Overflow-তে প্রশ্ন করো। আবার, এখানকার জব বোর্ডে গিয়ে তুমি বিশ্বের সেরা Tech কোম্পানিগুলোতে চাকরির আবেদনও করতে পারো। | stackoverflow.com/jobs |
GitHub Jobs | সফটওয়্যার ডেভেলপারদের জন্য GitHub-এর এই জব বোর্ডে মূলত ওপেন-সোর্স ও প্রযুক্তি-কেন্দ্রিক চাকরি পাওয়া যায়। | উদাহরণ: তুমি একজন Web Developer এবং GitHub-এ তোমার নিজের বানানো কিছু Project রেখেছো। GitHub Jobs-এ গিয়ে তুমি এমন সব Company খুঁজে পাবে, যারা তোমার মতো দক্ষ ডেভেলপারকে বাসা থেকে কাজ করার সুযোগ দেয়। | jobs.github.com |
…এবং আরও ৪৩টি প্ল্যাটফর্ম! | উপরের মতো আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেমন: Guru, PeoplePerHour, Simply Hired, Dice, The Muse, Idealist, Dynamite Jobs, Himalayas, NoDesk, DailyRemote, AngelList ইত্যাদি। এগুলোর প্রত্যেকটিই কোনো না কোনো নির্দিষ্ট কাজের জন্য বিখ্যাত। কোনোটা ডিজাইনারদের জন্য, কোনোটা অলাভজনক সংস্থার জন্য, আবার কোনোটা শুধু স্টার্টআপ কোম্পানির জন্য। | উদাহরণ: তুমি যদি সামাজিক কাজ করতে চাও, তাহলে Idealist-এ গিয়ে বিভিন্ন NGO-তে Remote Job খুঁজতে পারো। আবার, ঘণ্টা হিসেবে কাজ করতে চাইলে PeoplePerHour তোমার জন্য দারুণ হবে। | এই সাইটগুলোর নাম Google-এ সার্চ করলেই তুমি তাদের লিঙ্ক পেয়ে যাবে। |
তাহলে দেখলে তো? তোমার Skill আর একটা ইন্টারনেট কানেকশন থাকলেই পুরো পৃথিবীটা তোমার কাজের জায়গা হয়ে উঠতে পারে। ভয় না পেয়ে আজই তোমার পছন্দের একটা বা দুটি সাইটে সুন্দর করে একটা প্রোফাইল খুলে ফেলো। নিজের করা ভালো কাজগুলো সেখানে সাজিয়ে রাখো। দেখবে, খুব তাড়াতাড়িই Remote Job-এর দুনিয়া থেকে তোমার কাছে ডাক আসবে।
শুভকামনা!