File ও Folder কী?

Answer  ফাইল: যখন কোন Document-কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে File বলে।
ফোল্ডার: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।

Computer virus কি ?

Answer:  কম্পিউটারের পরিভাষায় ভাইরাস শব্দের পূর্ণরূপ— Vital Information Resources Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

 Cell address কি?

Answer  সেল অ্যাড্রেস (Cell Address)। ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল(Cell) বলা হয়। সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোন লেকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস করা হয়।

দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ।

Answer: এসএস অ্যাক্সেস, এম এস এক্সেল

Database কী?

Answer শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপায়ে সমাবেশ। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ডাটাবেস সংরক্ষণ, অ্যানালাইসিস, হিসাবরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করার জন্য জনপ্রিয়, শক্তিশালী ও সংরক্ষিত একটি প্রোগ্রাম

File ও Record-এর মাঝে ১টি পার্থক্য লেখ।

Answer: ডাটা টেবিলের কিসমূহের অধীনে যেসব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হল রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।

Table merge কলতে কী বুঝায়?

Answer দুটো টেকিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।

Primary key কী?

Answer:  প্রাইমারি-কী (Primary Key)ঃ Primary key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত হবে। কোন Table-এর কোন Field-এ Primary key set করলে Data Entry-এর সময় কোন ফিল্ড ফাকা রেখে অন্য ফিন্ডে যাওয়া যাবে না এবং Field-এ ডাবল কোনো কিছু লেখা যাবে না।

ই-মেইলের ক্ষেত্রে CC ও BC কী?

Answer CCএর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। Cএর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলে সেখানে সেন্সরের ইমেইল অ্যাড্রেস সো (Show) করবে। কিন্তু BCC এর মাধ্যমে কোন ইমেইল প্রেরণ করলে সেখানে প্রেরকের অ্যাড্রেস সো (Show) করবে না।

Text alignment কয় ধরনের?

Answer: Text alignment  চার প্রকার।

দুটি জনপ্রিয় Search engine-এর নাম লেখ।

Answer (i) Google (ii) Yahoo

Home page কী?

Answer: হোমপেজ (Home page) একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ ।ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে।

Save ও Save As-এর মাঝে ১টি পার্থক্য লেখ।

Answer কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Save as ব্যবহার করা হয়। আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save ব্যবহার করা হয়।

BIOS-এর পূর্ণরূপ হল___

Answer: Basic Input Output System

RAM একটি ___মেমারি

Answer অস্থায়ী

Linux হল ……………. সফটওয়্যার।

Answer: অপারেটিং সিস্টেম

A4 কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ….. ইঞ্চি ও ……

Answer ১১.৬৯ ইঞ্চি ও ৮.২৭ |

৮-বিট সমান ………… বাইট।

Answer: ১ (এক) 

ই-মেইল Account বন্ধ করার জন্য ………. বাটনে ক্লিক করতে হয়

Answer Sign out

OMR একটি …

Answer: আউটপুট

ডাটার গড় মান নির্ণয়ের জন্য …… ফাংশন ব্যবহৃত হয়।

Answer Average

Record হলো কতগুলো ………… এর সমষ্টি।

Answer: ফিল্ড

MS-Word-এ ইংরেজি ভুল বানান শুদ্ধ করার জন্য ••••••••••• মেন্যু ব্যবহৃত হয়।

Answer Spelling & Grammer

Copy ও Paste-এর কী-বোর্ড কমান্ড যথাক্রমে ressess. ও ………….

Answer: Ctrl+C ও Ctrl+V

ডকুমেন্টের সব পৃষ্ঠা Print করতে Print dialog box- ………. Select করতে হয়

Answer ALL

MS Office প্রোগ্রামে কোন নতুন File save করলে Default folder হিসেবে ___ ফোল্ডার জমা হয়!

Answer: ডুকমেন্ট

পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো Artificaial Intelligence (AI)-এর ব্যবহার।

Answer

Copy-Paste ও Cut-Pase-এর মাঝে কোন পার্থক্য নেই।

Answer:  “মি”

A-Z পর্যন্ত Key গুলোকে নিউমেরিক Key বলে।

Answer মি

ফাইলের ভেতর Folder ও File উভয়ই থাকতে পারে।

Answer: মি

Recycle Bin-এর Data ফিরিয়ে আনা যায়।

Answer  “স”

Worksheet হল Workbook-এর অংশ।

Answer: “স”

Ctrl + Alt +y-এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজি মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

Answer মি

ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।

Answer:  “স”

Text Box-এর কিছু লেখা যায় না।

Answer  “মি”

“পিপীলিকা” একটি বাংলা সার্চ ইঞ্জিন।

Answer: “স”

Nikosh একটি বাংলা Font-এর নাম।

Answer “স”

MS-Access একটি Programming language

Answer:  “মি”

কোনটি অপারেটিং সিস্টেম

(ক) Linux

 (খ) Cale

(গ) Press

 (ঘ) Avast

Answer (ক) Linux

USB-এর পূর্ণরূপ হল

(ক) Uni Serial Bus

(খ) Universal Serial Bus

 (গ) Unicode System Bus

(ঘ) Uni System Bus

Answer: (খ) Universal Serial Bus

নিচের কোনটি বাংলা সফটওয়্যার?

(ক) বিজয় ।

(খ) অভ্র

(গ) প্রশিকা ‘,

 (ঘ) সবগুলো

Answer  (ঘ) সবগুলো

1TB সমান কত?

(ক) 1000 MB

 (খ) 1000 GB

(গ) 1000 XB

 (ঘ) 1024 GB

Answer:  (ঘ) 1024 GB

 প্রিন্ট-এর Keyboard কমান্ড কোনটি?

(ক) Alt + P

 (খ) Ctrl + P

 (গ) Win + P

 (ঘ) সবগুলো

Answer  (খ) Ctrl + P

ABS (5.555) সমান কত?

(ক) 5

 (খ) 5.5

(গ) 5.55

(ঘ) 5.555

Answer: (ঘ) 5.555

MS-Excel-এ একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে?

(ক) Merge

 (খ) Add

 (গ) Join

(ঘ) Union

Answer (ক) Merge

ছবি Text ও Graph-এর জন্য কোন ডাটা টাইপ ব্যবহৃত হয়?

(ক) Text

(খ) Number

 (গ) Hyperlink

 (ঘ) OLE

Answer:  (ঘ) OLE

 Keyboard-এ Control key-এর সংখ্যা কত?

 (ক) ২টি

(খ) ৩টি

 (গ) ৪টি

(ঘ) ৫টি

Answer  (ক) ২টি

 কোনটি Logical function?

(ক) = Max ()

(খ) = SUM( )

(গ) = IF( )

 (ঘ) = ABS( )

Answer: (গ) = IF( )

Page break-এর কি-বোর্ড কমান্ড কোনটি?

(ক) Ctrl + Del .

 (খ) Ctrl + Enter

(গ) Ctrl + End

 (ঘ) Ctrl + Home

Answer  (খ) Ctrl + Enter

Cell-এর নামকরণ করতে হয় কেন?

(ক) হিসাব করতে

(খ) সেলকে সঠিকভাবে Identify করতে

(গ) Cell freeze করতে

 (ঘ) Cell Edit করতে

Answer: (খ) সেলকে সঠিকভাবে Identify করতে

Application software কি?

Answer  ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম  বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

Mail মার্জ বলতে কী বুঝায়?

Answer: একই চিঠি, মেইলিং, লেবেল বা বিজ্ঞান যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন  করার পদ্ধতিকে মেইল মার্জবলে। অথৱা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানো হলো মেইল মার্জ।

ডাটাবেসের বিভিন্ন উপাদানলো কী কী?

Answer ডাটাবেসের বিভিন্ন উপাদানসমূহ হলো (ক) ডাটা, (খ) রেকর্ড, (গ) ফিল্ড।

Worksheet ও Workbook কাকে বলে ?

Answer: ওয়ার্কশিট ঃসুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়,  তাকে ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের  গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।
 
 ওয়ার্কবুকঃ মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পৱিগল করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের মুল কোন নামে ডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিত শীটকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয়।

MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?

Answer MS-Excel-এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল।

কম্পিউটার পরিচালনায় windows সফটওয়্যারের প্রয়জনিয়তা কি ?

Answer:  অপারেটিং সিস্টেম সফটওয়ারকে উইন্ডোজ সফটওয়্যারও বলা হয়। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার (Hardware)-কে সচল করে। যদি কোন কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেই কম্পিউটারে কোন কাজ করা সম্ভব নয়। তাই কম্পিউটার চালাতে হলে কোন না কোন
অপারেটিং সিস্টেম থাকতে হবে।

 Excel-এ “=” চিহ্ন কখন ব্যবহৃত হয়?

Answer Excel-এ “=” চিহ্ন ফর্মুলা লিখার সময় ব্যবহৃত হয়।

গ্রাফ বা চার্ট কী?

Answer: গাণিতিক তথাসমূহের চিত্ৰসময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।

Speaker notes কী?

Answer স্পিকার নোট হলো পাওয়ার পয়েন্ট স্লাইড এ একটি  হিডেন   এরিয়া। এটি উপস্থাপকের জন্য একটি রেফারেন্স হিসাবে কাজ করে।

MS-Access-এর কুয়েরি নে ব্যবহার করা হয়, উল্লেখ কর।

Answer: বিপুল পরিমাণ কথা সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে-কোন তথ্য কিংবা রেকসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জনা কুয়েরি ব্যবহার করা হয়।

Yahoo messenger-এর কাজ কী?

Answer Chatting করা, text,audio, Video ইত্যাদি Message পাঠানো ।

হাইপার লিঙ্ক বলতে কি বুঝায়?

Answer: যে লিঙ্ক দিয়ে ডকুমেন্ট আর ওয়েবসাইট বা ফাইল লিঙ্ক করা হয় ।

ENIAC-এর পূর্ণনাম কী?

Answer Electrical Numerical Integrator and Calculator

Page break-এর কাজ হলো __

Answer: পৃষ্ঠাকে দ্বিখণ্ডিত

ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়..___

Answer বিজয়,বাংলা, অভ্র সফটওয়্যার

“OR” একটি ___ফর্মুলা।

Answer: লজিক্যাল

স্লাইড শো এর জন্য ……….. ফাংশন কী চাপতে হয় ।

Answer F5

ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী………….।

Answer: উপাদান।

Primilry key-এর কাজ হলো ………………..।

Answer ইউনিক কী তৈরি করা

ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে __বলে

Answer: ই-মেইল

কম্পিউটার সংগঠনের প্রধান অংশ___টি

Answer

Mozilla Firefox হল এক ধরনের ___

Answer: ওয়েব ব্রাউজার

উইন্ডোজ স্ক্রিন ___

Answer ছোট / বড় করা যায়।

স্ক্যানার একপ্রকার ____ ডিভাইস।

Answer: ইনপুট

 Undo করার জন্য সংক্ষিপ্ত Command…

Answer Ctrl +Z

ভাইরাস Protect করার জন্য,____ব্যবহৃত হয়।

Answer: অ্যান্টিভাইরাস

আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে চারভাগে ভাগ করা যায়।

Answer

Office progra-এর ডাটা My computer এ save হয়।  

Answer: মি

এক্সেলের ওয়ার্কশিট হল কলাম ও রো -এর সমন্বয়ে গঠিত শিট।

Answer “স”

নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য Outline অপশনটিব্যবহত হয়।

Answer: মি

Form-এর কাজ হল রেকর্ডগুলো সাজানো।

Answer “স”

website চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।

Answer: “মি”

CD ROM-এ CT write করা যায় না।

Answer  “স”

কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard

Answer: মি

কি- বোর্ড ফাংশন-কী” এর সংখ্যা ১২টি।

Answer  “স”

Exit কমান্ড File মেনুতে থাকে।

Answer: “স”

 RAM একটি স্থায়ী মেমরি।

Answer মি

Hard disk একটি Processing ডিভাইস।

Answer:  “মি”

 মাইক্রোপ্রসেসরের কাজ কী?

(ক) তথ্য ইনপুট করা,

(খ) তথ্য মন্ত্রণ করা

(গ) তথা সংরক্ষন করা

(ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা

Answer (ঘ) তথ্য প্রক্রিয়াকরণ করা

কোনটি Desktop icon?

(ক) Recycle bin

(খ) DOS

(গ) Operating system

 (ঘ) Mouse

Answer: (ক) Recycle bin

এমএস ওয়ার্ড কী ধরনের সফটয়্যার।

(ক) অপারেটিং সিস্টেম

 (খ) প্যাকেজ প্রোগ্রাম

(গ) ইউটিলিটি সফটওয়্যার

 (ঘ) অনুধাবন প্রোগ্রামে

Answer  (খ) প্যাকেজ প্রোগ্রাম

Row hide নানহৃত হয়

(ক) Columan-কে লুকিয়ে রাখতে

 (খ) Row-কে লুকিয়ে রাখতে

 (গ) Column 4 Row-কে লুকিয়ে রাখতে

(ঘ) মুছে ফেলতে

Answer:  (খ) Row-কে লুকিয়ে রাখতে

MSTswerPoint-এর কয়টি মেন্য আছে?

(ক)৭ টি

(খ) ৮টি

 (গ) ৯টি

(ঘ) ১০টি

Answer (ক)৭ টি

=PMT ফর্মুলার মাধ্যমে__

(ক) বাৎসরিক কিস্তির পরিমাণ বের করা হয়

(খ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয়

 (গ) পাক্ষিক কিস্তির পরিমাণ বের করা হয়।

(ঘ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয় ভাগ

Answer: (খ) মাসিক কিস্তির পরিমাণ বের করা হয়

(১৫)১০ সংখ্যাটির বাইনারি মান কত?

 (ক) ১০১০

(খ) ১১০১

(গ) ১৯১১

(ঘ) ১১১১

Answer (ঘ) ১১১১

বিশ্বের বড় বড় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে

সুখে তথ্য আদান-প্রদানের জন্য কোন পদ্ধতি বন্ধ হয়?

 (ক) ইন্টারনেট

 (খ) ফ্যাক্স

(গ) ইনটেল

(ঘ) ফোন

Answer:  (ক) ইন্টারনেট

সম্পূর্ণ ডকুমেন্ট একসাথে Select করতে  কি- বোর্ড শর্ট কমান্ড কোনটি ?

(ক) File =OK

 (খ) Alt =Ctrl =0k

(গ) Ctrl =A

(ঘ) Alt =Ctrl= Enter

Answer (গ) Ctrl =A

= NOW() ফাংশন কী নির্দেশ করে?

(ক) আজকের তারিখ

(খ) আজকের সময়

 (গ) আজকের তারিখ ও সময় ।

(ঘ) কোনোটিই নয়

Answer:  (গ) আজকের তারিখ ও সময়

Kaspersky একটি

(ক) ভাইরাস

 (খ) আন্টিভাইরাস

(গ) মিডিয়া প্লেয়ার

(ঘ) কোনটিই নয়

Answer  (খ) আন্টিভাইরাস

MS Access-এর ক্ষেত্রে Relation হচ্ছেRecord

(ক)Record

(খ) Table

 (গ) Data

(ঘ) Information

Answer: (খ) Table

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে