কম্পিউটার অপেরাটিং সিস্টেম (BTEB) প্রস্তুতি-০২

0%

মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে?

Correct! Wrong!

ALU এর পূর্ণরূপ কী?

Correct! Wrong!

হিউম্যানওয়‍্যার কোনটি?

Correct! Wrong!

কোনটি প্রাইমারি মেমরি?

Correct! Wrong!

Pendrive/ পেনড্রাইভ হলো একটি _____ ডিভাইস। [জু-১৬]

Correct! Wrong!

পেনভাইভ মূলত, ইউএসবি ফ্লাশ ডিভাইস। এখানে ইন্ট্রিগ্রেটেড ইউএসবি ইন্টারফেসের সাথে ফ্লাশ মেমরি ব্যবহার করে স্টোরেজ ডিভাইস তৈরি করা হয়েছে। অনেক সময় এটিকে ইনপুট আউটপুট ডিভাইসও বলা হয়।

USB-এর পূর্ণরূপ হলো- [মা-১৫]

Correct! Wrong!

ফ্লপি ডিস্কের ধারণক্ষমতা কত? [মা-১২, জু-১৩]

Correct! Wrong!

1.44 MB ফ্লপি ডিস্কের স্ট্যান্ডার্ড ধারণক্ষমতা।

মাইক্রোপ্রসেসরের কাজ কী?

Correct! Wrong!

প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিস্কৃত হয়- (জুন-১৭)

Correct! Wrong!

কোনটি Antivirus ডিভাইস নয়?

Correct! Wrong!

নিচের কোনটি সহায়ক মেমরি নয়? (জা-১৯; মা-১১, ২৩: সে-১৬, ২৩; ডি-১১, ১৬, ১৮, ২২)

Correct! Wrong!

কোনটি Optical device? [সে-১১]

Correct! Wrong!

চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-

Correct! Wrong!

Antivirus কোনটি?

Correct! Wrong!

কোনটি অস্থায়ী মেমরি?

Correct! Wrong!

ইনপুট ডিভাইস নয় কোনটি?

Correct! Wrong!

ডট মেট্রিক্স প্রিন্টার হলো-

Correct! Wrong!

নিচের কোনটি ফার্মওয়্যার? (জু-১১, সে-১৩, মা-১৫, ডি.)

Correct! Wrong!

কোনটি ইনপুট ডিভাইস?

Correct! Wrong!

র‍্যাম (RAM) একটি-

Correct! Wrong!

মেমরির সংজ্ঞা অনুযায়ী RAM একটি প্রাইমারি মেমরি এবং এটি একটি অস্থায়ী মেমরি। প্রকৃতপক্ষে, ram এ কোনো ডাটা জমা থাকে না। কোনো প্রোগ্রাম বা তথ্য ALLI তে আসার আগে র‍্যাম-এ আসে, অতঃপর অভ্যন্তরীণ স্মৃতিতে আসে। ALU অপারেশন শেষে অভ্যন্তরীণ স্মৃতি হয়ে পুনরায় র‍্যাম বা বাইরের ডিভাইসসমূহে যায়।

নিচের কোনটি সহায়ক মেমরি? (সে-১৩, ১৯, ২০: মা-১৫, ১৯)

Correct! Wrong!

পেন ড্রাইভ, DVD, CD ইত্যাদি হলো সহায়ক মেমরি।

মাউস এক প্রকার-

Correct! Wrong!

মাউস একটি ইনপুট ডিভাইস, একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়।

ROM একটি

Correct! Wrong!

MICR একটি-

Correct! Wrong!

Magnetic ink character recognition-এর সংক্ষিপ্ত রূপ হলো MICR। এটি মূলত ব্যাংকে ব্যবহার করা হয়। এর দ্বারা ম্যাগনেটিক কালির লিখিত অক্ষর পড়ার কাজে লাগে।

HDD হলো-

Correct! Wrong!

বর্তমানে CPU- Microprocessor হিসেবে কোন Device টি বিদ্যমান? [জু-১২]

Correct! Wrong!

৪০৪৪ মাইক্রোপ্রসেসরটি। July 1979 সালে বাজারে আসে। উল্লিখিত মাইক্রোপ্রসেসর-সমূহের মধ্যে ৪008 মাইক্রোপ্রসেসরটিই আপডেট। বর্তমান সময়ের কয়েকটি বহুল ব্যবহৃত ও আপডেট মাইক্রোপ্রসেসর হলো intel core i3, intel core i5, intel core i7, intel core i9 এবং intel core i11- ও বাজারে রয়েছে।

OMR শব্দের পূর্ণরূপ কোনটি? [সে-০৯, ১২]

Correct! Wrong!

প্রিন্টার একটি _____ [জু-১৬, ডি-১৪]

Correct! Wrong!

মেমরি প্রধানত কত প্রকার?

Correct! Wrong!

কম্পিউটার ভাইরাস কী?

Correct! Wrong!

কম্পিউটার অপেরাটিং সিস্টেম (BTEB) প্রস্তুতি-০২
দুঃখিত! আপনি Fail করেছেন। যতক্ষণ A+ মার্কস না আসে প্র্যাকটিস করতে থাকুন। কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!
শুভ কামনা! আপনি Pass করেছেন। কিন্তু A+ মার্কস পান নাই, যতক্ষণ A+ মার্কস না আসে প্র্যাকটিস করতে থাকুন। কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!
অভিনন্দন! আপনি A+ মার্কস পেয়েছেন! যতক্ষণ সবগুলো উত্তর ঠিক না হয় প্র্যাকটিস করতে থাকুন। পরের কুইজ পেতে কতগুলো সঠিক হল তা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস আপে এই নাম্বারে https://wa.me/+8801977957783 জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top