কম্পিউটার অপেরাটিং সিস্টেম (BTEB) প্রস্তুতি-০২

0%

ইনপুট ডিভাইস নয় কোনটি?

Correct! Wrong!

হিউম্যানওয়‍্যার কোনটি?

Correct! Wrong!

কোনটি Antivirus ডিভাইস নয়?

Correct! Wrong!

মাউস এক প্রকার-

Correct! Wrong!

মাউস একটি ইনপুট ডিভাইস, একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়।

MICR একটি-

Correct! Wrong!

Magnetic ink character recognition-এর সংক্ষিপ্ত রূপ হলো MICR। এটি মূলত ব্যাংকে ব্যবহার করা হয়। এর দ্বারা ম্যাগনেটিক কালির লিখিত অক্ষর পড়ার কাজে লাগে।

USB-এর পূর্ণরূপ হলো- [মা-১৫]

Correct! Wrong!

নিচের কোনটি সহায়ক মেমরি? (সে-১৩, ১৯, ২০: মা-১৫, ১৯)

Correct! Wrong!

পেন ড্রাইভ, DVD, CD ইত্যাদি হলো সহায়ক মেমরি।

Antivirus কোনটি?

Correct! Wrong!

ডট মেট্রিক্স প্রিন্টার হলো-

Correct! Wrong!

কোনটি অস্থায়ী মেমরি?

Correct! Wrong!

কম্পিউটার ভাইরাস কী?

Correct! Wrong!

নিচের কোনটি সহায়ক মেমরি নয়? (জা-১৯; মা-১১, ২৩: সে-১৬, ২৩; ডি-১১, ১৬, ১৮, ২২)

Correct! Wrong!

কোনটি Optical device? [সে-১১]

Correct! Wrong!

OMR শব্দের পূর্ণরূপ কোনটি? [সে-০৯, ১২]

Correct! Wrong!

মেমরি প্রধানত কত প্রকার?

Correct! Wrong!

ALU এর পূর্ণরূপ কী?

Correct! Wrong!

প্রিন্টার একটি _____ [জু-১৬, ডি-১৪]

Correct! Wrong!

র‍্যাম (RAM) একটি-

Correct! Wrong!

মেমরির সংজ্ঞা অনুযায়ী RAM একটি প্রাইমারি মেমরি এবং এটি একটি অস্থায়ী মেমরি। প্রকৃতপক্ষে, ram এ কোনো ডাটা জমা থাকে না। কোনো প্রোগ্রাম বা তথ্য ALLI তে আসার আগে র‍্যাম-এ আসে, অতঃপর অভ্যন্তরীণ স্মৃতিতে আসে। ALU অপারেশন শেষে অভ্যন্তরীণ স্মৃতি হয়ে পুনরায় র‍্যাম বা বাইরের ডিভাইসসমূহে যায়।

ROM একটি

Correct! Wrong!

কোনটি ইনপুট ডিভাইস?

Correct! Wrong!

HDD হলো-

Correct! Wrong!

মাইক্রোপ্রসেসরের কাজ কী?

Correct! Wrong!

নিচের কোনটি ফার্মওয়্যার? (জু-১১, সে-১৩, মা-১৫, ডি.)

Correct! Wrong!

মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?

Correct! Wrong!

কোনটি প্রাইমারি মেমরি?

Correct! Wrong!

Pendrive/ পেনড্রাইভ হলো একটি _____ ডিভাইস। [জু-১৬]

Correct! Wrong!

পেনভাইভ মূলত, ইউএসবি ফ্লাশ ডিভাইস। এখানে ইন্ট্রিগ্রেটেড ইউএসবি ইন্টারফেসের সাথে ফ্লাশ মেমরি ব্যবহার করে স্টোরেজ ডিভাইস তৈরি করা হয়েছে। অনেক সময় এটিকে ইনপুট আউটপুট ডিভাইসও বলা হয়।

চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-

Correct! Wrong!

প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিস্কৃত হয়- (জুন-১৭)

Correct! Wrong!

ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা কত? [মা-১২, জু-১৩]

Correct! Wrong!

1.44 MB ফ্লপি ডিস্কের স্ট্যান্ডার্ড ধারণক্ষমতা।

বর্তমানে CPU- Microprocessor হিসেবে কোন Device টি বিদ্যমান? [জু-১২]

Correct! Wrong!

৪০৪৪ মাইক্রোপ্রসেসরটি। July 1979 সালে বাজারে আসে। উল্লিখিত মাইক্রোপ্রসেসর-সমূহের মধ্যে ৪008 মাইক্রোপ্রসেসরটিই আপডেট। বর্তমান সময়ের কয়েকটি বহুল ব্যবহৃত ও আপডেট মাইক্রোপ্রসেসর হলো intel core i3, intel core i5, intel core i7, intel core i9 এবং intel core i11- ও বাজারে রয়েছে।

কম্পিউটার অপেরাটিং সিস্টেম (BTEB) প্রস্তুতি-০২
দুঃখিত! আপনি Fail করেছেন। যতক্ষণ A+ মার্কস না আসে প্র্যাকটিস করতে থাকুন। কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!
শুভ কামনা! আপনি Pass করেছেন। কিন্তু A+ মার্কস পান নাই, যতক্ষণ A+ মার্কস না আসে প্র্যাকটিস করতে থাকুন। কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!
অভিনন্দন! আপনি A+ মার্কস পেয়েছেন! যতক্ষণ সবগুলো উত্তর ঠিক না হয় প্র্যাকটিস করতে থাকুন। পরের কুইজ পেতে কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top