নিচের কোনটি CPU-এর অংশ নয়?
ক. ALU
খ, MU
গ, ROM
ঘ, CU
RAM একটি___
ক. সেকেন্ডারি মেমোরি
খ, স্থায়ী মেমোরি
গ, অস্থায়ী মেমোরি
ঘ, ফ্লাশ মেমোরি
Copy-এর কী-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl+C
খ. Ctrl+P.
গ. Ctrl+X
ঘ. Ctrl+K
Undo-এর কী-বোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl+Z
খ, Ctrl+V
গ. Ctrl+ C
ঘ. Ctrl+ P
কোনটি Data base প্রোগ্রাম
ক. Word Perfect
খ, MS-Excel
গ. MS-Word
ঘ, MS-Access
MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়
ক. Spell checker
খ, Thesaurus
গ. Edit
ঘ, Grammar
Print Preview কোন Menu-এর ভেতর থাকে?
ক. File
খ, Edit
গ. View
ঘ, Tools
Mail merge থাকে
ক. Table-এ
খ. Format-এ
গ. Tools-এ
ঘ,Window- এ
(111001)-এর Hexa-Decimal-এ প্রকাশ
ক. E1
খ, 39
গ, 3B
ঘ, 93
বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে?
ক. ১৯৪৪
খ, ১৯৬৪
গ,১৯৫১
ঘ, ১৯৭১
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড
MS-Excel হচ্ছে একটি Spread sheet analysis program
(1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।
Computer-এর Virus একটি জীবাণু।
Folder-এর ভিতর File ও Folder উভয়ই থাকতে পারে।
Ms word হলো ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ।
Hard disk একটি Processing ডিভাইস।
ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
Windows7 একটি Application software
Pen drive কে ফ্লাশ মেমোরি বলা হয়।
স্ক্যানার একটি __ডিভাইস।
নাম্বার সিস্টেম __প্রকার।
এক গিগাবাইট =— মেগাবাইট।
Legal size কাগজের পরিমান হচ্ছে__
(13)10 সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করলে হবে।
WWW-এর পূর্ণনাম __
Microsoft Power Point একটি —
একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ব্যবহৃত হয়__
Recycle Bin ফোল্ডারে — ফাইল জমা থাকে
সিডি রম একটি—- ডিভাইস।
Bit কী?
Operating system বলতে কী বুঝায়?
OMR কী?
এমএস এক্সেল কী?
চারটি Input device-এর নাম লেখ।
Bios কী?
Anti-Virus সফটওয়্যারের কাজ কী?
Data base বলতে বুঝায়?
E-mail অ্যাড্রেসের সাধারণ গঠন লেখ।
Pen drive কে I\O ডিভাইস বলা হয় কেন?
সূর্য পূর্ব দিকে উঠে।
তোমার মাতার নাম কী?
আমার আব্বা একজন গরিব লোক
তোমার নাম কী?
ঢাকা বাংলাদেশের রাজধানী।
He is __ honest man
Bangladesh became independent in ___
You__ do it easily.
Swimming __a good exercise.
The__play football.
MS Word 2003-4 Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হয়
ক. Table এ
খ. Standard এ
গ. Frormating এ
ঘ. Frormat এ
মেমরি প্রধানত কত প্রকার ?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৭ প্রকার
১ গিগাবাইটে কত কিলোবাইট?
ক. 103 কিলোবাইট
খ. 106 কিলোবাইট
গ. 109 কিলোবাইট
ঘ .1012 কিলোবাইট
কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-
ক. মেইল মার্জ
খ. মার্জ সেল
গ. স্প্লিট সেল
ঘ .স্প্লিট টেবিল
বিজয় চালু করতে চাপতে হয়-
ক.Ctrl+Shift+B
খ.Ctrl+Alt+B
গ.Ctrl+Alt+A
ঘ.Ctrl+B
G5 থেকে G50 পর্যন্ত যোগ করার ফাংশন-
ক.=Sum (G5:L5)
খ.=Sum (G5:K50)
গ.=Sum (G5:G50)
ঘ.=Sum (G5 :- G50)
A1 থেকে বড় B1 থেকে ছোট প্রকাশ করতে ব্যবহৃত হয়-
ক.A1<B1
খ. B1<A1
গ.A1≤ B1
ঘ.B1≤A1
Relation Database-সর্বনিম্ন ফাইল সংখ্যা
ক.২ টি
খ.৩ টি
গ.১টি
ঘ.৪ টি
Database Table-এ ব্যবহৃত হয়-
ক. Design view
খ. Design home
গ. Design form
ঘ. Design table wizard
Power point-4 স্লাইড শো করতে কী চাপতে হবে-
ক. Shift+F6
খ.Shift +F5
গ.F5
ঘ. Ctrl+F5
প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম মোজাইক।
RAM একটি স্থায়ী মেমোরি
বর্তমানে অ্যাপল কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম এর নাম Windows-8 ।
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি ১৬টি।
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরিকৃত ফাইলকে ডকুমেন্ট বলে
লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং গ্রন্থ ৮.৫ ইঞ্চি।
IF মুক্তিমূলক ফর্মুলা বাক্যটি মিথ্যা।
Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl + X.
কতকগুলো সম্পর্কযুক্ত Record এর সমষ্টিই হলো Table
Power Point-4 Custom Animation সেট করা যায় না।
‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজি কোন কোন “কী” চাপতে হয়।
Slide Animation প্রদর্শন করার কমান্ড কী?
Slide-এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী?
একটি Antivirus সফটওয়্যার ও দুটি Input device-এর নাম লেখ ।
W.W.W পূর্ণ রুপ কী?
ফাইল মেনুর পাঁচটি কমান্ডের নাম লেখ?
ওয়ার্কশিট কাকে বলে?
এক্সেলের ফর্মুলার একটি উদাহরণ দাও।
MS Word এ Page setup করার ধাপ উল্লেখ কর।
(১১)২ বাইনারিকে ডেসিম্যালে রুপান্তর কর।
মনিটর একটি __ডিভাইস।
‘কী’ বোর্ডের ফাংশন ‘কী’ – টি।
একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word এ ___ ব্যবহার করা হয়।
MS Excel-এ প্রতিটি ওয়ার্কশিটে ___ টি Row এবং____ টি Column রয়েছে। [MS Excel 2003]
‘OR’ একটি – ফর্মুলা।
Access ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রণ করার জন্য ___ব্যবহৃত হয়।
BIOS শব্দের পূর্ণরূপ —
PHP মুলত ___ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।
SQL এর পূর্ণরূপ —
Power Point ফাইলের বর্ধিত নাম দিয়ে ___ প্রকাশ করা হয়।
I want to___ a letter. (make/write/learn)
My father is – than your father. (funny/funnier/funniest)
He is ___honest man. (a/an/the)
What is your present address?
Who is your best friend?
What do you do after training?
ঢাকা বাংলাদেশের রাজধানী।
সূর্য পূর্ব দিকে উঠে
তোমরা কয় ভাইবোন?
আমার আব্বা একজন গরিব লোক।
23