Editing screen কী?

Answer এডিটিং স্ক্রিন হলো স্ক্রীনে টেক্সট এডিট করার প্রক্রিয়া।

Header কী?

Answer: প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ। 

Cell address কী?

Answer সেল অ্যাড্রেস (Cell Address)ঃ ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো  ও কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।

Function কী?

Answer: কোন বিশেষ হিসাব-নিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাক ফাংশন বলে।

Slide sorter কেন ব্যবহৃত হয়?

Answer Slide sorter ব্যবহার করা হয় কারণ একাধিক ছবি বা চিত্র থাকলে সেগুলোকে অটোমেটিকভাবে একের পর এক প্রদর্শনের জন্য।

Animation কী?

Answer: অ্যানিমেশন হলো কোনো স্থির ছবি বা চিত্রকে সচল করা। 

দুটি Database software-এর নাম লেখ।

Answer  দুটি ডাটাবেস সফটওয়্যারের নাম হলো— 
(i) মাইক্রোসফট অ্যাক্সেস (ii) ফক্সপ্র (iii) ডিবেস।

Word art কী?

Answer: Word art হল এমএস ওয়ার্ডে ব্যবহৃত একটি বিশেষ ইফেক্ট । এর মাধ্যমে ডকুমেন্টের টেক্সটকে ডেকোরেটিভ করে তোলা যায়।

Cell-এর নামকরণ করতে হয় কেন?

Answer সেল এর নামকরণ করতে হয় সেলকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য।

ICT-এর পূর্ণরূপ কী?

Answer: ICT এর পূর্ণরূপ হল  Information and Communication Technology

Primary key বলতে কী বুঝায়?

Answer প্রাইমারি-কী (Primary Key): Primary key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত হবে। কোন | Table-এর কোন Field-এ Primary key set করলে Data Entry-এর সময় কোন ফিল্ড ফাকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field-এ ডাবল কোন কিছু লেখা যাবে না।

MS Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?

Answer:  MS Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল (Cell)। 

দুটি অ্যান্টিভাইরাস Software-এর নাম লেখ।

Answer দুটি অ্যান্টি ভাইরাস Software এর নাম হলোঃ 
(i) Norton (ii) AVG (ili) Kaspersky (iv) Avira etc

PC-এর পূর্ণরূপ হলো___

Answer: Personal computer 

সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে___ও ___ইঞ্চি।

Answer ১১.৬৯ ও ৮.২৭

সাধারণ চিঠিপত্র লেখার জন্য ___প্রোগ্রাম  ব্যবহৃত হয়।

Answer: এম এস ওয়ার্ড 

MS Excel কে—সফটওয়্যার বলে।

Answer স্প্রেডশিট

Paragraph__এর মাধ্যমে পরিবর্তন করা যায়।

Answer: Line spacing 

MS Excel__এর কলাম সংখ্যাটি ।

Answer 16,384

প্রত্যেক সুত্রের শুরুতে – চিহ্ন দিতে হয়। 

Answer: সমান (=)

MS Access একটি __সফটওয়্যার।

Answer ডাটাবেস 

Printer Install না থাকলে—করা যায় না।

Answer: প্রিন্ট

Internet__এর অর্থ । 

Answer বিস্তৃত জাল। 

E-mail-_এর পূর্ণরূপ হলো ।

Answer: Electronic mail 

Google একটি —।

Answer সার্চ ইঞ্জিন।

MS Access-___ ধরনের ডাটা টাইপ পাওয়া যায়।

Answer: দশ

Unicode বাংলা সফটওয়্যারের নাম।

Answer  মি

1024 GB =1TB

Answer: ‘স’

Module-এর কাজ নতুন Program তৈরি করা।

Answer ‘মি’ 

Report design উইন্ড তে ব্যান্ড সংখ্যা ৩টি।

Answer:  স

বিজয় বাংলা প্রোগ্রাম চালু করতে Alt+Ctrl+B  কীগুলো চাপতে হয়।

Answer ‘স’ 

যে-কোন ডাটাকে দুভাবে Sort করা যায়

Answer: মি 

Web page তৈরিতে Query ব্যবহৃত হয়।

Answer মি

MS Access-এ Grammar চেক করা যায় না।

Answer: মি

পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিন।

Answer ‘স’

ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।

Answer: ‘স’

MS access একটি প্রগ্র ল্যাঙ্গুয়েজ।

Answer ‘মি’

Nikosh BAN একটি বাংলা Font-এর নাম। 

Answer: ‘স’

কোনটি অপারেটিং সিস্টেম

ক. Linux 

 খ. CalC

 গ. Avast

 ঘ, Base

Answer ক. Linux 

USB-এর পূর্ণরূপ হলো

ক. Universal Single Bus

 খ, Universal Serial Bus 

 গ. Uni-Signal Bus

 ঘ,  Universe Single Bus

Answer:  খ, Universal Serial Bus 

 www-এর পূর্ণরূপ কী?

ক.word wide web 

 খworld word web 

গ, world wide web 

 ঘ, world web wide

Answer গ, world wide web 

1GB = কত কিলো বাইট (KB)?

 ক. 1000 KB

খ, 1056 KB 

গ. 1200 KB

ঘ. 1024 KB

Answer: ঘ. 1024 KB

প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিস্কৃত হয়

ক. ১৯৭১ সালে 

খ, ১৯৭২ সালে 

গ. ১৯৭৩ সালে

ঘ. ১৯৭৪ সালে

Answer ক. ১৯৭১ সালে 

প্রিন্ট-এর কী- বোর্ড কমান্ড কোনটি?

ক. Alt + P.

 খ. Win + P

 গ. Ctrl+P

ঘ, Alt+Ctrl+P 

Answer:  গ. Ctrl+P

= ABS (1.258) মান কত?

ক, = 1.23 

 খ = 1.258

 গ, = 1 

ঘ, = 1,2 

Answer ক, = 1.23 

Excel-এ একাধিক সেলকে একত্রিত করাকে বলে|

 ক. Merge 

 খ, Add 

গ. Join

ঘ. Union 

Answer:  ক. Merge 

 ছবি, টেক্সট ও গ্রাফের জন্য কোন Object ব্যবহৃত হয়? 

 ক. Text 

খ, Number

 গ. Hyperlink 

ঘ, OLE

Answer ঘ, OLE

কী-বোর্ড কন্ট্রোল কী’-এর সংখ্যা কত? | 

ক, ২টি 

খ. ৩টি

 গ. ৪টি 

ঘ. ৫টি 

Answer: ঘ. ৫টি 

কোনটি Loglcal function?

 ক, = Max( )

খ, = Sum( )

গ. = IF( )

ঘ, = ABS( )

Answer গ. = IF( )

Page break-এর কী-বোর্ড  কমান্ড কী?

ক. Ctrl+Delete 

খ. Ctrl+End

গ. Ctrl+Enter 

 ঘ, Ctrl+Home 

Answer: গ. Ctrl+Enter 

 কম্পিউটার পরিচালনায় Windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী? 

Answer কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ  সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অপরিসীম। উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ব্যতিত কম্পিউটার পরিচালনা করা সম্ভব না

B2 হতে D৪ পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS- Excel-এর Sun ফাংশনটি লেখ।

Answer:  =Sum (B2: D8)

C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে Pass” এবং কম হলে Fail” ছাপানোর একটি IF ফাংশন লেখ।

Answer = IF (C5> 33, “Pass”, “Fall”)

MS-Excel তৈরি করা যায়, এমন দু’ প্রকার Chart/ গ্রাফের নাম লেখ।

Answer:  MS-Excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/graph হলো- (i) কলাম, (i) পাই, (i)বার, (iv) লাইন ইত্যাদি।

একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ

Answer  (i) ওয়ার্কশিটটি ওপেন করে, সেটা সিলেক্ট করে নিতে হবে। 
(II) ওয়ার্কশিট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করতে হবে। 
(III) একটি মেনু আসবে। সেখানে থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। 
(iv) একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। সেখানে Print what-এ Selection অপশন Select করে OK click করতে হবে।

MS-Access প্রোগ্রামে যে-কোন চার প্রকার ডাটা টাইপের নাম লেখ।

Answer: MS Access এর কয়েকটি ডাটা টাইপ হল 
 (i) কারেন্সি, ,
(ii) ডেট/টাইম,
(iii) মেমরি 
(iv) অটো নাম্বার
(v) টেক্সট

চার গিগাবাইট সমান …………. কিলোবাইট।

Answer  41,94,304 (1gb = 1,048,579)

A4 সাইজের একটি কাগজের পরিমাপ হচ্ছে……….

Answer: 210 x297 মিমি, অথবা ৪.27 x11.69 ইঞ্চি |

কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS  Excel-এ ………….. ফাংশন ব্যবহার করা হয়।

Answer MAX ( )

মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি ………….. ডিভাইস।

Answer: ইলেকট্রনিক

OMR-এর পূর্ণরূপ হচ্ছে ……..

Answer Optical Mark Recognition

LAN-এর পূর্ণরূপ হচ্ছে …

Answer: Local Area Network

Google হচ্ছে একটি ………………. সফটওয়্যার।

Answer ওয়েব ব্রাউজার

ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট কী হচ্ছে …………….।

Answer: Ctrl + P

১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে ………..।

Answer ২৩

………….. Key দিয়ে ডাটাবেস-এর সকল রেকর্ডকে আলাদা করা যায়।

Answer: Primary

RAM-এর পূর্ণরূপ হচ্ছে ___

Answer Random Access Memory

BIOS-এর পূর্ণরূপ হচ্ছে____

Answer: Basic Input Output System

স্লাইড শো •••••••••••••••• সফটওয়্যারের একটি কমান্ড।

Answer  এমএস পাওয়ার পয়েন্ট

SAVE ও SAVE As-এর মাঝে কোনো পার্থক্য নেই।

Answer: “মি”

ডাটাবেসের ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে একটি ফাইল বলা হয়।

Answer “স” 

Power Point সফটওয়্যারে Custom animation সেট করা যায় না। 

Answer: “মি” 

কম্পিউটারের ডাটা মাইক্রোপ্রসেসরের ভেতরে জমা হয়।

Answer “মি”

ডকুমেন্টের লাইন স্পেসিং-এর সেটআপ Paragraph অপশনের মাঝে থাকে।

Answer: “স” 

ওয়ান মেনি একটি ডাটাবেস রিলেশনশিপের নাম।

Answer “স”

একটি ভবনের সকল তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন।

Answer: “মি”

Scanner একটি আউটপুট ডিভাইস।

Answer “মি” 

Kaspersky একটি ভাইরাস প্রোগ্রাম।

Answer: “মি” 

Linux একটি অপারেটিং সিস্টেম।

Answer  “স” 

কোন একটি ওয়েব সাইটের প্রথম পেইজকে Home page বলে।

Answer: “স” 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ওয়েব সাইটের অ্যাড্রেস হচ্ছে www.bteb.gov.eenb 

Answer “মি”

কোনটি প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার?

(ক) MS-Word 

(খ) MS-Excel 

(গ )MS-Access

 (ঘ)MS-Power Point 

Answer: (খ) MS-Excel 

 কোনটি প্রাইমারি মেমোরি।

(ক) ROM.

(খ) RAM 

(গ) Pen drive

 (ঘ)HDD

Answer (খ) RAM 

পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস?

 (ক) ইনপুট

(খ) আউটপুট

 (গ) ইনপুট-আউটপুট

 (ঘ) কোনোটিই নয় 

Answer:  (ঘ) কোনোটিই নয় 

WWW-এর পূর্ণরূপ হচ্ছে

(ক) World Wide Wabe

 (খ) World Wide Wave

(গ) World Wide Wab

 (ঘ) World Wide Web

Answer  (ঘ) World Wide Web

কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়?

(ক) MS-Access

(খ) SQL

(গ্)MS-Office

 (ঘ) MS-Excel 

Answer: (গ্)MS-Office

কোনটি প্রেজেন্টশন সফটওয়্যার?

(ক) MS-Word 

(খ) MS-Excel

 (গ) MS-Access 

 (ঘ) MS-Power Point

Answer  (ঘ) MS-Power Point

Copy paste-এর শর্টকাট কমান্ড হচ্ছে

(ক) Ctrl + P

(খ) Alt + P.

(গ)Ctrl + C

(ঘ)Ctrl +V

Answer: (ঘ)Ctrl +V

কোনটি ব্রাউজার সফটওয়্যার নয়?

(ক) Yahoo

(খ) Google

(গ) SQL

(ঘ) Mozilla

Answer (গ) SQL

কোনটি ইনপুট ডিভাইস?

 (ক) মাউস

(খ) প্রিন্টার

(গ) LED Monitor

 (ঘ) Speaker

Answer:  (ক) মাউস

 ৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি?

(ক) ১০০০১১

 (খ) ১০০১১১

(গ) ১১০০০১

(ঘ)১০০

Answer (ক) ১০০০১১

কোনটি ডাটাবেসের Key হিসেবে ব্যবহৃত হয় না?

(ক) সোসাল ‘কী’

(খ) প্রাইমারি ‘কী”।

(গ) ফরেন ‘কী’

(ঘ) ক্যানডিডেট কী

Answer: (ক) সোসাল ‘কী’

। Min () ফাংশন কোন কাজে ব্যবহার করা হয়?

(ক) ডাটাযোগ করা

(খ) অনেকগুলো ডাটা হতে বড়টি নির্ণয় করা।

(গ) অনেকগুলো ডাটা হতে  ছোটটি নির্ণয় করা

(ঘ) উল্লিখিত সবকয়টি

Answer (গ) অনেকগুলো ডাটা হতে  ছোটটি নির্ণয় করা

How old are you?

Answer: I am 18 years old.

Do you know how to swim?

Answer Yes, I know how to swim.

Where do you live?

Answer: I live in Mirzapur

Which trade do you read in?

Answer  I read in computer trade.

What ….. you like to drink? (are/do/would)

Answer: do

I gave ……….. a book on his birthday. (him/his/her)

Answer him

How …….. have you lived there?(long/often/many)

Answer: Long

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে