Bangladesh

Desktop

Nov 4, 2023

USDOverviewBulk Analysis

BIOS-এর পূর্ণনাম লেখ ?

ওয়েব ব্রাউজার কী? 

কয়েকটি ক্ষতিকারক ভাইরাসের নাম লেখ।

১০১১-কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর কর।

ই-মেইল অ্যাড্রেসের ফরমেট লেখ।

মেইল মার্জ কাকে বলে?

দুটিই-মেইল সঙ্কটওয়্যার-এর নাম লেখ।

কম্পিউটার শব্দের অর্থ কী?

কী বোর্ড এ কতগুলো Key থাকে?

পেন ড্রাইভ-এর কাজ কী?

Data Paste করার সংক্ষিপ্ত Command হল ……..

স্ক্যানার এক ধরনের ………. ডিভাইস

Kaspersky একটি ……..

ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে ___বলে

Undo করার সংক্ষিপ্ত Command হল—

এক নিবল সমান __বিট।

ইন্টারনেট সংযোগ নিতে প্রয়োজন  …..

Edit শব্দের প্রকৃত অর্থ

A4 কাগজের সাইজ

RAM এবং ROM একই মেমোরি ডিভাইস।

RAM এবং ROM একই মেমোরি ডিভাইস।

মাউস ইনপুট ডিভাইস।

কম্পিউটার-এর প্রধান ভাষা বাংলা।

মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র।

এম.এস. ওয়াডের ডকুমেন্টের কোনো শব্দ সহজে খুঁজে বের করা যায়

ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশবিশেষ।

ফোল্ডার-এর ভেতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।

Copy paste ও Cut paste-এর মাঝে কোন পার্থক্য নেই।

Recycle bin-এর data পুনরায় ফিরিয়ে আনা যায়।

মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য sin out ক্লিক করতে হয়।

এক কিলোবাইট সমান কত?

ক. ১০২৪ বাইট  খ.১০১৪ বাইট গ. ১১২৪ বাইট ঘ. ১৩২৩ বাইট

কী-বোর্ড -এর কন্ট্রোল-কী-এর সংখ্যা কত?

ক. ২টি খ. ৩টি  গ. ৪টি  ঘ. ৫টি 

কোন সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়?

ক. ১৯৬৪ সালে  খ. ১৮৮৭ সালে গ. ১৯৯৯ সালে ঘ. ১৭৭২ সালে

কী-বোর্ড -এর Shift, Crl, Alt কীগুলো কে কী বলে?

ক. Function key খ. Numeric key গ. Space key ঘ. Modifier key 

 অ্যাসকি (Asci) কয় বিটের হয়?

ক, ৬ বিট খ. ৭ বিট গ, ৮ বিট  ঘ. ১০ বিট 

Save-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

 ক. Ctrl + C খ. Ctrl + P  গ. Ctrl + S ঘ Ctrl + X

ওয়ার্কশীটের Row নির্দেশ করা হয়

ক. লেটার দিয়ে খ. নম্বর দিয়ে গ. নম্বর ও বর্ণ দিয়ে  ঘ. শিট দিয়ে

Yes/No কোন ধরনের তথ্য? 

ক. যুক্তি নম্বর খ.হ্যা\ না বোধক গ.১ বা ০ ঘ. দুই ভিত্তিক

 MS-Access-এর ক্ষেত্রে Relation হচ্ছে.

ক. Record খ. Table গ. Data ঘ. Information 

2 GB=কয়  কিলোবাইট

ক. 221 খ. 220 গ.210 ঘ. 211

What is your name?

What is the capital of Bangladesh?

How old are you?

What do you do after training?

The sun __In the east.

(i)rise (i) risen (ii) rises

He is __ honest man.

(i)a (ii) an (ii) the

It___raining since Wednesday last.

(i) is (ii) has been (iii) has

I want to___a letter.

(i) make . (ii) write (iii) learn

সে প্রতিদিন স্কুলে যায়

তুমি কেমন আছ?

ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object টি এ ব্যবহৃত হয়?

ক. Hyperlink

 খ, Text 

গ. Display text 

ঘ. OLE 

D11 হতে D20 সেলের ডাটা যোগ  করার ফাংশন

ক. = SUM (D11 + D20)

 খ, = SUM (D11; D20)

গ. = SUM (D11: D20) 

ঘ. = SUM (D11, D20) 

কোনটি Storage device? 

ক. Keyboard

খ, Scanner 

গ. Hard disk 

ঘ, Mouse 

একটি ফিল্ডের নাম লেখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়?

ক. ৪০টি 

খ. ৩৩টি 

গ. ২১টি 

ঘ. ৬৪টি

 Sort এবং Formula থাকে কোন মেনুতে?

ক. Window

 খ. Insert 

গ. Tools

 ঘ. Table

Line spacing দেড়গুণ করার কমান্ড

ক. Ctrl +1 

 খ. Ctrl + 2

  গ.  Ctrl+5

ঘ. Ctrl + 1.5 

Excel-এ একাধিক Cell একত্রিত করাকে কী বলে?

ক. Add 

খ. Join ,

গ.  Merge 

ঘ. Union

File close-এর কী-বোের্ড কমান্ড কোনটি?

 ক. Ctrl + ০.

খ Alt + W 

গ, Alt + ০

ঘ. Ctrl + F4 

প্রাইমারি কী হচ্ছে__

ক. যে এট্রিবিউটের প্রতিটি মান অভিন্ন হয়।

খ, যে এট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয়

গ, যে এট্রবিউটের কোন মান থাকে না ।

ঘ. যে এট্রিবিউটের একাধিক মান ধারণ করে

 ICT-এর পূর্ণরূপ কোনটি?

ক. Information Communication & Technology 

খ, Information & Communication Technology 

গ, Information Computer Technology 

ঘ. International Commercial Trading

Computer-এর প্রথম প্রোগ্রাম রচয়িতার নাম ___

Legal কাগজের সাইজ হল __

Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড___

MS Power Point একটি Software___

Spelling and Grammar-এর জন্য __ ফাংশন কী চাপতে হয়

OMR-এর পূর্ণরূপ হল — 

CPU হচ্ছে ___

Redo-এর Keyboard কমান্ড হল—

সাধারণ চিঠিপত্র লেখার জন্য ___প্রোগ্রাম ব্যবহৃত হয়।

স্লাইড শো-এর জন্য__ ফাংশন কী চাপতে হয়।

MS Excel-এ ১৬৭৭৭২৫৬ টি সেল আছে।

Data sort দুই প্রকার

Back space key চেপে ডান পাশের লেখা মুছা যায়।

Keyboard-এর মোট দুটি Alt-key আছে

Scanner একটি Output device

Function key মোট ১০টি।

Ms Excel-এ যে কোন ফাংশনের শুরুতে IF ব্যবহার করা হয়।

Facebook একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার।

(১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে (১০১১)হবে।

কম্পিউটারের Recycle Bin হতে মুছে ফেলা ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না

Application software কি???

কয়  Bit-এ 1 Byte?

 BTEB-এর পূর্ণরূপ লেখ।

Ms Word-এ Ctrl + D কমান্ডটি প্রয়োগ করলে কী আসে?

Column break করার জন্য কী- বোর্ড কমান্ড থেকে প্রদত্ত কমান্ডটি লেখ।

কোন প্যারাকে Left, right এবং center করার কী বোর্ড কমান্ড লেখ। 

MS Excel-এ F2 key কী কাজে ব্যবহার করা হয়?

রিলেটিভ ও অ্যাবসসালুট সেল অ্যাড্রেসের একটি করে উদাহরণ দাও। 

Title case-এ একটি বাক্য লেখ।

বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড  কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

সে স্কুলে যায়।

আমাকে একটি কমলা দাও।

তুমি কেমন আছ?

He ls—-honest man.

The earth —–round.

I want to — a letter.

My mother reads -holy Quran.

How old are you?

How many brothers do you have?

Who is your best friend?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে