Save As-এর কাজ কী?

Answer পূর্বের কোনো ডকুমেন্ট-এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save as ব্যবহার করা হয় ।

পূর্ণরূপ লেখ : CDROM

Answer: Compact Disk Read Only Memory.

Page set up বলতে কী বুঝায়?

Answer এমএস অফিস-এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোন আকারের পৃষ্ঠা ব্যবহার হবে, পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয় ।

Footnote কী?

Answer: প্রতিটি পৃষ্ঠার নিচে টীকা লেখা হলো ফুটনোট।

MS-Excel-7-এ কয়টি Row ও Column থাকে?

Answer Row = 10,48,576টি এবং Column = 16,384টি ।

MS-Word প্রধানত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়?

Answer: Word Processing-এর কাজ করার জন্য ।

একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।

Answer [email protected] অথবা [email protected], যার সাধারণ format হলো
[email protected]

Database কী?

Answer:  শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের ওপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। অথবা, ডাটাবেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়। অর্থাৎ, পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় ডাটাবেস।

একটি Presentation সফটওয়্যারের নাম লেখ ।

Answer MS PowerPoint.

কম্পিউটার Virus কী?

Answer: কম্পিউটারের Virus হলো একপ্রকার ক্ষতিকর সফটওয়্যার ।

 Mail merge কী?

Answer একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে । অর্থাৎ, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ ।

RAM-এর পূর্ণরূপ লেখ ।

Answer: Random Access Memory.

নতুন File খোলার জন্য Keyboard command কী?

Answer Ctrl + N

Scanner একপ্রকার___ ডিভাইস।

Answer: ইনপুট ।

MS-OFFICE হচ্ছে অনেকগুলো ___এর সমষ্টি ।

Answer Application Program

HDD-এর পূর্ণরূপ হলো — ।

Answer: Hard Disk Drive.

কোনো File Save করার কী-বোর্ড কমান্ড হলো ___

Answer Ctrl + S

MS-Excel মূলত একটি___

Answer: Spreadsheet সফওয়্যার।

www-এর পূর্ণরূপ হলো___

Answer world Wide Web

Ctrl + C চেপে সাইজ___ করা যায়।

Answer:  Copy

Undo করার কী-বোর্ড কমান্ড হলো__

Answer Ctrl + Z

কী-বোর্ডে ফাংশন ‘কী’ মোট — টি।

Answer: 12

‘OR’ একটি___ ফর্মুলা ।

Answer Logical

A4  কাগজের পরিমাপ হলো____

Answer: দৈর্ঘ্য ১১.৬৯” ও প্রস্থ ৮.২৭”

Page break-এর কাজ হলো ___ করা।

Answer একটি পেজকে দ্বিখণ্ডিত ।

ডাটার গড়মান নির্ণয়ের জন্য_ ফাংশন ব্যবহার করা হয়।

Answer: AVERAGE

Linux একটি Database সফটওয়্যার।

Answer ‘মি’

1000GB সমান 1TB.

Answer: ‘মি’

ROM হলো কম্পিউটারের স্থায়ী মেমরি।

Answer ‘স’

MS-Word একটি Word processing package software.

Answer: ‘স’

ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।

Answer ‘স’

MS Access একটি Database software

Answer:  ‘স’

ফোল্ডারের মাঝে ফাইল ও ফোল্ডার উভয়ই থাকে।

Answer স’

Internet হলো International network

Answer: স’

MS-Access দিয়ে নতুন Database ফাইল তৈরি করা যায়।

Answer ‘স’

ই-মেইল পাঠাতে প্রথমে Sign out করতে হয় ৷

Answer: ‘মি’

ওয়ার্কবুক ওয়ার্কশিটের অংশবিশেষ ।

Answer ‘স’

A-Z হলো নিউমেরিক।

Answer: ‘মি’

Print-এর কী বোর্ড’ কমান্ড কোনটি?

(ক) Ctrl + P

(খ) Alt + P

(গ) Shift + P

(ঘ) Win + P

Answer (ক) Ctrl + P

 কোনটি Database প্রোগ্রাম?

(ক) MS-Word

(খ) MS-Excel

(গ) MS-Access

(ঘ) উল্লিখিত সবগুলো

Answer: (গ) MS-Access

বিজয় বাংলা ‘কী-বোর্ড” চালু/বন্ধ করতে চাপতে হয়—

(ক) Ctrl + Shift + B

(খ) Ctrl + Alt + B

(গ) Alt + Ctrl + V

(ঘ) Ctrl + Shift + V

Answer (খ) Ctrl + Alt + B

 MS-Word 2010-এ File extension কোনটি?

(ক) .DOC

(খ) .DOCX

(গ) .DOX

(ঘ) .DOX

Answer: (ক) .DOC

Pen drive একপ্রকার-

(ক) ফ্লাশ মেমরি

(খ) অস্থায়ী মেমরি

(গ) স্থায়ী আউটপুট ডিভাইস

(ঘ) ইনপুট ডিভাইস

Answer (ক) ফ্লাশ মেমরি

Data sorting কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

Answer: (ক) ২ প্রকার

28 (10)-এর বাইনারি মান হলো-

(ক) 11100

(খ) 10000

(গ) 10011

(ঘ) 11110

Answer (ক) 11100

Text Alignment কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

Answer: (গ) ৪ প্রকার

MS Office program-এ কোনো File save করলে তা কোথায় Save হয়?

(ক) Desktop এ

(খ) My document এ

(গ) Document এ

(ঘ) MS-Wordএ

Answer (খ) My document এ

 কম্পিউটার ভাইরাস হলো-

(ক) জীবাণু

(খ) রোগ

(গ) সমস্যা

(ঘ) সফটওয়্যার

Answer: (ঘ) সফটওয়্যার

 কোনটি Logical function?

(ক) = Max ()

(খ) = SUM ()

(গ) = If ()

(ঘ)  = Abs ()

Answer (ক) = Max ()

কম্পিউটার কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

Answer: (খ) ৩ প্রকার

অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?

Answer অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমষ্টি, যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।

৪টি Output Device-এর নাম লেখ।

Answer:  মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রোজেক্টর ।

BIOS কী?

Answer কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip-এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হচ্ছে বায়োস (BIOS)। কম্পিউটারের কী-বোর্ড থেকে শুরু করে মাউস, ইউএসবি এবং অন্যান্য ইন্টিগ্রেটেড/নন-ইন্টিগ্রেটেড ডিভাইস সাপোর্ট করার জন্য প্রয়োজনীয় ড্রাইভারগুলো বায়োসেই লোড হয়। বুট-অর্ডারে অ্যাক্সেস করা, হার্ডডিস্ক ইনিশিয়ালাইজ করা, মনিটরে আউটপুট দেখানো-সহ আরো অনেক কাজ বায়োসের মাধ্যমেই হয়ে থাকে ।

CMOS-এর পূর্ণরূপ কী ?

Answer: Complementary Metal Oride Semiconductor.

LED কী?

Answer LED-এর পূর্ণরূপ হলো— Light-emitting diode ।

অ্যাবাকাস কী?

Answer:  অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে। প্রাচীন কালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো ।

পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?

Answer  পাসওয়ার্ড হলো এক ধরনের তালা, যা ব্যবহারকারীর তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় ব্যবহৃত হয়।

সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট-এর নাম লেখ ।

Answer: মাদারবোর্ড ও প্রসেসর।

OMR কী?

Answer অপটিক্যাল মার্ক রিকগনাইজার (optical mark recognizer)-এর সংক্ষিপ্ত রূপ হলো OMR । এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে ।

এক জিবি সমান কয় মেগাবাইট?

Answer: 1GB = 1024MB.

SATA ও PATA হার্ডডিস্ক-এর মাঝে পার্থক্য কী?

Answer Serial Advanced Technology Attachment এবং Parallel Advanced Technology Attachment-এর মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো—
 
SATA
PATA
(i) SATA:৭টি পিন আছে ।
 
(i)PATA:৪০টি পিন আছে।
(ii) SATA:এটি দামে সস্তা ।
 
(ii) PATA:এটি ব্যয়বহুল ।
 
(iii) SATA:ডাটা স্থানান্তর স্পিড সর্বোচ্চ।
(iv) PATA:ক্যাবল সাইজ ছোট।
 
(iv) SATA: ডাটা স্থানান্তর স্পিড তুলনামূলক কম।
(iv) PATA:ক্যাবল সাইজ বড় ।
 
(v)SATA: এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহৃত হয় ।
 
(v) PATA:এক্সটারনাল হার্ডডিস্ক ব্যবহৃত হয় না ।

Printer-এর কাজ কী?

Answer: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার প্রিন্টার ব্যবহার করা হয় ৷

Antivirus সফ্টওয়্যারের কাজ কী?

Answer অ্যান্টিভাইরাস (Antivirus) হলো এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে, কম্পিউটারের ভাইরাস-বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষ করে। মোটকথা, কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

মনিটর একটি ___ ডিভাইস।

Answer: আউটপুট

Database হচ্ছে — সমাবেশ।

Answer তথ্য বা উপাত্তের

Footer দিয়ে পৃষ্ঠার __লেখা যায় ৷

Answer: নাম্বার

MS Access-এ___ ধরনের ডাটা Input করা যায় ৷

Answer  দশ

সহজে গণনা করা যায় __ প্রোগ্রামের মাধ্যমে।

Answer: MS-Excel

Excel-এর Worksheet-এ রো সংখ্যা — টি।

Answer ৬৫,৫৩৬

রো-কলামকে Freeze করা যায় ___Program-এর মাধ্যমে ।

Answer: Freeze Panes

www-এর পূর্ণরূপ হচ্ছে World __ Web

Answer Wide

F5 Press করা হয় Computer — করার জন্য।

Answer:  রিফ্রেশ

Alt+F4 Press করে কম্পিউটারকে — করা যায়।

Answer বন্ধ

CD ROM-এর আরেক নাম ___ Drive.

Answer: Floppy

ইংরেজি Binary Digit-কে সংক্ষেপে ___বলে।

Answer বিট।

 স্ক্যানার একটি — ডিভাইস।

Answer:  ইনপুট

এমএস অ্যাক্সেস একটি Relational Database Managment System.

Answer ‘মি’

কম্পিউটার Virus এক ধরণের জীবাণু ।

Answer: ‘মি’

Folder-এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে ।

Answer ‘স’

Windows-10 একটি Application Software.

Answer: ‘মি’

MS Excel Program- এ Formula Bar থাকে ।

Answer  ‘স’

Pen Drive কে Optical Drive বলা হয়।

Answer:  ‘মি’

হার্ডডিস্ক একটি Processing Device.

Answer  ‘মি’

কম্পিউটার প্রক্রিয়াকরণ অংশ হলো মাদারবোর্ড।

Answer:  ‘মি’

Power Point-এর Slide-গুলোকে Print করা যায় না।

Answer  ‘মি’

Access File-কে Print করার আগে Report করতে হয়।

Answer: ‘স’

Binary একটি নম্বর পদ্ধতি।

Answer ‘স’

RAM কম্পিউটারের একটি পেরিফেরাল যন্ত্র।

Answer: ‘মি’

নিচের কোনটি CPU-এর অংশ নয়?

(ক) ALU

(খ) Mouse

(গ) ROM

(ঘ) CU

Answer (খ) Mouse

ROM একটি-

(ক) সেকেন্ডারি মেমরি

(খ) স্থায়ী মেমরি

(গ) অস্থায়ী মেমরি

(ঘ) Flash মেমরি

Answer: (খ) স্থায়ী মেমরি

Copy-এর কী-বোর্ড কমান্ড—

(ক) ctrl+z

(খ) ctrl+v

(গ) ctrl+c

(ঘ) ctrl+p

Answer (গ) ctrl+c

কোনটি Spread Sheet প্রোগ্রাম?

(ক) Word perfect

(খ) MS Excel

(গ) MS Access

(ঘ) Photo-Shop

Answer: (খ) MS Excel

Print করার কী-বোর্ড কমান্ড—

(ক) ctrl+c

(খ) ctrl+p

(গ) ctrl+n

(ঘ) ctrl+v

Answer (খ) ctrl+p

কোনটি Presentation Software?

(ক) MS Word

(খ) Lotus

(গ) MS PowerPoint

(ঘ) Printing Software

Answer: (গ) MS PowerPoint

 Calculator Software কোথায় থাকে?

(ক) Taskbar and Start Menu-তে

(খ) Format Manu -তে

(গ) Taskbar -এ

(ঘ) My document-

Answer (ক) Taskbar and Start Menu-তে

 Recycle bin থাকে–

(ক) Insert Menu-তে

(খ) Taskbar -এ

(গ) Desktop- এ

(ঘ) My document-এ

Answer: (গ) Desktop- এ

নিচের কোনটি ROM-এর বৈশিষ্ট্য?

(ক) Read Only Memory

(খ) শুধুমাত্র Data পড়া যায়

(গ) বিদুত চলে গেলে  Data মুছে যায়

(ঘ) নির্মানের সময় এতে Data লিখে দেয়া যায়

Answer (খ) শুধুমাত্র Data পড়া যায়

গাটার হলো-

(ক) পৃষ্ঠার উপরের অংশের Title

(খ) পৃষ্ঠার নিচের অংশের Title

(গ) পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা।

(ঘ) পৃষ্ঠার মাঝের অংশ

Answer: (গ) পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা।

 (111001)2-4 Hexa-Decimal-এ প্রকাশ-

(ক) E1

(খ) 39

(গ) 3B

(ঘ) 93

Answer (খ) 39

সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।

Answer: He has been suffering from feyer since Thursday last.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে