Ms Word-এ কীভাবে Page setup/Margin setup করা যায়, তা বর্ণনা কর।
কোন Database-এর Data print করার পর্যায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।
MS-Access-এ কুইয়ারি (Query) কেন ব্যবহার করা হয়, উল্লেখ কর।
MS-Excel-এর সাহায্যে পাই চার্ট নির্ণয়ের পদ্ধতি লেখ।
MS-Word-এ মেইল মার্জ বলতে কী বুঝায়?
Worksheet protect করা হয় কীভাবে?
MS Word এ ম্যাক্রো ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
MS-Excel-এ if () ফাংশনের একটি উদাহরণ দাও।
হাইপার লিঙ্ক বলতে কী বুঝায়?
BIOS-এর পূর্ণনাম লেখ।
সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখ
কোন Folder তৈরি করার পরে ঐটির নাম পরিবর্তন করা যায় না।
MS-Word এর Table এর দুই বা ততোধিক Cell একত্র কাকে বলা হয় Merge cell।
Recycle bin এর Data পুনরায় ফিরিয়ে আনা যায় না।
Copy Paste ও Cut Paste এর মাঝে কোন পার্থক্য নেই।
Worksheet হচ্ছে Workbook এর অংশবিশেষ।
MS-Word-এ Page numbering এর ক্ষেত্রে যে-কোন number থেকে Page numbering শুরু করা যায় না
দুটি ডাটাবেসের মাঝে রিলেশন তৈরি করতে হলে ডাটাবেস দুটি অবিকল এক রকম হতে হবে।
পৃষ্ঠায় বর্ডার দেয়ার কমতি Format > Border and shading > Page Border >Border style.
MS-Word এর ডকুমেন্টের কোন শব্দ সহজে খুঁজে বের করা যায় না।
হরাইজন্টাল রুলারের সাহায্যে Hanging Envent করা যায় না।
সঠিক উত্তরটিতে টিক () চিহ্ন দাও।
Windows XP হল একটি (ক) Word processor (খ) Database software (গ) Operating system
MS-Access-এ Data সংরক্ষিত থাকে। ক) Query ফাইলে খ) ফর্ম-এ গ) টেবিলে
Data base তৈরির জন্য ব্যবহৃত হয় ক) Microsoft Excel খ) Microsoft Access গ) Microsoft PowerPoint ঘ) Microsoft Word
MS-Word-এ Ctrl+End command টি কার্সরকে নিয়ে যায়- ক) Line এর শেষে। খ) Document এর শেষে গ) Document এর প্রথমে
MS-Power Point হল এক ধরনের ক) Database software খ) Spreadsheet program গ) Presentation design software
MS-Word-এ Ctrl+P command টি ব্যবহৃত হয়। ক) কোন Document open করার জন্য খ) কোন Document print করার জন্য গ) কোন Document-এ Password দেয়ার জন্য
MS-Word-এ Ctrl+Z command টি ব্যবহৃত ক) Undo এর জন্য খ)Redo এর জন্য গ) Go to এর জন্য।
MS-Excel-4 DSUM() function টির Parameter হল ক) ২টি খ) ৪টি গ) ৩টি
Esc বাটন ব্যবহৃত হয়। ক) Copy করার জন্য খ) Dialogue box cancel করার জন্য গ) কোন Program close করার জন্য
MS-Word-এ কোন লেখাকে Center করার সংক্ষিত | Command হল ক) C + n + C খ)C + n + E গ) C + n +B
MS-Word-এ Ctrl + D command টি প্রয়োগ করলে ক)Save dialogue box আসে খ)Print dialogue box আসে গ)Font dialogue box আসে
MS-Excel-এ MOD () Function টি ব্যবহৃত হয় ক) ভাগফল জানার জন্য খ) ভাগশেষ জানার জন্য গ) গুণ করার জন্য
MS-Access-এ Query file তৈরি হয় ক) কোন Form এর উপর খ) কোন Table এর উপর গ) কোন Report file এর উপর
MS-Access এ print file কে বলা হয়_ ক) Form খ)Report file গ)Query file
কম্পিউটারে Boot order নির্ধারণ করা হয়_ ক) FAT থেকে খ)BIOS থেকে গ) Control panel calco
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর
Copy করার সংক্ষিপ্ত Command হল __
IF ()Function এর Parameter __ টি
MD Command টি ব্যাবহার হয়__ তৈরি করতে
Caps lock ON থাকলে লেখা__ Case এর হয়।
কোন লেখা Select করা অবস্থায় Space bar এ চাপ পরলে__ হয়
Answer the following questions in short
Who are you?
Where do you live?
How old are you?
What is your favorite food?
What do you do after training?
Choose and fill in the gaps with the correct word/words:
We stayed in __ hotel near the city center. (i) the (ii) a (iii) an
He is a citizen. (1) English (l) British (iii) England
Do you get up early _ the morning? (i) in (ii) during (iii) last
I can’t __tennis very well. (i) to play (ii) play (iii) playing
She begins class–nine in the evening. (i) in (i) at (iii) on
Choose and fill in the gaps with the correct word/words:
To be healthy, we must eat___(i) good food (ii) rich food (ii) balanced diet
The girl came to me __(i) dance (ii) dancing (iii) to dance
Swimming ___a good exercise,(i) is(ii) am (ii) are
You__ do it easily. (i) could (ii) can (iii) might
Move ___you will die.(i) and (i) but (ii) or
Answer the following questions in short:
Where do you come from?
How old are you?
What is your father?
Do you know how to swim?
When do you get up from bed?
সঠিক উত্তরটিতে টিক ( ) চিহ্ন দাও।
Computer শব্দের অর্থ কী? ক. হিসাব করা খ. বর্ণনা করা। গ. গণনা করা ঘ. কোনটাই নয়
সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় ক. সুপার কম্পিউটার খ. মেইনফ্রেম কম্পিউটার গ. মিনি কম্পিউটার ঘ. মাইক্রো কম্পিউটার।
নিচের কোনটি RAM-এর বৈশিষ্ট্য? ক. Read only memory খ. শুধুমাত্র ডাটা পড়া যায়। গ. বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায় ঘ. নির্মাণের সময় এতে ডাটা লিখে নেয়া হয়।
কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? ক. প্রধান স্মৃতি ব্যবস্থাপনা করার খ. ডাটা প্রসেসিং করা। গ. ইনপুট/আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করা ঘ. ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সেতুবন্ধন স্থাপন করা।
2GB = কয় কিলোবাইট? ক. 221 খ. 220 গ. 210 ঘ. 211
কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে (ক) I/O unit (খ)ALU (গ) Control unit (ঘ) Memory unit
MS Word-এ Columns কোন মেনুর অধীনে? (ক) View menu (খ)Insert menu (গ)Format menu (ঘ)Tools menu
গাটার (Gutter) কী? ক. পৃষ্ঠার ওপরের অংশের Title খ. পৃষ্ঠার নিচের অংশ গ. পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা ঘ. পৃষ্ঠার মাঝের অংশ।
ফার্মওয়্যার সংরক্ষিত থাকে। ক. ROM-এ খ. RAM-এ গ. Hard disk-এ ঘ. Cache-এ
ইনপুট ডিভাইস নয় কোন্টি? ক. স্পিকার খ. কী-বোর্ড গ. মাইক্রোফোন ঘ. স্ক্যনার
কোনটি সঠিক নয়? (ক) সফটওয়্যারের বাহ্যিক কাঠামো আছে (খ)সফটওয়্যার হার্ডওয়্যারকে কার্যক্ষম করে (গ) হার্ডওয়্যার স্পর্শ করা যায় (ঘ) হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন
নিচের কোনটি সহায়ক মেমোরি নয়? ক. Floopy disk খ. Hard disk গ. CD-ROM ঘ. Cache
Cursor কোন ডকুমেন্টের প্রথমে আনার কমান্ড? (ক) Ctrl-Home (খ) Ctrl+ Shift + Home (গ) Ctrl + Alt + Home (ঘ)Alt + Home
নতুন পৃষ্ঠা তৈরি করার কমান্ড ক. Ctrl + Pause Break খ. Ctrl + N গ. Ctrl + Enter ঘ. Ctrl + Page Down
Text Alignment/Justification ক. ৪ প্রকার খ. ৩ প্রকার গ. ২ প্রকার । ঘ. ৫ প্রকার।
প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড ক. Ctrl + U খ. Ctrl + W. গ. Ctrl + Shift + U ঘ. Ctrl + Shift + W
নিচের কোনুটি Title Case এর উদাহরণ? (ক) Run!forest run (খ) Run!Forest Run (গ) run!Forest Run. (ঘ) rUn!fOREST rUN
Line Spacing দেড়গুণ করার কমান্ড ক. Ctrl + 1 খ. Ctrl +2 গ. Ctrl +1.5 ঘ. Ctrl + 5
কোনটি মিথ্যা? ক. Ctrl + F হলে Search এর কমান্ড খ Save as …-command দিয়ে ডকুমেন্ট Save করা হয়। গ. Undo Typing এর জন্য ব্যবহার করা হয় Ctrl + Z ঘ. Replace…. এর কমান্ড Ctrl + H
Equation লেখার জন্য ব্যবহৃত হয় (ক) File->Object->Microsoft Equation (খ)Insert->Equation (গ) View->Equation (ঘ) Insert->Object->Microsoft Equation
Data base শব্দের অর্থ ক. শব্দের সমাবেশ, খ. তথ্যের সমাবেশ গ. শব্দের ঘাটি ঘ. সবগুলো
একটি Field এর নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহার করা যায়? ক. 10 খ. 32 গ. 50. ঘ. 64
নিচের কোন Data Type এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে ডাটা (ছবি, শব্দ, গ্রাফ ইত্যাদি) এনে Field-এ রাখা যায়? (ক) Memo (খ)Text (গ) OLE (ঘ)Currency
কোনটি মিথ্যা? ক. Primary Key অবশ্যই Unique হয় খ. Primary Key Field-এ Null Value থাকতে পারে গ. Foreign Key হল অন্য Table এর Primary Key ঘ. কোনটিই নয়
Data base এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফান্ডামেন্টাল অবজেক্ট (ক) Table (খ) Query (গ) Form (ঘ)Report
Find all information of the students whose age are above 20 years সঠিক query কোনটি? (ক) select from student info where age> 20 (খ) select from student info where age>= 20 (গ) select from student info where age 20 (ঘ )select from student info where age<= 20
ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলা হয় (ক) File. (খ) Record (গ) Table (ঘ) Field
Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা ক. সুন্দরভাবে প্রদর্শন করা খ. সাজিয়ে প্রিন্ট করা গ. রেকর্ডগুলো সাজানো ঘ. খুঁজে বের করা
ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- (ক) File (খ) Record (গ) Table (ঘ) Field
এক্সেলে Paste Special কমান্ড ব্যবহার হয়। ক. Formula কপি করার জন্য খ. Value কপি করার জন্য। গ. Format কপি করার জন্য ঘ. সবগুলো
Relationship তৈরির শর্ত নয় কোনটি? ক. উভয় টেবিলের একটি কমন Field থাকতে হবে খ. Relationship তৈরি হয় Primary Key ও Foreign Key গ. উভয় টেবিলকে একই Window তে দৃশ্যমান থাকতে হবে ঘ. উভয় টেবিলে কমন Field এর Data type, Size, এর Property সমান না হলেও চলে
এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে? ক. TODAY খ. NOW গ. DAY ঘ. DATE VALUE
নিচের কোনটি সত্য? ক. = ABS(-2) = -2 খ. = CELLING(-2.5, 2) = -4 গ. = FLOOR (-2.5, 2) = 4 ঘ. সবগুলো
নিচের কোটি Web Browser নয়? ক. Internet Explore খ. Mozila Firefox LIC গ. Opera ঘ. Facebook
সেল অ্যাড্রেস D10 এর অর্থ কী? ক. D নং কলামের 10 নং সারি খ. D নং সারির 10 নং কলাম গ. D1 নং কলামের ০ নং সারির ঘ. D1 নং কলামের ০ নং কলাম
=SUM(“5”, 15, TRUE)=? ক. 20. খ. 21 গ. 16 ঘ. 25
Go To Page এর কাজ কী? ক. নির্দিষ্ট Text Box-এ যেতে খ. নির্দিষ্ট Column-এ যেতে গ. নির্দিষ্ট কোন Paragraph-এ যেতে ঘ. নির্দিষ্ট কোন Page-এ যেতে
Horizontal Scaling কী? ক. অক্ষরগুলোকে উল্লম্বভাবে প্রসারিত করা খ. বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা। গ. শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা। ঘ. অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
Horizontal Scaling কী? ক. অক্ষরগুলোকে উল্লম্বভাবে প্রসারিত করা খ. বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা। গ. শব্দগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা। ঘ. অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
Microsoft Power Point কী ধরনের প্রোগ্রাম?
ক. Spread sheet Program খ. Word Processing program গ. Presentation Program ঘ. Data base Program
কোনটি স্ট্যাটিসটিক্যাল ফাংশন? ক. Lost () খ. Average () গ. Mid () ঘ. Exact ()
2