File ও Folder কী?
Computer virus কি ?
Cell address কি?
দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ।
Database কী?
File ও Record-এর মাঝে ১টি পার্থক্য লেখ।
Table merge কলতে কী বুঝায়?
Primary key কী?
ই-মেইলের ক্ষেত্রে CC ও BC কী?
Text alignment কয় ধরনের?
দুটি জনপ্রিয় Search engine-এর নাম লেখ।
Home page কী?
Save ও Save As-এর মাঝে ১টি পার্থক্য লেখ।
BIOS-এর পূর্ণরূপ হল___
RAM একটি ___মেমারি
Linux হল ……………. সফটওয়্যার।
A4 কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ….. ইঞ্চি ও ……
৮-বিট সমান ………… বাইট।
ই-মেইল Account বন্ধ করার জন্য ………. বাটনে ক্লিক করতে হয়
OMR একটি …
ডাটার গড় মান নির্ণয়ের জন্য …… ফাংশন ব্যবহৃত হয়।
Record হলো কতগুলো ………… এর সমষ্টি।
MS-Word-এ ইংরেজি ভুল বানান শুদ্ধ করার জন্য ••••••••••• মেন্যু ব্যবহৃত হয়।
Copy ও Paste-এর কী-বোর্ড কমান্ড যথাক্রমে ressess. ও ………….
ডকুমেন্টের সব পৃষ্ঠা Print করতে Print dialog box- ………. Select করতে হয়
MS Office প্রোগ্রামে কোন নতুন File save করলে Default folder হিসেবে ___ ফোল্ডার জমা হয়!
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো Artificaial Intelligence (AI)-এর ব্যবহার।
Copy-Paste ও Cut-Pase-এর মাঝে কোন পার্থক্য নেই।
A-Z পর্যন্ত Key গুলোকে নিউমেরিক Key বলে।
ফাইলের ভেতর Folder ও File উভয়ই থাকতে পারে।
Recycle Bin-এর Data ফিরিয়ে আনা যায়।
Worksheet হল Workbook-এর অংশ।
Ctrl + Alt +y-এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজি মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।
ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
Text Box-এর কিছু লেখা যায় না।
“পিপীলিকা” একটি বাংলা সার্চ ইঞ্জিন।
Nikosh একটি বাংলা Font-এর নাম।
MS-Access একটি Programming language
কোনটি অপারেটিং সিস্টেম
(ক) Linux
(খ) Cale
(গ) Press
(ঘ) Avast
USB-এর পূর্ণরূপ হল
(ক) Uni Serial Bus
(খ) Universal Serial Bus
(গ) Unicode System Bus
(ঘ) Uni System Bus
নিচের কোনটি বাংলা সফটওয়্যার?
(ক) বিজয় ।
(খ) অভ্র
(গ) প্রশিকা ‘,
(ঘ) সবগুলো
1TB সমান কত?
(ক) 1000 MB
(খ) 1000 GB
(গ) 1000 XB
(ঘ) 1024 GB
প্রিন্ট-এর Keyboard কমান্ড কোনটি?
(ক) Alt + P
(খ) Ctrl + P
(গ) Win + P
(ঘ) সবগুলো
ABS (5.555) সমান কত?
(ক) 5
(খ) 5.5
(গ) 5.55
(ঘ) 5.555
MS-Excel-এ একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে?
(ক) Merge
(খ) Add
(গ) Join
(ঘ) Union
ছবি Text ও Graph-এর জন্য কোন ডাটা টাইপ ব্যবহৃত হয়?
(ক) Text
(খ) Number
(গ) Hyperlink
(ঘ) OLE
Keyboard-এ Control key-এর সংখ্যা কত?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
কোনটি Logical function?
(ক) = Max ()
(খ) = SUM( )
(গ) = IF( )
(ঘ) = ABS( )
Page break-এর কি-বোর্ড কমান্ড কোনটি?
(ক) Ctrl + Del .
(খ) Ctrl + Enter
(গ) Ctrl + End
(ঘ) Ctrl + Home
Cell-এর নামকরণ করতে হয় কেন?
(ক) হিসাব করতে
(খ) সেলকে সঠিকভাবে Identify করতে
(গ) Cell freeze করতে
(ঘ) Cell Edit করতে
Application software কি?
Mail মার্জ বলতে কী বুঝায়?
ডাটাবেসের বিভিন্ন উপাদানলো কী কী?
Worksheet ও Workbook কাকে বলে ?
MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?
কম্পিউটার পরিচালনায় windows সফটওয়্যারের প্রয়জনিয়তা কি ?
Excel-এ “=” চিহ্ন কখন ব্যবহৃত হয়?
গ্রাফ বা চার্ট কী?
Speaker notes কী?
MS-Access-এর কুয়েরি নে ব্যবহার করা হয়, উল্লেখ কর।
Yahoo messenger-এর কাজ কী?
হাইপার লিঙ্ক বলতে কি বুঝায়?
ENIAC-এর পূর্ণনাম কী?
Page break-এর কাজ হলো __
ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়..___
“OR” একটি ___ফর্মুলা।
স্লাইড শো এর জন্য ……….. ফাংশন কী চাপতে হয় ।
ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী………….।
Primilry key-এর কাজ হলো ………………..।
ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে __বলে
কম্পিউটার সংগঠনের প্রধান অংশ___টি
Mozilla Firefox হল এক ধরনের ___
উইন্ডোজ স্ক্রিন ___
স্ক্যানার একপ্রকার ____ ডিভাইস।
Undo করার জন্য সংক্ষিপ্ত Command…
ভাইরাস Protect করার জন্য,____ব্যবহৃত হয়।
আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে চারভাগে ভাগ করা যায়।
Office progra-এর ডাটা My computer এ save হয়।
এক্সেলের ওয়ার্কশিট হল কলাম ও রো -এর সমন্বয়ে গঠিত শিট।
নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য Outline অপশনটিব্যবহত হয়।
Form-এর কাজ হল রেকর্ডগুলো সাজানো।
website চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।
CD ROM-এ CT write করা যায় না।
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard
কি- বোর্ড ফাংশন-কী” এর সংখ্যা ১২টি।
Exit কমান্ড File মেনুতে থাকে।
RAM একটি স্থায়ী মেমরি।
Hard disk একটি Processing ডিভাইস।
মাইক্রোপ্রসেসরের কাজ কী?
(ক) তথ্য ইনপুট করা,
(খ) তথ্য মন্ত্রণ করা
(গ) তথা সংরক্ষন করা
(ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা
কোনটি Desktop icon?
(ক) Recycle bin
(খ) DOS
(গ) Operating system
(ঘ) Mouse
এমএস ওয়ার্ড কী ধরনের সফটয়্যার।
(ক) অপারেটিং সিস্টেম
(খ) প্যাকেজ প্রোগ্রাম
(গ) ইউটিলিটি সফটওয়্যার
(ঘ) অনুধাবন প্রোগ্রামে
Row hide নানহৃত হয়
(ক) Columan-কে লুকিয়ে রাখতে
(খ) Row-কে লুকিয়ে রাখতে
(গ) Column 4 Row-কে লুকিয়ে রাখতে
(ঘ) মুছে ফেলতে
MSTswerPoint-এর কয়টি মেন্য আছে?
(ক)৭ টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ১০টি
=PMT ফর্মুলার মাধ্যমে__
(ক) বাৎসরিক কিস্তির পরিমাণ বের করা হয়
(খ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয়
(গ) পাক্ষিক কিস্তির পরিমাণ বের করা হয়।
(ঘ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয় ভাগ
(১৫)১০ সংখ্যাটির বাইনারি মান কত?
(ক) ১০১০
(খ) ১১০১
(গ) ১৯১১
(ঘ) ১১১১
বিশ্বের বড় বড় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে
সুখে তথ্য আদান-প্রদানের জন্য কোন পদ্ধতি বন্ধ হয়?
(ক) ইন্টারনেট
(খ) ফ্যাক্স
(গ) ইনটেল
(ঘ) ফোন
সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে Select করতে কি- বোর্ড শর্ট কমান্ড কোনটি ?
(ক) File =OK
(খ) Alt =Ctrl =0k
(গ) Ctrl =A
(ঘ) Alt =Ctrl= Enter
= NOW() ফাংশন কী নির্দেশ করে?
(ক) আজকের তারিখ
(খ) আজকের সময়
(গ) আজকের তারিখ ও সময় ।
(ঘ) কোনোটিই নয়
Kaspersky একটি
(ক) ভাইরাস
(খ) আন্টিভাইরাস
(গ) মিডিয়া প্লেয়ার
(ঘ) কোনটিই নয়
MS Access-এর ক্ষেত্রে Relation হচ্ছেRecord
(ক)Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information