112

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

মেমরির একক হচ্ছে __কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয়? ক. ১৯৫৯ খ. ১৯৬৭ গ. ১৯৭৪ ঘ. ১৯৬৪

Answer ঘ. ১৯৬৪

F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন- ক. SUM (F5, F25) খ. SUM (F5: F25) গ. SUM (F5+F25 ঘ, SUM (F5. F25)

Answer: খ. SUM (F5: F25)

ডাটাবেস গঠিত হয়- ক. কতকগুলো রেকর্ড নিয়ে খ. কতকগুলো ফিল্ড নিয়ে
গ. কতকগুলো ফাইল নিয়ে ঘ. এক বা একাধিক ডাটা নিয়ে

Answer ক. কতকগুলো রেকর্ড নিয়ে

LAN শব্দের পূর্ণরূপ কোনটি? ক. Local Assemble Network খ. Local Area Note গ. Local Area Network ঘ. Legal Assemble Network

Answer: গ. Local Area Network

কোনটি Network Operating system? ক. Window 98 খ. DOS গ. Google earth ঘ. UNIX

Answer ঘ. UNIX

(২৯)১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? ক. (১১০১১)২ খ. (১১১১০)২ গ. (১১১০১)২ ঘ ,(১০১১১) ২

Answer: গ. (১১১০১)২

Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা ক. সাজিয়ে প্রিন্ট করা খ. খুঁজে বের করার গ. সুন্দরভাবে প্রদর্শন করা ঘ. রেকর্ড গুলো সাজানো

Answer খ. খুঁজে বের করার

নিচের কোনটি ফার্মওয়্যার? ক. Processor খ. CMOS গ. ROM-BIOS ঘ. ROM

Answer: গ. ROM-BIOS

IC এর অর্থ ক. Important Circuit খ. Integrated Circuit গ. International Circuit ঘ. Impossible Circuit

Answer খ. Integrated Circuit

Save এর কী-বোর্ড কমান্ড কোনটি? ক. Ctrl + P খ. Ctrl + S গ. Ctrl + C ঘ. Ctrl +X

Answer: খ. Ctrl + S

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।

মেমরির একক হচ্ছে __

Answer বাইট

কম্পিউটারের প্রথম প্রোগ্রাম রচয়িতার নাম__

Answer: এডা অগাস্টা

= Sum (*5″. 15, TRUE) == _

Answer 21

Microsoft Power Point __ Software Package

Answer: Presentation

Page break করার কী- বোর্ড কমান্ড _

Answer Ctrl + Enter

ROM একটি মেমোরি _

Answer: প্রধান/স্থায়ী

A4 কাগজের সাইজ __

Answer প্রস্থ ৮.২৭”; দৈর্ঘ্য ১১.৬৯”

Recycle bin-এ ফাইল জমা থাকে __

Answer: অপ্রয়োজনীয় মুছে যাওয়া

NIC এর পূর্ণনাম __

Answer Network Interface Card

একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য__ ব্যবহৃত

Answer: Mail Merge

সত্য মিথ্যা লেখঃ

Office program এর ডাটা My Computer-এ Save হয়।

Answer মি

Software হচ্ছে কম্পিউটারের একটি প্রক্রিয়াকরণ অংশ।

Answer: মি

Copy করার কী-বোর্ড কমান্ড Ctrl + X

Answer মি

কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম ।

Answer:

Ms Word-এ বানান শুদ্ধ করার জন্য Spell Checker ব্যবহৃত হয়।

Answer

My Access এর ক্ষেত্রে কুয়েরি ৫ (পাঁচ) প্রকার।

Answer:

(১০০১)2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে ১১ হয়।

Answer মি

প্রথম বাণিজ্যিক কম্পিউটারের নাম UNIVAC

Answer:

Form এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো।

Answer

Google একটি Internet সার্চ ইঞ্জিন।

Answer:

অতি সংক্ষেপে উত্তর দাও :

দুটি Spreadsheet package এর নাম লেখ।

Answer MS Excel, Quartropro

হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?

Answer: একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিন সংযোগকে হাইপার লিংক (Hyperlink) বলা হয়।

Function কী?

Answer কোন বিশেষ হিসাব-নিকাশ সম্পাদনের জন্য বা কোন মান নির্ণয়ের জন্য পূর্ব থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে।

আধুনিক কম্পিউটারের জনক কে?

Answer: চার্লস ব্যাবেজ

Mall Merge কী?

Answer একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হল মেইল মার্জ।

Column Break করার জন্য কী-বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী?

Answer: ALT+l, B, C, ENTER

Marks-Field এর Data type কী?

Answer Number

কম্পিউটার কী?

Answer: কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data)সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে।

দুটি Network operating systems এর নাম লেখ।

Answer UNIX, LINUX

Row/Column Auto Fit কেন করা হয়?

Answer: Row/Column এর Height এবং Width | স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য Auto Fit ব্যবহার করা হয়।

Fill in the blanks with appropriate preposition :

I would like — appear the final examination.

Answer to

You have to do well to get merchandising ——- training Institute.

Answer: in

I do feel you- honestly.

Answer . for

Steel is made __ iron, sils

Answer: of

She was lying – my bed

Answer on

Translate into English:

আমি মার্চেন্ডাইজিং ট্রেডের একজন ছাত্র।

Answer: I am a student of Merchandising Trade.

সূর্য পূর্বদিকে ওঠে।

Answer The sun rises in the east.

আমার বাবা একজন গরীব লোক।

Answer: My father is a poor man.

আমি একটি গার্মেন্টস-এ চাকরি করি।

Answer I work in a garment factory.

আমি বাড়ি যাব।

Answer: I will go home.

* সঠিক উত্তরটিতে টিক (V) চিহ্ন দাও । 

MS word-এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হযয়ারদ

(ক)  Edit (খ) Format (গ)Spelling checker  (ঘ) Print

Answer (গ)Spelling checker

কোনটি Optical device?(ক)   CD (খ)  Pen drive (গ) FDD(ঘ)  HDD

Answer: (ক)   CD

Document নাম বদলিয়ে Save করার জন্য ব্যবহৃত

(ক) Save (খ)  Save new (গ)  Save as  (ঘ)  Save old

Answer  (গ)  Save as 

  ভিন্ন ভিন্ন মানের Data store করার জন্য ব্যবহৃত হয়

ক. Hot key খ.  Primary key গ. Secondary key ঘ. Key

Answer: খ.  Primary key 

কোনটি Logical Functfon?

ক. = IF () খ. = SUM()গ. AVG () ঘ. MOD ()

Answer ক. = IF () 

৬। MS Word-এর Table এ

ক, শুধু Raw বাড়ানো যায় খ, শুধু কলাম বাড়ানো যায় গ. উভয়ই বাড়ানো যায় ঘ. কোনটিই বাড়ানো যায় না 

Answer: গ. উভয়ই বাড়ানো যায় 

MS-Access-এ Data entry করার জন্য মূলত ব্যবহৃত হয়- ক. Query খ. Macro গ. Report ঘ, Form 

Answer ঘ, Form 

এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে করতে হবে-

ক. Cut-paste  খ. Copy-paste গ. Delete-paste ঘ. Copy

Answer: ক. Cut-paste 

Presentation Package কোনটি?

ক. Front page খ. Oracle গ. Outlook  ঘ. Power Point 

Answer ঘ. Power Point 

Excel-এ একাধিক Cell একত্রিত করাকে বলে

ক. Add খ. Join গ. Merge ঘ. Union 

Answer:  গ.  Merge

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

হার্ড ডিস্ক হল একটি__ ডিভাইস

Answer Storage

MS Excel এর প্রতিটি ওয়ার্কশীটে __টি Row আছে। 

Answer:  65,536

Data base (MS Access) ফাইলের এক্সটেনশন হল__

Answer .Mdb

Record হল কতকগুলো —এর সমষ্টি।

Answer:  Field 

OMR এর পূর্ণনাম হল –

Answer  Optical Mark Reader 

Accounting কাজে মূলত – প্যাকেজ ব্যবহার করা হয়।

Answer: MS Excel

Pen drive সংযুক্ত করার জন্য — Port ব্যবহার করা

Answer  USB

1 GB=__ MB

Answer:  1024 

 Mouse একটি জনপ্রিয়___ যন্ত্র।

Answer নির্দেশ দেয়া

একই চিঠি একাধিক নামের ঠিকানায় প্রেরণের জন্য Ms Word___এ ব্যবহার করা হয়।

Answer:  mail merge

*সত্য হলে স’ এবং মিথ্যা হলে মি’ লেখঃ

 MS word-এ সমার্থক শব্দ বের করার জন্য Find কমান্ড ব্যবহৃত হয়।

Answer মি

 G5 হতে K5 পর্যন্ত যোগ করার ফাংশন হল =SUM(G5:K5)

Answer: স 

Front page ওয়েভ Page তৈরির জন্য ব্যবহৃত হয়।

Answer  স’

$B$20 একটি অ্যাসিলুট অ্যাড্রেস।

Answer: ‘স’ 

a4 ‘ লেখার জন্য Subscript ব্যবহৃত হয়।

Answer ‘মি’

কোনো Folder-এ File ও Folder উভয়ই থাকতে পারে।

Answer:  ‘স’

Database-এ কোন কিছু ছাপানোর জন্য Report তৈরি করতে হয়।’

Answer  ‘স’

 Bijoy একটি বাংলা ফন্টের নাম।

Answer: মি

বাংলা-ইংরেজি Keyboard পরিবর্তনের জন্য কমান্ড Ctrl+Alt+B1

Answer  স

Header/Footer margin এর বাইরে ছাপা হয়।

Answer:  স’

অতি সংক্ষেপে উত্তর দাও

Macro কি ?

Answer একটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।

Excel-এ চিহ্ন কখন ব্যবহৃত হয়?

Answer:  Function লেখার জন্য।

Data base-এ ছবি কোন ধরনের Data?

Answer OLE 

Equation editor ?

Answer: গাণিতিক Function কম্পোজ করার জন্য।

Windows XP কী কাজে ব্যবহৃত হয়?

Answer Computer পরিচালনার জন্য একটি System Software. 

Recycle bin এর ব্যবহার লেখ।

Answer: Delete করা Data সংরক্ষণ করা ও পুনরায় ফিরিয়ে দেয়া।

Ctrl+Z কমান্ডের কাজ লিখ ?

Answer    কোন কাজ করতে না চাইলে Undo করা

Excel-এ কোন Cell এর Address-এ কী কী ব্যবহৃত?

Answer:  Cell এর Address-এ প্রথমে কলাম এর নাম ও পরে রো এর নাম্বার লেখা হয়। 

Query কখন প্রয়োজন হয়?

Answer Database থেকে প্রয়জনীয় Record খুঁজে বের করার জন্য। 

WWW-এর পূর্ণনাম লেখ।

Answer: WWW এর পূর্ণ অর্থ হল World Wide Web।

Fill in the blanks and complete the paragraph using the clues given below: (is, I’m, address, telephone number, is, I’m, old, is, years old, are, is)

 My name __ Martin and__ a doctor. My__ is York Avenue, 23 and my__—+ 4423517534,___ 40 years and I’m married. My son, Peter,___ tenMy wife, Linda, is American. She___a lawyer.

Answer  is, I’m, address, old telephone number,is, I’m, old, is, years, is.

*Choose the correct word or phrase to complete the questions: 

How__ money do you have in your pocket? 

(a) Many (b) few (c) much (d) some

Answer: (a) Much

Did you go__mosque last friday?

 (a) at (b) in (c) to (d) on

Answer (c) to

What___ in your free time?

(a) you do (b) do you do   (c) are you doing

Answer: (b) do you do

Where __you born?

(a) are (b) were (c) was

Answer  (b) were

__ do you do?

(a) Who (b) What (c) How

Answer: (c) How

* সঠিক উত্তরটিতে টিক (v) চিহ্ন দাও ।

HDD হল

(ক)Hard Drive Disk (খ)Head Disk Drive (গ)Hard Disk Drive (ঘ)Header Disk Drive 

Answer  (গ)Hard Disk Drive

CPU হল -(ক)Central Processing Unit (খ) Central Providing Unit (গ) Control Programming Unit (ঘ)Control Problem Unit 

Answer: (ক)Central Processing Unit 

(১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কত হবে?

ক. (১০১১) খ. (০১১১০) গ. (১০১০) ঘ. (১১০০)

Answer ক. (১০১১) 

Macro কী? ক, প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা খ, ফার্মওয়্যার গ, সফটওয়্যার ঘ, হার্ডওয়্যার 

Answer: ক, প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *