সফটওয়্যার কী?
ফুটার কী?
Mail merge বলতে কী বুঝায়?
অপারেটিং সিস্টেম কী?
Primary key কী?
দুটি Antivirus সফটওয়্যারের নাম লেখ ।
SQL কী কাজে ব্যবহৃত হয়?
BIOS কী?
Spread sheet software program কি ?
হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?
Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?
বিট ও বাইট কী?
কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
A4 কাগজের Size হলো দৈর্ঘ্য – ও প্রস্থ —
MS-word-এর কোনো ফাইলের Extension হলো — ।
Recycle Bin ফোল্ডারে – করা ফাইল জমা হয়।
1 TB = ___GB.
A1 থেকে E1 cell-গুলোর যোগফলের সূত্র হলো — ।
সাধারণত চিঠিপত্র ও দলিল-দস্তাবেজ লেখার জন্য__ প্রোগ্রাম ব্যবহৃত হয়।
Pen drive সংযুক্ত করার জন্য ___ Port ব্যবহার করা হয় ।
Microsoft excel 16 প্রোগ্রামে ___ টি Row আছে।
Page break করার কী-বোর্ড কমান্ড ___
Data paste করার কী-বোর্ড কমান্ড___
ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা হয় ___ও ___ দিয়ে।
Text alignment ___ প্রকার।
Undo করার কী-বোর্ড কমান্ড ___
ফোল্ডারের ভেতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে ।
Copy paste ও Cut paste-এর মাঝে কোনো পার্থক্য নেই।
ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign out ক্লিক করতে হয়।
ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ ।
একটি কম্পিউটারে একই সাথে দুটি System software ওপেন করা যায় ।
Scanner একটি Output device।
কতগুলো সম্পর্কযুক্ত Record-এর সমষ্টিই হলো Table।
OR একটি Logical ফর্মুলা।
Google একটি Browser।
কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Microprocessor |
Windows 7 একটি Application software ।
ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
বিজয় চালু করতে চাপতে হয়—
(ক) Ctrl+Shift+B
(খ) Ctrl+Alt+B
(গ) Ctrl+Alt+A
(ঘ) Ctrl+B
ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Object-টি ব্যাবহার হয়
(ক) Hyperlink
(খ) OLE
(গ) Text
(ঘ) Yes/No
ফার্মওয়্যার হচ্ছে—
(ক) RAM.
(খ) ROM
(গ) HDD
(ঘ) কোনোটিই নয়
কোনটি Antivirus নয়?
(ক) Avast
(খ) Linux
(ঘ) Norton
(গ) AVG
Slide object বলা হয়-
(ক) Slide-এর একাধিক অংশকে
(খ) Slide-এর বিশিষ্ট অংশকে
(গ) Slide-এর সংশ্লিষ্ট অংশকে
(ঘ) Slide-এর প্রতিটি অংশকে
ডাটাবেস টেবিলে Primary key নির্ধারণ করা হয়—
(ক) Relation সৃষ্টির জন্য
(খ) Table তৈরির জন্য
(গ) Design করার জন্য
(ঘ) Table import করার জন্য
চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়—
(ক) Del
(খ) Esc
(গ) Space
(ঘ) Ctrl
হেডার অংশ কী?
(ক) পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল।
(খ) পৃষ্ঠার নিচের অংশের টাইটেল
(গ) মার্জিনের নিচের অংশ
(ঘ) কোনোটিই নয়
একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়?
(ক) ৪০টি
(খ) ৩৩টি
(গ) ২১টি
(ঘ) ৬৪টি
File close-এর কী-বোর্ড Command কোনটি?
(ক) Ctrl+O
(খ) Ctrl+W
(গ) Alt+W
(ঘ) Ctrl+F4
কোনটি Primary memory?
(ক) RAM
(খ) ROM
(গ) Pen drive
Print-এর কী-বোর্ড Command কোনটি?
(ক) Ctrl+C
(গ) Ctrl+X
(খ) Ctrl+P
(ঘ) Ctrl+N
অ্যাবাকাস কী?
Database কী?
দুটি Output device-এর নাম লেখ ।
Function কী?
System unit-এর ৪টি Unit-এর নাম লেখ ।
BIOS কী?
IRC কী?
অপারেটিং সিস্টেম বলতে কী বুঝায়?
Animation কী?
Computer virus-এর কাজ কী?
GB-এর অর্থ কী?
Password কেন ব্যবহৃত হয়?
একটি E-mail address-এর গঠন দেখাও ৷
Monitor একটি____ডিভাইস ।
PCI-এর পূর্ণরূপ হচ্ছে___
Tonner হলো___
Footer-এর মাধ্যমে পৃষ্ঠায় ___লেখা যায় ।
MS Access – এ___ ধরনের উপাত্ত (Data) Input করা যায়।
Text field-এ সর্বোচ্চ ____টি Character লেখা যায় ।
www = World____ Web
CD Rom -এর নাম____।
F5 Press করা হয় Computer……..করার জন্য।
Keyboard একটি____ডিভাইস ।
Legal size কাগজের পরিমাপ হচ্ছে
LAN-এর পূর্ণরূপ হলো ____
Recycle Bin folder-এ____ করা File জমা থাকে ৷
Folder-এর ভেতর Folder ও File উভয়ই থাকতে পারে ৷
Windows-7 একটি Application software
Computer-এর প্রক্রিয়াকরণ অংশ হলো Motherboard |
Computer-এর Virus এক ধরনের জীবাণু।
MS Access একটি management system |
Google একটি সার্চ ইঞ্জিন।
Web page design করতে Query ব্যবহৃত হয়।
ব্যক্তিগত চিঠিপত্র লেখার কাজে Website ব্যবহৃত হয়।
সাধারণত Word program-এ পৃষ্ঠার ওপরে-নিচে ১.২৫ ইঞ্চি এবং ডানে-বামে ১ ইঞ্চি মার্জিন থাকে।
একটি Computer-এ একই সাথে Application software open করা যায় না ।
MS Excel একটি Spreadsheet analysis application program |
Computer প্রক্রিয়াকরণ অংশ হলো Microprocessor |
নিচের কোনটি CPU-এর অংশ নয়?
(ক) ALU
(খ) Mouse
(গ) ROM
(ঘ) CMOS
ROM একটি-
(ক) সেকেন্ডারি মেমরি
(খ) স্থায়ী মেমরি
(গ) অস্থায়ী মেমরি
(ঘ) Flash memory
Copy-এর Keyboard command কোনটি ?
(ক) Ctrl + Z
(গ) Ctrl + P
(খ) Ctrl + V
(ঘ) Ctrl + C
কোনটি Spreadsheet program?
(ক) Word perfect
(খ) MS Excel
(গ) MS Access
(ঘ) Photoshop
Print করার Keyboard command হলো
(ক) Ctrl + C
(খ) Ctrl + P
(গ) Ctrl + N
ঘ) Ctrl + V
কোনটি Presentation software?
(ক) Word perfect
(খ) MS powerpoint
(গ) MS Access
(ঘ) Lotus
DOS একটি—
(ক) Operating system
(খ) Application software
(গ) Networking software
(ঘ) Printing software
Calculator software____টি থাকে-
(ক) Insert menu-তে
(খ) Taskbar-এ
(গ) Desktop-এ
ঘ) My document-এ
E3 থেকে E10 Cell-এর Data যোগ করার Function-
(ক) =sum(E3:E10)
(খ) =sum(E3;E10)
(গ) =sum(E3+E10)
(ঘ) =sum(E3.E10)
নিচের কোনটি RAM-এর বৈশিষ্ট্য?
(ক) Read Only Memory
(খ) শুধুমাত্র Data পড়া যায়
(গ) বিদ্যুৎ চলে গেলে Data মুছে যায়
(ঘ) নির্মাণের সময় এতে Data লিখে দেয়া হয়
নিচের কোনটি ইন্টারনেট Connectivity-এর নাম নয়?
(ক) Dial up
(খ) Broadband
(গ) Wireless
(ঘ) Yahoo
(111001 ) 2 কে Hexadecimal-এ প্রকাশ করলে ফলাফল আসবে-
(ক) E1
(খ) 39
(গ) 3B
(ঘ) 93