Save As-এর কাজ কী?

পূর্ণরূপ লেখ : CDROM

Page set up বলতে কী বুঝায়?

Footnote কী?

MS-Excel-7-এ কয়টি Row ও Column থাকে?

MS-Word প্রধানত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়?

একটি ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ ।

Database কী?

একটি Presentation সফটওয়্যারের নাম লেখ ।

কম্পিউটার Virus কী?

 Mail merge কী?

RAM-এর পূর্ণরূপ লেখ ।

নতুন File খোলার জন্য Keyboard command কী?

Scanner একপ্রকার___ ডিভাইস।

MS-OFFICE হচ্ছে অনেকগুলো ___এর সমষ্টি ।

HDD-এর পূর্ণরূপ হলো — ।

কোনো File Save করার কী-বোর্ড কমান্ড হলো ___

MS-Excel মূলত একটি___

www-এর পূর্ণরূপ হলো___

Ctrl + C চেপে সাইজ___ করা যায়।

Undo করার কী-বোর্ড কমান্ড হলো__

কী-বোর্ডে ফাংশন ‘কী’ মোট — টি।

‘OR’ একটি___ ফর্মুলা ।

A4  কাগজের পরিমাপ হলো____

Page break-এর কাজ হলো ___ করা।

ডাটার গড়মান নির্ণয়ের জন্য_ ফাংশন ব্যবহার করা হয়।

Linux একটি Database সফটওয়্যার।

1000GB সমান 1TB.

ROM হলো কম্পিউটারের স্থায়ী মেমরি।

MS-Word একটি Word processing package software.

ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।

MS Access একটি Database software

ফোল্ডারের মাঝে ফাইল ও ফোল্ডার উভয়ই থাকে।

Internet হলো International network

MS-Access দিয়ে নতুন Database ফাইল তৈরি করা যায়।

ই-মেইল পাঠাতে প্রথমে Sign out করতে হয় ৷

ওয়ার্কবুক ওয়ার্কশিটের অংশবিশেষ ।

A-Z হলো নিউমেরিক।

Print-এর কী বোর্ড’ কমান্ড কোনটি?

(ক) Ctrl + P

(খ) Alt + P

(গ) Shift + P

(ঘ) Win + P

 কোনটি Database প্রোগ্রাম?

(ক) MS-Word

(খ) MS-Excel

(গ) MS-Access

(ঘ) উল্লিখিত সবগুলো

বিজয় বাংলা ‘কী-বোর্ড” চালু/বন্ধ করতে চাপতে হয়—

(ক) Ctrl + Shift + B

(খ) Ctrl + Alt + B

(গ) Alt + Ctrl + V

(ঘ) Ctrl + Shift + V

 MS-Word 2010-এ File extension কোনটি?

(ক) .DOC

(খ) .DOCX

(গ) .DOX

(ঘ) .DOX

Pen drive একপ্রকার-

(ক) ফ্লাশ মেমরি

(খ) অস্থায়ী মেমরি

(গ) স্থায়ী আউটপুট ডিভাইস

(ঘ) ইনপুট ডিভাইস

Data sorting কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

28 (10)-এর বাইনারি মান হলো-

(ক) 11100

(খ) 10000

(গ) 10011

(ঘ) 11110

Text Alignment কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

MS Office program-এ কোনো File save করলে তা কোথায় Save হয়?

(ক) Desktop এ

(খ) My document এ

(গ) Document এ

(ঘ) MS-Wordএ

 কম্পিউটার ভাইরাস হলো-

(ক) জীবাণু

(খ) রোগ

(গ) সমস্যা

(ঘ) সফটওয়্যার

 কোনটি Logical function?

(ক) = Max ()

(খ) = SUM ()

(গ) = If ()

(ঘ)  = Abs ()

কম্পিউটার কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?

৪টি Output Device-এর নাম লেখ।

BIOS কী?

CMOS-এর পূর্ণরূপ কী ?

LED কী?

অ্যাবাকাস কী?

পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?

সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট-এর নাম লেখ ।

OMR কী?

এক জিবি সমান কয় মেগাবাইট?

SATA ও PATA হার্ডডিস্ক-এর মাঝে পার্থক্য কী?

Printer-এর কাজ কী?

Antivirus সফ্টওয়্যারের কাজ কী?

মনিটর একটি ___ ডিভাইস।

Database হচ্ছে — সমাবেশ।

Footer দিয়ে পৃষ্ঠার __লেখা যায় ৷

MS Access-এ___ ধরনের ডাটা Input করা যায় ৷

সহজে গণনা করা যায় __ প্রোগ্রামের মাধ্যমে।

Excel-এর Worksheet-এ রো সংখ্যা — টি।

রো-কলামকে Freeze করা যায় ___Program-এর মাধ্যমে ।

www-এর পূর্ণরূপ হচ্ছে World __ Web

F5 Press করা হয় Computer — করার জন্য।

Alt+F4 Press করে কম্পিউটারকে — করা যায়।

CD ROM-এর আরেক নাম ___ Drive.

ইংরেজি Binary Digit-কে সংক্ষেপে ___বলে।

 স্ক্যানার একটি — ডিভাইস।

এমএস অ্যাক্সেস একটি Relational Database Managment System.

কম্পিউটার Virus এক ধরণের জীবাণু ।

Folder-এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে ।

Windows-10 একটি Application Software.

MS Excel Program- এ Formula Bar থাকে ।

Pen Drive কে Optical Drive বলা হয়।

হার্ডডিস্ক একটি Processing Device.

কম্পিউটার প্রক্রিয়াকরণ অংশ হলো মাদারবোর্ড।

Power Point-এর Slide-গুলোকে Print করা যায় না।

Access File-কে Print করার আগে Report করতে হয়।

Binary একটি নম্বর পদ্ধতি।

RAM কম্পিউটারের একটি পেরিফেরাল যন্ত্র।

নিচের কোনটি CPU-এর অংশ নয়?

(ক) ALU

(খ) Mouse

(গ) ROM

(ঘ) CU

ROM একটি-

(ক) সেকেন্ডারি মেমরি

(খ) স্থায়ী মেমরি

(গ) অস্থায়ী মেমরি

(ঘ) Flash মেমরি

Copy-এর কী-বোর্ড কমান্ড—

(ক) ctrl+z

(খ) ctrl+v

(গ) ctrl+c

(ঘ) ctrl+p

কোনটি Spread Sheet প্রোগ্রাম?

(ক) Word perfect

(খ) MS Excel

(গ) MS Access

(ঘ) Photo-Shop

Print করার কী-বোর্ড কমান্ড—

(ক) ctrl+c

(খ) ctrl+p

(গ) ctrl+n

(ঘ) ctrl+v

কোনটি Presentation Software?

(ক) MS Word

(খ) Lotus

(গ) MS PowerPoint

(ঘ) Printing Software

 Calculator Software কোথায় থাকে?

(ক) Taskbar and Start Menu-তে

(খ) Format Manu -তে

(গ) Taskbar -এ

(ঘ) My document-

 Recycle bin থাকে–

(ক) Insert Menu-তে

(খ) Taskbar -এ

(গ) Desktop- এ

(ঘ) My document-এ

নিচের কোনটি ROM-এর বৈশিষ্ট্য?

(ক) Read Only Memory

(খ) শুধুমাত্র Data পড়া যায়

(গ) বিদুত চলে গেলে  Data মুছে যায়

(ঘ) নির্মানের সময় এতে Data লিখে দেয়া যায়

গাটার হলো-

(ক) পৃষ্ঠার উপরের অংশের Title

(খ) পৃষ্ঠার নিচের অংশের Title

(গ) পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা।

(ঘ) পৃষ্ঠার মাঝের অংশ

 (111001)2-4 Hexa-Decimal-এ প্রকাশ-

(ক) E1

(খ) 39

(গ) 3B

(ঘ) 93

সে গত বৃহস্পতিবার হতে জ্বরে ভুগছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *