অতি সংক্ষেপে উত্তর দাও

তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?

Answer তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।

বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক অঙ্ক আছে ও কী কী?

Answer:  Binary তে আছে দুটি, Binary – 0,1 এবং octal – ০-7 মোট ৮ টি সংখ্যা। (0,1,2,3, 4, 5, 6, 7) = 08 টি।

স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয়?

Answer স্প্রেডশীট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয়।

দুটি জনপ্রিয় Search Engine এর নাম লেখ

Answer: 1. Google 2. Yahoo 

E-Commerce কী?

Answer ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয়। 

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ 

1024 মেগাবাইট সমান ।

Answer: 1 GB

LAN এর পূর্ণরূপ —

Answer Local Area Network

Linux একটি___ Software

Answer: Operating system

MS Word-এ সর্বনিম্ন Zoom করা যায় — পর্যন্ত।

Answer 10%

Excel-এ Default ভাবে Sheet থাকে__

Answer: 3 টি

MS Access প্রগ্রামে — ধরনের Data Type পাওয়া যায়।

Answer 11

Windows 7 একটি system software

Answer:  “স”

1000 Megabyte =1 Gigabyte.

Answer “মি”

 Linux 4 pit Application software

Answer: “মি”

Bijoy অন করতে Ctrl + Alt + B প্রেস করতে হয়।

Answer “স” 

মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি শীট-এ মোট সেল হচ্ছে ১৬৭৭৭২১৬টি।

Answer:  “স”

বাংলাদেশে প্রথম Email  চালু হয় ১৯৯৩ সালে।

Answer  “স”

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 

সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয়

ক. সুপার কম্পিউটার  খ, মেইন ফ্রেম কম্পিউটার গ, মিনি কম্পিউটার ঘ, মাইক্রোকম্পিউটার

Answer: ক. সুপার কম্পিউটার

2GB = কয় কিলোবাইট

ক. 221 খ. 220 গ,210 ঘ, 211

Answer ক. 221

৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য

ক, ভ্যাকুয়াম টিউব খ, ট্রানজিস্টার গ. IC ঘ. রিলে 

Answer:  গ. IC

 (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয়?

 ক. (১১০১০) খ. (১১১১০) গ. (১১০০১)২  ঘ. (১০১০১)

Answer ঘ. (১০১০১)

 EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন?

ক, অধ্যাপক মরিস উইলকিস খ, অধ্যাপক মরিস বুখাইল গ, অধ্যাপক মরিস বিলকিস  ঘ, অধ্যাপক হরম্যান হলেরিথ

Answer: ক, অধ্যাপক মরিস উইলকিস

ফুটার কী?

ক, পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল  খ, পৃষ্ঠার নিচের অংশ গ, প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ ঘ, পৃষ্ঠার মাঝের অংশ।

Answer  গ, প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ

নিচের কোনটি Title case এর উদাহরণ?

ক,  Run! Forest Run খ,Run!Forest Run গ,  run! forest run.ঘ, run! fUN! fOREST run

Answer: খ,Run!Forest Run

Equation লেখার জন্য ব্যবহৃত হয়

ক, File > Object ->Microsoft Equation খ, Insert -> Equation গ, View -> Equation ঘ, Insert -> Object -> Microsoft Equation

Answer খ, Insert -> Equation 

নিচের Data Type কোন Field এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে ডাটা (ছবি, শব্দ, এফ ইত্যাদি) এলে Field-এ রাখা যায়? 

ক. Memo খ. Text গ, OLE  ঘ, Currency 

Answer:  গ, OLE 

Find all information of the students whose age are above 20 years. সঠিক query কোনটি? 

ক. Select*from student info where age > 20

খ. Select from student info where age> = 20 

গ. Select from student info where age < 20

ঘ,  from student info where age < = 20

Answer ক. Select*from student info where age > 20

এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে?

 ক. Today খ, Now গ. Day ঘ,  Date Value 

Answer: ক. Today

Press Alt + E চাপলে

ক. File-এ যাবে  খ. Edit-এ যাবে গ. Save-এ যাবে ঘ, Font-এ যাবে 

Answer  খ. Edit-এ যাবে

স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয়- 

ক. ডাটাবেস তৈরি করতে খ, অ্যাকাউন্টিং এর কাজে গ, চিঠিপত্র তৈরি করতে ঘ, প্রোগ্রাম করতে 

Answer:  খ, অ্যাকাউন্টিং এর কাজে

এক্সেলে কোনটি Logical ফাংশন?

ক. =IF ( ) খ.= AVERAGE গ. = SUM( ) ঘ. = ABS ( )

Answer ক. =IF () 

A5 হতে A10 সেলের ডাটা যোগ করার ফাংশন

ক. = SUM (A5 + A10) খ. =SUM (A5:A10) গ, = SUM (A5, A10).

Answer:  খ. =SUM (A5:A10)

Query কী?

ক. ডাটাবেস থেকে অপ্রয়োজনীয় বাদ দেয়া

 খ. ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা 

 গ, ডাটাবেস থেকে ফিল্ড বাদ দেয়া

ঘ, ডাটাবেসের সব ফিল্ড বাদ দেয়া 

Answer  খ. ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা 

 Form file তৈরি করার উদ্দেশ্য কী?                                                 

ক, ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা । 

খ, ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা 

গ. ডাটা প্রদর্শন ব্যবস্থা বাতিল করা

ঘ, ডাটা প্রদর্শনে সহায়তা করা।

Answer: ক, ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা । 

 MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে

ক. Object Label Embeded

খ, Object Link Emmission

গ. Object Linking and Embedding

ঘ, Object Link Edit

Answer গ. Object Linking and Embedding

 Router কি

ক. Hardware device  খ, Software গ. Farmware

Answer:  ক. Hardware device 

Computer virus কি

ক. এক ধরনের সফটওয়্যার খ, ক্ষতিকর প্রোগ্রাম গ. হার্ডওয়্যার ঘ, সিস্টেম প্রোগ্রাম

Answer খ, ক্ষতিকর প্রোগ্রাম

Internet connection এর জন্য প্রয়োজনীয় Hardware কোনটি?

ক.  Lan Card, Cable, Connector খ, AGP Card  গ. TV Card ঘ, Speakers

Answer: ক.  Lan Card, Cable, Connector

 Internet connectivity এর নাম নয়

 ক. Dial Up খ, Broadband  গ. Wireless ঘ,  Yahoo

Answer ঘ,  Yahoo

NASA এর পূর্ণরুপ কোনটি???

ক.  National Aeromatic and Special Administration 

 খ, National Aeromatic and Service Administration

গ. National Aeronautics and Space Administration

 ঘ,  National Aeronautice and Special Adm firm

Answer: গ. National Aeronautics and Space Administration

Answer the following questions in short in English: 

Where were you born?

Answer I was born in Kushtia. 

What is your present address?

Answer: My present address is- Housing Estate
A-241, Kushtia. 

What is your favourite hobby?

Answer My favourite hobby is gardening

 What is your favourite sport?

Answer: My favourite sport is cricket. 

What do you do to stay healthy?

Answer I take a balanced diet to stay healthy. 

 Make interrogative sentences with the following words:

Who__  

Answer: are you?

Where__

Answer do you live? 

Doesn’t __

Answer: he make a noise?

Don’t ___ 

Answer you like tea?

Which__

Answer: book do you want?

কম্পিউটারের জনক কে ?

ক, নেপোলিয়ান খ. চার্লস ব্যাবেজ গ. স্টিফেন হকিংস ঘ, মার্কনী। 

Answer খ. চার্লস ব্যাবেজ

Row hide ব্যবহৃত হয়

ক. Column-কে লুকিয়ে রাখতে খ. Row-কে লুকিয়ে রাখতে  গ. Column ও Row-কে লুকিয়ে রাখতে ঘ, Row-কে মুছে ফেলতে

Answer:  খ. Row-কে লুকিয়ে রাখতে 

Print-এর শর্টকাট কমান্ড

ক. Ctrl +Y. খ. Ctrl + X গ. Ctrl + P ঘ, Ctrl + Z 

Answer গ. Ctrl + P

কোনটি Logical ফাংশন?

 ক. =Max( ) খ, =Sum( ) গ. = If ( ) ঘ. Abs( )

Answer: গ. = If ( ) 

 ফ্লপি ডিক্সের ধারণক্ষমতা কত?

 ক. 1.44 MB খ, 1 MB গ, 1.44 GB ঘ, 1.44 KB

Answer  ক. 1.44 MB

ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খােলার জন্য ব্যবহৃত হয়

ক. Log in খ, Sign গ, Sign out ঘ.  Sign up 

Answer: ঘ.  Sign up 

নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

 ক. নেদারল্যান্ড খ,  স্কটল্যান্ড,গ, জার্মানি ঘ. ইংল্যান্ড

Answer  গ, জার্মানি

কুয়েরি বলতে কী বুঝায়?

ক. ডাটাবেস থেকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়া

খ, ডাটাবেস থেকে ফিল্ড বাদ দেয়া।

 গ. ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা

য, ডাটাবেস থেকে রেকর্ড বাদ দেয়া।

Answer:  গ. ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা

 কম্পিউটার ভাইরাস কী? 

ক, জীবাণু খ, রোগ গ, সফ্টওয়্যার  ঘ, হার্ডওয়্যার

Answer  ঘ, হার্ডওয়্যার

কোনটি ইনপুট ডিভাইস নয়?

 ক, মাউস খ. মনিটর গ. মাইক্রোফোন ঘ. কী-বোর্ড

Answer: খ. মনিটর 

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর

কী- বোর্ড কে—শ্রেণিতে ভাগ করা যায়।

Answer ছয়

মাউস একটি___ ডিভাইস।

Answer: পয়েন্টিং

 কার্যগত দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে ___ শ্রেণিতে ভাগ করা যায়।

Answer  দুই

Ctrl + Esc কী দুটি চাপলে পর্দায় ___মেন্যুটি ওপেন হবে।

Answer:  Start

MS Word-এ সর্বনিম্ন Zoom করা যায়__ পর্যন্ত।

Answer ১০%

Excel-এ Row সংখ্যা – টি। 

Answer:  ৬৫৫৩৬

ডকুমেন্টের পেজের উপরের অংশকে __বলা হয়।

Answer   হেডার

RAM এর পূর্ণরূপ —

Answer: Random Access Memory 

A4 সাইজ কাগজের পরিমাণ হচ্ছে__

Answer  ৪.27″x11.69″

Caps Lock off থাকলে লেখা___Case এর হয়।

Answer: Lower

 বাক্যটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি’ লেখ।

মাদারবোর্ড হল সিস্টেম ইউনিট তথা কম্পিউটারের প্রাণকেন্দ্র।

Answer ‘স’

Software স্পর্শ করা যায়।

Answer:  ‘মি”

Google একটি সার্চ ইঞ্জিন নয়।

Answer ‘মি” 

Merge Cell-এর কাজ হল Block-কৃত Cell-কে একত্রিত করা।

Answer: ‘স’

স্প্রেডশীট প্যাকেজ দিয়ে হিসাবনিকাশ এর কাজ হয়।

Answer  ‘স’

A-Z নিউমেরিক Key

Answer:  “মি’

মেন্যুর আন্ডার এ  সাব-মেন্যু থাকে না।

Answer “মি’

B10 হতে K10 পর্যন্ত যোগ করার ফাংশন =Sum

Answer:  ‘স’

TAB-এর কাজ Format-মেতে থাকে।

Answer মি

Keyboard-এ মোট চারটি Arrow key থাকে।

Answer: স 

অতি সংক্ষেপে উত্তর দাও।

CPU-এর পূর্ণনাম লেখ

Answer  Central Processing Unit.

কয়েকটি কম্পিউটার এন্টি ভাইরাস এর নাম লেখ।

Answer: Kaspersky, Avira, Avast, Norton. 

কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?

Answer দুই প্রকার। যথা: 1. Primary memory & 2. Secondary memory.

কত কিলোবাইটে ১ মেগাবাইট?.

Answer:  1024 KB = 1 MB

Paste-এ শর্টকার্ট কমান্ড কী?

Answer  Ctrl + V 

MS Word-এ Mail Merge-ব্যবহারের সুবিধা উল্লেখ কর।

Answer: Mail merge ব্যবহারের ফলে একটি চিঠি অনেকগুলো ঠিকানায় প্রেরণের সুবিধা পাওয়া যায়।

Keyboard-এ End-key-এর কাজ কী?

Answer  Line-এর শেষে Cursor-কে স্থানান্তর করা End-key-এর কাজ।

MS Excel-এ কয়টি Column আছে?

Answer: Row=65536, Column=256 

MS Word-এ Column কোন মেন্যর অধীনে?

Answer  Insert menu

File শব্দের অর্থ কী?

Answer: যখন কোন Document-কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে File বলে।

Translate into English:

  তোমার নাম কী?

Answer  What is your name? 

আমি বাংলাদেশে বাস করি।

Answer: I live in Bangladesh.

দেশপ্রেম মহৎ গুণ।

Answer  Patriotism is a great/noble virtue.

সে স্কুলে যায়।

Answer:  He goes to school. 

আমরা দুই ভাই এক বোন

Answer We are two brothers and one sister.

Choose the correct word/words and fill in the gaps:

That is___ Interesting book.

 (i) a (ii) an (iii) the

Answer: (ii) an

What __In his free time?

(i) do he do (ii) does he do (iii) do he does 

Answer (ii) does he do

 What __ he like?

(i) does (ii) is (iii) do

Answer: (i) does

My father__in a bank,

 (i)works (ii) work (iii) working 

Answer  (i)works

 Do you always __at 7 o’clock? 

(i)got up (ii) get up (iii) getting up

Answer: (ii) get up

5 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে