Which of the following is an advantage of computers?
কম্পিউটারের একটি সুবিধা হল বৃহৎ স্মৃতির আধার। কম্পিউটারের সুবিধা: বৃহৎ স্মৃতির আধার: কম্পিউটার প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে। দ্রুত গতিতে প্রশ্ন সমাধান: কম্পিউটার জটিল প্রশ্ন দ্রুত সমাধান করতে পারে। নির্ভুল কাজ করার ক্ষমতা: কম্পিউটার অত্যন্ত নির্ভুল এবং ভ্রমশূন্য ফলাফল প্রদান করে। বহুমুখিতা: বিভিন্ন ধরণের কাজ সম্পাদন করতে পারে। নেটওয়ার্কিং: অন্যান্য কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারে। পোর্টেবিলিটি: সহজে বহনযোগ্য। গ্রাফিক্যাল ইন্টারফেস: ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস।
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হল উপরের সবগুলো। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য: ভ্রমশূন্য ফলাফল: আধুনিক কম্পিউটার অত্যন্ত নির্ভুল এবং ভ্রমশূন্য ফলাফল প্রদান করে। বৃহৎ স্মৃতির আধার: আধুনিক কম্পিউটারে বিশাল পরিমাণে ডেটা সংরক্ষণ করার ক্ষমতা থাকে। দ্রুত গতিতে প্রশ্ন সমাধান: আধুনিক কম্পিউটার জটিল প্রশ্ন দ্রুত সমাধান করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো আধুনিক কম্পিউটারকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য উপযোগী করে তোলে, যেমন: বিজ্ঞান ও প্রযুক্তি: গবেষণা, নকশা, সিমুলেশন ইত্যাদি। ব্যবসা: ডেটা বিশ্লেষণ, আর্থিক পূর্বাভাস, গ্রাহক পরিষেবা ইত্যাদি। শিক্ষা: গবেষণা, অনলাইন শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি। স্বাস্থ্যসেবা: রোগ নির্ণয়, চিকিৎসা, গবেষণা ইত্যাদি। বিনোদন: গেমিং, সঙ্গীত, চলচ্চিত্র ইত্যাদি। উল্লেখ্য যে, আধুনিক কম্পিউটারের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন: বহুমুখিতা: বিভিন্ন ধরণের কাজ সম্পাদন করতে পারে। নেটওয়ার্কিং: অন্যান্য কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারে। পোর্টেবিলিটি: সহজে বহনযোগ্য। গ্রাফিক্যাল ইন্টারফেস: ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস। সুতরাং, সঠিক উত্তর হল: উপরের সবগুলো
কম্পিউটার একটি-
কম্পিউটারকে একটি সমস্যা সমাধানের যন্ত্র বলা সবচেয়ে সঠিক। ব্যাখ্যা: কম্পিউটার হিসাব করতে পারে, তবে এটি কেবল একটি হিসাবযন্ত্র নয়। কম্পিউটার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে, তবে এটি নিজে সিদ্ধান্ত নিতে পারে না। কম্পিউটার হিসাব পরীক্ষা করতে পারে, তবে এটি কেবল একটি হিসাব পরীক্ষার যন্ত্র নয়। কম্পিউটার কীভাবে সমস্যা সমাধানে সাহায্য করে?: কম্পিউটার জটিল গণনা দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। কম্পিউটার প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়া করতে পারে। কম্পিউটার বিভিন্ন ধরণের অ্যালগরিদম ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। কম্পিউটার ব্যবহার করে সমাধান করা সমস্যার কিছু উদাহরণ: বৈজ্ঞানিক গবেষণা প্রকৌশল নকশা ব্যবসায়িক বিশ্লেষণ চিকিৎসা নির্ণয় কৃত্রিম বুদ্ধিমত্তা সুতরাং, সঠিক উত্তর হল: সমস্যা সমাধানের যন্ত্র
Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
Push এবং Pop নীতি Stack-এর সাথে সম্পর্কিত। Stack একটি LIFO (Last In First Out) ডেটা স্ট্রাকচার। Push অপারেশন একটি নতুন ডেটা Stack-এর শীর্ষে যুক্ত করে। Pop অপারেশন Stack-এর শীর্ষ থেকে ডেটা সরিয়ে ফেলে। Stack-এর কিছু প্রধান ব্যবহার: Undo/Redo কার্যকারিতা Backtracking Expression evaluation Recursion
ন্যানো সেকেন্ড হলো -
ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ। ব্যাখ্যা: সেকেন্ড হলো সময়ের আদর্শ একক। ন্যানো হলো এক বিলিয়ন ভাগের এক ভাগ। সুতরাং, ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগ।
\"\"\"একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়\"\"- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?\"
একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ১ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়" এই উক্তিটি AND সেটের জন্য সত্য। AND সেটের ক্ষেত্রে, আউটপুট ১ হবে শুধুমাত্র যখন দুটি ইনপুটই ১ হবে। অন্য যেকোনো ক্ষেত্রে, আউটপুট ০ হবে।
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
C একটি অপারেটিং সিস্টেম নয়। এটি মাইক্রোসফট দ্বারা তৈরি একটি প্রোগ্রামিং ভাষা।
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উপরোক্ত সবগুলো তথ্যই সঠিক। ১. নির্মাতা: এনড্রয়েড অপারেটিং সিস্টেমটি গুগল দ্বারা উদ্ভাবিত এবং পরিচালিত। ২. কার্নেল: এটি লিনাক্স (Linux) কার্নেলের উপর ভিত্তি করে তৈরি। ৩. প্রধান ব্যবহার: এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। উল্লেখ্য, এনড্রয়েড কেবল মোবাইল ডিভাইসের জন্য ব্যবহৃত হয় না। এটি টেলিভিশন, ওয়াচ, কার এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত হয়। সুতরাং, সঠিক উত্তর হল: উপরোক্ত সবগুলো
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য ৪২৯৪৯৬৭২৯৬ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোড হলো একটি বহু-বাইট অক্ষর এনকোডিং স্ট্যান্ডার্ড যা বিশ্বের বেশিরভাগ লেখার ব্যবস্থার জন্য অক্ষর এবং চিহ্নকে সংজ্ঞায়িত করে। ইউনিকোড প্রতিটি চিহ্নকে একটি অনন্য কোড পয়েন্ট দ্বারা চিহ্নিত করে। কোড পয়েন্ট হলো একটি পূর্ণসংখ্যা যা একটি চিহ্নকে নির্দেশ করে। ইউনিকোড-এর সর্বশেষ সংস্করণে ৪২৯৪৯৬৭২৯৬ টি কোড পয়েন্ট সংজ্ঞায়িত করা হয়েছে।
একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটি ২ কোটি যোগ করতে পারবে। ব্যাখ্যা: ১ সেকেন্ডে ১ বিলিয়ন ন্যানো সেকেন্ড থাকে। সুতরাং, ১ সেকেন্ডে কম্পিউটার (১ বিলিয়ন / ৫০) = ২০ মিলিয়ন যোগ করতে পারবে। ২০ মিলিয়ন = ২০,০০০,০০০ = ২ কোটি।
কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
কম্পিউটারের কাজের গতি সেকেন্ড বা ন্যানোসেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। ব্যাখ্যা: কম্পিউটার প্রতি সেকেন্ডে কতগুলি নির্দেশাবলী সম্পাদন করতে পারে তা প্রসেসিং স্পিড নামে পরিচিত। প্রসেসিং স্পিড গিগাহার্টজ (GHz) বা মেগাহার্টজ (MHz)-এ পরিমাপ করা হয়। GHz-এর মান যত বেশি, প্রসেসিং স্পিড তত বেশি। ন্যানোসেকেন্ড হলো সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগ। কম্পিউটারের মেমরি অ্যাক্সেস টাইম ন্যানোসেকেন্ডে পরিমাপ করা হয়।
কম্পিউটারে কোনটি নেই?
কম্পিউটারে বুদ্ধি নেই। স্মৃতি, দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা, এবং নির্ভুল কাজ করার ক্ষমতা কম্পিউটারের বৈশিষ্ট্য।
ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ই-কমার্স সাইট amazon.com ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৫ই জুলাই, ১৯৯৪ সালে জেফ বেজোস Amazon.com, Inc. নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
নীচের কোনটি ইনপুট ডিভাইস?
OMR (Optical Mark Recognition) হলো একটি ইনপুট ডিভাইস। OMR ডিভাইস বিশেষভাবে ডিজাইন করা ফর্ম থেকে তথ্য পড়তে ব্যবহার করে। এই ফর্মগুলিতে নির্দিষ্ট স্থানে পেন্সিল বা কালি দিয়ে চিহ্নিত করা হয়। OMR ডিভাইস আলোর মাধ্যমে এই চিহ্নগুলি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটাতে রূপান্তর করে। OMR ডিভাইসের কিছু প্রধান ব্যবহার: মাল্টিপল চয়েস পরীক্ষার উত্তরপত্র গ্রেডিং সার্ভে ডেটা এন্ট্রি
ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?
ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম হলো তারহীন সংযোগ। উপরের সবকটি বিকল্প ভুল কারণ: অপটিক্যাল ফাইবার: এটি ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু Wi-Fi নেটওয়ার্কের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে না। তামার তার: এটি ইথারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়, Wi-Fi নেটওয়ার্কের জন্য নয়। তারহীন সংযোগ: Wi-Fi নেটওয়ার্ক রেডিও তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করে। Wi-Fi ডিভাইসে রেডিও অ্যান্টেনা থাকে যা রেডিও তরঙ্গ পাঠায় এবং গ্রহণ করে। Wi-Fi নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে, ডিভাইসটি একটি Wi-Fi রাউটার-এর সাথে সংযুক্ত হতে হবে। সুতরাং, সঠিক উত্তর হল: তারহীন সংযোগ
EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য Mercury Delay Lines ব্যবহার করা হতো। RAM (Random Access Memory) এবং ROM (Read-Only Memory) তখনও উদ্ভাবিত হয়নি। Registers ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হত, তবে এদের ক্ষমতা খুব কম ছিল। Mercury Delay Lines হলো এক ধরণের অ্যাকুস্টিক মেমরি ডিভাইস যা ডেটা সংরক্ষণের জন্য পারদ (Mercury) ব্যবহার করে। এই ডিভাইসে, ডেটা আল্ট্রাসনিক তরঙ্গ হিসেবে সংরক্ষণ করা হত এবং পারদের একটি তরল স্তম্ভের মধ্য দিয়ে প্রেরণ করা হত। তরঙ্গগুলো স্তম্ভের ভেতর দিয়ে প্রতিফলিত হত এবং পরে ডিটেক্ট করা হত। Mercury Delay Lines-এর কিছু সুবিধা ছিল: এগুলো তুলনামূলকভাবে দ্রুত ছিল। এগুলো তুলনামূলকভাবে সস্তা ছিল। কিন্তু এদের কিছু অসুবিধাও ছিল: এগুলো খুব ভারী এবং ভঙ্গুর ছিল। এগুলো তুলনামূলকভাবে কম ডেটা সংরক্ষণ করতে পারত।
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উপরোক্ত সবগুলো তথ্যই সঠিক। ১. নির্মাতা: এনড্রয়েড অপারেটিং সিস্টেমটি গুগল দ্বারা উদ্ভাবিত এবং পরিচালিত। ২. কার্নেল: এটি লিনাক্স (Linux) কার্নেলের উপর ভিত্তি করে তৈরি। ৩. প্রধান ব্যবহার: এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। উল্লেখ্য, এনড্রয়েড কেবল মোবাইল ডিভাইসের জন্য ব্যবহৃত হয় না। এটি টেলিভিশন, ওয়াচ, কার এবং আরও অনেক কিছুতে ব্যবহৃত হয়। সুতরাং, সঠিক উত্তর হল: উপরোক্ত সবগুলো
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
TCP দিয়ে প্রোটোকল বোঝানো হয়। TCP হল Transmission Control Protocol-এর সংক্ষিপ্ত রূপ। এটি Internet Protocol Suite-এর একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল। TCP নির্ভরযোগ্য ডেটা ডেলিভারি নিশ্চিত করে। এটি ডেটা প্যাকেটগুলো সঠিকভাবে ক্রমানুসারে পাঠানো এবং গ্রহণ করা নিশ্চিত করে। TCP বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, যেমন: Web browsing Email File transfer
কম্পিউটার সি, পি, ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
কম্পিউটার সি, পি, ইউ (CPU)-এর এ. এল. ইউ (ALU) অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে। ALU-এর পূর্ণরূপ হল Arithmetic Logic Unit। ALU কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU)-এর একটি অংশ যা গাণিতিক এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে। ALU-এর কিছু প্রধান কাজ: সংযোগ: যোগ, বিয়োগ, গুণ, এবং ভাগ। তুলনা: দুটি মানের তুলনা করা। লজিক্যাল অপারেশন: AND, OR, NOT, XOR ইত্যাদি।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কম্পিউটার এবং অপারেটিং সিস্টেম
1. কম্পিউটার কী? অথবা, কম্পিউটার কাকে বলে? অথবা, কম্পিউটার শব্দের অর্থ কী?
কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পাবে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে।
2. আধুনিক কম্পিউটারের জনক কে?
আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।
3. চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?
চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
4. তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝায়?
তথ্যসংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি।
5. ENIAC-এর পূর্ণনাম কী?
ENIAC এর পূর্ণনাম হলো- Electrical Numerical Integrator and Calculator.
6. প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ENIAC।
7. বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত।
১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।
8. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা হলেন- লেডি এডা অগাস্টা।
9. কম্পিউটারের স্মৃতি প্রধানত কত প্রকার?
দুই প্রকার, যথা- (ক) প্রাইমারি মেমরি এবং (খ) সেকেন্ডারি মেমরি।
10. র্যাম কী? অথবা, RAM এর পূর্ণনাম লেখ। অথবা, RAM এর পূর্ণ অর্থ কী?
র্যাম এর পূর্ণ অর্থ Random Access Memory. মাদারবোর্ডর সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র্যাম স্মৃতি বলা হয়। এটি একটি অস্থায়ী স্মৃতি।
11.ROM-এর পূর্ণনাম লেখ।
ROM-এর পূর্ণনাম Read Only Memorys প্রধান স্মৃতিব এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় অব্বংসাত্মক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোনো তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।
12. ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ।
কয়েকটি হার্ডওয়্যার যন্ত্রের নাম নিম্নে দেওয়া হলো- (1) Mouse, (ii) Keyboard, (ii) Monitor, (iv) Printer, (v) Speaker.
13. প্রিন্টার কী? অথবা, প্রিন্টারের কাজ কী?
প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
14. মনিটর কাকে বলে?
কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।
15. একটি আধুনিক কম্পিউটারের প্রধান প্রধান অংশগুলোর নাম লেখ। অথবা, কম্পিউটারের মূল অংশগুলোর নাম লেখ।
কম্পিউটারের প্রধান অংশগুলো হলো- (১) Input Unit (২) Output Unit (৩) CPU Unit
16. CPU কী?
CPU-এর পূর্ণরূপ হলো- Central Processing Unit CPU-কে কম্পিউটারের Brain বলা হয়।
17. CPU-এর পূর্ণনাম লেখ।
CPU-এর পূর্ণনাম হলো-Central Processing Unit
18. ফার্মওয়্যার কী?
রমে স্থায়ীভাবে সঞ্চিত সব প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে।
19. BIOS কী? অথবা, BIOS-এর পূর্ণরূপ লেখ।
Basic input output system-এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
20. BIOS প্রোগ্রামের কাজ কী?
কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip-এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অন্যান্য ইন্টিগ্রেটেড/নন-ইন্টিগ্রেটেড ডিভাইস সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ড ডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে।
21. কয়েকটি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার-এর নাম লেখ।
কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো- Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।
22. Scanner-এর কাজ কী?
Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।
23. পেন ড্রাইভ-এর কাজ কী?
পেন ড্রাইভ দ্বারা খুব সহজে তথ্য সংরক্ষণ ও স্থানান্তর করা যায়।
24. দুইটি Output device-এর নাম লেখ। অথবা, ৪টি Output device-এর নাম লেখ।
Monitor, Printer, Speaker, Projector.
25. চারটি Input device-এর নাম লেখ। অথবা, দুটি Input device-এর নাম লেখ।
কয়েকটি ইনপুট ডিভাইস হলো- (১) Keyboard (২) Mouse (৩) Scanner (৪) Joystick
নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস?
কয়েকটি ইনপুট ডিভাইস হলো- (১) Keyboard (২) Mouse (৩) Scanner (৪) Joystick
ফার্মওয়্যার কোথায় সংরক্ষিত থাকে?
রমে স্থায়ীভাবে সঞ্চিত সব প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে।
প্রিন্টারের কাজ কী?
প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে কী ইনপুট করা হয়?
Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।
ENIAC-এর পূর্ণনাম কী?
ENIAC এর পূর্ণনাম হলো- Electrical Numerical Integrator and Calculator.
CPU-কে কী বলা হয়?
CPU-এর পূর্ণরূপ হলো- Central Processing Unit CPU-কে কম্পিউটারের Brain বলা হয়।
RAM এর পূর্ণ অর্থ কী?
র্যাম এর পূর্ণ অর্থ Random Access Memory. মাদারবোর্ডর সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র্যাম স্মৃতি বলা হয়। এটি একটি অস্থায়ী স্মৃতি।
অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রধান কাজ কী?
কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো- Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।
আধুনিক কম্পিউটারের জনক কে?
আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।
নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি হার্ডওয়্যার?
কয়েকটি হার্ডওয়্যার যন্ত্রের নাম নিম্নে দেওয়া হলো- (1) Mouse, (ii) Keyboard, (ii) Monitor, (iv) Printer, (v) Speaker.
পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা হলেন- লেডি এডা অগাস্টা।
চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?
চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ENIAC।
একটি আধুনিক কম্পিউটারের প্রধান অংশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত?
কম্পিউটারের প্রধান অংশগুলো হলো- (১) Input Unit (২) Output Unit (৩) CPU Unit
ROM-এর পূর্ণনাম লেখ।
ROM-এর পূর্ণনাম Read Only Memorys প্রধান স্মৃতিব এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় অব্বংসাত্মক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোনো তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।
তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝায়?
তথ্যসংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি।
কম্পিউটার কী?
কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পাবে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে।
নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস?
Monitor, Printer, Speaker, Projector.
CPU-এর পূর্ণনাম লেখ।
CPU-এর পূর্ণনাম হলো-Central Processing Unit
পেন ড্রাইভের প্রধান কাজ কী?
পেন ড্রাইভ দ্বারা খুব সহজে তথ্য সংরক্ষণ ও স্থানান্তর করা যায়।
মনিটর কাকে বলে?
কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।
বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন জেলায় অবস্থিত?
১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।
BIOS-এর কাজ কী?
কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip-এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অন্যান্য ইন্টিগ্রেটেড/নন-ইন্টিগ্রেটেড ডিভাইস সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ড ডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে।
কম্পিউটারের স্মৃতি প্রধানত কত প্রকার?
দুই প্রকার, যথা- (ক) প্রাইমারি মেমরি এবং (খ) সেকেন্ডারি মেমরি।
BIOS-এর পূর্ণরূপ কী?
Basic input output system-এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।
26. Anti-Virus সফ্টওয়্যারের কাজ কী?
অ্যান্টিভাইরাস (Antivirus) হলো এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে, কম্পিউটারের ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে। মোটকথা, কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
27. Pen drive-কে I/O ডিভাইস বলা হয় কেন?
পেন ড্রাইভ (Pen drive) কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে Pen drive কে I/O ডিভাইস বলা হয়।
28. OMR কী?
অপটিক্যাল মার্ক রিকগনাইজার (optical mark recognizer) এর সংক্ষিপ্ত রূপ হলো OMR। এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
29. ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী?
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো একটি বাইনারি সংখ্যা দ্বারা সব ধরনের কাজ সম্পন্ন করে।
30. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
বিভিন্ন সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।
31. দুটি Application software-এর নাম লেখ।
Spreadsheet software. Database software
32. অপারেটিং সিস্টেম কী?অথবা, অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?
কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করার প্রক্রিয়াকেই অপারেটিং সিস্টেম বলে।
33. কম্পিউটার সফ্টওয়্যার কী?
কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে সফ্টওয়্যার বলে।
34. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?
হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের প্রাণ।
35. Shut down কমান্ডের কাজ কী?
Windows operating system হতে বের হয়ে কম্পিউটার বন্ধ করে দেওয়াই হলো Shut down কমান্ড
36. ১ MB বলতে কী বুঝায়?
1024 কেবি-কে ১ MB বলে।
37. System Unit-এর ৪টি Unit-এর নাম লেখ।
Motherboard, CPU, RAM, ROM.
39. অপারেটিং সিস্টেমের কাজ কী?
Operating System কম্পিউটারের Hardware কে সচল করে এবং hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
40.একটি System Software ও একটি Application Software এর নাম লেখ।
Windows 2007 একটি system software এবং Microsoft office 2007 একটি Application software.
41. বিট ও বাইট বলতে কী বুঝায়?
বিট: বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে।
বাইট: আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে-কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে।
42. GB-এর অর্থ কী?
গিগাবাইট।
43. কত কিলোবাইটে ১ মেগাবাইট?
1024 KB=1MB
১০১১-কে ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর।
(১১)০০
44. কয় Bit-এ 1 Byte?
8 (Eight) Bit-এ Byte হয়।
(১১)২ বাইনারিকে ডেসিমেলে রূপান্তর কর। ৬০ পেজ এ দেয়া আছে
(১১)২ বাইনারিকে ডেসিমেলে রূপান্তর-
= ১×২=১
= ১X২ = ২
(১১) = (৩)
45. ১ টেরাবাইট সমান কত গিগাবাইট?
১ টেরাবাইট সমান ১০২৪ গিগাবাইট।
46. ১ GB বলতে কী বুঝায়?
১ GB বলতে বুঝায়, এক গিগাবাইট। গিগাবাইট হলো ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক একক বাইট। এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণ ক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রিফিক্স গিগার অর্থ 10°; সুতরাং, ১ গিগাবাইট হয় 100000০০০০ বাইট। গিগাবাইট এককের প্রতীক হলো GB বা Gbyte
47. ১ টেরাবাইট সমান কয় মেগাবাইট?
১ টেরাবাইট সমান 1048576 মেগাবাইট।
48. হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম বলতে কী বুঝায়?
হেক্সাডেসিমেল নাম্বারঃ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হলো ১৬। এতে ১৬টি অঙ্ক আছে, যেমন- 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F
49. DOS ও Windows কী? অথবা, DOS-এর পূর্ণরূপ লেখ। অথবা, Windows বলতে কী বুঝায়?
DOS: ডস শব্দের অর্থ Disk Operating System, এটি একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
Windows: উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমে চিত্রের (Icon) উপর ক্লিক করে কাজ করা যায়।
50. Windows XP কী কাজে ব্যবহৃত হয়?
Computer পরিচালনার জন্য একটি System Software.
51. Programs কমান্ডে মাউস পয়েন্টার রাখলে কী দেখা যায়?
List Box দেখা যায়।
52.Keyboard-এ End-key-এর কাজ কী?
Line-এর শেষে Cursor-কে স্থানান্তর করা End- key-এর কাজ।-
53.Dialog box কী?
Text এবং Message সম্বলিত Box, যেখানে প্রয়োজনীয় নির্দেশনা যেমন- OK, Cancel, Save ইত্যাদি তথ্য থাকে।
54. DVD-এর পূর্ণরূপ কী?
Digital Vadeo Dise or Digital Versatile Disc
55. DVD-এর Capacity কত?
750 MB থেকে 4GB পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে।
56. কী-বোর্ডে কতগুলো কী থাকে?
Windows keyboard-এ 104টি ‘কী’ থাকে কিন্তু অন্যান্য কী-বোর্ডে এই ‘কী’-এর সংখ্যা বেশি বা কম হতে পারে।
57. ফোল্ডারের কিছু সংখ্যক ফাইল নির্বাচন করার ধাপগুলো ধারাবাহিকভাবে লেখা যায় কীভাবে?
Folder এর উপর Mouse পয়েন্টার রেখে Right Button Clicko-OpenDouble Click করে Ctrl key চেপে যে যে ফাইল নির্বাচন করার প্রয়োজন, সেই ফাইলের উপর মাউস দিয়ে ক্লিক করে করে নির্দিষ্ট ফাইলগুলো নির্বাচন করা যায়।
58. ডকুমেন্টের কিছু অংশে বোল্ড করার কমান্ড লেখ।
Shift+Arrow Key এবং Cul+B
59. Replication এর কাজ কী?
Table-এর ছায়া Table তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।
60. একটি Folder তৈরি করার ধাপ লেখ।
Mouse-এর Right বাটন ক্লিক New ক্লিক ->Folder-এ ক্লিক করে, Folder-এর একটি নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে।
61. রিসাইকেল বিন থেকে ফাইল উদ্ধারের ধাপগুলো লেখ।
Recycle Bin File name select করতে হবে, File-এ ক্লিক করতে হবে, Restore-এ Click করতে হবে।
62. কম্পিউটার পরিচালনায় Windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী?
কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অপরিসীম। উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ব্যতীত কম্পিউটার পরিচালনা করা সম্ভব না।
63. File ও Folder কী? অথবা, File শব্দের অর্থ কী?
ফাইল (File): যখন কোনো Document-কে কোনো নাম দিয়ে সংরক্ষণ করা হয় এবং তার এক্সটেনশন থাকে, তখন তাকে File বলে।
64. ফোল্ডার (Folder): ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তা ছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
65. MICR কি?
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition, চৌম্বকীয় মুদ্রিত লেখাকে পড়ার জন্য MICR ব্যবহার করা হয়, যেমন- Bank-এর চেক।
66. LCD-এর পূর্ণরূপ লেখ।
LCD- এর পূর্ণরূপ হলো Liquid Crystal Display
67. ভাইরাস কী? অথবা, Computer virus কী?
কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ- Vital Information Resources Under Seite, যার অর্থ গুরুত্বপূর্ণ কম্পিউটারে ফাইলগুলো বাজেয়াপ্ত করা। কম্পিউটার Virus কম্পিউটারের ফোল্ডারগুলোকে নষ্ট করে ফেলে।
68. কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম লেখ।
Tinba virus, CIH virus, Bad boy virus, Horse virus, Love bag virus ইত্যাদি।
69. Computer virus-এর কাজ কী?
কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেয়া। ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
70. Mark-1 কী?
Mark-1 হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার বা গণনাকারী যন্ত্র। এটি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান জাদুঘরে রয়েছে।
71. দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ।
Linux, Unix.
72. System software কী?
যে সফটওয়্যার হার্ডওয়্যারসমূহকে সচল করে এবং তাদের পরিচালনায় সহযোগিতা প্রদান করে, সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার (System software) বলে।
73. LED-এর পূর্ণরূপ কী? অথবা, LED কী?
LED এর পূর্ণরূপ হলো। Light-emitting-diode
74. কম্পিউটারের ২টি I/O ডিভাইসের নাম লেখ।
কম্পিউটারের দুইটি ইনপুট ডিভাইস হলো- (1) মাউস (2) কী-বোর্ড। কম্পিউটারের দুইটি আউটপুট ডিভাইস হলো- (1) মনিটর (2) প্রিন্টার।
75. Recycle bin কী? অথবা, Recycle bin-এর ব্যবহার লেখ।
রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলিট-কৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার। এখান থেকে ডিলিটকৃত ডাটা পুনরায় ফিরিয়ে নেয়া যায়।
76. CMOS-এর পূর্ণরূপ কী?
Compleinentary Metal Oride Semicon Ductor.
77. অ্যাবাকাস কী?
অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে। প্রাচীন কালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো।
78. সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট-এর নাম লেখ।
মাদারবোর্ড ও প্রসেসর।
79. এক জিবি সমান কয় মেগাবাইট?
1 GB = 1024 MB |
80. Printer-এর কাজ কী?
প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
81. পূর্ণরূপ লেখ : CDROM
Compact Disk Read Only Memory.
মাইক্রোসফট ওয়ার্ড
82. SAVE ও SAVE AS-এর পার্থক্য কী? অথবা, Save ও Save As-এর মাঝে ১টি পার্থক্য লেখ। অথবা, SAVE AS-এর কাজ কী?
কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মতো সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট-এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save as ব্যবহার করা হয়।
83. Merge Cells এর কাজ কী?
একাধিক সেল একত্রিত করাকে Merge cell বলা হয়।
84. ইংরেজি শব্দের প্রতিশব্দ কীভাবে বের করতে হয়, লেখ।
Tools menu> Spelling and Grammar >Spelling and Grammar Dialog Box হতে Suggestion-এ প্রতিশব্দ দেখা যাবে।
85. MS-Word-এ কীভাবে Page set up/ Margin set up করা যায়, তা বর্ণনা কর।
MS-Word ২০০৭/২০১০/২০১৩ ভার্শনের ক্ষেত্রে Page layout option থেকে Margin Option-এ Click করতে হবে। একটি ড্রপডাউন list আসবে, List থেকে Left, Right, Top, Bottom অপশন হতে প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে OK বাটনে Click করতে হবে।
অথবা, MS-Word ২০০৩ ভার্শনের ক্ষেত্রে File > Page setup > Page Setup Dialog Box থেকে Left, Right, Top, Bottom option প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে OK দিতে হবে।
86. ফুটার কী?
কোনো Document লেখার সময় লিখিত বিষয় সম্পর্কে শুরুতে বা শেষে যে বিশেষ ধরনের কথা বা লেখা ব্যবহার করা হয়, তাকে ফুটার বলে।
87. MS-Word-এ মেইল মার্জ বলতে কী বুঝায়?অথবা, Mail merge কী?
একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায়’ ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ।
88. MS-Word-এ ম্যাক্রো ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
MS-Word-এ ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হলো।
(ক) এক কাজ বার বার করার প্রয়োজন হয় না।
(খ) কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়।
(গ) নির্ভুলভাবে কাজ সম্পাদন করা যায়।
89. Column Break করার জন্য কী-বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী।
ALT+L, B, C, ENTER
90. Macro কী?
কয়েকটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।
91. MS-Word Mail merge ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
Mail merge ব্যবহারের ফলে একটি চিঠি অনেকগুলো ঠিকানায় প্রেরণের সুবিধা পাওয়া যায়।
92. Ctrl+Z কমান্ডের কাজ লেখ।
Undo করার জন্য।
93. কী-বোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কমান্ডটি লেখ।
Ctrl+P
94. File Menu Bar-এ ব্যবহৃত চারটি নাম লেখ। Sub-Menu এর নাম লেখ অথবা, File মেনুর পাঁচটি কমান্ডের নাম লেখ।
Save, Save As. Print, Page Setup, New file, Open file.
95. ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো উল্লেখ কর।
File> Print> Print dialog box হতে প্রয়োজনীয় Option select করে OK।
96. Paste-এ শর্টকার্ট কমান্ড কী। অথবা, MS Word-এ Copy ও Paste এর Keyboard command লেখ।
Copy command: Ctrl + C
Paste command: Ctrl + V
97. MS Word-এ Column কোন মেনুর অধীনে?
Format menu.
98. Page Set up কাকে বলে? অথবা, Page Set up বলতে কী বুঝায়?
এমএস অফিস এর কোনো প্রেমামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোন আকারের পৃষ্ঠা ব্যবহার হবে, পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে এসব। কিছুকে একত্রে গেজ সেট আপ বলা হয়।
99. Header কী?
প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশই হলো হেডার।
100. একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ।
বহুল প্রচলিত English Font হলো Times New Roman এবং Bangla Font হলো SutonnyMJ
101. ফাইল সেভ করলে কী ঘটে?
ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো একটি ডকুমেন্টকে সংরক্ষণ করা যায়।
102. Bijoy Keyboard এর Bangla to English বা English to Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?
Ctrl+Alt+B
103. Footnote কী? অথবা, ডকুমেন্টে Footnote ব্যবহার করা হয় কেন?
প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা হলো ফুটনোট।
104. MS Word Text alignment কত প্রকার লেখ।
৪ প্রকার, যথা- Left, Right, Center, Justify
105. Print preview-এর কাজ কী?
কোনো ডকুমেন্ট Print করার পূর্বে তা দেখার জন্য Print preview ব্যবহৃত হয়।
106. বিজয় ৫২ কে তৈরি করেছেন?
মোস্তফা জব্বার।
107. MS word-এর Menu bar-এ ব্যবহৃত Menu-গুলোর নাম লেখ।
File, Edit, View, Insert, Format, Tools, Table, Window, Help.
108. Document close করার কী-বোর্ড কমান্ড লেখ।
Ctrl+W
109. MS Word-এ Ctrl + D কমান্ডটি প্রয়োগ করলে কী আসে?
Font ডায়ালগ বক্স প্রদর্শিত হয়।
110. কোনো প্যারাকে Left, right এবং center করায় ‘কী-বোর্ড কমান্ড লেখ।
ব্লক করার পর Ctrl + L, Ctrl + R. Ctrl + E. এ ছাড়া Justify এর জন্য Ctrl +Z ব্যবহার করা হয়।
111. ‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজি কোন কোন “কী” চাপতে হবে।
ক+জি+ষ (J, G, Shift+N)
112. MS Word-এ Page set up করার ধাপ উল্লেখ কর।
(১) Page setup dialog Box open করা (২) margin change (৩) paper size change (৪) paper source change (৫) page layout-করণ।
113. এম,এস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার?
এমএম ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
114. Row/Column Auto Fit কেন করা হয়? অথবা, Column Auto Fit কেন করা হয়?
Row/Column এর Height এবং Width স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য Auto Fit ব্যবহার করা হয়।
115. Word art কী?
Word art হলো এমএস ওয়ার্ডে ব্যবহৃত একটি বিশেষ ইফেক্ট। এর মাধ্যমে ডকুমেন্টের টেক্সটকে ডেকোরেটিভ করে তোলা যায়।
116. Editing screen কী?
এডিটিং স্ক্রিন হলো ক্রিনে টেক্সট এডিট করার প্রক্রিয়া।
117. নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়? অথবা, নতুন File খোলার জন্য Key-board command কি?
Ctrl+N
118. লুকানো Column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়।
Select All column > Home > Format > Visibility > Hides, Unhide > Unhide Columns Or, Column বা Column-গুলোর বামে ও ডানের Column select করতে হবে।
Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।
119. Title case-এ একটি বাক্য লেখ।
A Quick Brown Fox Jumps Over The Lazy Dog, অর্থাৎ Title case-এ প্রতিটি word এর প্রথম অক্ষর capital হবে।
120. কোনো লেখাকে বড় করার কী-বোর্ড কমান্ড কী?
Ctrl + }
121. File ও Record-এর মাঝে ১টি পার্থক্য লেখ।
ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যে-সব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।
122. Table merge করা বলতে কী বুঝায়?
দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।
123. A4 সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি?
A4 সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১১.৬৯” ও ৮.২৭”।
Word processing কাজে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়।
এমএস ওয়ার্ড ব্যবহৃত হয়।
124. MS Word-এর Ribbon-এ ব্যবহৃত চারটি Sub-menu-এর নাম লেখ।
MS Word-এর Ribbon-এ ব্যবহৃত চারটি Sub-Menu হচ্ছে New, Open: Save এবং Close.
125. Mail merge কেন ব্যবহার করা হয়?
একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয় তখন Mail merge ব্যবহার করা হয়।
126. দুটি বাংলা ফন্টের নাম লেখ।
দুটি বাংলা ফন্টের নাম হলোঃ (1) SutonnyMJ, (ii) Nikosh.
127. Legal কাগজের দৈর্ঘ্য ও গ্রন্থ কতো ইঞ্চি?
Legal কাগজের দৈর্ঘ্য ও গ্রন্থ যথাক্রমে- ১৪” ৩৮.৫”।
128. একটি Presentation সফটওয়্যারের নাম লেখ।
MS PowerPoint
129. MS-Word প্রধানত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়?
Word Processing-এর কাজ করার জন্য।
মাইক্রোসফট এক্সেল
130. অ্যাবাকাস কী?
অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে। প্রাচীনকালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো।
131. স্প্রেডশিট প্রোগ্রাম কী?
স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রেমাম। এটিকে কখনো কখনো Workbook বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব-নিকাশের কাজ এবং তা সংরক্ষণের কাজ করাই হলো স্প্রেডশিট প্রেগ্রাম।
132. কয়েকটি Spread sheet software-এর নাম লেখ।
কয়েকটি স্প্রেডশিট প্রেমাম হচ্ছে- (১) মাইক্রোসফট এক্সেল (২) লোটাস-১-২-৩ (৩) কোয়াট্রো প্রো (৪) সুপারক্যাঙ্ক (৫) সরকিম (৬) মাল্টিপ্ল্যান।
133. টেবিল মার্জ করা বলতে কী বুঝায়?
দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।
134. Worksheet কী?
এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শিট। ওয়ার্কশিটের কলামগুলো A, B, C. D. E এবং রোগুলো 1, 2, 3, 4, 5 প্রভৃতি নামে চিহ্নিত থাকে। ওয়ার্কশিটে ১৬৩৮৪টি কলাম ও ১০৪৮৫৭৬টি বো রয়েছে। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।
135. Work book কী?
মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টকে বলা হয় ওয়ার্কবুক। যখন প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে।
136. হরিজন্টাল ক্রলবার কী?
বড় ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় পর্দায় সকল লেখা একই সাথে দেখা যায় না। প্রয়োজন অনুযায়ী দ্রুত ডকুমেন্টের যে-কোনো জায়গায় গিয়ে তা পর্দায় করার জন্য পর্দায় নিচের দিকে ডানে-বামে যে ভলবার দেখা যায়, তাকে হরিজন্টাল স্কুলবার বলে।
137. ফাংশন কী?
কোনো বিশেষ হিসাবনিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে।
138. সেল অ্যাড্রেস কী?
সেল অ্যাড্রেস (Cell Address): ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোনো সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।
139. পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী?
পয়েন্টার প্রথম সেলে অনতে হলে পয়েন্টারকে প্রথম সেলে রেখে মাউসের লেফট বাটন-এ Click করতে হবে।
140. Cell-এর নামকরণ করতে হয় কেন?
সেল এর নামকরণ করতে হয় সেলকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য।
141. Excel-এ “=” চিহ্ন কখন ব্যবহৃত হয়?
Function দেখার জন্য।
142. একটি ওয়ার্কশিটে কয়টি Row এবং Column থাকে? অথবা, MS-Excel-7-এ কয়টি Row Column থাকে?
MS-Excel 2003 এ Row = 65536টি এবং, Column = 256ট
MS-Excel 2007/10/13 তে Row 1,048,576টি এবং Column = 16,384টি
143. Equation editor কী?
গাণিতিক Function কম্পোজ করার একটি প্রোগ্রাম।
144. Excel-এ কোন Cell এর Address-এ কী কী ব্যবহৃত হয়।
Cell এর Address-এ প্রথমে কলাম এর নাম ও পরে রো এর নাম্বার লেখা হয়।
145. MS-Excel এর সাহায্যে পাই চার্ট নির্ণয়ের পদ্ধতি লেখ।
Insert > Chart > Chart Type থেকে পাই (pie)> Chart-sub-type > Next > Next > Finish
146. Worksheet protect করা হয় কীভাবে?
যে ফাইলটির ওয়ার্কশিট প্রটেক্ট করতে হবে সেই ফাইলটি Open করতে হবে। এম.এস. এক্সেল- ২০০৭/২০১০/২০১৩ এর ক্ষেত্রে Review ট্যাবে Click করতে হবে। এরপর Protect sheet অপশনে Click করতে হবে। Protect sheet ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সটিতে Password দিয়ে OK বাটনে প্রেস করতে হবে। এরপর Confirm Password দিয়ে পুনরায় OK বাটনে Press করতে হবে।
147. Excel Program-এ কোনো নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য কী ব্যবহার করা হয়?
Select cell Range.
148. এক্সেল প্যাকেজ দিয়ে কোন কোন ধরনের কাজ করা যায়?
এক্সেল প্যাকেজ দিয়ে বিভিন্ন ধরনের হিসাবনিকাশের কাজ করা যায়।
149. MS Excel program- এ Default column width কত?
75 pixels.
150. MS-Excel-এ if() ফাংশনের একটি উদাহরণ দাও।
if() ফাংশনের মাধ্যমে বের করার উদাহরণ:
=IF(H2>800,”A”,=IF(H2>700, A”,IF(H2>=600.”A” IF(H2>= “450”B”,IF(H2>=350, C,IF(H2>=300,”D”,”F”))))))
151. রিলেটিভ ও অ্যাবসলুট সেল অ্যাড্রেসের মাঝে পার্থক্য লেখ।
ডলার সাইন ব্যবহার করা হয় না। ফর্মুলার অবস্থান সাপেক্ষে রিলেটিভ অ্যাড্রেস নির্ধারিত হয়, যেমন- A1 + B1 এবং অ্যাবসলুট অ্যাড্রেসে ডলার সাইন ব্যবহার করা হয়। অ্যাবসলুট অ্যাড্রেস সেলের প্রকৃত ঠিকানাকে নির্ধারণ করে, যেমন-$A$1.
152. Excel-এ Row-এর সংখ্যা কয়টি?
Excel 2003-এ ৬৫৫৩৬টি রো আছে এবং Excel 2007-এ ১০৪৮৫৭৬টি রো আছে।
153. Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?
৩টি
154. Number টাইপের Total ফিল্ডে অপেক্ষা বড় এবং 100 অপেক্ষা ছোট সংখ্যা প্রদান করার জন্য Validation Rule এর ঘরে কী শিখতে হবে?
>0 and <100
156. এক্সেল-এ চার্ট তৈরি করার পদ্ধতি উল্লেখ কর।
Select Data Range Insert > Chart > Chart Type select > Chart sub-type সিলেক্ট করে Next > Next > Next > Finish
157. স্প্রেডশিট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয়?
স্প্রেডশিট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয়।
158. MS Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?
MS Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল (Cell)
159. MS Excel- Default Sheet Tab কয়টি থাকে?
MS Excel-এ Default Sheet Tab সাধারণত ৩টি থাকে, যথা-Sheet1, Sheet2 এবং Sheet3.
160. MS Excel-4 F2 key কী কাজে ব্যবহার করা হয়?
কোনো cell এর ডাটাকে Edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor স্থাপনের ক্ষেত্রে।
161. Excel program-এর একটি শিটে মোট কতটি সেল বা ঘর আছে?
MS Excel 2007 এর ক্ষেত্রে, Row 1048576টি, Column = 16384টি, Cell 17179869184টি
MS Excel 2003 এর ক্ষেত্রে, Row = 65536টি, Column = 256টি, Cell 65536 × 256 = 16,777,216টি
162. রিলেটিভ ও অ্যাবসলুট সেল অ্যাড্রেসের একটি করে উদাহরণ দাও।
Column এবং Row এর সমন্বয়ে সরাসরি যে সেল অ্যাড্রেস ব্যবহার করা হয় (যেমন- B কলামের ও নং Row এর জন্য B3, D কলামের ১ নং Row এর জন্য D5 ইত্যাদি), তাকে রিলেটিভ সেল অ্যাড্রেস বলে। অন্যদিকে, $ চিহ্ন ব্যবহার করে যে সেল অ্যাড্রেস লিখা হয় (যেমন-$A1$A5), তাকে অ্যাবসলুট সে অ্যাড্রেস বলে।
163. এমএস এক্সেল কী?
মাইক্রোসফ্ট এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এর দ্বারা দৈনন্দিন হিসাবনিকাশ করা থেকে শুরু করে যাবতীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাবনিকাশ তৈরিতে প্রোগ্রামটির জুড়ি নেই। তা ছাড়া এ প্রোগ্রাম দ্বারা কোনো ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।
164. এক্সেলের ফর্মুলার একটি উদাহরণ দাও।
=COUNT (A1:A10)
165. B2 হতে D8 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS Excel-এর Sum ফাংশনটি লেখ।
=Sum (B2: D8)
166. C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে “Pass” এবং • কম হলে “Fail” ছাপানোর একটি IF ফাংশন লেখ।
=IF (C5>33, “Pass”, “Fail”)
167. MS-Excel তৈরি করা যায়, এমন দু’ প্রকার Chart/ গ্রাফের নাম লেখ।
MS-Excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/graph হলো- (1) কলাম, (ii) পাই, (iii) বার, (iv) লাইন ইত্যাদি।
168. একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ।
(1) ওয়ার্কশিটটি ওপেন করে, সেটা সিলেক্ট করে নিতে হবে। (2) ওয়ার্কশিট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করতে হবে। (3) একটি মেনু আসবে। সেখানে থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। (4) একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। সেখানে Print what- Selection অপশন Select করে OK click করতে হবে।
169. Cell address কী?
যে সেল অ্যাড্রেস (Cell Address) : ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় বো ও কলাম দ্বারা। অর্থাৎ বো ও কলাম দ্বারা কোনো সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।
170. দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ।
এমএস এক্সেল, ওরাকল, কোয়াট্রো Pro।
171. মেনুবার কী?
মাইক্রোসফট এক্সেল প্যাকেজ চালু করলে শীর্ষদেশে টাইটেল বারের নিচে File, Edit, view ইত্যাদি লেখা সংবলিত যে বার রয়েছে, তাকে মেনুবার বলে।
172. টুলবার কী?
মেনুবারের নিচে বিভিন্ন প্রতীক সম্বলিত লাইনকে টুলবার বলা হয়। টুলবারের বিভিন্ন টুল ব্যবহার করে এক্সেলে নানা ধরনের কাজ করা হয়ে থাকে।
173. ফর্মুলা বার কী?
স্প্রেডশিটের কলাম অর্থাৎ যেখানে হেডারের নাম লেখা থাকে, ঠিক তার উপরের লাইনটিকে ফর্মুলা বার বলে।
174. ফর্মুলা কী?
ফর্মুলা হলো একপ্রকার সমীকরণ, যা ওয়ার্কশিটে সন্নিবেশিত ডাটাকে গাণিতিক, যুক্তিমূলক ও টেক্সট জাতীয় অপারেশন সম্পন্ন করতে পারে।
175. ফর্মুলা ফ্রিজিং কী?
কোনো ফর্মুলায় ব্যবহৃত সেল রেফারেন্স মানের পরিবর্তন করলে ফর্মুলার গণনাও পরিবর্তন হয়। কিন্তু যদি গণনা অপরিবর্তিত রাখার দরকার হয় তবে সেই ফর্মুলাকে ফ্রিজ করতে হয়। একে ফর্মুলা ফ্রিজিং বলে।
176. A5 সেলে 80 অথবা তার বেশি থাকলে “Pass”, অন্যথায় “Fail” ছাপানোর if ফাংশনটি লেখ।
A5 সেলে 80 অথবা তার বেশি থাকলে “Pass” অন্যথায় “Fail” ছাপানোর if ফাংশনটি হলোঃ = IF(A5 >= 80, “Pass”, “Fail”)
177. B5 হতে B10 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি লেখ।
B5 হতে B10 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি হলো: =MAX (B5:B10)
178. MS Excel-এ Sum-এর ফরমেট কী?
MS Excel-এর অনেকগুলো Value যোগ করার জন্য Sum ফাংশন ব্যবহার করা হয়। যেমন, = Sum (A2:A10)
A2 থেকে A10-এর Value যোগ করার ফাংশন।
মাইক্রোসফট অ্যাক্সেস
179. MS Access program এ Export এর কাজ কী?
এমএস অ্যাক্সেস হতে এক্সেল-এ ডাটা কপি করা।
180. মাইক্রোসফট অ্যাক্সেস (Microsoft Access) কী?
মাইক্রোসফট অ্যাক্সেস (Microsoft Access) একটি ডাটাবেস সফ্টওয়্যার। এই সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরি করে ডাটা এন্ট্রির ১ জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়।
181. Database বলতে কী বুঝায়? অথবা, Database কী?
শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। অথবা, ডাটাবেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়। পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় ডাটাবেস।
182. ফরেন ‘কী’ (Foreign key) বলতে কী বুঝায়?
একটি Table এর প্রাইমারি কী যখন অন্য টেবিল এর কোনো key এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table এর সেই key কে Foreign key বলে। অর্থাৎ Primary key যার সাথে রিলেশন সৃষ্টি করে, সেই key হলো Foreign key
183. ডাটাবেস প্রোগ্রামে কুয়েরি বলতে কী বুঝায়?
কোনো টেবিলের সংরক্ষিত লাখ লাখ ডাটা থেকে শর্তসাপেক্ষে প্রয়োজনীয় ডাটা প্রদর্শনের সহজ ও দ্রুত কার্যকর ব্যবস্থাই হলো কুয়েরি।
184. Database-এ ছবি কোন ধরনের Data?
OLE Data Type.
185. Query কখন প্রয়োজন হয়?
Database থেকে প্রয়োজনীয় Record খুঁজে বের করার জন্য।
186. ডাটাবেসের রেকর্ড মুছে ফেলা যায় কীভাবে?
যে রেকর্ডটি মুছার দরকার সেই রেকর্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর একটি লিস্ট আসবে, সেখান থেকে Delete ১ অপশন-এ Click করতে হবে। এরপর একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্স থেকে yes বাটনে প্রেস করলেই রেকর্ডটি Delete হয়ে যাবে।
187. দুটি Database software-এর নাম লেখ।
দুটি ডাটাবেস সফটওয়্যারের নাম হলো- (1) মাইক্রোসফট অ্যাক্সেস (2) ফক্সপ্রো
188. Primary key বলতে কী বুঝায়?
প্রাইমারি-কি (Primary Key)- Primary key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত করা যায়। কোনো Table-এর কোনো Ficht-এ Primary key set করে ফিল্ডটিকে স্বতন্ত্র করা হয় অর্থাৎ এই ফিল্ড এর যান একক হবে।
189. কোনো Database-এই Data print করার পর্যায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।
MS Access ২০০৭/২০১০/২০১৩ এর ক্ষেত্রে প্রথমে Table তৈরি করতে হবে। এরপর Table-et উপর Repeat তৈরি করতে। অতঃপর Office button থেকে বা File menu Re Print command Click করতে হবে। Frist dialog Box আসবে। Page নাম্বার select করে Pript option-t Click করতে হবে। তারপর OK button-এ press করতে হবে।
অথবা, MS-Access 2003-এর ক্ষেত্রে প্রথমে Table তৈরি করতে হবে। Table-এর উপর Report তৈরি করতে হবে। অতঃপর File > Print > Print Dialog Box> Print > OK
190. MS-Access-এ কুয়েরি (Query) কেন ব্যবহার করা হয়, উল্লেখ কর।
বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে-কোনো তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহার করা হয়।
191. কতগুলো Interconnected field দিলে বী তৈরি হয়?
Record
192. Database Program-4 Form তৈরি করা হয় কেন?
সুন্দর ও আকর্ষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিলে ডাটা Collection করার জন্য form তৈরি করা হয়।
193. অ্যাক্সেস Form এর কাজ উল্লেখ কর।
ডাটাবেসে প্রক্রিয়াকৃত ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ফর্ম এর কাজ।
194. Marks-Field এর Data type কী?
Number.
195.অ্যাক্সেস Form এর কাজ উল্লেখ কর।
ডাটাবেস প্রক্রিয়াকৃত ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ফর্ম এর কাজ।
196. File ও রেকর্ডের মাঝে পার্থক্য কী?
ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যে-সব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের সমষ্টি।
197. MS-Access প্রোগ্রামে যে-কোনো চার প্রকার ডাটা টাইপের নাম লেখ।
MS Access এর চারটি ডাটা টাইপ হলো- (১) টেক্সট, (২) নাম্বার, (৩) কারেন্সি, (৪) ডেট/টাইম।
198. ডাটা (Data) বা উপাত্ত কী?
তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত। ডাটাকে প্রসেস করলে তথ্য পাওয়া যায়।
199. ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ কী কী?
ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ হলো- ক) ডাটা, খ) রেকর্ড, গ) ফিল্ড ইত্যাদি।
200. ম্যাক্রো কী?
ম্যাক্রো হলো ডাটাবেসের একটি, শক্তিশালী উপাদান। কাজের গতিকে বাড়ানোর কাজে ম্যাক্রোর কোনো জুড়ি নেই। পর পর সম্পাদিত অনেকগুলো কাজের তালিকাকে ম্যাক্রো হিসাবে রেকর্ডিং করে রাখা হয়।
201. SQL-এর মূল তিনটি ক্লোজ লেখ।
SQL-এর মূল তিনটি ক্লোজ হলোঃ
(i) SELECT, (ii) FROM, (iii) WHERE.
202. SQL কী কাজে ব্যবহৃত হয়?
SQL-এর পূর্ণরূপ হচ্ছে- Structured Query Language। এর মাধ্যমে ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে নিয়ে আসা যায়।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
203. MS Powerpoint কী ধরনের প্যাকেজ?
মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি শক্তিশালী প্রেজেন্টেশন সফ্টওয়্যার।
204. ডিজাইন টেমপ্লেটের সাহায্যে নতুন প্রেজেন্টেশন তৈরি করার সুবিধা লেখ।
স্বল্পসময়ে দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন তৈরি করা যায়।’
205. Slide animation প্রদর্শন করার শর্ট কাট কমান্ড কী?
Shift + F5.
206. Slide Animation প্রদর্শন করার কমান্ড কী?
Slide show > From Beginning বা, From Current Slide-এ Click করতে হবে।
207. Slide-এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী?
(i) Slide Animation করা (ii) Slide Design করা। (iii) Background তৈরি করা।
208. একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যারের নাম লেখ।
মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্ট।
209. Slide sorter কেন ব্যবহৃত হয়?
কোনো প্রেজেন্টেশন-এ যদি একাধিক স্লাইড থাকে তবে সবগুলো স্লাইডকে একটি পেজে ছোট ছোট করে দেখানোর জন্য Slide Sorter ব্যবহৃত হয়।
210. Animation কী?
অ্যানিমেশন হলো কোনো স্থির ছবি বা চিত্রকে সচল করার পদ্ধতি।
211. গ্রাফ বা চার্ট কী?
গাণিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।
212. Speaker Notes কী?
Presentation চলাকালে প্রতিটি স্নাইড সম্বন্ধে প্রদর্শনকারী বিভিন্ন ধরনের তথ্য দর্শকদেরকে বর্ণনা করে থাকেন। এজন্য প্রতিটি স্লাইড সম্বন্ধে অতিরিক্ত এবং গোপনীয় তথ্য প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারেন। এটিকেই Speaker Notes বলে।
Word, Excel PowerPoint-এ তথ্য সংরক্ষণ করার পর যে ফাইল এক্সটেনশন পাওয়া যায়, তা লেখ। [
Word-এর এক্সটেনশনগুলো হলোঃ .doc, .dot, dotx, .docx ইত্যাদি
Excel-এর এক্সটেনশনগুলো হলোঃ .xlm, .xls, .xla ইত্যাদি।
PowerPoint-এর এক্সটেনশনগুলো হলো:.ppt, .pptx, .pot ইত্যাদি।
213. Slide animation প্রদর্শন করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়?
Slide ammation প্রদর্শন করার জন্য স্লাইড শো ট্যাব-এ Click করতে হবে। তারপর যে উইন্ডো আসবে সেখান থেকে From Beginning বা, From current slide-এ Click করতে হবে। Slide show tab-এ Click করতে না চাইলে Slide-এর নিচের অংশে ডানদিকে Slide view-তে Slide show চিহ্নে Click করতে হবে। অথবা কী-বোর্ড থেকে F5 বাটন চাপতে হবে।
214. Presentation কী?
পাওয়ার পয়েন্টে যখন কতকগুলো স্লাইডকে কোনো নামে সংরক্ষণ করা হয়, তখন তাকে Presentation বলে। Presentation এর প্রতিটি স্লাইডে ইচ্ছামতো ডিজাইন, কালার, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়।
215. স্লাইড কী?
পাওয়ার পয়েন্ট এর Presentation এর (একটি ফাইলে) এক বা একাধিক পৃষ্ঠা থাকে। প্রতিটি পৃথক পৃষ্ঠাকে Slide (স্লাইড) বলে।
216. Handouts কী?
Presentation শুরুর আগে দর্শকদেরকে প্রেজেন্টেশনের বিষয়বস্তু সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য সেই প্রেজেন্টেশনটির প্রিন্ট করা কাগজ দেওয়া হয়, এটিকে Handouts বলে।
217. Outline কী?
আমার প্রেজেন্টেশন তৈরির সময় মূল টেক্সট এবং হেড লাইনের সাথে ছোট আকারে ইমেজ নিয়ে কাজ করা যায়, এটিকে Outline বলে।
218. New presentation কী?
নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য New presentation অপশনটি ব্যবহৃত হয়।
219. Slide Layout কী?
যে অংশে স্লাইড লে-আউট রয়েছে, সেখান থেকে পছন্দমতো লে-আউট সিলেক্ট করে Slide তৈরি করা যায়।
220. Slide Design কী?
স্লাইডের বিভিন্ন প্রিবিষ্ট (পূর্বে তৈরিকৃত) ডিজাইনের লিস্ট থেকে স্লাইডের জন্য ডিজাইন, কালার ও অ্যানিমেশন, ইফেক্ট সিলেক্ট করাকে Slide Design বলে।
221. Custom Animation কী?
Custom Animation-এ অ্যাডভান্সড অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া যুক্ত করা বিভিন্ন অপশন এখানে পাওয়া যায়।
222. Slide Transition কী?
বিভিন্ন স্লাইডের মধ্যে ট্রানজিশন ইফেক্ট যোগ করার জন্য Slide Transition ট্যাবটি সিলেক্ট করতে হয়।
ই-মেইল এবং ইন্টারনেট
223. কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
আন্তঃসংযোগবিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন, তাকে Network বলে।
224. আইপিএস (IPS) কী?
IPS-এর পূর্ণনাম হলো- ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই।
225. ই-কমার্স কী?
ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয়।
226. ই-মেইল কী?
ইলেকট্রনিক মেইল (Electronic Mail) এর সংক্ষিপ্ত রূপ হলো ই-মেইল। এটি ইন্টারনেটের একটি বিশেষ সেবা, যার মাধ্যমে পৃথিবীর যে-কোনো প্রান্তে অবস্থিত ইলেকট্রনিক মেইল অ্যাড্রেসধারী যে-কোনো ব্যবহারকারীর কম্পিউটারে বার্তা প্রেরণ এবং বার্তা গ্রহণ করা যায়।
227. www-এর পূর্ণরূপ কী?
www এর পূর্ণ অর্থ হলো World Wide Web
228. হাইপার লিকে বলতে কী বুঝায়?
একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক (Hyper link) বলা হয়।
229. দুটি Network operating systems এর নাম লেখ।
UNIX, LINUX.
230. দুটি জনপ্রিয় Search Engine এর নাম লেখ।
দুটি জনপ্রিয় Search Engine হলো- (১) Google (২) Yahoo.
231. Yahoo messenger-এর কাজ কী?
Chatting করা, Text, Audio, Video ইত্যাদি Message পাঠানো।
232. অনলাইন সংযোগ বলতে কী বুঝায়?
অনলাইন সংযোগ বলতে ইন্টারনেট-এর সাথে সংযুক্ত থাকাকালীন সংযোগকে বুঝায়।
233. ওয়েব ব্রাউজার কী?
ব্যবহারকারী তার কম্পিউটারে ওয়েবসাইট দেখার জন্য যে প্রোগ্রামটি ব্যবহার করে, সেটি হচ্ছে ব্রাউজার। ব্রাউজার মূলত সার্ভার হতে তথ্য নিয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। তাই ওয়েব পেজটি দেখতে কেমন হবে তা নির্ভর করে ব্রাউজারের উপর। ওয়েব পেজ ডিজাইন করতে HTML এর সহযোগিতার প্রয়োজন হয়।
234. হোম পেজ কী?
হোম পেজ (Home page): একটি ওয়েব পেজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেজ। ওয়েব পেজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেজে।
235. ICT-এর পূর্ণরূপ কী?
ICT এর পূর্ণরূপ হলো- Information and Communication Technology.
236. E-mail-এর ক্ষেত্রে CC ও BCC-এর মাঝে পার্থক্য কি?
CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস শো (Show) করবে। কিন্তু BCC এর মাধ্যমে কোনো ই-মেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস শো (Show) করবে না।
237. তিনটি Browser software-এর নাম লেখ।
দুটি Browser Software-এর নাম নিম্নরূপ- ক. গুগল ক্রোম, খ. মোজিলা ফায়ার ফক্স গ. অপেরা।
238. ই-মেইল অ্যাড্রেসের ফরমেট লেখ। অথবা, একটি valid ই-মেইল এড্রেস ফরমেট কী? অথবা, একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ।
[email protected] অথবা [email protected], যার সাধারণ format হলো username @domainname.com
239. Password কেন ব্যবহৃত হয়?
ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য Password ব্যবহৃত হয়।
240. ই-মেইল (E-mail) অ্যাড্রেসের বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর।
ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটিমাত্র ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হলো: <Userid> Domain name>.। প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। অংশ দুটির মাঝে সেপারেটর হিসাবে একটি @ (cat sign) ব্যবহৃত হয়।
241. BTEB-এর পূর্ণরূপ লেখ।
Bangladesh Technical Education Board.
242. দুটি ই-মেইল সফ্টওয়্যার-এর নাম লেখ।
Yahoo, G-mail.
243. Mozila firefox কী?
এটি একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
244. VOIP-এর পূর্ণরূপ কী?
Voice over Internet Protocol.
245. IRC কী?
IRC-এর পূর্ণরূপ হচ্ছে- Internet Relay Chat. এটি একটি ইন্টারনেট চ্যাটিং স্থান, যা ফিনল্যান্ডে প্রথম শুরু হয়।
246. Linux কী?
Linux হলো ওপেন সোর্স সফটওয়্যার অপারেটিং সিস্টেম।
247. TCP/IP এর পূর্ণরূপ কী?
TCP/IP এর পূর্ণরূপ হলো- Transmission control protocol/internet protocol
গুগল জি-স্যুইট
248. গুগল জি-স্যুইট-এর উপাদানসমূহ লেখ।
গুগল জি-স্যুইট-এর উপাদানসমূহ হলোঃ (i) জি-মেইল (Gmail) (ii) হ্যাংআউট (Hangouts) (iii) ক্যালেন্ডার (Calendear) (iv) ড্রাইড (Drive)
(v) ডকস্ (Docs) (vi) শিটস (Sheets) (vii) ম্যাপস (Maps) (viii) স্লাইডস (Slides) ইত্যাদি।
249. কত সালে গুগল আবিষ্কার করা হয়?
১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসাবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র এটির কাজ শুরু করেন। পরবর্তীতে ডোমেইন নাম হিসাবে ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে গুগল নিবন্ধিত হয় এবং কর্পোরেশন হিসাবে ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করে।
250. কোথায় গুগল আবিষ্কৃত হয়?
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে গুগল আবিষ্কৃত হয়।
251. গুগল আবিষ্কারকের নাম লেখ
ল্যারি পেজ (Larry Page) এবং সার্জি ব্রিন (Sergey Brin)
252. গুগলের ওয়েবসাইটের নাম লেখ।
google.com
253. জি-মেইল কী?
জি-মেইল হলো গুগলের একটি ফ্রি সেবা, যার মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল আদান-প্রদান করতে পারে।
254. গুগল ডকস (Docs)-এর কাজ কী?
গুগল ডকস (Docs) হলো গুগলের একটি জনপ্রিয় সেবা, যার মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট গুগল ড্রাইভে স্টোর করে রাখা যায়।
255. গুগল কোন ধরনের ল্যাংগুয়েজ সমর্থন করে?
গুগল HTML (Hypertext Markup Language) সমর্থন করে।
256. অফিশিয়ালি গুগল কবে যাত্রা শুরু করে?
১৯৯৮ সালে ৪ সেপ্টেম্বর গুগল অফিশিয়ালি যাত্রা শুরু করে।
257. গুগলের ব্যবহার লেখ।
গুগল সর্বাধিক ব্যবহৃত হয় ওয়েব-বেসড সার্চ ইঞ্জিন।
ফ্রিল্যান্সিং এর মৌলিক ধারণা
258. ব্র্যান্ড বলতে কী বুঝায়?
মার্কা (Brand) হচ্ছে একটি নাম, পরিচিতিজ্ঞাপক শব্দগুচ্ছ, একটি স্মারকচিহ্ন, একটি প্রতীক এবং নকশা পরিকল্পনা অথবা এসবগুলোর একটি সমন্বিত রূপ, যা কোনো বিক্রেতা বা বিক্রেতাগোষ্ঠীর পণ্য ও সেবার নিজস্ব পরিচিতি গড়ে তোলে এবং প্রতিযোগীদের চেয়ে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করে।
259. ব্র্যান্ড-এর উপাদানসমূহ লেখ।
ব্র্যান্ড সাধারণত অনেকগুলো উপাদান নিয়ে গঠিত, যথা- (১) নাম, (২) লোগো, (৩) ট্যাগলাইন, (৪) গ্রাফিক্স, (৫) রং ইত্যাদি।
260. সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কী বুঝায়?
সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি সাইটগুলোকেই বুঝানো হয়ে থাকে। অর্থাৎ এসব সাইটে পোস্ট করে এবং ভিডিও প্রকাশ করে যে মার্কেটিং করা হয়, তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়।
261. ভিডিও পোর্টফোলিও বলতে কী বুঝায়?
আগে ডিজাইনাররা প্রিন্ট সংস্করণের মাধ্যমে তাদের ডিজাইন প্রদর্শন করতো। বর্তমানে গ্রাফিক্স ক্রিয়েটিভ ডিজাইনাররা তাদের কাজকে পোর্টফোলিওর মাধ্যমে প্রকাশ করতে পারে। পোর্টফোলিও হচ্ছে স্কিলস, গুণ, শিক্ষা, ট্রেনিং এবং অভিজ্ঞতার সমষ্টি। সুতরাং ভিডিও পোর্টফোলিও হলো একজন ব্যক্তির গুণ, শিক্ষা ট্রেনিং ইত্যাদি বিষয়সমূহ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা। একজন ফ্রিল্যান্সারের কাজের বৈশিষ্ট্য ও কোয়ালিটি পোর্টফোলিওর মাধ্যমে মাপা যায়।
262.আপওয়ার্ক কী?
আপওয়ার্ক একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এটি একটি বিশ্বব্যাপী চাকরির বাজারভিত্তিক কোম্পানি, যার লক্ষ্য হলো বিভিন্ন ধরনের কাজ, বিশ্বের যে-কোনো জায়গা থেকে কর্মী হায়ার করে করিয়ে নেয়া। এটি নির্দিষ্ট কোনো চাকরি নয়। এটি একটি মুক্তপেশা’।
263. গিগ কী?
গিগ হচ্ছে একটি অফার করা সার্ভিসের নাম। প্রাথমিকভাবে গিগটির মূল্য হিসাবে 5 ডলারে বায়ারের কাছে বিক্রি করা হয় এবং গিগটি তৈরি করার সময় নির্ধারিত শর্ত অনুযায়ী সম্পূর্ণ করতে হয়।
নতুন সংযুক্ত প্রশ্ন
264. Page break করার কী-বোর্ড কমান্ড-।
উত্তর: Ctrl + Enter
265. হার্ড ডিস্ক হল একটি- ডিভাইস।
উত্তর: Storage
266. Pen drive সংযুক্ত করার জন্য Port ব্যবহার করা হয়।..
উত্তর: USB
267. Equation editor কী?
উত্তর: গাণিতিক Function কম্পোজ করার জন্য।
268. Microsoft equation – menu এর অধীনে।
উত্তর: Insert
269. যেসব যন্ত্রের সাহায্যে কম্পিউটার কাজের ফলাফল প্রদর্শিত হয়, ঐসব যন্ত্রকে —– বলা হয়।
উত্তর: Output device
270. স্নাইড শো এর জন্য ফাংশন-কী চাপতে হয়।
উত্তর: Shift + F5
271. E-mail দিয়ে কী করা যায়?
উত্তর: E-mail দিয়ে কম্পিউটারে বার্তা আদান-প্রদান করা যায়।
272. ফাইল বা ফোল্ডার অনুসারে সাঙ্গানো যায়।
উত্তর: by Name/by Tybaby Size
273. কম্পিউটারের ভাইরাস এক ধরনের ।
উত্তর: ক্ষতিকারক প্রোগাম
274. কম্পিউটারের ভাইরাস আঘাত করে।
উত্তর: HDD কে
275. () ফাংশনের একটি উদাহরণ।
উত্তর: =IF(A1>=100, “Yes”, “NOT”)
276. ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম।
উত্তর: Ctrl + A
277. কোনো লেখাকে মুছার নিয়ম।
উত্তর: প্রথমে শব্দ/বাক্যগুলো Select করে Delete Kay চাপতে হবে।
278. ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড।
উত্তর: Insert Menu-Page Number-OK
279. কোন সংখ্যায় আসন্ন মান নির্ণয়ের জন্য – ফাংশন ব্যবহৃত হয়।
উত্তর : EXP
280. LN দিয়ে- Logarithm নির্ণয়ের জন্য ফাংশন ব্যবহৃত হয়।
উত্তর : সংখ্যার ন্যাচারাল।
281. সময় প্রদর্শনের জন্য Command টি হচ্ছে।
উত্তর : Time (Hour, Minute, Second)
282. Computer keyboard এর key-গুলোকে শ্রেণিতে ভাগ করা যায়।
উত্তর : Access টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়।
উত্তর : রিপোর্ট
283. স্প্রেডশীট বলতে কী বুঝায়?
উত্তর : স্প্রেডশীট প্রোগ্রাম : স্প্রেডশীট শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। মাইক্রো কম্পিউটারের জন্য তৈরি ছড়ানো পাতার মতো সেলভিত্তিক বিশাল কার্য এলাকাবিশিষ্ট হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যারকে স্প্রেডশীট প্রোগ্রাম বা স্প্রেডশীট বলে।
284. কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর : আন্তঃসংযোগবিশিষ্ট দুই বা ততোধিক কম্পিউটারকে যখন একটি ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয় তখন তাকে Network বলে।
285. বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক অঙ্ক আছে ও কী কী?
উত্তর : Binary তে আছে দুটি, Binary 0,1 এবং octal – 0-7 মোট ০৪টি সংখ্যা। (0, 1, 2, 3, 4, 5, 6, 7) = 0৪ টি।
286. E-Commerce কী?
উত্তর : ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয়।
287. MS Word-এ সর্বনিম্ন Zoom করা যায়- পর্যন্ত।
উত্তর : 10%
288. MS Access প্রোগ্রামে ধরনের Data Type পাওয়া যায়।
উত্তর : ১১
289. লগারিদম সারণি তৈরি করেন-।
উত্তর : জন নেপিয়া
290. সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে- 1
উত্তর : বাইনারি
291. PCI এর পূর্ণরূপ হচ্ছে।
উত্তর : Peripheral Component Interconnect.
292. কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে বলে।
উত্তর: নেটওয়ার্ক
293. কী-বোর্ডকে শ্রেণিতে ভাগ করা যায়।
উত্তর : ছয়
294. কার্যগত দিক থেকে কম্পিউটার সফ্টওয়্যারকে শ্রেণিতে ভাগ করা যায়।
উত্তর : দুই
295. Ctrl + Esc ‘কী’ দুটি চাপলে পর্দায়- মেন্যুটি ওপেন হবে।
উত্তর : Start
296. ডকুমেন্টের পেজের উপরের অংশকে বলা হয়।
উত্তর : হেডার
297. Caps Lock off থাকলে লেখা- Case এর হয়।
উত্তর : Lower
298. DVD-এর Capacity কত?
উত্তর : 750 MB থেকে 4GB পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে।
299. Yahoo messenger-এর কাজ কী?
উত্তর : Chatting করা, Text, Audio, Video ইত্যাদি Message পাঠানো।
300. MS Access-এ মেন্যু বারে মেন্যুর সংখ্যা- টি।
উত্তর : 7 টি। File, Edit, View, Insert, Tools, Window, Help
301. Format থেকে Font-এর শর্টকাট কী-বোর্ড কমান্ড।
উত্তর : Alt+O.J
302. Count() function ব্যবহৃত হয় কাজে।
উত্তর : গণনা করার
303. Print area ব্যবহৃত হয়
উত্তর : MS Excel এর ক্ষেত্রে নির্দিষ্ট Area print এর জন্য select করতে।
304. সাধারণ হিসাবনিকাশ করা হয়- Program-এ।
উত্তর : MS Excel
305. BTEB-এর পূর্ণরূপ লেখ।
উত্তর : Bangladesh Technical Education Board.
306. MS Excel-এ F2 key কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : কোন cell এর ডাটাকে Edit করার জন্য সেলের। অভ্যন্তরে cursor স্থাপনের ক্ষেত্রে।
307. Page break-এর কাজ হল করা।
উত্তর : একটি পাতাকে খণ্ডিত
308. ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়।
উত্তর : Avro
309. ১০১১-কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর কর।
উত্তর : (11)10
310. ই-মেইল অ্যাড্রেসের ফরমেট লেখ।
উত্তর : [email protected] অথবা [email protected]
311. ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে বলে।
উত্তর : Block
312. এক নিবল্ সমান- বিট।
উত্তর : 4 bit
313. ইন্টারনেট সংযোগ নিতে প্রয়োজন।
উত্তর : Modem
314. Edit শব্দের প্রকৃত অর্থ-
উত্তর : সম্পাদন
315. Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড।
উত্তর : Ctrl + Shift + D
316. Spelling and Grammar-এর জন্য- ফাংশন ‘কী’ চাপতে হয়।
উত্তর : F7
316. Redo-এর Keyboard কমান্ড হল-।
উত্তর : Ctrl + Y
316. সাধারণ চিঠিপত্র লেখার জন্য- প্রোগ্রাম ব্যবহৃত হয়।
উত্তর : MS Word
317. স্লাইড শো-এর জন্য ফাংশন ‘কী’ চাপতে হয়।
উত্তর : Shift + F5
318. Slide Animation প্রদর্শন করার কমান্ড কী?
উত্তর : Slide Show>Animation>Schemes
319. এক্সলের ফর্মুলার একটি উদাহরণ দাও।
উত্তর : = COUNT (A1:A10)
320. MS Word-এ Page set up করার ধাপ উল্লেখ কর।
উত্তর : Click File>Page Setup Page Setup এর Dialog Box থেকে Paper ট্যাবে Click করতে হবে। Paper Size হিসেবে A4 বা Legal Select করতে হবে। Margin ট্যাবে Click করে Top, Bottom, Left, Right ইত্যাদি নির্ধারণ করে দিতে হবে। Orientation হিসেবে Portrait বা Landscape নির্ধারণ করে সবশেষে OK বাটন Click করতে হবে।
321. ‘OR’ একটি ফর্মুলা।
উত্তর : Logical
322. PHP মূলত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
উত্তর : Server Side Scripting
323. Power Point ফাইলের বর্ধিত নাম দিয়ে প্রকাশ করা হয়।
উত্তর : .PPT
324. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?
উত্তর : ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ হলো-
(ক) ডাটা, (খ) রেকর্ড, (গ) ফিল্ড।
325. গ্রাফ বা চার্ট কী?
উত্তর : গাণিতিক তথ্যসমূহের চিত্রসময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।
326. peaker notes কী?
উত্তর : স্পিকার নোট হলো পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি হিডেন এরিয়া। এটি উপস্থাপকের জন্য একটি রেফারেন্স হিসাবে কাজ করে।
327. Yahoo messenger-এর কাজ কী?
উত্তর : Chatting করা, Text, Audio, Video, Message ইত্যাদি পাঠানো।
328. হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?
উত্তর : চিরকাল একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিংক (Hyper link) বলা হয়।
329. উইন্ডোজ স্ক্রিন করা যায়।
উত্তর : ছোট/বড়
330. এক নিবল সমান- বিট।
(উত্তর : ৪ (চার)
331. Ctrl + | চেপে Font সাইজ করা যায়। –
উত্তর : ছোট হয়
332. কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে বলে।
উত্তর : নেটওয়ার্ক
333. Desktop কী?
উত্তর : কম্পিউটার অন করার পর স্থির অবস্থায় মনিটরে যা দেখতে পাই তাকে Desttop বলে।
334. লুকানো Column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?
উত্তর : Select All column Home → Format →Visibility Columns. Hides, Unhide → Unhide Columns, Or, Column বা Column-গুলোর বামে ও ডানের Column select করতে হবে। • Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।
335. কতগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?
উত্তর : Record
336. Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যবহার করা হয়?
উত্তর : Select cell Range.
337. MS Office Program এ Data Save করলে তা- জমা হয়।
উত্তর : My document এ
338. পেজ এর মার্জিন ঠিক করতে করতে হয়। Option Select Ki‡Z n‡e
উত্তর : page layout
339. (a + b)² + 2ab² + ab এই Format-টি লেখতে। এর সাহায্য নিতে হয়।
উত্তর : Superscript/Equation
340. Excel Program File Save করণে File Name এর সাথে যুক্ত হয়।
উত্তর : Xis
341. Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে চাইলে করতে হয়।
উত্তর : Split cells
342. একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ।
উত্তর : (i) ওয়ার্কশিটটি ওপেন করে, সেটা সিলেক্ট করে নিতে হবে। (ii) ওয়ার্কশিট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করতে হবে। (iii) একটি মেনু আসবে। সেখানে থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। (iv) একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। সেখানে Print what-এ Selection অপশন Select করে OK click করতে হবে।
343. চার গিগাবাইট সমান 41,94,304 কিলোবাইট।
উত্তর :41,94,304[1GB= 1,048,576 KB)
344. কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS- Excel-4 () ফাংশন ব্যবহার করা হয়।
উত্তর : MAX
345. হোমপেজ কী?
উত্তর : – হোমপেজ (Home page): একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজ।
346. E-mail-এর ক্ষেত্রে CC ও BCC-এর মাঝে পার্থক্য কী?
উত্তর : CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলেন সেখানে সেন্ডারের ইমেইল অ্যাড্রেস সো (Show) করবে। কিন্তু BCC এর মাধ্যমে কোন ইমেইল প্রেরণ করলে সেখানে প্ররকের অ্যাড্রেস সো (Show) করবে না। ফরেন ‘কী’ (Foreign key) বলতে কী বোঝায়?
উত্তর : ফরেন কী (Foreign key): একটি Table এর শুভর প্রাইমারি কী যখন অন্য টেবিল এর কোন key এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table এর সেই key কে Foreign key বলে। অর্থাৎ Primary key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই key হলো Foreign key
347. ডাটার গড়মান নির্ণয়ের জন্য- ফাংশন ব্যবহার করা হয়।
উত্তর : Average
348. Work book ও Work sheet কী?
উত্তর : মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট এর বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিত স্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয়। সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়, তাকে ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।
349. টেক্সট বক্সে লেখা যায়—-
উত্তর : অক্ষর
350. Editing screen কী?
উত্তর : এডিটিং স্ক্রীন হলো স্ক্রীনে টেক্সট এডিট করার প্রক্রিয়া।
351. Silde sorter কেন ব্যবহৃত হয়?
উত্তর : Slide sorter ব্যবহার করা হয় কারণ একাধিক ছবি বা চিত্র থাকলে সেগুলোকে অটোমেটিকভাবে একেপর এক প্রদর্শনের জন্য।
352. প্রত্যেক সূত্রের শুরুতে – চিহ্ন দিতে হয়।
উত্তর : সমান (=)
353. Printer install না থাকলে করা যায় না।
উত্তর : প্রিন্ট
354. Internet-এর অর্থ-।
উত্তর : বিস্তৃত জাল
355. MS Access-এ ধরনের ডাটা টাইপ পাওয়া যায়।
উত্তর : দশ
সত্য মিথ্যা
356. My Access এর ক্ষেত্রে ক্যুয়েরি ৫ (পাঁচ) প্রকার।
উত্তর: ‘স’
357. Form এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো।
উত্তর: ‘স‘
358. Print কমান্ড Edit মেন্যুর অধীনে রয়েছে।
উত্তর: মি।
359. কম্পিউটার এর Clip Art-এ ছবি থাকে।
উত্তর: স।
360. Formatting Toolbar- Font Size থাকে না।
উত্তর: স।
361. Power supply-তে কোন ফিউজ লাগে না।
উত্তর : ‘মি”
362. বার্ষিক কিস্তি নির্ণয়ের জন্য = FV (rate, Nper, Prnt, PV, Type) ফরম্যাট ব্যবহৃত হয়।
উত্তর : – “স”
363. কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
উত্তর : ‘মি’
364. Sort এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো।
উত্তর : “স“
365. মাদারবোর্ড হল সিস্টেম ইউনিট তথা কম্পিউটারের প্রাণকেন্দ্র।
উত্তর : ‘স’
367. Merge Cell-এর কাজ হল Block-কৃত Cell-কে একত্রিত করা।
উত্তর : ‘স’
368. A-Z নিউমেরিক Key।
উত্তর : ‘মি’
369. Keyboard-এ মোট চারটি Arrow key থাকে।
উত্তর : ‘স’
370. Office clip board ব্যবহৃত হয় তথ্য হারানো থেকে বাঁচতে।
উত্তর : ‘স’
371. Tab বাটন ব্যবহার করা হয় ফাঁকা জায়গা তৈরি করতে?
উত্তর : ‘স’
372. পুরাতন File খুলতে Open ব্যবহৃত হয়।
উত্তর : “স”
373. MS Excel-এ PMT ফাংশন ব্যবহৃত হয় কিস্তি হিসাব করার জন্য।
উত্তর : “স”
374. মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র।
উত্তর : “স”
375. Data sort দুই প্রকার।
উত্তর : “স”
376. Keyboard-এর মোট দুটি Alt-key আছে।
উত্তর : “স”
377. প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম মোজাইক।
উত্তর : “স”
378. Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl + X
উত্তর : “স”
379. ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশবিশেষ।
উত্তর : সত্য
380. Google একটি Browser।
উত্তর : মিথ্যা
381. Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে File বন্ধ হয়।
উত্তর : ‘স
382. Image MS Word বা MS Excel এ Add করা যায়।
উত্তর : “স”
383. Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা ৩টি।
উত্তর : ‘স’
সঠিক উত্তরে টিক চিহ্ন
384. Slide-এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী?
ক. Slide Animation করা।
খ. Slide Design করা। ☑
গ. Background তৈরি করা।
ঘ. Transition add করা।
385. কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
ক. প্রধান স্মৃতি ব্যবস্থাপনা করা
খ. ডাটা প্রসেসিং করা ☑
গ. ইনপুট/আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করা
ঘ. ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সেতুবন্ধন স্থাপন করা।
386. 2GB = কয় কিলোবাইট?
ক. 221 ☑
খ. 220
গ. 210
ঘ. 211
387. কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিয় সমস্যার সমাধান করে-
ক. I/O unit
খ. ALU ☑
গ. Control unit
ঘ. Memory unit
388. MS Word-এ Columns কোন্ মেনুর অধীনে?
ক. View menu
খ. Insert menu
গ. Format menu ☑
ঘ. Tools menu
389. কোনটি সঠিক নয়?
ক. সফটওয়্যারের বাহ্যিক কাঠামো আছে ☑
খ. সফটওয়্যার হার্ডওয়্যারকে কার্যক্ষম করে
গ. হার্ডওয়্যার স্পর্শ করা যায়
ঘ. হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন
390. নিচের কোনটি সহায়ক মেমোরি নয়?
ক. Floopy disk
খ. Hard disk
গ. CD-ROM
ঘ. Cache ☑
391. Cursor কোন্ ডকুমেন্টের প্রথমে আনার কমান্ড?
ক. Ctrl-Home ☑
খ. Ctrl+ Shift + Home
গ. Ctrl + Alt + Home
ঘ. Alt + Home
392. প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড-
ক. Ctrl + U
খ. Ctrl + W
গ. Ctrl + Shift + U
ঘ. Ctrl + Shift + W ☑
393. নিচের কোল্টিন্ট Title Case এর উদাহরণ?
ক. Run!forest run
খ. Run!Forest Run ☑
গ. RunForest Run
ঘ. run!fOREST RUN
394. একটি Field এর নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহার করা যায়?
ক. 10
খ. 32
গ. 50
ঘ. 64 ☑
395. কোনটি মিথ্যা?
ক. Primary Key অবশ্যই Unique হয়
খ. Primary Key Field-এ Null Value থাকতে পারে ☑
গ. Foreign Key হল অন্য Table এর Primary Key
ঘ. কোনটিই নয়
396. এক্সেলে Paste Special কমান্ড ব্যবহার হয়-
ক. Formula কপি করার জন্য
খ. Value কপি করার জন্য
গ. Format কপি করার জন্য
ঘ. সবগুলো ☑
397. Relationship তৈরির শর্ত নয় কোনটি?
ক. উভয় টেবিলের একটি কমন Field থাকতে হবে
খ. Relationship তৈরি হয় Primary Key Foreign Key এর মাঝে
গ. উভয় টেবিলকে একই Window তে দৃশ্যমান থাকতে হবে
ঘ. উভয় টেবিলে কমন Field এর Data type, Size, Property সমান না হলেও চলে ☑
398. এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে?
ক. TODAY ☑
খ. NOW
গ. DAY
ঘ. DATE VALUE
399. কোনটি স্ট্যাটিসটিক্যাল ফাংশন?
ক. Lost ()
খ. Average () ☑
গ. Mid ()
ঘ. Exact ()
400. নিচের কোনটি ফার্মওয়্যার?
ক. Processor
খ. CMOS
গ. ROM-BIOS ☑
ঘ. ROM
401. IC এর অর্থ-
ক. Important Circuit
খ. Integrated Circuit ☑
গ. International Circuit
ঘ. Impossible Circuit
402. ভিন্ন ভিন্ন মানের Data store করার জন্য ব্যবহৃত হয়-
ক. Hot key
খ. Primary key ☑
গ. Secondary key
ঘ. Key
403. কোনটি Logical Function?
ক. = IF () ☑
খ. = SUM ()
গ. AVG ()
ঘ. MOD ()
404. Min() ফাংশন কোন কাজে ব্যবহার করা হয়?
(ক) ডাটা যোগ করা
(খ) অনেকগুলো ডাটা হতে বড়টি নির্ণয় করা
(গ) অনেকগুলো ডাটা হতে ছোটটি নির্ণয় করা ☑
(ঘ) উল্লিখিত সবকয়টি
405. MS-Access- Data entry করার জন্য মূলত
ব্যবহৃত হয়-
ক. Query
খ. Macro
গ. Report
ঘ. Form ☑
406. এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে করতে হবে-
ক. Cut-paste ☑
খ. Copy-paste
গ. Delete-paste
ঘ. Copy
407. HDD হল-
ক. Hard Drive Disk
খ. Head Disk Drive
গ. Hard Disk Drive ☑
ঘ. Header Disk Drive
408. টাস্কবার সেটিং করভাগে ভাগ করা যায়?
ক. এফ
খ. দুই
গ. তিন
ঘ. চার ☑
409. মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?
ক. নেটওয়ার্ক
খ. টুলবার
গ. কন্ট্রোল-প্যানেশ ☑
ঘ. হেলপ
410. ফোল্ডারে ফাইল দেখার জন্য ফোন্ডার-
ক. কপি করা হয়
খ. একণার ক্লিক করা হয়
গ. সিলেক্ট করা হয়
ঘ. Double click করা হয়। ☑
411. প্রেগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয়?
ক. Shut down
খ. Exit ☑
গ. Open
ঘ. Close
412. ফাইল রাখা যার-
ক. ফোল্ডারে ☑
খ. প্রোগ্রামে
গ. রিসাইকেল বিনে
ঘ. প্রিন্টারে
413. ফোল্ডার যুহার নিয়ম-
ক. Select + Edit
খ. Select + Delete ☑
গ. Delete
ঘ. Exit
414. Windows থেকে DOS-এ যাওয়ার প্রক্রিয়া
ক. Control panel
খ. Accessories ☑
গ. Start up
ঘ. Program
415. MD এর কাজ কী?
ক. Making Directory তৈরি ☑
খ. . Edit Directory তৈরি
গ. More directory তৈরি
ঘ. Many Directory তৈরি
416. Disk ফরম্যাট কী?
ক. ডিস্ককে কার্যোপযোগী করা ☑
খ. ডিস্কে ফাইল নেয়া
গ. ডিস্ককে কাইল মোডিফাই করা
ঘ. ডিস্ক ভাইরাসমুক্ত করা
417. ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত?
ক. 1.44 MB ☑
গ. 1.44 GB
খ. 1 MB
ঘ. 1.44 KB
418. নিচের কোনটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এর সর্বশেষ ভার্সন?
ক. Windows XP
খ. Windows Vista
গ. Windows-7 ☑
ঘ. Windows-2000
419. বর্তমানে CPU-এ Microprocessor হিসেবে কোন Device টি বিদ্যমান?
4. Pentium XX
খ. 8088 ☑
গ. 4040
ঘ. 8321
420. Press Alt+E চাপলে-
ক. File-এ যাবে
খ. Edit-এ যাবে ☑
গ. Save-এ যাবে
ঘ. Font-এ যাবে
421. Microsoft Excel Program runs করলে Sheet tab কয়টি থাকে?
ক. ২টি
খ. ৩টি ☑
গ. ৪টি
ঘ. ১টি
422. কোনটি স্টোরেজ ডিভাইস?
ক. কী-বোর্ড
খ. স্ক্যানার
গ. প্রিন্টার
ঘ. হার্ড ডিস্ক ☑
423. ALU এর পূর্ণরূপ কী?
ক. Adding Logic Unit
খ. Application Software
গ. Algorithm Logic Unit
ঘ. Arithmetic Logic Unit ☑
424. ১+১ যোগ করলে বাইনারিতে হবে-
ক. ২
খ. ১১
গ. ১০ ☑
ঘ. ০১
425. পেইজ সেট-আপ করার কমান্ড-
ক. File Page Setup [margin, paper size] OK ☑
খ. Edit Page Setup [margin, paper size] OK
গ. View Page Setup [margin, paper size] OK
ঘ. Insert Page Setup [margin, paper size] OK
426. (a+b)²= a²+2ab+b² সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়-
ক. Format Font Superscript ☑
খ. Format Font Shadow
গ. Format Font Engrave
ঘ. Format Font Subscript
427. ডকুমেন্টের ব্লক করা অংশ কেটে অন্যত্র পেস্ট করার কী-বোর্ড কমান্ড-
ক. Alt X, All V
খ. Ctrl X, Ctrl V ☑
গ. Ctrl V. Ctrl X
ঘ. Alt V. Ctrl X
428. অ্যাবসলুট অ্যাড্রেস কোনটি?
ক. $A$ 25 ☑
খ. A 25
গ. SA 25
ঘ. A$ 25
429. কোনটি প্রকৃতপক্ষে একটি আইকন, যার ভিতর থাকে
ক. শুধু ফাইল
খ. অতিরিক্ত ফোল্ডার ও ফাইল ☑
গ. অতিরিক্ত ফোল্ডার
ঘ. ড্রাইভ
430. কোনটি Desktop আইকন?
ক. Recycle bin ☑
খ. DOS
গ. Operating System
ঘ. Mouse
431. MS-Access এর ক্ষেত্রে OLE হল-
ক. Object Label Embeded
খ. Object Link Enumission.
গ. Object Linking and Embedding ☑
ঘ. Object Link Edit
432. Organization Chart আঁকতে হয়-
ক. View ,Picture, Scanner
খ. Insert, Picture, Organization Chart ☑
গ. Format Picture, Form File
ঘ. Window, Picture, Form Chart,
433. কোনটি ডাটাবেস ফাইল?
ক. my file. doc
খ. my file. xls
গ. my file.dbs
ঘ. my file, mdb ☑
434. ৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য-
ক. ভ্যাকুয়াম টিউব
খ. ট্রানজিস্টার
গ. IC ☑
ঘ. রিলে
435. DSAC কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. অধ্যাপক মরিস উইলকিস ☑
খ. অধ্যাপক মরিস বুখাইল
গ. অধ্যাপক মরিস বিলকিস
ঘ. অধ্যাপক হরম্যান হলেরিথ
436. Form file তৈরি করার উদ্দেশ্য কী?
ক. ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ☑
খ. ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা
গ. ডাটা প্রদর্শন ব্যবস্থা বাতিল করা
ঘ. ডাটা প্রদর্শনে সহায়তা করা
437. রাউটার কী?
ক. Hardware device ☑
খ. Software
গ. Farmware
ঘ. Input Device
438. NASA’র পূর্ণরূপ কোনটি?
ক. National Aeromatic and Special Administration
খ. National Aeromatic and Service Administration
গ. National Aeronautics and Space Administration ☑
ঘ. National Aeronautice and Special Adm firm
439. ফ্লপি ডিক্সের ধারণক্ষমতা কত?
ক. 1.44 MB ☑
খ. 1 MB
গ. 1.44 GB
ঘ. 1.44 KB
440. ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয়-
ক. Log in
খ. Sign in
গ. Sign out
ঘ. Sign up ☑
441. নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. নেদারল্যান্ড
খ. স্কটল্যান্ড
গ. জার্মানি ☑
ঘ. ইংল্যান্ড
442. কম্পিউটার ভাইরাস কী?
ক. জীবাণু
খ. রোগ
গ. সফ্টওয়্যার ☑
ঘ. হার্ডওয়্যার
443. MS Access-এর একটি Data base file-এর File extension কী?
ক. .DOC
খ. .Mob
গ. .Mdb ☑
ঘ. .dbb
445. 251০-এর বাইনারি কত?
ক. (111011)2
খ. (101010)2
গ. (11001)2 ☑
ঘ. (11011)2
446. নিচের কোনটি Financial ফাংশন?
ক. DDB ☑
খ. INFO
গ. AND
ঘ. COS
447. নিচের কোনটি সহায়ক মেমোরি?
ক. RAM
খ. ROM
গ. HDD ☑
ঘ. কোনটিই নয়
448. MS Word-এ Drop Cap কোন মেন্যুর অধীনে?
ক. File menu
খ. Tool menu
গ. Insert menu ☑
ঘ. Format menu
448. CPU-এর কয়টি অংশ থাকে?
ক. ৩টি ☑
খ. ৪টি
গ. ২টি
ঘ. ৫টি
449. কী-বোর্ডে-এর কন্ট্রোল-কী-এর সংখ্যা কত?
ক. ২টি ☑
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
450. কী-বোর্ড-এর Shift, Ctrl, Alt কীগুলোকে কী বলে?
ক. Function key
খ. Numeric key
গ. Space key
ঘ. Modifier key ☑
451. অ্যাসকি (ASCII) কয় বিটের হয়?
ক. ৬ বিট
খ. ৭ বিট ☑
গ. ৮ বিট
ঘ. ১০ বিট
452. ওয়ার্কশীটের Row নির্দেশ করা হয়-
ক. লেটার দিয়ে
খ. নম্বর দিয়ে ☑
গ. নম্বর ও বর্ণ দিয়ে
ঘ. শিফট দিয়ে
453. Yes/No কোন ধরনের তথ্য?
ক. যুক্তি নির্ভর
খ. হ্যাঁ/না বোধক ☑
গ. ১ বা ০
ঘ. দুই ভিত্তিক
454. MS-Access-এর ক্ষেত্রে Relation হচ্ছে-
ক. Record
খ. Table ☑
গ. Data
ঘ. Information
455. Excel-এ একাধিক Cell একত্রিত করাকে কী বলে?
ক. Add
খ. Join
গ. Merge ☑
ঘ. Union
456. File close-এর কী-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + O
খ. Alt + W
গ. Alt + O
ঘ. Ctrl + F4 ☑
467. প্রাইমারি ‘কী’ হচ্ছে-
ক. যে এট্রিবিউটের প্রতিটি মান অভিন্ন হয়
খ. যে এট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয় ☑
গ. যে এট্রিবিউটের কোনো মান থাকে না
ঘ. যে এট্রিবিউটের একাধিক মান ধারণ করে
458. নিচের কোনটি CPU-এর অংশ সয়?
ক. ALU
খ. MU
গ. ROM ☑
ঘ. CU
459. কোনটি Data base প্রোগ্রাম?
ক. Word Perfect
খ. MS-Excel
গ. MS-Word
ঘ. MS-Access ☑
460. Mail merge থাকে-
ক. Table-এ
খ. Format-এ
গ. Tools-এ ☑
ঘ. Window-এ
461. নাম্বার সিস্টেম- প্রকার।
উত্তর: 4 (চার)
462. MS Word 2003-4 Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হবে?
ক. Table-এ
খ. Standard-এ
গ. Formating-এ ☑
ঘ. Format-এ
463. মেমোরি প্রধানত কত প্রকার?
ক. ২ প্রকার ☑
খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৭ প্রকার
464. ১ গিগাবাইটে কত কিলোবাইট?
ক. 10° কিলোবাইট
খ. 10° কিলোবাইট ☑
গ. 10° কিলোবাইট
ঘ. 1012 কিলোবাইট
465. Relational Data Base-এ সর্বনিম্ন ফাইল সংখ্যা-
ক. ২টি ☑
খ. ৩টি
গ. ১টি
ঘ. ৪টি
466. Data Base Tabie-এ প্রয়োজনমতো ডিজাইন করতে ব্যবহৃত হয়-
ক. Design view ☑
খ. Design home
গ. Design form
ঘ. Design table wizard
467. ডট মেট্রিক্স প্রিন্টার হলো-
(ক) ইনপুট ডিভাইস
(খ) আউটপুট ডিভাইস ☑
(গ) মেমোরি
(ঘ) প্রক্রিয়াকরণ ডিভাইস
468. কোন মেনুতে Sort/formula থাকে?
(ক) Edit
(খ) Insert
(গ) Table ☑
(ঘ) Tools
469. নিচের কোনটি সহায়ক মেমোরি?
(ক) RAM
(খ) HDD ☑
(গ) ROM
(ঘ) কোনটিই নয়
470. MICR একটি-
(ক) ইনপুট ☑
(খ) আউটপুট
(গ) ইনপুট ও আউটপুট
(ঘ) মেমরি ডিভাইস
471. মাউস একপ্রকার-
(ক) Input Device
(খ) Output Device
(গ) Memory Device
(ঘ) Pointer ☑
472. MS Word এ Copy Paste করতে শটকাট কী-
(ক) Ctrl + C
(খ) Ctrl + V
(গ) উভয়টি ☑
(ঘ) কোনটিই নয়
473. Open Command কোন Menu তে থাকে?
(ক) Edit Menu
(খ) View Menu
(গ) File Menu ☑
(ঘ) কোনটিই নয়
474. Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে-
(ক) 18.75
(খ) 15.75
(গ) 8.75
(ঘ) 12.75 ☑
475. Data base প্রোগ্রাম-
(ক) Word perfect
(খ) MS-Excel
(গ) MS-Word
(ঘ) MS-Access ☑
476. ম্যাক্রো মুছার কমান্ড কী?
(ক) Erase
(খ) Select
(গ) Delete ☑
(ঘ) Move
477. Lock-এর ‘কী’-বোর্ড কমান্ড হলো-
(ক) Ctrl + K
(খ) Alt + K
(গ) Ctrl + alt + K
(ঘ) Ctrl + L ☑
478. ই-মেইল ঠিকানায়-এর আগে কী থাকে?
(ক) ব্যবহারকারীর দেশের নাম
(খ) ব্যবহারকারীর ঠিকানা
(গ) ব্যবহারকারীর নাম ☑
(ঘ) ব্যবহারকারীর ডিভাইসের নাম
479. USB-এর পূর্ণরূপ হলো-
ক. Universal Single Bus
খ. Universal Serial Bus ☑
গ. Uni-Signal Bus
ঘ. Universe Single Bus
480. প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিস্কৃত হয়-
ক. ১৯৭১ সালে ☑
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
481. মাইক্রোপ্রসেসরের কাজ কী?
(ক) তথ্য ইনপুট করা
(খ) তথ্য মুদ্রণ করা
(গ) তথ্য সংরক্ষণ করা
ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা ☑
482. কোনটি Desktop icon?
(ক) Recycle bin ☑
(খ) DOS
(গ) Operating system
(ঘ) Mouse
483. =PMT ফর্মুলায় মাধ্যমে-
ক) বাৎসরিক কিস্তির পরিমাণ বের করা হয়
(খ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয় ☑
(গ) পাক্ষিক কিস্তির পরিমাণ বের করা হয়
(ঘ) ষান্মাসিক কিস্তির পরিমাণ বের করা হয়
484. বিশ্বের বড় বড় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সাথে তথ্য আদান-প্রদানের জন্য কোন পদ্ধতি ব্যবহৃ হয়?
(ক) ইন্টারনেট ☑
(খ) ফ্যাক্স
(গ) ইনটেল
(ঘ) ফোন
485. সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে Sclect কমান্ড কোনটি? Sclect করতে ‘কী-বোর্ড’ শর্ট
(ক) File ⇒ OK
(খ) AltCtrl OK
(গ) Ctrl-A ☑
(ঘ) Alt Curl Enter
486. = NOW() ফাংশন কী নির্দেশ করে?
(ক) আজকের তারিখ
(খ) আজকের সময়
(গ) আজকের তারিখ ও সময় ☑
(ঘ) কোনোটিই নয়
Previous
Next
Previous
Next
মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স (৩৬০ ঘণ্টা)- ৬ মাস মেয়াদী
আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ৬ (ছয়) মাস মেয়াদী সার্টিফিকেশন কোর্স। কোর্স শেষে আপনি কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিতে পারবেন।
বেসিক কোর্স
টাকা10000
টাকা
5000
/ কোর্স শেষ পর্যন্ত
- মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অ্যাসেন্সিয়াল, কম্পিউটার ফান্ডামেন্টাল
- বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং
- দুই কিস্তিতে পরিশোধ
- প্রিটিং স্ক্যানিং এবং উই
ন্ডোজ সেট আপ - মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স মডিউল
- বেসিক ফটোশপ (ব্যানার, ছবি থেকে ছবি, কালার সম্পর্কে ধারনা, পাসপোর্ট সাইজ ছবি, )
- টাইপিং মাস্টার প্রো
হোয়াটসআপ করুন
কল করুন 01977957783
অফিসিয়াল কোর্স
টাকা15000
টাকা
10000
/ কোর্স শেষ পর্যন্ত
- এডভান্স মাইক্রোসফট ওয়ার্ড, এডভান্স
এক্সেল, এক্সেস, এডভান্স
পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অ্যাসেন্সিয়াল, কম্পিউটার ফান্ডামেন্টাল - বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং
- দুই কিস্তিতে পরিশোধ
- প্রিটিং স্ক্যানিং এবং উই
ন্ডোজ সেট আপ - মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স মডিউল
- বেসিক ফটোশপ (ব্যানার, ছবি থেকে ছবি, কালার সম্পর্কে ধারনা, পাসপোর্ট সাইজ ছবি, )
- টাইপিং মাস্টার প্রো
হোয়াটসআপ করুন
কল করুন ০১৯৭৭৯৫৭৭৮৩
জনপ্রিয়
প্রফেশনাল কোর্স
টাকা20000
টাকা
15000
/ কোর্স শেষ পর্যন্ত
- কমপ্লিট মাইক্রোসফট অফিস এবং গ্রাফিক ডিজাউন
- বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং
- মাইক্রোসফট এক্সেল অ্যাডভান্স মডিউল
- দুই কিস্তিতে পরিশোধ
- অ্যাডোব ফটোশপ
- অ্যাডোব ইলাস্ট্রেটর
- ফ্রীয়া
হোয়াটসআপ করুন
কল করুন ০১৯৭৭৯৫৭৭৮৩
ছবি, এসএসসি সার্টিফিকেট ফটোকপি জমা দিতে হবে!
আইডি কার্ড এবং মডিউল সংগ্রহ করে নিতে হবে!
আপনি ভর্তি হবার সময় সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনার কতটুকু সময় হাতে আছে এই কোর্সটি শেষ করার জন্যে। কোর্স করা কালীন সময়ে কোন ভাবেই ক্লাস মিস করা যাবে না। কারন আপনি কোর্সে জয়েন করার আগেই জেনে গেছেন আপনার ক্লাস সিডিউল এবং আপনার ব্যক্তিগত ব্যস্ততা। তাই কোর্সে যুক্ত হবার আগে বুঝে নিন আপনি সব ক্লাস ঠিকমতো অংশগ্রহন করতে পারবেন কিনা! ক্লাস মিস দেয়ার চেয়ে কোর্স না করাই ভালো।আপনার এবং আমাদের সময় এবং অর্থের গুরুত্ব এক্ষেত্রে মুখ্য।
আপনি সঠিক নির্দেশনায় কাজ করলে কোর্সটি আপনার কাছে পানি ভাতের মতো সহজ হয়ে উঠবে
টাইপিং স্পীড
ইংরেজি এবং বাংলা টাইপিং স্পিড বাড়ানো ছাড়া এই কোর্স করার কোন মানে হয়না। কারন ইন্টারনেটের যুগে আপনি ইউটিউব খুললেই আপনি হাজার হাজার ভিডিও কনটেন্ট পাবেন এই কোর্সের উপরে। আমাদের ট্রেনিং ইন্সটিটিউটে আপনি হাতে কলমে (কম্পিউটারে) শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে শিখবেন, সাথে সাথে ইংরেজি এবং বাংলা টাইপিং স্পীড অনেকটাই বেড়ে যাবে আমাদের শেখানো “টাচ টাইপিং” পদ্ধতিতে যেখানে আপনি কীবোর্ডের দিকে না তাকিয়েই অনায়াসেই টাইপ করতে পারবেন!
প্রত্যেক শিক্ষার্থীর জন্যে আলাদা আলাদা পৃথক কম্পিউটারের ব্যবস্থা আছে,
প্রশিক্ষণ পদ্ধতি
যেহেতু সবাইকে আলাদা আলাদা নির্দিষ্ট কম্পিউটারে প্রশিক্ষন দেয়া হয় সেহেতু আপনি যেকোনো সময়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন।
আমাদের প্রতিটি বিষয়ের উপরে আলাদা আলাদা লেকচার শিট আছে। সেগুলো দিয়ে আপনি ক্লাসে বসে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান সেগুলো প্রিন্ট বা ফটোকপি করেও নিতে পারে ন!
আপনি ভর্তি হবার সময়েই আপনার জন্যে নির্দিষ্ট কোর্স মডিউল সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে বুঝে নিবেন। পুরো কোর্স জুড়ে আপনি কি কি শিখবেন তা প্রথম দিনেই আপনাকে বুঝিয়ে দেয়া হবে। এখানে দায়সারা গোছের কোন ট্রেনিং করানো হয়না।