BTEB 1-25

0%

RAM এর পূর্ণ অর্থ কী?

Correct! Wrong!

র‍্যাম এর পূর্ণ অর্থ Random Access Memory. মাদারবোর্ডর সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র‍্যাম স্মৃতি বলা হয়। এটি একটি অস্থায়ী স্মৃতি।

নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস?

Correct! Wrong!

কয়েকটি ইনপুট ডিভাইস হলো- (১) Keyboard (২) Mouse (৩) Scanner (৪) Joystick

কম্পিউটার কী?

Correct! Wrong!

কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পাবে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে।

আধুনিক কম্পিউটারের জনক কে?

Correct! Wrong!

আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।

কম্পিউটারের স্মৃতি প্রধানত কত প্রকার?

Correct! Wrong!

দুই প্রকার, যথা- (ক) প্রাইমারি মেমরি এবং (খ) সেকেন্ডারি মেমরি।

অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রধান কাজ কী?

Correct! Wrong!

কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো- Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।

স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে কী ইনপুট করা হয়?

Correct! Wrong!

Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইনপুট করা হয়।

তথ্যপ্রযুক্তি বলতে কী বুঝায়?

Correct! Wrong!

তথ্যসংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি।

পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?

Correct! Wrong!

পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা হলেন- লেডি এডা অগাস্টা।

নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি হার্ডওয়্যার?

Correct! Wrong!

কয়েকটি হার্ডওয়্যার যন্ত্রের নাম নিম্নে দেওয়া হলো- (1) Mouse, (ii) Keyboard, (ii) Monitor, (iv) Printer, (v) Speaker.

নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস?

Correct! Wrong!

Monitor, Printer, Speaker, Projector.

ENIAC-এর পূর্ণনাম কী?

Correct! Wrong!

ENIAC এর পূর্ণনাম হলো- Electrical Numerical Integrator and Calculator.

প্রিন্টারের কাজ কী?

Correct! Wrong!

প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?

Correct! Wrong!

প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ENIAC।

পেন ড্রাইভের প্রধান কাজ কী?

Correct! Wrong!

পেন ড্রাইভ দ্বারা খুব সহজে তথ্য সংরক্ষণ ও স্থানান্তর করা যায়।

একটি আধুনিক কম্পিউটারের প্রধান অংশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত?

Correct! Wrong!

কম্পিউটারের প্রধান অংশগুলো হলো- (১) Input Unit (২) Output Unit (৩) CPU Unit

CPU-কে কী বলা হয়?

Correct! Wrong!

CPU-এর পূর্ণরূপ হলো- Central Processing Unit CPU-কে কম্পিউটারের Brain বলা হয়।

CPU-এর পূর্ণনাম লেখ।

Correct! Wrong!

CPU-এর পূর্ণনাম হলো-Central Processing Unit

বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কোন জেলায় অবস্থিত?

Correct! Wrong!

১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?

Correct! Wrong!

চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামক একটি মেকানিক্যাল কম্পিউটার তৈরির পরিকল্পনা করেন। তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

BIOS-এর পূর্ণরূপ কী?

Correct! Wrong!

Basic input output system-এর সংক্ষিপ্ত রূপকেই BIOS বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

ফার্মওয়্যার কোথায় সংরক্ষিত থাকে?

Correct! Wrong!

রমে স্থায়ীভাবে সঞ্চিত সব প্রোগ্রাম, তথ্য ও নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে।

ROM-এর পূর্ণনাম লেখ।

Correct! Wrong!

ROM-এর পূর্ণনাম Read Only Memorys প্রধান স্মৃতিব এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় অব্বংসাত্মক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোনো তথ্য মুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।

মনিটর কাকে বলে?

Correct! Wrong!

কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।

BIOS-এর কাজ কী?

Correct! Wrong!

কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip-এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অন্যান্য ইন্টিগ্রেটেড/নন-ইন্টিগ্রেটেড ডিভাইস সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ড ডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top