If you’re looking for computer training that is government-approved and offered at a discount, then your best bet may be Bangladesh Technical Board-approved 6-month Government Certificate programs in Computer Solutions and Training Center (CSTC). These courses are designed to provide students with the skills they need to work in today’s technology-driven world. Classes typically last around 60 hours and include modules on Windows 10 operating system, Microsoft Office application, Adobe Creative Suite, Touch Typing, Video Editing, and more.

দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ ।

1 টেরাবাইট সমান কয় গিগাবাইট?

Slide animation প্রদর্শন করার কমান্ড কী?

www-এর পূর্ণরূপ কী?

দুটি Application software-এর নাম লেখ ৷

Antivirus software কী?

Mail merge বলতে কী বুঝায়?

BIOS-এর পূর্ণরূপ কী ?

MS PowerPoint কোন ধরনের Software ?

Spreadsheet বলতে কী বুঝায়?

Legal সাইজ কাগজের দৈর্ঘ্য ও প্রন্থ কত ?

DVD এর পূর্ণরূপ কী?

CPU কী?

OCR হচ্ছে একটি ___ ডিভাইস

কী-বোর্ডে মোট ___ টি ফাংশন-কী থাকে।

Data sorting…….. প্রকার ।

RAM-এর পূর্ণরূপ হলো____

Undo করার কী-বোর্ড কমান্ড হলো……………

____ আধুনিক কম্পিউটারের জনক বলা হয়

MS-Excel ও Calc হলো____ সফটওয়্যার।

E-mail-এর পূর্ণরূপ হলো___

ডকুমেন্ট প্রিন্ট করার কী-বোর্ড কমান্ড হলো___

MS-Excel 2007-এ মোট Column সংখ্যা ___টি।

Recycle Bin ফোল্ডারে___ ফাইল জমা থাকে।

Scanner একপ্রকার___ ডিভাইস ৷

LED-এর পূর্ণরূপ হলো____

Bit defender একটি ভাইরাসের নাম।

Folder-এ File ও Folder উভয়ই থাকতে পারে।

Hard Disk (HD) একটি Output Device ।

Linux এক প্রকার Package software ।

পেন ড্রাইভকে Flash মেমরিও বলা হয় ৷

Cut করার কী-বোর্ড কমান্ড হলো Ctrl + X ।

ই-মেইলে BCC হলো Blind Carbon Copy |

A–Z পর্যন্ত Key-কে Numeric key বলে।

ROM হলো কম্পিউারের স্থায়ী মেমরি।

Worksheet হলো Workbook-এর অংশবিশেষ।

Keyboard-এ মোট ২টি এন্টার-কী থাকে ।

Motherboard কম্পিউটারের CPU-এর অংশ।

Copy-এর কী-বোর্ড কমান্ড হলো—

(ক) Ctrl + C

(খ) Alt + C

(গ) Enter + C

(ঘ) Win + C

 কোনটি Word processing program?

(ক) Press

(খ) Calc

(গ) MS-Excel

(ঘ) MS-Word

 কোনটি বাংলা ফন্টের নাম?

(ক) বিজয়

(গ) প্রভাত

(খ) অভ্র

(ঘ) নিকস

 হিউম্যানওয়্যার কোনটি?

(ক) কম্পিউটার

(খ) সফটওয়্যার

(গ) ফার্মওয়্যার

(ঘ) ব্যবহারকারী

Open করা File বন্ধ করার Keyboard কমান্ড কোনটি?

(ক) Ctrl + P

খ) Alt + P

(গ) P

(ঘ) কোনোটিই নয়

কোনটি Financial ফাংশন?

(ক) DDB

খ) INFO

(গ) AND

(ঘ) Cos

নিচের কোনটি সহায়ক মেমরি?

(ক) ROM

(খ) RAM

(গ) DVD

(ঘ) সব ক’টি

Database table-এ একটি Field-এর নাম লেখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহৃত হয়?

(ক) ৪৪টি

(খ) ৫৪টি

(গ) ৬৪টি

(ঘ) ৭২টি

 ডাটাবেস ফাইলের Extension কোনটি?

(ক) .db

(খ) dbf

(গ) .mdb

(ঘ) .mdbf

নিচের কোনটি সার্চ ইঞ্জিন সফটওয়্যার?

(ক) পিপীলিকা

(খ) উইকিপিডিয়া

(গ) ফেসবুক

(ঘ) ম্যাসেঞ্জার

 বাইনারি সংখ্যা কোনটি?

(ক) ০, ১

(খ) ১, ১

(গ) ০, ২

(ঘ) ২, ২

 Basic animation principle কয়টি?

(ক) ১৮টি

(খ) ১২টি

(গ) ১৬টি

(ঘ) ৩২টি

Application software কী?

MICR কী?

বাইট কী?

LCD-এর পূর্ণরূপ লেখ ৷

SQL কী কাজে ব্যবহৃত হয়?

File ও Folder কী?

Web Browser কী?

MS Excel-এ SUM-এর ফরমেট কী?

একটি Valid ই-মেইল অ্যাড্রেস লেখ।

1MB বলতে কী বুঝায়?

অপারেটিং সিস্টেমের কাজ কী?

Table merge করা বলতে কী বুঝায়?

২টি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

 কম্পিউটারের ভাইরাস একটি ____

ROM-এর পূর্ণরূপ হলো ___।

নতুন ই-মেইল করতে ___ বাটনে ক্লিক করতে হয়।

____একটি বাংলা ফন্টের নাম ।

 4-বিট সমান 1____

MAN-এর অর্থ ___

A3 কাগজের দৈর্ঘ্য___ ইঞ্চি ও প্রস্থ ___ ইঞ্চি।

অভ্র একটি____

Copy করার Keyboard কমান্ড হলো ___ ।

JPG হলো____ ফাইলের এক্সটেনশন ।

Excel-এ গড়মান নির্ণয়ের ফাংশন___

____একটি Antivirus

www-এর পূর্ণরূপ হলো ___।

Linux একটি Application Software.

Hard Disk Drive একটি Secondary storage.

ফাইলের ভেতর File ও Folder উভয়ই থাকতে পারে ।

Power Point -এ Slide show হয় F4 সুইচে ।

সাধারণত WORD এ Font size থাকে 12 ।

Excel-এ অটোমেটিক বিয়োগ হয় Auto sum দিয়ে।

চিঠিপত্র লেখার কাজে PowerPoint ব্যবহার করা হয়।

Yahoo একটি সার্চ ইঞ্জিন।

Website তৈরিতে HTML ব্যবহৃত হয়

বাইনারি সংখ্যার ভিত্তি হলো ৮।

Recycle Bin এর Data ফিরিয়ে আনা যায় ।

 Save ও Save As-এ কোনো পার্থক্য নেই।

নিচের কোনটি ই-মেইল সার্ভিস?

(ক) Google

(খ) Hotmail

(গ) Avast

(ঘ) Linux

FDD-এর পূর্ণরূপ হলো-

(ক) Fixed disk drive

(খ) Floppy disk drive

(গ) Fault disk drive

(ঘ) Future disk drive

Save-এর Keyboard command কোনটি?

(ক) Alt + S

(খ) Shift + S

(গ) Ctrl + S

(ঘ) Win + S

এক বাইট সমান কত বিট?

(ক) ৪ বিট

(খ) ৬ বিট

(গ) ৮ বিট

(ঘ) ১৬ বিট

সাধারণত কোনো প্রোগ্রাম বন্ধ করার Keyboard command কোনটি?

(ক) Alt + F2

(খ) Alt + F4

(গ) Alt + F3

(ঘ) Alt + F6

 (18)10 সংখ্যার বাইনারি প্রকাশ কোনটি?

(ক) (10100)2

(খ) (10010)2

(গ) (11000)2

(ঘ) (10110)2

Primary key কোথায় ব্যবহৃত হয়?

(ক) MS Word

(খ) MS Express

(গ) Google

(ঘ) Games

নিচের কোনটি Internet connectivity-এর নাম নয়?

(ক) Dial up

(খ) Board band

(গ) Wireless

(ঘ) gmail

 কোনটি Antivirus প্রোগ্রাম?

(ক) Bit defender

(খ) Photoshop

(গ) Ulead

(ঘ) MS paint

1TB সমান কত?

(ক) 1000MB

(খ) 1000GB

(গ) 1000KB

(ঘ)  1024GB

MS Excel-এর একাধিক Cell একত্র করাকে কী বলে?

 (ক) Add

(খ) Join

(গ) Merge

(ঘ) Union

 Keyboard-এ control key-এর সংখ্যা কত?

ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

Computer Training Center Near Farmgate

In addition, each program includes a hands-on lab setting which gives students real-world experience using the latest software applications.
There are currently three available government certificate programs in Bangladesh: Computer Office application; Graphic Design and Multimedia; Hardware and Troubleshooting. To learn more about these programs or sign up for one now, please visit our website or contact us at 01977957783 (Whatsapp available). We would be happy to answer any questions you have!

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *