Bangladesh

Desktop

Nov 4, 2023

USDOverviewBulk Analysis

* সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ?

সময় প্রদর্শনের জন্য Command টি হচ্ছে—

Computer keyboard এর key-গুলোকে__শ্রেণি ভাগ করা যায়।

 ফাংশন কী’ তে  মোট কী আছে—

if () ফাংশনের একটি উদাহরণ

Access টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য প্রিন্ট করার জন্য ____ব্যবহৃত হয়।

* বাক্যটি সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি লেখ ?

Ctrl + Alt + B কী- বোর্ড পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

CD-ROM এবং DVD-ROM এর মাঝে কোন পার্থক্য নেই।

ROM এবং RAM একই মেমোরি ডিভাইস।

Power supply-তে কোন ফিউজ লাগে না।

Worksheet-এ STDEV Function এর নাম গড় নির্ণয়ের জন্য ব্যবহৃত

IF function টি সমষ্টি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। 

একটি চার্টের টাইটেল যুক্ত করার জন্য Chart menu এ ক্লিক করতে হয়।

বার্ষিক কিস্তি নির্ণয়ের জন্য = FV (rate, Nper, Prnt,, PV, Type) ফরম্যাট ব্যবহৃত হয়। 

Font size টুলের সাহায্যে সিলেকটেড অবজেক্ট এর Font size পরিবর্তন করা যায়।

Macro এক বা একাধিক অ্যাকশনের একটি সেট। 

* সঠিক উত্তরটিতে টিক (v) চিহ্ন দাও।

নিচের কোনটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম-এর সর্বশেষ আসন?

(ক)Windows XP (খ)Windows Vista (গ)Windows-7 (ঘ) Windows-2000

 বর্তমানে CPU-এ Microprocessor হিসেবে কেনি Device টি বিদ্যমান?

ক. Pentium XX খ , 8088 গ. 4040 ঘ, ৪321

 মাউসের সাহায্যে কোন কাজ করা হয়?

  ক. টাইপ করা হয় ,খ,সেভ করা হয় গ. ওপেন করা হয় ঘ, নির্বাচন করা হয়

চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহার করা হয়

    (ক)Del (খ)Esc (গ) Back space (ঘ) Ctrl Key

Press Alt+E চাপলে -(ক) File-এ যাবে (খ)Edit-এ যাবে (গ) Save-এ যাবে (ঘ) Font-এ যাবে

Microsoft Excel Program, run করলে Sheet tab কয়টি থাকে? ক. ২টি খ,৩টি  গ. ৪টি ঘ, ১টি

Microsoft Excel-এ Column কয়টি?

ক.২৫৬ টি ,খ.৫১২টি গ. ১৫৬টি ঘ.১ কিলো

ডকুমেন্ট অন্য নামে সেভ করার জন্য ব্যবহৃত হয় –

ক. Ctrl S খ. Save as গ. Alt+Ctrl+S ঘ. Save

MS Access চলে

ক. Windows এর মাধ্যমে খ. DOS এর মাধ্যমে গ. Operating system প্রয়োজন হয় না ঘ. একাই অর্থাৎ OS-এর প্রয়োজন হয় না

Undo-এর কাজ কী?

ক. বাতিল কাজ পুনরায় পাওয়ার জন্য , খ. বাতিলের জন্য গ. উভয়ই ঘ. কোনটিই নয়

সংক্ষেপে উত্তর দাও : 

Windows বলতে কী বুঝায়?

স্প্রেডশীট বলতে কী বুঝায়?

কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?

একটি Folder তৈরি করার ধাপ লেখ

Access-এর কুয়েরি কাকে বলে?

মেইল মার্জ কাকে বলে?

 এক্সেল-এ চার্ট তৈরি করার পদ্ধতি উল্লেখ কর।

 ই-মেইল কাকে বলে?

ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো উল্লেখ কর।

রিসাইকেল বিন ফাইল উদ্ধারের ধাপগুলো লেখ।

*Translate into English : 

সে স্কুলে যাচ্ছে।

শোভা বাড়ি আছে।

তোমরা সুখী হও।

চল, বেড়াতে যাই।

তুমি কাকে চাও?

* Fill in the blanks with appropriate Prepositions

Put the book___the table.

Don’t shut__window

I know nothing__ him.

Apu gets up— 6.00am.

I am__ the board of studies.

Word-এর কপি করার জন্য Short key হচ্ছে—

কম্পিউটারের জনক কে?

ক, মার্কনীখ, বিল গেটস  গ, চার্লস ব্যাবেজ ঘ, নিউটন

কোনটি স্টোরেজ ডিভাইস?

ক, কী-বোর্ড,খ, স্ক্যানার,গ. প্রিন্টার ঘ, হার্ড ডিস্ক 

কোনটি অপারেটিং সিস্টেম?

ক. Windows XP খ. MS-Excel গ. MS-Word ঘ. MS-Access

ALU এর পূর্ণরূপ কী? 

ক, Adding Logic Unit .খ. Application Software গ. Algorithm Logic Unit ঘ. Arithmetic Logic Unit

OMR এর পূর্ণরূপ কোনটি?

ক, Optical Merge Read .খ.  Optical Mark Reader গ. Optical Mark Read  ঘ. Optical Mask Reader

কয় গিগাবাইট সমনি এক টেরাবাইট?

ক. ১০০০ মেগাবাইট খ. ১০১০ গিগাবাইট গ. ১৫০০ গিগাবাইট ঘ.১০২৪ গিগাবাইট 

(২৯)১০, সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয়?

ক,  (১১১০১) খ. (১১০১১) গ. (০১১১)ঘ.  (১১১২০)

(১০১১), সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে উত্তর হবে

 ক,   (১৫)১০ খ.  (৪)১০ গ.  (১১)১০ ঘ.  (১০)১০

১+১  যোগ করলে বাইনারিতে হবে

 ক.২ খ. ১১ গ.  ১০ ঘ.  ০১

 Microsoft Word নিচের কোন ধরনের প্রোগ্রাম ।

 ক, WordProcessing Program খ. Spreadsheet Program গ. Data base Program ঘ.  Desktop Program 

পেইজ সেট-আপ করার কমান্ড

ক,   File>Page Setup>[margin, paper size] OK খ.  Edit Page Setup (margin, paper size] OK

গ.  View Page Setup (margin, paper size) OK ঘ.  Insert Page Setup> [margin, paper size] OK

 (a + b)2 = a2 + 2ab +b2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়

 ক. Format Font Superscript খ,  Format Font Shadow গ, Format Font Engrave ঘ.  Format Font Subscript 

MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহত হয়

ক.   Edit  খ, Spelling Checker/Grammar গ, Thesaurus ঘ. Print Preview

ডকুমেন্টের ব্লক করা অংশ কেটে অন্যত্র পেস্ট করার কী বোর্ড কমান্ড – 

ক. Alt  ►X, Alt► v  খ, Ctr► X, Ctrl► V  গ,  Ctrl► v, Ctrl ►X .ঘ. Alt ► V, Ctrl ►X

 Undo এর কী-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl +Z খ, Ctrl + V গ,  Ctrl+ C ঘ. Ctrl + P

টেবিল তৈরির জন্য মেন্য ব্যবহার করা হয়?  ক. insert খ, Table গ, View ঘ. File 

 স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয়

ক. ডাটাবেস তৈরি করতে খ, অ্যাকাউন্টিং কাজ করতে  গ, চিঠিপত্র তৈরি করতে ঘ. প্রোগ্রাম রচনা করতে 

 অ্যাবসলুট অ্যাড্রেস কোনটি?

ক. $A$ 25 খ, A 255 গ. $A 25  ঘ. As25

কোনটি Logical ফাংশন?

  ক. = IF ( ) খ . = AVERAGE ( )  গ. = SUM ( ) ঘ .= BAS( ) 

G3 হতে K3 সেল পর্যন্ত যোগ করার ফাংশন

ক. = SUM (G3-K3) খ. = SUM (G3; K3) গ. = SUM (G3:K3) ঘ. = SUM (G3 + K3)

 MS Excel এর প্রতিটি ওয়ার্কশীটে Column আছে ? ক. ২৫৪টি খ. ২৫৬টি গ. ২৫৫টি  ঘ. ২৫৭টি 

ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন, যার ভিতর থাকে।

ক, শুধু ফাইল খ. অতিরিক্ত ফোল্ডার ও ফাইল গ, অতিরিক্ত ফোল্ডার ঘ, ড্রাইভ

কোনটি Desktop আইকন?

ক. Recycle bin খ. DOS গ. Operating System  ঘ. Mouse

নিচের কোনটি সঠিক?

ক. কম্পিউটার চালাতে অপারেটি সিস্টেমের প্রয়োজন নেই

 খ. অপারেটিং সিস্টেমের অধীনে সকল প্রোগ্রাম চলে

 গ. সব প্রোগ্রামের অধীনে অপারেটিং সিস্টেম চলে

ঘ. প্রোগ্রাম চালাতে অপারেটিং সিস্টেমের কোন প্রয়োজন নেই 

 MS Access এর ক্ষেত্রে OLE –

(ক)Object Label Embeded  (খ)Object Link Enumission

 (গ)Object Linking and Embedding (ঘ)Object Link Edit

Query বলতে বুঝায়

ক. ডাটাবেস থেকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়া 

খ. ডাটাবেস থেকে ফিল্ড বাদ দেয়া

গ. ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা

 ঘ. এক বা একাধিক টেবিলের সমষ্টি

Forms ফাইল তৈরি করার উদ্দেশ্য

ক. ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা

 খ. ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা 

গ. ডাটা প্রদর্শন ব্যবস্থা বাতিল করা 

ঘ. ডাটা প্রদর্শনে সহায়তা করা

 Number টাইপের Total ফিন্ডে ০ অপেক্ষা বড় এবং ১০০ অপেক্ষা ছোট সংখ্যা প্রদান করার জন্য Validation Rule-এর ঘরে কী লেখতে হবে?

(ক)> 0 And < 100 

(খ)<0 And< 100

(গ)<0 And < 100)

(ঘ)>0 And> 100

ডাটাবেস গঠিত হয়

ক. ফিল্ড নিয়ে খ. ফাইল নিয়ে গ. এক বা একাধিক ফাইল নিয়ে ঘ. রেকর্ড নিয়ে

 Primary Key –

ক. যে Attribute-এ প্রতিটি মান অভিন্ন হয়

খ. যে Attribute-এ প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়

গ. যে Attribute-এর কোন মান থাকে না

ঘ. যে Attribute-এ একাধিক মান ধারণ করা থাকে

Organization Chart আঁকতে হয়

ক. View>picture>Scanner

খ.Insert> Picture> Organization Chart

গ.Format picture>From file

ঘ.window> Picture>From chart

Microsoft Power Point কোন ধরনের প্রোগ্রাম?

ক. Word Processing Program

 খ. Spreadsheet Analysis Software

গ. Data base Program .

ঘ. Presentation Software

www এর পূর্ণরূপ কী?

 ক. World Wide Web.

 খ. Web Wide World

 গ. Wide Web World

 ঘ. World Web Wide

 LAN এর পূর্ণরূপ কী?

 ক. Local Area Network

খ. Legal Assemble Network 

 গ. Local Area Note

 ঘ. Local Assemble Network

কোনটি Database file___

ক. my file. doc .

খ. my file.xls 

 গ. my file .dbs

 ঘ. my file.accdb

Front page ব্যবহৃত হয় ______

 ক. Internet এর জন্য

 খ. Network – এর জন্য

 গ.  Web page এর জন্য

 ঘ. E-mail – এর জন্য

নিচের কোনটি Internet সার্চ ইঞ্জিন

ক. Google

 খ. Google earth

গ. Oracle

 ঘ. HTML

কোনটি Network Operating সিস্টেম?

ক. DOS 

 খ. Window 98 

গ. MACOS

 ঘ. UNIX 

Macro ব্যবহারের উদ্দেশ্য

ক. কোন কমান্ড সহজে নির্বাহ করা

 খ.  কোন কিছু ছোট করা 

গ. গ্রাফ তৈরি করা।

একই চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানানোর পদ্ধতি হল

ক. Macro খ. Therous গ. Mail Merge ঘ, File Merge

 To Answer the following questions in short:

What is the capital of Bangladesh?

What is your name?

How many brothers and sisters do you have?

Where do you live?

What is your permanent address?

* Choose and fill in the gaps with the correct Word

The sun___ in the east.

(i) rise (ii) risen (iii)rises (iv) rised

They___play football.

(i) not (ii) do not (iii) does 

He is ___honest man.

(i) an (ii) a (iii) the

Bangladesh became independent in ___

(i) 1947 (ii) 1991  (iii) 1971 (iv) 1972 

The pencil is made of ___

 (i) iron (ii) wood (iii) bamboo (iv) paper

আমি দেশকে ভালবাসি।

তোমার মাতার নাম কি?

আমি একজন দক্ষ কারিগর হবো

What is the capital of Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে