নিচের কোনটি CPU-এর অংশ নয়? 

ক. ALU

খ, MU

গ, ROM

 ঘ, CU

Answer গ, ROM

RAM একটি___

ক. সেকেন্ডারি মেমোরি  

খ, স্থায়ী মেমোরি  

গ, অস্থায়ী মেমোরি  

 ঘ, ফ্লাশ মেমোরি  

Answer: গ, অস্থায়ী মেমোরি

Copy-এর কী-বোর্ড কমান্ড কোনটি? 

ক. Ctrl+C

খ. Ctrl+P.

গ. Ctrl+X

ঘ. Ctrl+K

Answer ক. Ctrl+C

Undo-এর কী-বোর্ড কমান্ড কোনটি? 

ক. Ctrl+Z

খ, Ctrl+V 

গ. Ctrl+ C

ঘ. Ctrl+ P 

Answer: Ctrl+Z

কোনটি Data base প্রোগ্রাম

ক. Word Perfect

খ, MS-Excel 

গ. MS-Word 

ঘ, MS-Access

Answer ঘ, MS-Access

MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়

ক. Spell checker 

খ, Thesaurus 

গ. Edit

ঘ, Grammar

Answer: ক. Spell checker 

Print Preview কোন Menu-এর ভেতর থাকে?

ক. File 

খ, Edit 

গ. View 

ঘ, Tools 

Answer ক. File 

Mail merge থাকে

ক. Table-এ

খ. Format-এ 

গ. Tools-এ  

ঘ,Window- এ 

Answer: Tools-এ  

(111001)-এর Hexa-Decimal-এ প্রকাশ

ক. E1

খ, 39 

গ, 3B

 ঘ, 93 

Answer খ, 39 

বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে? 

ক. ১৯৪৪

খ, ১৯৬৪

গ,১৯৫১

ঘ, ১৯৭১

Answer: খ, ১৯৬৪

কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড

Answer মি

MS-Excel হচ্ছে একটি Spread sheet analysis program 

Answer:

(1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।

Answer মি

Computer-এর Virus একটি জীবাণু। 

Answer: মি

Folder-এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে।

Answer

Ms word হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ।

Answer:

Hard disk একটি Processing ডিভাইস।

Answer মি

ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

Answer:

Windows7 একটি Application software

Answer মি

Pen drive কে  ফ্লাশ মেমোরি বলা হয়।

Answer:

স্ক্যানার একটি __ডিভাইস।

Answer INPUT

নাম্বার সিস্টেম __প্রকার।

Answer:  4 (চার) 

এক গিগাবাইট =— মেগাবাইট।

Answer ১০২৪

Legal size কাগজের পরিমান হচ্ছে__

Answer: ৪.5 x 14” / দৈর্ঘ্য 14” এবং প্রস্থ ৪.5

(13)10 সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করলে হবে।

Answer    (1101) 2

WWW-এর পূর্ণনাম __

Answer: World Wide Web 

 Microsoft Power Point একটি —

Answer Presentation সফটওয়্যার

একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ব্যবহৃত হয়__

Answer: Mail Merge

Recycle Bin ফোল্ডারে — ফাইল জমা থাকে

Answer Delete কৃত 

সিডি রম একটি—- ডিভাইস। 

Answer: storage 

Bit কী?

Answer বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শুন্য) এবং ১(এক) কে বিট বলে। 

Operating system বলতে কী বুঝায়?

Answer: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোসমূহকে নিয়ন্ত্রণ,পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।

OMR কী?

Answer অপটিক্যাল মার্ক  রিকগনাইজার (optical mark recognizer) এর সংক্ষিপ্ত রূপ হল OMR। এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ OMR শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।

এমএস এক্সেল কী?

Answer: মাইক্রোসফ্ট এক্সেল হচ্ছে প্রেডশিট অ্যানালাইসিস প্রােগ্রাম। এর দ্বারা দৈনন্দিন হিসাবনিকাশ করা থেকে শুরু করে যাবতীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাবনিকাশ তৈরিতে প্রোগ্রামটির জুড়ি নেই। তাছাড়া এ প্রোগ্রাম দ্বারা কোন ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

চারটি Input device-এর নাম লেখ।

Answer (i) Keyboard (ii) Mouse (iii) Scanner (iv) Joystick 

Bios কী?

Answer: BIOS = Basic input output system-47 ref রূপকেই Bios বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার। 

Anti-Virus সফটওয়্যারের কাজ কী?

Answer Anti-Virus হল কম্পিউটারের ভাইরাস প্রতিষেধক। কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ। বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায়।

Data base বলতে বুঝায়?

Answer: শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। অথবা, ডাটা বেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়। পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয় Databasae।

E-mail অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ।

Answer ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটি মাত্র ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হল ঃ<Userid> @ Domain name>.। প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে। অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে
একটি ® (cat sign) ব্যবহৃত হয়।

Pen drive কে  I\O ডিভাইস বলা হয় কেন?

Answer: পেন ড্রাইভ (Pen drive) কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে – ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে Pen drive কে I\O ডিভাইস বলা হয়।

সূর্য পূর্ব দিকে উঠে।

Answer The sun rises in the east. 

তোমার মাতার নাম কী?

Answer: What is your mother’s name? 

আমার আব্বা একজন গরিব লোক 

Answer My father is a poor man

তোমার  নাম কী? 

Answer: What is your name? 

ঢাকা বাংলাদেশের রাজধানী।

Answer Dhaka is the capital of Bangladesh. 

He is __ honest man 

Answer: an

Bangladesh became independent in ___

Answer 1971

You__ do it easily.

Answer: Can 

Swimming __a good exercise.

Answer is 

The__play football.

Answer: boy

MS Word 2003-4 Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হয়

ক. Table এ

খ. Standard এ

গ. Frormating এ

ঘ. Frormat এ

Answer গ. Frormating এ

মেমরি প্রধানত কত প্রকার ?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৭ প্রকার

Answer: ক. ২ প্রকার

 ১ গিগাবাইটে কত কিলোবাইট?

ক. 103 কিলোবাইট

খ.  10কিলোবাইট

গ. 109 কিলোবাইট

ঘ .1012 কিলোবাইট

Answer খ.  10কিলোবাইট

কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-

ক. মেইল মার্জ

খ. মার্জ সেল

গ. স্প্লিট সেল

ঘ .স্প্লিট টেবিল

Answer: খ. মার্জ সেল

বিজয় চালু করতে চাপতে হয়-

ক.Ctrl+Shift+B  

খ.Ctrl+Alt+B

গ.Ctrl+Alt+A

ঘ.Ctrl+B

Answer ক.Ctrl+Shift+B  

 G5 থেকে G50 পর্যন্ত যোগ করার ফাংশন-

ক.=Sum (G5:L5)

খ.=Sum (G5:K50)

গ.=Sum (G5:G50)

ঘ.=Sum (G5 :- G50)

Answer: গ.=Sum (G5:G50)

A1 থেকে বড় B1 থেকে ছোট প্রকাশ করতে ব্যবহৃত হয়-

ক.A1<B1

খ. B1<A1

গ.A1≤ B1

ঘ.B1≤A1

Answer ক.A1<B1

Relation Database-সর্বনিম্ন ফাইল সংখ্যা

ক.২ টি

খ.৩ টি

গ.১টি

ঘ.৪ টি

Answer: ক.২ টি

 Database Table-এ ব্যবহৃত হয়-

ক. Design view

খ. Design home

গ. Design form

ঘ. Design table wizard

Answer ক. Design view

 Power point-4 স্লাইড শো করতে কী চাপতে হবে-

ক. Shift+F6

খ.Shift +F5

গ.F5

ঘ. Ctrl+F5

Answer: খ.Shift +F5

প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম মোজাইক।

Answer “স”

RAM একটি স্থায়ী মেমোরি

Answer: “মি”

বর্তমানে অ্যাপল কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম এর নাম Windows-8 ।

Answer “মি”

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি ১৬টি।

Answer: “স”

মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরিকৃত ফাইলকে ডকুমেন্ট বলে

Answer “স”

লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং গ্রন্থ ৮.৫ ইঞ্চি।

Answer: “মি”

 IF মুক্তিমূলক ফর্মুলা বাক্যটি মিথ্যা।

Answer “স”

Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl + X.

Answer: “স”

কতকগুলো সম্পর্কযুক্ত Record এর সমষ্টিই হলো Table

Answer “স”

Power Point-4 Custom Animation সেট করা যায় না।

Answer: “স”

‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজি কোন কোন “কী” চাপতে হয়।

Answer ক+জি+ষ (J,G,Shift+N)

Slide Animation প্রদর্শন করার কমান্ড কী?

Answer: Slide show > From Beginning বা, From Current Slide-এ Click করতে হবে ।

Slide-এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী?

Answer (i) Slide Animation করা
(ii) Slide Design করা।
(iii) Background তৈরি করা।

একটি Antivirus সফটওয়্যার ও দুটি Input device-এর নাম লেখ ।

Answer: একটি Antivirus সফটওয়্যার McAfee  ও দুটি Input device-mouse, keyboarad

W.W.W পূর্ণ রুপ কী?

Answer W.W.W পূর্ণ রুপ হল World Wide Web .

ফাইল মেনুর পাঁচটি কমান্ডের নাম লেখ?

Answer: Save, Save as, Print, Page Setup, New file, Open file

ওয়ার্কশিট কাকে বলে?

Answer সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়, তাতে ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।

এক্সেলের ফর্মুলার একটি উদাহরণ দাও।

Answer: =COUNT(A1:A10)

 MS Word এ Page setup করার ধাপ উল্লেখ কর।

Answer Page set up এর dialog box থেকে paper ট্যাবে  Click করতে হবে। Paper Size হিসেবে A4 বা Legal select  করতে হবে। Margin ট্যাবে Click করে Top,Bottom,Left,Right ইত্যাদি নির্ধারন করে দিতে হবে। Orientation হিসেবে Portrait বা Landscape নির্ধারন করে সবশেষে OK বাটন Click করতে হবে । 

(১১) বাইনারিকে ডেসিম্যালে রুপান্তর কর।

Answer: (১১)  বাইনারিকে ডেসিমেলে রূপান্তর- (১১)  = (৩)১০

মনিটর একটি __ডিভাইস।

Answer আউটপুট

‘কী’ বোর্ডের ফাংশন ‘কী’ – টি।

Answer:   ১২

একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word এ ___ ব্যবহার করা হয়।

Answer Mail Merge

MS Excel-এ প্রতিটি ওয়ার্কশিটে ___ টি Row এবং____ টি Column রয়েছে। [MS Excel 2003]

Answer: ৬৫৫৩৬,২৫৬

‘OR’ একটি – ফর্মুলা।

Answer Logical

Access ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রণ করার জন্য ___ব্যবহৃত হয়।

Answer: Query

BIOS শব্দের পূর্ণরূপ —

Answer Basic InputOutput System

PHP মুলত ___ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।

Answer: Server Side Scripting

SQL এর পূর্ণরূপ —

Answer Structured Query Language

Power Point ফাইলের বর্ধিত নাম দিয়ে ___ প্রকাশ করা হয়।

Answer:  PPT

I want to___ a letter. (make/write/learn)

Answer write

My father is – than your father. (funny/funnier/funniest)

Answer: funnier

He is ___honest man. (a/an/the)

Answer an

What is your present address?

Answer: My present address is 17. Narinda road Dhaka-1100.

Who is your best friend?

Answer Salim is my best friend.

What do you do after training?

Answer: After training I do self-practice.

ঢাকা বাংলাদেশের রাজধানী।

Answer Dhaka is the capital of Bangladesh.

সূর্য পূর্ব দিকে উঠে

Answer: The sun rises in the east.

তোমরা কয় ভাইবোন?

Answer How many brothers and sisters do you have?

আমার আব্বা একজন গরিব লোক।

Answer:  My father is a poor man.

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে