Graphic Design and Outsourcing

অতি সংক্ষেপে উত্তর দাও।

পূর্ণনাম লিখুন RGB| অথবা, RGB-এর পূর্ণরূপ লেখ।

উত্তরঃ RGB এর পূর্ণনাম হলো- Red, Green, Blue

রং কি?

উত্তরঃ রং একটি রাসায়নিক উপাদান পদার্থ। অর্থাৎ আমাদের চোখের সামনে যা কিছু দেখি প্রতিটি বস্তুতেই রং-এর উপস্থিতি বিদ্যমান।

RGB বলতে কী বুঝায়?

উত্তরঃ Red Green, Blue এই তিনটি রং-কে সংক্ষেপে RGB বলে।

সাদা রং উৎপন্ন করার উপাদানগুলো লেখ।

উত্তরঃ সাদা বা শ্বেত বা অভ্র একটি রং বা বর্ণ। তিনটি মৌলিক রঙের আলো প্রায় সমান পরিমাণে চোখে আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে বং দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা রং। দর্শনে কোনো হিউ (Hue) বা ধূসরতা থাকে না। সুতরাং, সাদা রঙের উপাদানগুলো হলো– (i) হাইড্রোজেন (ii) হিলিয়াম (ii) নাইট্রোজেন (iv) অক্সিজেন (v) নিয়ন (vi) ফসফরাস (vii) আর্গন (vii) ফুরিন। সাদা রঙের ক্ষেত্রে RGB এর মান R = 255, G = 255, B= 255. CYMK-এর মান C = 0. M = 0, Y = 0, K = 0 এবং HSV-এর মান যথাক্রমে  H= 0°, S=0%, V= 100%

CMYK বলতে কী বুঝায়? অথবা, CMYK দিয়ে কী বুঝায়?

উত্তরঃ CMYK হলো Cyan, Magenta, Yellow এবং Key Colour (Black) এর সমন্বয়ে গঠিত একটি কালার মডেল, যা কালার প্রিন্টিং-এ ব্যবহৃত হয়।

মৌলিক রং কয়টি ও কী কী?

উত্তরঃ মৌলিক রং ৩টি, যথা- লাল, হলুদ এবং নীল। [বি.দ্র. RGB ও একটি মৌলিক রং। তবে RGB কালার মোড হলো ভিজুয়্যাল কালার মোড]

শূন্যস্থান পূরণ কর

Red, Green, Blue কে সংক্ষেপে________বলে।

উত্তর: RGB

Colour প্যালেট থেকে________নির্বাচন করা যায়। 

উত্তর: বিভিন্ন রং

Red = Yellow +________. 

উত্তর: Magenta

100% Alpha অর্থ হলো ________

উত্তর: গাঢ় রং 

Gray Scale দিয়ে ________ ও________ রঙের মিশ্রণকে বুঝায়। অথবা, Gray Scale বলতেও বুঝায়। ________ ও ________ রঙের মিশ্রণকে।

উত্তর: সাদা, কালো 

Cyan 100%, Yellow 100% মিলে ________তৈরি হয়। অথবা, শতভাগ আকাশি এবং শতভাগ হলুদ মিলে______ তৈরি করা হয়। অথবা, 100% Cyan ও 100% Yellow একত্রে ______ কালার উৎপন্ন করে।

উত্তর: সবুজ/Green 

RGB এর পূর্ণরূপ________। 

উত্তর: Red, Green, Blue 

Red কালার তৈরি হয় ________ ও মেজেন্টা কালারের সমন্বয়ে। 

উত্তর: হলুদ

হলুদ ও লাল এর মিশ্রণে ________ কালার তৈরি করা যায়। অথবা, Red 100% ও Yellow 100% মিলে ________ তৈরি হয়। 

উত্তর: কমলা/Orange 

Black & White রঙের মিশ্রণকে ________ বলে। 

উত্তর: Gray Scale 

________ও________ রঙের মিশ্রণ হলো কমলা। 

উত্তর: লাল, হলুদ 

মৌলিক রং________ প্রকার।

উত্তর: ৩ 

Gradient বলতে একাধিক _____ এর মিশ্রণকে বুঝায়।

উত্তর: রং

________হচ্ছে বিশেষ এক ধরনের Colour Mode । 

উত্তর: RGB

সত্য/ মিথ্যা নির্ণয়

প্রেসের প্রিন্ট মেশিনে প্রিন্ট করতে RGB Colour Mode ব্যবহৃত হয়। মিথ্যা

আলোর রং হলো CMYK। সত্য

Gray Scale দিয়ে রঙিন ডিজাইন করা হয়। অথবা, Gray scale mood এ রঙিন ডিজাইন করা যায়। মিথ্যা Green = Yellow + Cyan. সত্য

আমরা রং দেখি আলোর প্রতিসরণের জন্য। মিথ্যা

Cyan 100% Yellow 100% মিলে Red তৈরি হয়। মিথ্যা

সাদা-কালো রঙের মিশ্রণ হচ্ছে RGB | মিথ্যা

CMYK বলতে কমপ্লিমেন্টারি Colour বুঝায়। সত্য

RGB বলতে প্রাথমিক Colour কে বুঝায় না। মিথ্যা

Color Palette থেকে বিভিন্ন রং নির্বাচন করা যায়। সত্য

Red, Green, Blue________কে সংক্ষেপে বলা হয় RGB। সত্য

Cyan 100% ও Yellow 100% মিলে নীল রং তৈরি করা হয়। মিথ্যা

গ্রেডিয়েন্ট________এর সাহায্যে একাধিক রঙের মিশ্রণ ঘটে। সত্য

Cyan 100% ও Yellow 100% মিলে Green তৈরি হয়। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

Magenta 100% এবং Yellow অথবা, Magenta 100% এবং Yellow 100% মিলে কোন রং তৈরি হয়? 

উত্তর: Red 

দুই বা ততোধিক রং শুরু হয়ে ক্রমশ মিশ্রিত হওয়াকে গ্রেডিয়েন্ট বলতে কী বলে?

উত্তর: গ্রেডিয়েন্ট 

গ্রেডিয়েন্ট বলতে কী বুঝায়?

উত্তর: একাধিক রঙের মিশ্রণ 

Gray Scale দিয়ে কোন দুটি রঙের মিশ্রণকে বুঝায়! 

উত্তর: Black & White 

কালার প্যালেট থেকে কী নির্বাচন করা যায়? অথবা, Color Palette থেকে কী নির্বাচন করা হয়। 

উত্তর: রং 

Cyan 100% Yellow 100% মিলে কোন রং তৈরি হয়?

উত্তর: Green 

সাদা-কালো ছবি Colour করতে কোন Option এ কাজ করতে হয়? 

উত্তর: Auto Colour 

RGB হল________ 

উত্তর: মূল রং 

নীল Colour তৈরি হয়______

উত্তর: Cyan 100% + Magenta 100%

Adobe Photoshop

Image কয় প্রকার ও কী কী? অথবা, ইমেজ কয় প্রকার?

উত্তরঃ বিভিন্ন আকৃতিতে প্রদর্শন বা উপস্থাপন করে ডকুমেন্টকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইমেজ ব্যবহার করা হয়। Image বিভিন্ন প্রকার, যথা- Bitmap Grayscale. Duonote, Index colour, RGB colour, CMYK colour, Lab colour, Multichannel.

Palettes কি?

উত্তরঃ ডকুমেন্টের ইমেজ বা টেক্সটসমূহকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য Palettes প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের Palettes-এর ব্যবহারে ডকুমেন্টের কার্যাবলিকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায়, যেমন- Navigator Palette, Info Palette, Options Palette, Colour Palette, Brush Palette, Layer Palette প্রভৃতি।

Star tools-এর কাজ কী?

উত্তরঃ Star tools ব্যবহার করে বিভিন্ন ধরনের তারকা চিহ্ন ব্যবহার করা যায়। উক্ত তারকা চিহ্নিত অপশন থেকে মনের মতো করে গ্রাফিক্সের সৌন্দর্য বৃদ্ধি করা হয়ে থাকে।

Group object কি?

উত্তরঃ অনেকগুলো অবরোক্টকে একত্রে সিলেট করে গ্রুপ করাকে Group object বলে। Group তৈরি করে কোনো পরিবর্তন করলে গ্রুপের সব অবজেক্টই পরিবর্তিত হয়। গ্রুপ করে Object সেভ করে রাখলে পরবর্তীতে একত্রে পরিবর্তন করা যায়।

Layer কী? অথবা, Graphics Design-এ Layer-এর প্রয়োজনীয়তা অথবা, Layer বলতে কী বুঝায়?

উত্তরঃ জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেবেল তৈরি করা যায়- এই ভিন্ন ভিন্ন লেবেলকে লেয়ার বলা হয়। ব্যবহারকারী যখন নতুন ডকুমেন্টে কাজ শুরু করে, তখন সব আর্টওয়ার্ক একটি লেয়ারে স্থাপিত হয়।

Stroke-এর কাজ কি?

উত্তরঃ Image-এ Border দিতে Stroke করা হয়।

Crop কী কাজে ব্যবহার হয়।অথবা, Crop tool-এর কাজ কী?

উত্তরঃ Crop টুল ব্যবহার করে কোনো ছবি বা অবজেক্ট-এর অংশবিশেষ কেটে নেয়া যায়।

Text কয় প্রকার ও কী কী?

উত্তরঃ Text ছয় প্রকার, যথা- (i) Text Boxes (ii) Entering and Editing Text (iii) Checking Spelling (iv) Applying Character Attributes (v) Applying Paragraph Attributes (vi) Style Sheets

Pixel কী? অথবা, পিক্সেল কী? অথবা, Pixel দিয়ে কী বুঝায়?

উত্তরঃ Dot per inch-কে Pixel বলে। কোনো গ্রাফিক্সের পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে। Pixel হলো একটি চিহ্ন।

Resolution কী?

উত্তরঃ গ্রাফিক্সের ক্ষেত্রে Resolution একটি মূল বিষয়। কোনো গ্রাফিক্সে Resolution যত বেশি হবে, ছবি তত ফুটে উঠবে। Resolution সাধারণত দৈর্ঘ্য x গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয়।

পূর্ণনাম লেখ JPEG অথবা, JPEG কী? অথবা, JPEG এর পূর্ণরূপ লেখ। অথবা, JPEG অর্থ কী? অথবা, JPEG ফরম্যাট-এর অর্থ কী?

উত্তরঃ JPEG এর পূর্ণরূপ হলো— Joint Photographic Export Group.

পূর্ণনাম লেখ : DCS অথবা, DCS-এর পূর্ণরূপ লেখ। অথবা, DCS-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ DCS-এর পূর্ণনাম হলো Desktop Colour Separation.

File Extension Picture format লিখো/ Picture format-এর জন্যে ব্যবহৃত File ফরম্যাটগুলোর নাম লেখ।

উত্তরঃ File extension picture format – JPEG, TIFF, MPEG

Drop caps ব্যবহার করে কোন Effect সৃষ্টি করা যায়?

উত্তরঃ Drop caps ব্যবহার করে Text effect করা যায়।

Photoshop Level গুলোর নাম লেখ।

উত্তরঃ ফটোশপ-এর লেভেলগুলো হলো- Image. Shadows, Midtowns. Highlights

Image-এর অংশবিশেষকে কী বলা হয়।

উত্তরঃ Image-এর অংশবিশেষকে বলা হয় Flip

Filter এর মূল কাজ লেখ/ অথবা, Filter-এর কাজ লেখ/ অথবা, Filter-এর কাজ কী? Graphics design এ Filter এর কাজ কী?

উত্তরঃ Filter এর মূল কাজ হলো অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া।

Adobe photoshop-এর মূল বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ অ্যাডোবি ফটোশপ-এর মূল বৈশিষ্ট্য হলো ছবি সম্পাদনা (Image edit) করা।

এক Program-এর তথ্য অন্য Program-এ পাঠানোর পদ্ধতিকে কী বলে?

উত্তরঃ এক Program-এর তথ্য অন্য Program-এ পাঠানোর পদ্ধতিকে বলে Export

Radial ও Line-এর কাজ লেখ।

উত্তরঃ Radial এবং Liner হলো গ্রেডিয়েন্ট টুল। কোনো অবজেক্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য Radial Liner মেডিয়েন্ট টুল ব্যবহার করা হয়।

কোনো নির্দিষ্ট Page-এ যেতে হলে কোন Command ব্যবহৃত হয়।

উত্তরঃ কোনো নির্দিষ্ট Page-এ যেতে হলে Go to page কমান্ড ব্যবহৃত হয়।

Horizontal centered alignment এর শর্টকাট কমান্ড লেখ।

উত্তরঃ Ctrl+ shift+ C

Graphics বা Animation-কে সাধারনত কি নামে অভিহিত করা হয়?

উত্তরঃ Graphic বা Animation কে সাধারনত Movie নামে অভিহিত করা হয়।

File-এর Resolution নিয়ন্ত্রণকারী মুড কি?

উত্তরঃ File-এর Resolution নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে JPG

Mask বলতে কী বুঝ? অথবা, Mask কী?

উত্তরঃ “মাস্ক” একটি গ্রাফিক্যাল পরিষ্কারকারী টুল হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রধানভাবে ছবি বা অন্যান্য চিত্রিত উপাদানের বিশেষ অংশ কোন বিশেষ রঙে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।

Brightness কি?

উত্তরঃ ছবির উজ্জ্বলতাকে Brightness বলে। Brightness একটি কার্যকরী প্যারামিটার হিসেবে ব্যবহৃত হয়, যা একটি চিত্র বা স্ক্রিনের উজ্জ্বলতা সম্পর্কিত। এটি একটি স্কেল হয়, যা সাধারণভাবে 0 থেকে 100 এর মধ্যে হয়, যেখানে 0 হলো সবচেয়ে কম উজ্জ্বল এবং 100 হলো সবচেয়ে উজ্জ্বল।

Burn tools কেন ব্যবহার করা হয়।

উত্তরঃ একটি Image-এ নির্দিষ্ট অংশকে Dark করতে Burn Tools ব্যবহার করা হয়।

Eye-dropper tools-এর কাজ কী?

উত্তরঃ Eye-dropper টুলস এর কাজ হল Image-এর নমুনা কালার প্রদর্শন করা।

Warp tools কি? অথবা, Warp tools-এর কাজ কী?

উত্তরঃ Warp tools হলো চিত্র, চিত্রের আকার, পাথের আকার ইত্যাদি বিষয়সমূহকে নিয়ন্ত্রণ করতে পারে।

Adobe photoshop কি? Adobe photoshop কোন ধরনের Software? Adobe photoshop কোন ধরনের প্রোগ্রাম?

উত্তরঃ অ্যাডোব ফটোশপ হলো গ্রাফিক্সভিত্তিক ফটো এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটি প্রধানভাবে ছবি বা অন্য চিত্র উপাদানের পরিষ্কারকরণ, সম্পাদনা, প্রকাশন, ও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এটি প্রিন্ট মিডিয়া, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, ফিল্ম পোস্ট-প্রোডাকশন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়।

Voctor এবং  Raster গ্রাফিক্স বলতে কি বুঝায়?

উত্তরঃ ভেক্টর গ্রাফিক্সঃ Vector গ্রাফিক্স হচ্ছে জ্যামিতিক প্রিমিটিভ যেমন বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স এর ছবি উপস্থাপনের পদ্ধতি।

রাস্টার গ্রাফিক্সঃ রাস্টার গ্রাফিক্স হলো ছবি বা ডিজিটাল ছবি বা বিটম্যাপ যা এক ধরনের উপাত্ত, ফাইল বা সংগঠন, যাতে সাধারণ কম্পিউটার মনিটর, কাগজ বা অন্য কোনো পর্দায় প্রদর্শনযোগ্য পিক্সেলের বা রঙ বিন্দুর আয়তাকার গ্রিডসংক্রান্ত তথ্য রক্ষিত থাকে। যাতে প্রতিটি পিক্সেলের রং আলাদাভাবে সংজ্ঞায়িত হয়।

Adobe Photoshop প্রোগ্রামে লেয়ার ব্যবহার করা হয়

উত্তরঃ ফটোশপে কাজের সুবিধার্থে বিভিন্ন ইমেজ কাজকে ভিন্ন ভিন্ন লেবেলে নেওয়ার জন্য ফটোশপ লেয়ার ব্যবহার করা হয়।

Zoom tool- এর কাজ কি?

উত্তরঃ ফটোশপে ছবিগুলো ছোট বা বড় করে কাজ করার জন্য Zoom tool ব্যবহার করা হয়। Zoom tool ব্যবহার করে ফটোশপে ছবিগুলোকে Zoom in বা Zoom out করে দেখা সম্ভব।

Paste করার Keyboard কমান্ড কী?

উত্তরঃ Paste করার Keyboard কমান্ড হলো- কন্ট্রোল+ভি Ctrl + V

Print করার Keyboard কমান্ড কী?

উত্তরঃ Print করার Keyboard কমান্ড হলো- Ctrl + P

একটি ইংরেজি ফন্টের নাম লেখ।

উত্তরঃ ইংরেজি ফন্ট হলো- Calitri (Body), Tammoha, Times New Roman

Bitmap-এ কয়টি colour থাকে?

উত্তরঃ Bitmap কালার মোড Image তৈরিতে শুধুমাত্র কালো এবং সাদা ব্যবহার হয় ।

Canvas size কী?

উত্তরঃ Canvas size ব্যবহার করে কোনো ফিক্সড সাইজের ইমেজের সাইজ পরিবর্তন না করেই ছবির দুই B ধারে লেখা বা নতুন ইমেজ যোগ করা হয়।

লেয়ারকে Flation করলে কী হয়!

উত্তরঃ অনেকগুলো লেয়ার একটি লেয়ারে রুপান্তরিত হয়

Brush প্যালেটে কি কি বিদ্যমান?  

উত্তরঃ Brush প্যালেটে বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে।

Soft round, Soft round pressure size, Soft round pressure opacity, Spatter 14 pixel, Chalk 60 pixel, Star 70 pixel, Dry Brush, Hard round, Round point stiff, Chalk, Hard round pressure size ইত্যাদি। এ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে।

কীভাবে Text আকর্ষণীয় করা যায়?

উত্তরঃ ভার্চুয়াল ইফেক্টের ব্যবহারের মাধ্যমে Test-কে আকর্ষণীয় করা যায়।

কোনো নির্দিষ্ট Page-এ যেতে হলে কোন Command ব্যবহৃত হয়?

উত্তরঃ কোনো নির্দিষ্ট Page-এ যেতে হলে Go to page command ব্যবহৃত হয়।

Resolution-এর একক লেখুন অথবা, Resolution-এর একক কী?

উত্তরঃ Resolution-এর একক হলো Pixel

Horizontal scaling কী?

উত্তরঃ কোনো ডকুমেন্টের বাক্যসমূহকে সমান্তরালভাবে প্রসারিত করাকে বলা হয় Horizontal scaling

Invert এর কাজ কী?

উত্তরঃ Invert-এর কাজ হলো ইমেজকে নেগেটিভ করা।

Ungroup কি?

উত্তরঃ কোনো Object-কে Group মুক্ত করাকে Ungroup বলে।

Photoshop-এর অ্যাংকর পয়েন্ট কয়টি?

উত্তরঃ Photoshop-এর অ্যাংকর পয়েন্ট ৩টি।

Colour Seperate বলতে কি বুঝায়?

উত্তরঃ কালার সেপারেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মূল রং ও ডিজিটাল ফাইলসমূহ প্রিন্টিংয়ের জন্য চারটি পৃথক রঙের উপাদানসমূহে পৃথক করা হয়। ফাইলের প্রতিটি উপাদান চারটি রঙের সমন্বয়ে মুদ্রিত হয়, যেমনঃ- Cyan, Magenta, Yellow and Black যা কিনা CMYK দ্বারা পরিচিত।

Go to page –এর কাজ কি?

উত্তরঃ কোনো নির্দিষ্ট Page এ যেতে go to page command ব্যবহৃত হয়।

Stroke command-এর Fore ground colour হিসাবে কোন রং ব্যবহৃত হয়?

উত্তরঃ Stroke command-এর Fore ground colour হিসাবে কালো রং ব্যবহৃত হয়।

রাস্টারাইজ কী? Raster image কি? অথবা, Bitmap Image বলতে কী বুঝায়।

উত্তরঃ রাস্টার ইমেজ, ইমেজের পিক্সেল তৈরি করে, যা বিটম্যাপ ইমেজ হিসাবেও পরিচিত। রাষ্ট্রারাইজিং হলো বিটম্যাপ-এর প্রক্রিয়া যেমন- টিউনিং ভেক্টর, টেক্সট লেয়ার, লেয়ার ইফেক্ট অথবা অন্য কোনো ধরনের গ্রাফিক্স ইত্যাদি।

ফটোশপে ইমেজকে কীভাবে রিসাইজ করা যায়?

উত্তরঃ Select image> click image menu> Click Image size> এরপর ডায়ালগ আসবে> এরপর Width ও Height থেকে যথাক্রমে ইমেজের সাইজ নির্ধারিত করতে হবে এবং প্রয়োজনমতো Resolution থেকে ইমেজের resolution সেট করতে হবে। সবশেষে OK click করতে হবে।

ফটোশপে ওয়ার্ক এরিয়ার মাঝে কি ধরনের বার থাকে?

উত্তরঃ ফটোশপ ওয়ার্ক এরিয়াতে ডকুমেন্ট ট্যাব, ক্যানভাস, টুল প্যানেল, কালার অপশন, অ্যাডজাস্টমেন্ট/সাইন, লেয়ার এবং অপশন যার থাকে।

ফটোশপে ব্যবহৃত ল্যাসো টুলগুলোর নাম লেখ।

পলিগনাল ল্যাসো টুল (Polygonal Lasso tool)

ম্যাগনেটিক ল্যাসো টুল (Magnetic Lasso tool)

কপি মার্জ কি? কপি মার্জ এর কাজ কি?

উত্তরঃ সব লেয়ার একত্রীকরা করাকে কপি মার্চ বলে। এর মাধ্যমে সমাহার ছবি গুলি যুক্ত হয় এবং একটি কমপ্যাক্ট ছবি তৈরি হয় যা পূর্ণভাবে অবশ্যই একই ছবি হতে হবে তা নয়। প্রতিটি ছবির পিক্সেল মূলত সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।

কপি মার্জ কাজের পাশাপাশি, প্রযুক্তিবিদের ছবি সম্পাদনা প্রক্রিয়া গুলি সমৃদ্ধ করে এবং নতুন একটি পরিচিত ছবি তৈরি করতে সহায়ক হয়।

Lasso tool-এর কাজ কি?

উত্তরঃ Lasso টুল ব্যবহার করে কোনো ইমেজের নির্দিষ্ট স্থানে মুক্তভাবে সিলেকশন করা যায়।

Zip ফাইলের কাজ দেখ।

উত্তরঃ Zip হলো একটি আর্কাইভ ফাইলের ফরম্যাট। Zip একটি ছোট সফটওয়্যার। Zip সফটওয়্যারের সাহায্যে এক বা একাধিক ফাইলকে সংকুচিত করে একটি ফোল্ডারে জমা রাখে। এটি লসলেস ডাটা সংকোচনকে সমর্থন করে।

Adobe photoshop মূলত কী ধরনের কাজে ব্যবহার করা হয়

উত্তরঃ অ্যাডোব ফটোশপ মূলত ফটো এডিটিং এর কাজে ব্যবহার করা হয়

Photoshop image-এর কয়েকটি File format-এ নাম লিখুন।

উত্তরঃ ফটোশপ ইমেজ-এর কয়েকটি File format হলো-

কোনো সাদা-কালো ছবি Colour করার জন্য কোন অপশনে কাজ করতে হয়।

উত্তরঃ কোনো সাদা-কালো ছবি Colour করার জন্যে Auto Colour Option-এ কাজ করতে হয়।

গ্রাফিক্স কি?

উত্তরঃ গ্রাফিক্স হলো এমন একটি সদৃশ মাধ্যম, যার দ্বারা কোনো পৃষ্ঠের উপর কিছু ছবি বা নকশা আঁকাকে বুঝায়, যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এবং তা আমাদেরকে কোন ভাবার্থ বা বিনোদন অথবা সচিত্রক ভাব প্রকাশ করে।

Image বলতে কী বুজায়।

উত্তরঃ ইমেজ এমন একটি নিদর্শন, যা ভিজুয়াল ধারণাকে চিত্রিত করে, যেমন- একটি ফটোগ্রাফ বা অন্যান্য দ্বি-মাত্রিক ছবি, যা কোনো বিষয়ের সাথে সাদৃশ্যযুক্ত; সাধারণত একটি বস্তুকে একইভাবে এটি চিত্রিত করে। সুতরাং কোনো স্থির ছবি বা চিত্রকে ইমেজ বলা হয়।

Ungroup করার ধাপগুলো লেখ।

উত্তরঃ Ungroup করার ধাপগুলো হলো- Layer> Group> Group প্রোপার্টিজ হতে Ungroup করতে হবে।

Reflect tools কী কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ প্রতিবিম্ব সৃষ্টির জন্য Reflect tools ব্যবহার করা হয়।

Image space কি?

উত্তরঃ ইমেজ স্পেস হলো ত্রি-মাত্রিক সমন্বয় ব্যবস্থা, যাতে স্ক্রিন স্পেস থাকে। এটি এমন একটি স্থান, যেখানে ক্যামেরার ট্রান্সফর্মেশন আউটপুটকে নির্দেশ করে। ইমেজ স্পেস ত্রিমাত্রিক ভলিউমকে সংঙ্গায়িত করতে ব্যবহৃত হয়।

Projection কী?

উত্তরঃ একটি প্লেন বা বাঁকা সূর্যের উপর সমতল পৃষ্ঠের হেন করা স্থানাঙ্ক উপস্থাপনের পদ্ধতি হলো Projection

Clipping কি?

উত্তরঃ কোনো একটি উইন্ডোর নির্দিষ্ট অংশে অবস্থিত কোনো ছবির ভেতরের অথবা ভেতরের কিছু অংশকে চিহ্নিত করার প্রক্রিয়াকে ক্লিপিং বলে।

Image-কে কেন Compress করা হয়।

উত্তরঃ Image-এর সাইজ ছোট করার জন্য Image কে Compress করা হয়।

Brush Size বড় করার Key-board Command কি?

উত্তরঃ  Brush সাইজ বড় করার Key-board Command হলো [ (opening bracket)

Revert কী কাজে ব্যবহৃত হয়।

উত্তরঃ বর্তমান ফাইলকে সর্বশেষ সংরক্ষিত ফাইলের সাথে প্রতিস্থাপন করতে Revert ব্যবহৃত হয়।

কয়েকটি Graphics Software-এর নাম লেখ।

উত্তর : কয়েকটি Graphics Software হলো- Adobe Photoshop. Adobe Illustrator, Adobe Premium, Corel draw ইত্যাদি

Zoom out বলতে কী বুঝায়?

উত্তরঃ Zoom out বলতে Image কে ছোট করা বুঝায়।

Mesh tool এর কাজ কী?

উত্তরঃ যে-কোনো Shape এর Gradients তৈরি করতে Mesh tool ব্যবহার করা হয়।

Revert Shortcut কোনটি?

উত্তরঃ Revert-এর Shortcut কমান্ড হলো- F12

Get Text Option-টি কি কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ Get text option-টি Text import করার কাজে ব্যবহৃত হয়।

স্ক্যাটার গ্রাফ টুল-এর কাজ কী?

উত্তরঃ X অক্ষ এবং Y অক্ষ এর মাঝে পরিবর্তনের জন্য স্ক্যাটার গ্রাফ টুল ব্যবহার করা হয়।

ফটোশপ ওয়ার্ক এরিয়ার মাঝে কী ধরনের বার থাকে?

উত্তরঃ ফটোশপ ওয়ার্ক এরিয়াতে ডকুমেন্ট ট্যাব, ক্যানভাস, টুল প্যানেল, কালার অপশন, অ্যাডজাস্টমেন্ট সাইন, লেয়ার এবং অপশন বার থাকে।

ইরেজার টুল-এর কাজ কী?

উত্তরঃ ইরেজার টুল দিয়ে কোনো কিছু মোছা যায়।

কোন বাটনে ক্লিক করলে ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়া যাবে?

উত্তরঃ Ctrl + Q বাটনে Click করলে ফটোশপ উইন্ডো যেখান থেকে বের হওয়া যাবে।

কোন ইমেজের নির্বাচিত অংশকে ভাগ করে যুক্ত করে কোন টুল নিয়ে?

উত্তরঃ কোনো ইমেজের নির্বাচিত অংশকে ড্র্যাগ করে মুক্ত করে Move tool দিয়ে।

টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কত ভাবে?

উত্তরঃ টুল বক্স থেকে ২ ভাবে টুল নির্বাচন করা যায়।

Raster ও Vector Image তৈরি করে, এরূপ দুইটি সফটওয়্যারের নাম লিখুন।

উত্তরঃ Raster ও Vector image তৈরি করতে পারে এরূপে দুটি সফটওয়্যার হলো- Adobe Photoshop, Adobe Illustrator.

Sublayer কি?

উত্তরঃ জটিল ড্রয়িংকে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেবেল তৈরি করা যায়, এই ভিন্ন ভিন্ন লেবেলকে সাবলেয়ার বলা হয়। ব্যবহারকারী যখন নতুন ডকুমেন্টে কাজ শুরু করে তখন সব আর্ট ওয়ার্ক একটি লেয়ারে স্থাপিত হয়।

Plugins কি?

উত্তরঃ Plugins এক ধরনের সফটওয়্যার কম্পোনেট।

TIFF-এর পূর্ণরূপ কী? এটি কী ধরনের ফরম্যাট?

উত্তরঃ TIFF-এর পূর্ণ রূপ হলো Tagged image File Format এটি ইমেজ ফাইল ফরম্যাট।

Image বড় করাকে কী বলে?

উত্তরঃ Zoom in.

শূন্যস্থান পূরণ কর

Stamp tools________প্রকার। 

উত্তর:

Ungroup এর কাজ হলো________।

উত্তর: Group বাতিল করা। 

Outline Command টি Keyboard থেকে দিতে________ Press করতে হবে।

উত্তর: Ctrl+Y 

Zoom out এর কাজ হলো________। 

উত্তর: ইমেজকে ছোট করা। 

Tool Box থেকে________প্রকার Tools নির্বাচন করা যায়।

উত্তর:

গ্রে স্কেল Image কে সাদা-কালোতে রূপান্তর করা যায়। অথবা, _____ দিয়ে Gray Scale Image কে সাদা- কালোতে রূপান্তর করা হয়। 

উত্তর: Filter মেনু থেকে

Photoshop এর অ্যাংকর পয়েন্ট________প্রকার। 

উত্তর: ৩ প্রকার

Stroke Command এ Foreground Colour হিসাবে ________ রং ব্যবহার করা হয়। অথবা, ডিফল্ট স্ট্রোক কালার হিসাবে ________ রং ব্যবহার করা হয়। 

উত্তর: কালো

Print Brush Tool________জন্য ব্যবহার করা হয়। অথবা, কাজের জন্য Paint Brush Tool ব্যবহার করা হয়। 

উত্তর: ইমেজ সুন্দর করার 

Filter এর কাজ ______ 

উত্তর: অবজেক্টকে বিভিন্ন ইফেক্ট দেয়া। 

Horizontal centered alignment এর Shortcut key হলো________। 

উত্তর: Shift+Ctrl+C 

গ্রাফিক্স ইফেক্ট সৃষ্টি করতে________ Caps ব্যবহৃত হয়। 

উত্তর: Drop 

Photoshop এ ব্যবহৃত ভিন্ন ভিন্ন লেভেলকে বলা হয়। 

উত্তর: লেয়ার 

Image এর অংশবিশেষকে ______ বলা হয়।

উত্তর: Flip 

JPEG এর পূর্ণরূপ________। 

উত্তর: Joint Photographic Export Group. 

DCS এর পূর্ণনাম হলো________।

উত্তর: Desktop Colour Separation

Adobe Primier একটি _______ সফটওয়্যার। 

উত্তর: মাল্টিমিডিয়া 

Resolution________এর একক। 

উত্তর: পিক্সেল

New Layer এর Shortcut________।

উত্তর: Shift + Ctrl + N 

____Tools এর সাহায্যে লেখা যায়।

উত্তর: Pencil/type

Mesh Tools এর Shortcut________। 

উত্তর:

Deselect এর Shortcut________।

উত্তর: Ctrl+D 

Brush palate এ ________ধরনের Brush আছে। 

উত্তর:  বিভিন্ন 

Vector ইমেজকে________ইমেজে রূপান্তর করা যায়।.

উত্তর: Raster/Pixel ১৯।

প্রিন্ট করার পর Immage এর চারপাশে সমানভাবে কাটার জন্য দেয়া ছককে বলে _______। 

উত্তর: বর্ডার

প্রোগ্রামে মোট________টি টুল আছে। অথবা, Photoshop program এ________ টি Tool থাকে। 

উত্তর: ২০টি [বি.দ্র. বর্তমানে টুল প্যালেটে ২০টি টুল বক্স বিদ্যমান। 

যে কোনো Printing Matter প্রিন্ট দিতে হলে______ করে নিতে হয়। 

উত্তর: Select 

Selection tool দিয়ে করা যায়।

উত্তর: Object কে Select 

PPI = _______ per inch 

উত্তর: Pixel 

Copy = Ctrl +_______

উত্তর:C

A4 সাইজ = 8.26″x______

উত্তর: 11.69″ 

লেজার প্রিন্টারে প্রিন্ট হয়________ এর মাধ্যমে। 

উত্তর: আলোকরশ্মি 

Image এর হাইলাইট এর বিপরীত হলো________

উত্তর: Invert (নেগেটিভ)

গ্রাফিক্স ইফেক্টস সৃষ্টি করতে পারে।

উত্তর: drop caps 

Bitmap হচ্ছে বিশেষ এক ধরনের________। 

উত্তর: ইমেজ ফাইল ফরম্যাট

GIF এবং JPEG এর ফাইল আকারে ______

উত্তর: ছোট 

স্বচ্ছ পর্দার মতো কাজ করে ___

উত্তর: লেয়ার 

Stroke ব্যবহার করা হয় _______

উত্তর: Image এ বর্ডার (Border) দেওয়ার জন্য

________এর কাজ হলো নেগেটিভ করা। 

উত্তর: Invert

Zoom in দিয়ে ইমেজকে ______ করা হয়। 

উত্তর: বড়

ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়ার কমান্ড হলো____। অথবা, Adobe, photoshop প্রোগ্রাম বন্ধ করতে Keyboard কমান্ড দিতে হয়। 

উত্তর: Ctrl+Q

Document lock করলে _______ করে না। 

উত্তর: Image নড়াচড়া। 

Eraser টুল দিয়ে________যায়।

উত্তর: মুছা

Path এর জন্য________Tool ব্যবহার করা হয়। 

উত্তর: Pen 

Print করার জন্য________ মুডে File Save করতে হয়। 

উত্তর: JPG

Revert এর short cut হলো _______

উত্তর: F12 

Scale tool________করা যায়। 

উত্তর: দিয়ে ইমেজকে সমানুপাতিক হারে গণনা 

Create outline দিয়ে _____ করা যায়। 

উত্তর: টাইপকে ইমেজে রূপান্তর 

Rotate tool দিয়ে ______ যায়।

উত্তর: ছবিকে নির্দিষ্ট Angle এ ঘুরানো

DCS এর পূর্ণনাম হলো____। 

উত্তর: Desktop Colour Separation 

Pen tools এর সাহায্যে________যায়। 

উত্তর: Path তৈরি করা 

বৃত্ত তৈরির জন্য ______ টুল ব্যবহার করা হয়। অথবা, Circle তৈরির জন্য ______ টুল ব্যবহার করা হয়। উত্তর: Ellipse 

File open করার কীবোর্ড কমান্ড________

উত্তর: Ctrl + O 

কোন ইমেজের নির্বাচিত অংশকে ড্রাগ করে মুভ করে________ টুল দিয়ে। 

উত্তর: Marquee

ইমেজের একই ধরনের পৃথক পৃথক অংশকে সহজে। নির্বাচন করা যায়________ টুল এর মাধ্যমে।

উত্তর:Magic wand 

Canvas Size এর কী বোর্ড কমান্ড ____

উত্তর: Alt+Ctrl+C

File Save করার জন্য________ Key word কমান্ড ব্যবহার করা হয়।

উত্তর: Ctrl+S 

ফাইলের রেজলুশন নিয়ন্ত্রণ করার জন্য ____  মোড ব্যবহার করা হয়।

উত্তর: JPG 

_____হচ্ছে বিশেষ এক ধরনের Colour Mode । 

উত্তর: গ্রে স্কেল 

GIF ফাইল ফরম্যাট ফাইল সাইজ _____ করে।

উত্তর: ছোট

Layer Pallette________মেনুতে থাকে। [মা________

উত্তর: Window 

Reflect tool দিয়ে Object_____এর তৈরি করা যায়। 

উত্তর: ইমেজ

Monitor এ Colour প্রদর্শনের জন্য _______ কার্ড ব্যবহার করা হয়।

উত্তর: Graphics or Video 

Merge layer এর কীবোর্ড কমান্ড হচ্ছে। 

উত্তর: Ctrl+E 

আয়তক্ষেত্র তৈরি করার জন্য _____ tools ব্যবহার করা হয়।

উত্তর: Rectangle 

GIF এর পূর্ণরূপ হচ্ছে ________। 

উত্তর: Graphics Interchange format 

Adobe photoshop একটি _______ সফটওয়্যার।

উত্তর: গ্রাফিক্সভিত্তিক ফটো এডিটিং 

MMX________ইউনিটে ব্যবহার করা হয়। 

উত্তর: পাইপ লাইন ফরমেটিং পয়েন্ট 

Burn tool দিয়ে Image কে________ এ পরিবর্তন করা। যায়।

উত্তর: Dark image 

Crop________কাজে ব্যবহৃত হয়। 

উত্তর: কোনো ইমেজ এর অংশবিশেষ কেটে নেয়ার

Object কে import করার কমান্ড হচ্ছে _______

উত্তর: File > import

লেয়ারকে Flatten করলে____ হয়। 

উত্তর: অনেকগুলো লেয়ার একটি একক লেয়ারে রূপান্তরিত 

________পদ্ধতিতে Group কে Ungroup করা হয়। 

উত্তর: Extract 

Colour ও Text Select করার জন্য Dropper tool ব্যবহার করা হয়।

উত্তর: Eye

Photoshop এ________টি কমান্ড সম্বলিত মেন্যু আছে।

উত্তর: ৯টি 

Graphics image এ Effect সৃষ্টি করতে _____Caps ব্যবহৃত হয়। 

উত্তর: Drop 

Get text option টি________ কাজে ব্যবহার করা হয়। 

উত্তর: Text import করার 

________দিয়ে Clipping mask create করতে হয়।

উত্তর: লেয়ার 

Zoom in এর কাজ হলো________ 

উত্তর: ইমেজ বা অবজেক্টকে বড় করা 

Ungroup বলতে ______ বাতিল করা বুঝায়।

উত্তর: Group 

Lock এর Shortcut Key হলো________

উত্তর: Ctrl + 2

ডিফল্ট স্ট্রোক কালার হিসাবে _____ রং ব্যবহৃত হয়। 

উত্তর: কালো 

Rectangle tool এর কাজ হলো________

উত্তর: শেপ অঙ্কন করা 

Match colour command শুধুমাত্র ______ mode এ ব্যবহৃত হয়।

উত্তর: RGB 

কোনো নির্দিষ্ট Layer যেতে________ কাজটি করতে হয় 

উত্তর: Layer select এর

সত্য/ মিথ্যা নির্ণয়

একাধিক Object এর বিভিন্ন Shape তৈরি করা সম্ভব Blend এর মাধ্যমে। সত্য

Image কে ছোট করা হয় মেশ টুলের মাধ্যমে। অথবা, Mesh tool এর সাহায্যে ইমেজকে ছোট করা যায়। মিথ্যা

Photoshop এর অ্যাংকর পয়েন্ট পাঁচ প্রকার। মিথ্যা

বৃত্ত তৈরি করার জন্য ellipse tool ব্যবহার করা হয়। সত্য

Photoshop এ অ্যাঙ্কর পয়েন্ট হলো ৭ প্রকার। অথবা, Photoshop এ অ্যাঙ্কর পয়েন্ট ৭টি। মিথ্যা

Stroke কমান্ডে ফরগ্রাউন্ড কালার হিসাবে Red ব্যবহৃত হয়। মিথ্যা

Tool box হতে চারভাবে Tool নির্বাচন করা যায়। মিথ্যা

বৃত্ত তৈরি করার জন্য Star tool ব্যবহৃত হয়। মিথ্যা

Blue ও Red রঙের সংমিশ্রণ দিয়ে Gray Scale এর কাজ করা হয়। মিথ্যা

Outline তৈরির জন্য কী বোর্ড কমান্ড হলো Alt + Shift+U অথবা Outline তৈরির Keyboard কমান্ড হলো Shift + Ctrl+0. মিথ্যা

Photoshop Program থেকে বের হওয়ার জন্য Ctrl + Q ব্যবহৃত হয়। সত্য 

Shift + F5 হলো Inverse এর Shortcut মিথ্যা 

Brush sire বড় করা হয় Ctrl++ এর সাহায্যে। মিথ্যা

Crop tools use হয় Image size করে কাটার জন্য। সত্য

Photoshop এ New File এর Shortcut হলো Ctrl+N. সত্য

Ctrl কী দিয়ে Image ড্রাগ করলে Copy হলে। সত্য

Zoom tools এর সাহায্যে Image বড় হয়। সত্য

Scratch Area তে বিদ্যমান অবজেক্টগুলোকে প্রিন্ট করা যায়। সত্য 

Polygon দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়। সত্য

অবজেক্টকে Hide করার মাধ্যমে কাজের গতি বাড়ানো যায়। সত্য

Line ও Curve এই দু’ধরনের Bezier path বিদ্যমান। মিথ্যা 

PAL সিস্টেম বাংলাদেশে ব্যবহার করা হয়।  সত্য

Zip অনেকগুলো ফাইল একত্রিত করে। মিথ্যা

Crop tool দিয়ে Image Paint করা হয়। মিথ্যা

Rotate tool এর কাজ ছোট বড় করা।  মিথ্যা

Magic wand toal দিয়ে রিটাচ করা হয়। মিথ্যা

Ctrl + O দিয়ে ফাইল Save করা হয়। মিথ্যা

মনিটরের রেজলুশন ৩০০ PPI। মিথ্যা

Print Area তে অবস্থিত Image কে প্রিন্ট করা যায়। সত্য

Zoom out এর কাজ ইমেজ ছোট করা।  সত্য

Go to Page এর কাজ নির্দিষ্ট Page এ যাওয়া। সত্য

প্যাটার্ন তৈরির পর তা সম্পাদনা করা যায় না। সত্য

Keyboard থেকে V চাপলে Selection tool টি সিলেক্ট হবে। সত্য

Handle কে Control pointও বলা হয়। সত্য

ফটোশপে কাজের সুবিধার্থে ভিন্ন ইমেজ বা কাজের লেভেলকে বলা হয় লেয়ার। সত্য 

মেশ টুলের কাজ হলো ইমেজকে ছোট করা। অথবা, Mesh tool এর সাহায্যে ইমেজকে ছোট করা করা যায়। মিথ্যা 

Step Forward এর Short cut হলো Shift + Ctrl + Z. সত্য

দুটি কাজ একসাথে দেখার জন্য Revert Key ব্যবহার করা হয়। মিথ্যা 

Zoom out দিয়ে ইমেজকে বড় করা যায়। মিথ্যা 

Transform করা হয় ইমেজ ছোট বড় করার জন্য। সত্য

File এর Resolution নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে JPG. সত্য

তথ্য অন্য Program এ পাঠানোকে Export বলে। সত্য

Elliptical marque tool দিয়ে বৃত্ত তৈরির জন্য Shift কী সহযোগে করতে হয়। সত্য 

GIF ফাইল ফরম্যাট ফটোগ্রাফিস জন্য আদর্শ ফরম্যাট। মিথ্যা

Paint Brush tool ইমেজকে সুন্দর করে। সত্য

ফটোশপ সাপোর্ট করে সর্বোচ্চ পিক্সেল ডাইমেনশন 300.000 by 300.000 Px/Image. সত্য 

Print করার জন্য JPG মুড়ে File Save করতে হয়। সত্য

A4 সাইজের মাপ হলো 8.26″ x 11.69″, সত্য

Stroke ব্যবহার করা হয় Colour পরিবর্তন করতে। মিথ্যা

ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়ার কী বোর্ড কমান্ড হলো Ctrl + e

Ctrl + R ‘কী’ প্রেস করে ডাটা রিপ্লেস করা যায়. সত্য

Alt+F হলো Data finding এর Shortcut মিথ্যা

Burn tools ব্যবহার করে ইমেজে কালার ইফেক্ট দেয়া যায়। মিথ্যা 

Colour Text Select করার জন্য Eye dropper tools ব্যবহার করা হয়। সত্য 

ফটোশপে ইমেজকে একাধিক শেয়ারের ভাগ করা যায়। সত্য

Zoom tool এর কাজ হচ্ছে ইমেজকে কালার করা। মিথ্যা

Grouped object________কে Ungrouped করা যায় না। মিথ্যা

তথ্য অন্য প্রোগ্রামে পাঠানোকে Import বলে। মিথ্যা

Arrange কমান্ড File মেন্যুতে থাকে। মিথ্যা

Line Curve এই দুই ধরনের Bcizer path থাকে। মিথ্যা

ওভারল্যাপ অংশ আলাদা করার জন্য Rotate কমান্ড ব্যবহার করা হয়। মিথ্যা 

Pixel এর সংখ্যা যত বেশি, ছবির কোয়ালিটি তত খারাপ হবে। মিথ্যা

Adobe photoshop এ প্রত্যেক কাজের পূর্বে Stroke দিতে হয়। মিথ্যা

Discrete অর্থ পৃথক করা। সত্য

BMP হলো Raster graphic file format. সত্য

Tagged image file format এর সংক্ষিপ্ত রূপ হলো TIFFI সত্য

TLB দিয়ে TOP Line Border বুঝায়। সত্য

গ্রেডিয়েন্ট এর সাহায্যে একাধিক রং এর সংমিশ্রণ ঘটে। সত্য

Slice tool দিয়ে রং ছড়ানো যায়। মিথ্যা

Brush size বড় করা যায় Shift++ এর সাহায্যে। মিথ্যা

Stroke command এর ফোর গ্রাউন্ড কালার হিসাবে Green ব্যবহৃত হয়। মিথ্যা

Merge layer এর Shortcut কমান্ড হচ্ছে Ctrl + E। সত্য

Shift + Alt + F5 হচ্ছে Inverse এর Shortcut. মিথ্যা

Tool palette এ মোট ১৩টি Tool box আছে। মিথ্যা

Document Lock করলে Image নড়াচড়া করা যায়। মিথ্যা

Regulation এর একক হচ্ছে Pixel। সত্য

Filter এর কাজ হচ্ছে অবজেক্টকে বিভিন্ন ইফেক্ট দেয়া। সত্য 

Ctrl + L কী প্রেস করে ভাটা Replace করা যায়। মিথ্যা

New layer এর Shortcut command Ctrl + m মিথ্যা

Invert এর কাজ হলো Negative করা। সত্য

পাথ অঙ্কনের জন্য ব্যবহৃত হয় Curve fool। মিথ্যা

ভেক্টর ইমেজকে রাস্টার ইমেজে রূপান্তর করা যায়। সত্য 

Outline mode এ Object গুলো তাদের FiIII ও Stroke colour সহ প্রদর্শিত হয়। সত্য

Preferences কমান্ডের মাধ্যমে সুক্ষ্মভাবে অবজেক্টকে স্থানান্তর করা যায়। সত্য

Round corners filter শুধুমাত্র আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের উপর কাজ করে। মিথ্যা

Blur tool ব্যবহার করে Menu bar প্রদর্শন করা যায়। মিথ্যা

Group object কে Ungroup করতে Ctrl + G ব্যবহার করা হয়। মিথ্যা

Star tools এর প্রয়োগ শুধুমাত্র Photoshop এ আছে। মিথ্যা

Filtering করা হয় Effect দেয়ার জন্য। সত্য

Resolution হলো Dot per inch এর সংখ্যা। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

Go to page________এর কাজ কী ? 

উত্তর: নির্দিষ্ট কোনো Page এ যেতে

Lock এর শর্টকাট Key কী? 

উত্তর: Ctrl + 2 

Horizontal Centred Alignment এ শর্টকাট Key কী? 

উত্তর: Shift + Ctrl+C 

Automatic page number________এর কাজ কী? 

উত্তর: স্বয়ংক্রিয়ভাবে Page Number দেয়া 

Document Lock করলে________ 

উত্তর: Image নড়াচড়া করতে পারে না 

নিচের কোনটি মেস টুলের কাজ? অথবা, Mesh tool এর কাজ কোনটি? 

উত্তর: একাধিক রঙের সংমিশ্রণে ইফেক্ট তৈরি করা 

একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করার জন্য কোন অপশনটি ব্যবহৃত হয়?

উত্তর: Unite 

অ্যাডেবি ফটোশপ প্রোগ্রামে কয়টি প্যালেট রয়েছে? 

উত্তর: অ্যাডোবি ফটোশপে প্যালেট নিয়ে নানা ধরনের মন্তব্য বিদ্যমান। কয়েকটি প্যালেট হলো Colour palette, History palette, palette, Layers and Adjustment palette ইত্যাদি উল্লেখযোগ্য। তবে কোথাও ২ ডজন, কোথাও ৭টি, কোথাও ১১টি উল্লেখ পাওয়া যায়।

ফটোশপে কমান্ড অপশন সম্বলিত কয়টি মেনু রয়েছে। 

উত্তর: নয়টি (বি.দ্র. Photoshop CS6 এর টাইটেল বারে Type ও থ্রিডি নামের ২টি মেন্যু আছে।

সিলেকশনের _____ নির্ধারণ করা যায়।

উত্তর: সঠিকতা

Stroke কমান্ডে ফরগ্রাউন্ড কালার হিসাবে কোন রং ব্যবহার করা হয়? (

উত্তর: কালো

ফটোশপে কাজের সুবিধার্থে ভিন্ন ইমেজ বা কাজকে ভিন্ন ভিন্ন লেভেলে রাখা হয়। এ ভিন্ন ভিন্ন লেভেলকেই বলা হয়___

উত্তর: লেয়ার 

ইমেজের অংশবিশেষকে ____ করা যায়।

উত্তর: Flip

Zoom out________এর কাজ কী? অথবা, Zoom out বলতে কী বুঝায়? 

উত্তর: ইমেজকে ছোট করা 

DCS________এর পূর্ণনাম কী?

উত্তর: Desktop Colour Separation 

পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করা হয় কোন কাজের জন্য? 

উত্তর: ইমেজ সুন্দর করার জন্য 

Type mask tool দিয়ে কী কাজ করা যায়?

উত্তর: ভার্টিক্যাল টাইপ মাস্ক তৈরি করা যায় 

ইমেজকে ক্রমশ গ্রেস্কেলে পরিবর্তন করা যায় কোন টুল ব্যবহার করে? 

উত্তর: Sponge Tool

কোন Tool ব্যবহার করলে ইমেজের যে অংশে ফ্ল্যাগ করা হবে, ঐ অংশটির পিক্সেল আবছা করে বের হয়ে প্রান্ত সীমায় ছড়িয়ে যাবে? 

উত্তর: History Brush Tool 

Blur tool ব্যবহারের ফলে কী হবে?

উত্তর: অপশন বার প্রদর্শিত হবে 

কোন কমান্ড দিয়ে গ্রেস্কেলে ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায়?

উত্তর: Posterize কমান্ড 

ফটোশপের অ্যাংকর পয়েন্ট কয় প্রকার?

উত্তর: ৩ প্রকার 

ইন্টারসেশ কী প্রদর্শন করে?

উত্তর: লো-ক্যাপাসিটেন্স ভার্শন 

Lossy এই অপশনটি কেবলমাত্র ____। অথবা, Louy এই Optionটি শুধুমাত্র নিচের কোন Format এর জন্য?

উত্তর:  GIF ফরমেটের জন্য

fps বলতে কী বুঝায়? 

উত্তর: Frames per second

TLB কী? অথবা, TLB এর পূর্ণরূপ 

উত্তর: Top Line Border 

Un group কী? 

উত্তর: কোনো অবজেক্টকে গ্রুপ মুক্ত করা 

কোন Information বা Graphics কে বলে____

উত্তর: Object 

নিচের কোন ফাইল এক্সটেনশনটি পিকচার ফরম্যাট নয়! 

উত্তর: MPEG

গ্রাফিক্স ইফেক্টস সৃষ্টি করতে পারে_____

উত্তর:  Drop caps {বি.দ্র. Drop caps ব্যবহার করে Text Effect তৈরি করা যায়। }

Horizontal Scaling কী? 

উত্তর: বাক্যগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা 

Drop caps ব্যবহার করে ডকুমেন্টে সৃষ্টি করতে পারে।

উত্তর: Text Effect

Adobe photoshop কোন ধরনের প্রোগ্রাম? (

উত্তর: Graphics software 

বৃত্ত তৈরি করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়? অথবা, Circle তৈরি করার জন্য ব্যবহৃত হয়। 

উত্তর: Ellipse tool 

Stroke কী জন্য ব্যবহার করা হয়? 

উত্তর: বর্ডার দেয়া 

Radial এবং Liner নিচের কোনটির অন্তর্গত?

উত্তর: Gradient 

Filter এর কাজ কী। 

উত্তর: অবজেক্টে বিভিন্ন ইফেক্ট দেয়া

একাধিক অবজেক্ট এর মধ্যবর্তী অংশে বিভিন্ন রকমের শেপ তৈরি করা সম্ভব কোনটির মাধ্যমে?

উত্তর: Blend

Outline তৈরির জন্য কীবোর্ড কমান্ড কোনটি?

উত্তর: Ctrl+Y 

কী বোর্ড থেকে V চাপলে কোন টুলটি সিলেক্ট হবে?

উত্তর: Selection tool 

Photoshop এর কাজ শেষে প্রোগ্রাম থেকে বের হওয়ার কমান্ড। 

উত্তর: File -> Exit এবং Ctrl+Q 

টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কয়ভাবে?

উত্তর: দু’ভাবে 

Tool palette এ মোট কয়টি Tool box আছে?

উত্তর: 13 [বি.দ্র. বর্তমানে টুল প্যালেটে মোট 20টি টুল বক্স রয়েছে।]

Send to back এর কাজ কী? 

উত্তর: কোনো Object কে পেছনে পাঠানো 

Get Text option এর কাজ কী? 

উত্তর: Text import করার জন্য 

Rotate picture box এর কাজ কী? [

উত্তর: Picture Box কে নির্দিষ্ট Angle এ ঘুরানো

কোন বাটনে ক্লিক করলে ফটোশপ উইন্ডো প্রোগ্রাম থেকে বের হওয়া যায়? (

উত্তর: ক্লোজ বাটন 

টুল বক্সটি ফটোশপ স্ক্রিনের বাম প্রান্তে কীভাবে অবস্থান করে? 

উত্তর: ঘেঁষে 

হেলপ মেনুস্থ অপশন কোনটি?

উত্তর: Registration

Fade কমান্ড কী কাজে ব্যবহার করা হয়? 

উত্তর:  ফিল্টার,পেইন্টিং টুল, ইংরেজি টুল ইত্যাদি সবগুলোই

ফটোশপে শেয়ার ইফেক্টের ব্যবহার__ 

উত্তর: মোটামুটি

ফটোশপে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা যায় কী দিয়ে? 

উত্তর: কাস্টম প্যাটার্ন তৈরি দিয়ে

Zooming বলতে কী বুঝায়?

উত্তর: ছবি ছোট বা বড় করা 

Adobe photoshop এ নতুন ফাইল খুলতে ক্লিক করতে হবে।

উত্তর: File -> New

Resolution এর একক কোনটি।

উত্তর: পিক্সেল

Revert কী জন্য ব্যবহার করা হয়।

উত্তর: কালার পরিবর্তন করার জন্য 

কোন সিলেকশনে Define pattern হয় না?

উত্তর: টুল ল্যাসো 

Invert এর কাজ কী? 

উত্তর: নেগেটিভ করা 

Brightness বলতে কী বুঝায়?

উত্তর: ইমেজের কালারসহ আলো বাড়ানো/কমানো 

প্রিন্ট করার জন্য কোন মুডে File Save করতে হবে? 

উত্তর: JPG 

File এর Resolution নিয়ন্ত্রণকারী মুড হচ্ছে___

উত্তর: JPG

ফিলপ হরিজন্টাল কী? 

উত্তর: ছবি বিপরীত দিকে ঘোরানো

Platoon ইমেজ কী? 

উত্তর: ব্যাকগ্রাউন্ড লেয়ার মার্জ করা 

Blur tool ব্যবহারের ফলে কী হবে? 

উত্তর: অপসন বার প্রদর্শিত হবে 

Image পাথ করতে হলে_

উত্তর: সিলেকশন করে ইমেজ লক করতে হবে 

তথ্য অন্য Program এ পাঠানোকে বলা হয়___

উত্তর: Export

Group বলতে কোনটিকে বুঝায়?

উত্তর: একাধিক অবজেক্টকে গ্রুপযুক্ত করা 

Resolution কী? 

উত্তর: Screen এর তাড়াতাড়ি Dot X খাড়াখাড়ি Dot সংখ্যা 

নিচের কোনটি Graphics software?

উত্তর: Adobe photoshop, Adobe illustrator, Quark Xpress ইত্যাদি সব কয়টি 

কোনটি Revert এর Shortcut? 

উত্তর: F12 

আলাদা Scanning করা Picture একটি Image এ Fit করতে কোন Option টি লাগবে? 

উত্তর: Free Transform 

অনেকগুলো Layer একই Image এ আনার Command__ 

উত্তর: Merge layer

Unlock All এর Shortcut command কোনটি?

উত্তর: Alt + Ctrl +2 

কপি মার্জ কী?

উত্তর: সব লেয়ার একত্রীকরণ

Feather এর পকেট কী বোর্ড কমান্ড কোনটি? 

উত্তর: Shift + Ctrl + E 

Drop shadow কি?

উত্তর: একটি ইফেক্ট 

ইমেজ এডিটিং Software হলো_____

উত্তর: Photoshop 

কোন অপশন এর মাধ্যমে চার কালার এর কাজকে তিন কালার করা যায়? 

উত্তর: Inverse 

Adjust colour balance এর কীবোর্ড কমান্ড কোনটি? 

উত্তর: Ctrl+B

Margin Guides এর কয়টি Field বয়েছে? 

উত্তর: ২টি 

ইরেজার টুল দিয়ে ___

উত্তর: ছবি মুছা যায় 

Zooming বলতে কী বুঝায়?

উত্তর: ছবি ছোট বা বড় করা 

কোনো ডকুমেন্ট 100% দেখতে চাইলে কোথায় যেতে হবে? 

ক) View> Actual Pixels খ) View> Fit on Screen গ) View> Print Size উত্তর: ঘ) কোনোটিই নয় (সঠিক)

কোন Slice গুলো ডিভাইডেড করা যায় না? 

উত্তর: User Slice, Auto Slice, Layer based slice, ইত্যাদি সবগুলো 

কোন Filter গুলো Smart object হিসেবে ব্যবহৃত হয় না? 

উত্তর: Stylize, Pattern Maker, Auto Slice ইত্যাদি ওপরের সবগুলো 

History brush tool select এ কীবোর্ড কমান্ড কোনটি? 

উত্তর:

কোন ফাইল ফরম্যাটটি এমবেডেড কালার প্রোফাইলস সাপোর্ট করে? 

উত্তর: JPEG, PDF, TIFF (তিনটি ফাইল ফরম্যাটই এমবেডেড কালার প্রোফাইলস সাপোর্ট করে)

ম্যাজিক টুল এর কাজ হলো____ 

উত্তর: Drawing করা 

Adobe photoshop এ নতুন ফাইল খুলতে নিচের কোন কীবোর্ড কমান্ড ব্যবহার করা হয়। 

উত্তর: Ctrl + N 

Merge layer এর শর্টকাট কমান্ড কোনটি? 

উত্তর: Ctrl+E 

Typing tool এর কাজ হচ্ছেー

উত্তর: Text লেখা যায় 

Adobe photoshop কোন ধরনের প্রোগ্রাম?

উত্তর: Photo editing software 

Raster image কে Graphic এ রূপান্তর পদ্ধতিকে বলে

উত্তর: Digital processing 

ভেক্টরাইজেশন এর প্রধান যাগ______

উত্তর: ৩টি 

Resolution এর একক হলো___ 

উত্তর: Pixel

Photoshop এ কাজের জন্য Layer নেয়া যায়

উত্তর: ইচ্ছেমতো

Pen tools এর কাজ কী?

উত্তর: লেখা যায় (বি.দ্র. Pen tool দ্বারা অবজেক্টের পাথ তৈরি করা যায়।) 

Zoom in এর কাজ হলো_____

উত্তর: বড় করা 

নিচের কোন ইফেক্টের সাহায্যে সিলেক্টকৃত অবজেক্ট এর কোমল প্রান্ত নির্ধারণ করা যায়। 

উত্তর: Feather

নিচের কোন ইফেক্ট প্রয়োগের ফলে অবজেক্টের চারপাশে অমসৃণ বা এব্রোথেব্রো করা যায়? 

উত্তর: Zigzag 

যে বিন্দুকে কেন্দ্র করে অবজেক্টের রূপান্তর সম্পন্ন করা হয়, তাকে বলে_______

উত্তর: Transformation point 

Eye drop tool দিয়ে______

উত্তর: Colour তুলে নেয়া যায়

Adobe Illustrator

Illustrator-এ Toolbar না থাকলে কীভাবে আনতে হয়?

উত্তরঃ Illustrator Toolbar এ Windows menu-তে ক্লিক করে Tools option যে টিক মার্ক দিয়ে দিতে হবে। তবেই Tool bar show করবে।

কোন Tool-টি Artwork drag করার কাজে ব্যবহার করা হয়।

উত্তরঃ Hand Tool-কে Artwork drag করার কাজে ব্যবহার করা হয়।

Adobe Illustrator কি? অথবা, Adobe Illustrator কোন ধরনের প্রোগ্রাম, সংক্ষেপে বর্ণনা কর। অথবা, অ্যাডোবি ইলাস্ট্রেটর বলতে কী বুঝায়? অথবা, Adobe Illustrator-এর প্রধান কাজ কী?

উত্তরঃ Adobe Illustrator হলো ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। তবে এখানে গ্রাফিক্সের সাথে লেখালেখির কাজ করা যায়।

Adobe Illustrator প্রোগ্রামে কয় ধরনের গ্রাফ আছে?

উত্তরঃ Adobe illustrator-এ ২ ধরনের গ্রাফ আছে।

Adobe illustrator ডকুমেন্ট Save করার প্রয়োজন কী?

উত্তরঃ ডকুমেন্ট যেন হারিয়ে বা নষ্ট হয়ে না যায়, 84 সেজন্য adobe Illustrator ডকুমেন্ট Save করা প্রয়োজন।

ইলাস্ট্রেটর-এ ব্যবহৃত ২টি প্লাগইনস-এর নাম লেখ।

উত্তরঃ ইলাস্ট্রেটর-এ ব্যবহৃত ২টি প্লাগইনস হলো- (i) Graffix plugin (ii) Xtream path plugin.

Mesh tools-এর কাজ কী?

উত্তরঃ যে-কোনো Shape-এর Gradient তৈরি করতে Mesh tool ব্যবহার করা হয়।

Illustrator-এর New from template-Shortcut টি লেখ।

উত্তরঃ Iiustrator এর New from template-এর shortcut হলো- Shift + Ctrl + N

Illustrator এর Wrap tool-এর কাজ লেখ।

উত্তরঃ ছবির অংশ কাটার জন্য ব্যবহার করা হয়।

Illustrator এ Default artboard-এর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ Illustrator- এ Default artboard- দৈর্ঘ্য = ১১” এবং গ্রন্থ ৮.৫”।

CMYK কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ Print media-এর ক্ষেত্রে ব্যবহার হয়।

শূন্যস্থান পূরণ কর 

Type mask tool দিয়ে_____ করা হয়।

উত্তর: ভার্টিক্যাল টাইপ মাস্ক তৈরি। 

Illustrator হতে অন্য প্রোগ্রামে পাঠানোর পদ্ধতি____বলে। 

উত্তর:  Export 

Artboard এরিয়াকে________ এরিয়া বলে।

উত্তর: Scratch 

Illustrator হচ্ছে একটি________ সফটওয়্যার।

উত্তর: ভেক্টর গ্রাফিক্স 

________ একটি Vector base graphics software,

উত্তর: Illustrator. 

Artwork কে ড্রাগ বা স্কুলিং করে ডান/বাম বা উপর/নিচ করার জন্য _____ টুল ব্যবহৃত হয়। 

উত্তর: Hand

 সত্য/ মিথ্যা নির্ণয়

Type mask tool এর মাধ্যমে vertical type mask তৈরি করা যায়।  সত্য

Illustrator একটি Web browsing software. মিথ্যা

Illustrator Default artboard এর মাল হলো 6″x10″। মিথ্যা

Illustrator এর ডিফল্ট Artboard হলো 8.5″×10″ অথবা, Artboard এর Default size 8.26″ x 10″। মিথ্যা

Type mask tool দিয়ে হরিজন্টাল লেখা যায়। মিথ্যা

Adobe illustrator ডকুমেন্টে একাধিক পৃষ্ঠা তৈরি করা যায়। মিথ্যা

Illustrator এর Default artboard________এর মাপ 8.5″ x 11″। সত্য

Colour dodge, colour burn, lighten darken, difference এবং exclusion blending mode lab ইমেজে প্রয়োগ করা হয় না। সত্য

Exit হচ্ছে illustrator এর multimedia programming এর Script code. মিথ্যা

Illustrator একটি photo editing software। মিথ্যা

Send to back এর কাজ হলো কোনো Object কে পেছনে পাঠানো। সত্য

Artboard এরিয়াকে বলা হয় Layer। মিথ্যা

Illustrator হলো একটি Programming Language. মিথ্যা

CMY option টি illustrator এ কালারের জন্য ব্যবহৃত হয়। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 

Adobe illustrator কোন ধরনের প্রোগ্রাম? 

উত্তর: Graphic

Illustrator ডকুমেন্টে রুলার ব্যবহারের কমান্ড কোনটি? 

উত্তর: View -> Show Roulers 

নিচের কোনটির মাধ্যমে Artworkএর colour, stroke ইত্যাদি বিভিন্ন অপশন পরিবর্তন করে Edit করা যায়? উত্তর: Layer 

Illustrator ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হয়। 

উত্তর: Window→ Tools 

Illustratorএ ডিফল্ট Artboardএর মাপ কত?

উত্তর: 8.5″ x 11″

ইলাস্ট্রেটর প্রোগ্রামের তথ্য অন্য প্রোগ্রামে পাঠানোর পদ্ধতিকে বলে

উত্তর: Export

Pixel দিয়ে যে গ্রাফিক্স তৈরি হয়, তাকে কী বলে

উত্তর: Raster Graphics

Moodএর ডান পাশের ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে কী হবে?

উত্তর: বিভিন্ন মোডের তালিকা বক্স প্রদর্শিত হবে 

Export Image বলতে কী বুঝায়?

উত্তর: অন্য কোনো ইমেজকে ফ্ল্যাশে পাঠানো

Adobe Illustrator কী? 

উত্তর: প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহৃত ডিজাইনিং প্রোগ্রাম 

Mask বলতে কী বুঝায়? 

উত্তর: গোটা আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে 

Create outline করতে হয় কেন? 

উত্তর: টাইপকে ইমেজ থেকে আলাদা করার জন্য 

Artboard ব্যবহৃত হয়ー

উত্তর: Illustrator 

Fade কমান্ড কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: ফিল্টার 

Illustratorএর Brush paletteএ কয় ধরনের Brush থাকে?

উত্তর: দুই

Illustratorএ সর্বোচ্চ Undo level কত?

উত্তর: 100

নিচের কোন কমান্ডটি Draw toolbarএর অন্তর্ভুক্ত নয়?

উত্তর: Offset

Print করার জন্য Illustratorএ Save format ___ 

উত্তর: JPG 

কোন টুলটি Artworkকে ড্রাগ বা স্ক্রলিং করে ডান/বাম বা উপর নিচ করার কাজে ব্যবহার করা হয়?

উত্তর: Hand tool

Free Transform এর Shortcut কোনটি? 

উত্তর: Ctrl + T 

Group এর Shortcut command কোনটি?

উত্তর: Ctrl+G

Transformation againএর শর্টকাট কমান্ড হচ্ছে___ 

উত্তর: Ctrl+D 

Corel draw

কোরেল ড্রতে কয় ধরনের টেক্সট টুল রয়েছে এবং কী কী?

উত্তরঃ কোরেল ড্রতে দুই ধরনের টেক্সট টুল রয়েছে,

3-point Ellipse too! কেন ব্যবহার করা হয়?

উত্তরঃ কৌণিকভাবে অর্থাৎ একটি Angle-এ Ellipse তৈরি করার জন্য 3-point Ellipse tool ব্যবহার করা হয়।

Perfect shape কয় ধরনের এবং কী কী?

উত্তরঃ Perfect shape পাঁচ ধরনের, যথা- (1) Basic shape (ii) Arrow shape (iii) Flowchart shape (iv) Banner shape (v) Callout shape.

Extrude tool-এর কাজ কী?

উত্তরঃ 3D effect তৈরি করার জন্য Extrude tool ব্যবহার করা হয়।

কোরেল ড্রতে ডিফল্ট পেপার টাইপ কী?

উত্তরঃ Letter.

Eraser tool ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ অবজেক্টে এর unwanted portion রিমুভ করার জন্য Eraser tool ব্যবহার করা হয়।

কোরেল ড্র কি?

উত্তরঃ কোরেল ড্র হলো ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, যার মাধ্যমে বিভিন্ন ধরনের Logo, Cards, Calendar, Magazine ইত্যাদি ডিজাইন করা যায়।

Fountain fill কত প্রকার? কি কি?

উত্তরঃ Fountain Fill চার প্রকার, যথা- Radial fountain fill, Linear fountain fill, Conical fountain fill, Square fountain fill.

ব্রেন্ড টুল-এর কাজ কী?

উত্তরঃ ব্রেন্ড টুল দিয়ে দুটি অবজেক্ট-এর মধ্যবর্তী সিরিজ সেপ তৈরি করা হয়।

ভেক্টর ইমেজ কী?

উত্তরঃ Line এবং Curve এর সমন্বয়ে এক ধরনের জ্যামিতিক object দিয়ে তৈরি ইমেজকে ভেক্টর ইমেজ বলে।

কোরেল ড্র-এর ডিফল্ট পেপার সাইজ কত?

উত্তরঃ কোরেল ড্র-এর ডিফল্ট পেপার সাইজ 8.5 x 11 ইঞ্চি

শূন্যস্থান পূরণ কর

কোরেল ড্র একটি ______ বেসড ড্রয়িং অ্যাপ্লিকেশন প্যাকেজ। 

উত্তর: ভেক্টর

অবজেক্ট সিলেক্ট এবং ডিসিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়________ 

উত্তর: Pick tool. 

বিটম্যাপ ইমেজ তৈরি হয় ________ দিয়ে। 

উত্তর: পিক্সেল।

_______ is used for cropping. 

উত্তর: Shape tool. 

বই ডিজাইন করার জন্য ব্যবহৃত হয়________ 

উত্তর: রুলার বার।

কোরেল ড্রতে Paper orientation আছে________ টি।

উত্তর:

Zoom tool ব্যবহার করা হয় অবজেক্ট _____ করার জন্য।

উত্তর: Magnify. 

Fountain fill________এর Shortcut key

উত্তর: fill 

_____টুল দিয়ে ওভারলেপিং সেগমেন্ট রিমুভ করা হয়। 

উত্তর: Virtual segment. 

প্রিসেট গাইডলাইন তৈরি করা হয়________ ব্যবহার করে। 

উত্তর: Options dialog box. 

সত্য/ মিথ্যা নির্ণয় 

কোরেল ড্র রাস্টার বেসড অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার। মিথ্যা

সবুজ এবং সাদা এর দুটি কালার স্পোরেশন রয়েছে। মিথ্যা

অবজেক্ট সিলেক্ট এবং ডিসিলেক্ট করার জন্য পিক টুল ব্যবহার করা হয়। সত্য

কারেন্ট টুল এবং পিক টুলের মধ্যে টুগল করতে স্পেসবার ব্যবহার করা হয়। সত্য

Objects converted to gray scale have three (3) colors. মিথ্যা

বিটম্যাপ ইমেজ পিক্সেল দ্বারা তৈরি। সত্য

কোরেল ড্র হলো অ্যাডোবি এর একটি প্রোডাক্ট। মিথ্যা

F10 চেপে Text tool active করা হয়। মিথ্যা

Option dialog box________এর শর্টকাট কী Ctrl+J. সত্য

“Auto Reduce option” আনওয়ান্টেড মোড বিদূষ করার জন্য ব্যবহার করা হয়। সত্য

Zoom out করার শর্টকার্ট কী হলো F3. সত্য

কোরেল ড্রতে আমরা পেজ ইনসার্ট করতে পারি। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

কোরেল ড্রতে ডিফল্ট পেপার টাইপ কী?

উত্তর: Letter

Full screen preview করার Shortcut key কোনটি?

উত্তর: F9 

Complimentary card এর ডিফল্ট সাইজ কত? 

উত্তর: 2.0 by 1.5

সিলেক্টেড অবজেক্ট কম্বাইন করার শর্টকাট কমান্ড কী।

উত্তর: Ctrl + L

কোরেল ড্রতে কতটি কালার সেপারেশন রয়েছে?

উত্তর: ৪টি

A2 পেপার কেন্দ্র করবার ডিভাইড করলে কোন সাইজটি পাওয়া যাবে?

উত্তর: A3 

কোরেল ড্রতে ড্রয়িং সেভ করার সর্টকাট কমান্ড কী? 

উত্তর: Ctrl + S 

ইমেজ মডিফাই করার জন্য কোরেল ড্রতে কী ব্যবহার করা হয়?

উত্তর: Corel PHOTO PAINT 

টাইটেল তৈরি করার জন্য কোন টাইপের টেক্সট ব্যবহার করা হয়?

উত্তর: Artistic 

কাছে থেকে দেখার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়?

উত্তর: Zoom tool 

কোনটি কালার মোড নয়?

উত্তর: CMYK

Multimedia

মাল্টিমিডিয়া কোর্সটির প্রয়োজনীয়তা উল্লেখ কর।

উত্তরঃ মাল্টিমিডিয়া কোর্স শিখে একজন শিক্ষার্থী গ্রাফিক্সের বিভিন্ন ধরনের কাজ করতে পারবে।

মাল্টিমিডিয়া বলতে কী বুঝায়? অথবা, মাল্টিমিডিয়া কী?

উত্তরঃ  মাল্টিমিডিয়া : ‘Multimedia’-এর আক্ষরিক বাংলা অর্থ ‘বহু মাধ্যম’। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মিডিয়া যেমন- অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, অ্যানিমেশন, স্থির চিত্র, ড্রয়িং ইত্যাদিকে সংরক্ষণ (Store) করা যায়, ডিজিটাল ভাবে প্রসেস করা যায় এবং মিডিয়াসমূহকে আলাদা আলাদাভাবে কিংবা সমন্বিতভাবেও উপস্থাপন করা যায়। যেমন- Audio, Video, Texts, Graphics, Animation সমন্বিত মাল্টিমিডিয়া।

লেজার প্রিন্টারের প্রিন্ট কীসের মাধ্যমে হয়?

উত্তরঃ  লেজার প্রিন্টারের প্রিন্ট আলোকরশ্মির মাধ্যমে হয়।

BIOS-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ  BIOS-এর পূর্ণরূপ হলো- Basic Input Output System  

কম্পিউটার হার্ডওয়্যার কী?

উত্তরঃ কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে।

বিভিন্ন প্রকার Multimedia-এর নাম লেখ। উত্তরঃ মাল্টিমিডিয়ার মিডিয়া বা উপাদানগুলো হলো- (ক) Audio (খ) Video (গ) Texts (ঘ) Graphics (ঙ) Animation ইত্যাদি।

শূন্যস্থান পূরণ কর 

প্রিন্ট করার কীবোর্ড কমান্ড ________। 

উত্তর: Ctrl + P 

যে সব Device ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে Data capture করা হয়, ঐগুলোকে________ Device বলে।

উত্তর: Source 

উপাত্ত ও তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে Computer এর ________বলে।

উত্তর: মেমরি 

Multimedia বলতে ________নিয়ন্ত্রিত মাধ্যমকে বুঝায়।

উত্তর: কম্পিউটার 

ডিজিটাল Data নিয়ে কাজ করা ডিভাইসকে ডিভাইস বলে।

উত্তর: Digital Data Processing 

কম্পিউটারে রেডিও শোনার জন্য কার্ড ব্যবহৃত হয়।

উত্তর: FM transmitter kit 

Printer একটি________ডিভাইস। 

উত্তর: আউটপুট 

CD/DVD Drive এ R/W বলতে _____ বুঝায়।

উত্তর: Read/Write 

Video signal এর Frequency ________পর্যন্ত হয়।

উত্তর: 50-60 MHz 

Monitor এ ছবির রেজলুশন ভালো পাওয়ার জন্য ________ কার্ড ব্যবহার হয়।

উত্তর: Graphics

BIOS এর পূর্ণনাম________ 

উত্তর: Basic Input/Output System 

Pendrive একটি ডিভাইস। 

উত্তর: Input/Output

Keyboard এর ফাংশন ‘কী’________টি।

উত্তর: ১২

সত্য/ মিথ্যা নির্ণয় 

স্থির চিত্র, মোশন চিত্র, শব্দ ইত্যাদি নিয়ে মাল্টিমিডিয়া গঠিত। সত্য

স্ক্যানার একটি Output ডিভাইস। মিথ্যা

Avro একটি ইংরেজি টাইপিং প্রোগ্রাম। মিথ্যা

Text একটি Multimedia. সত্য

Multimedia system computer দিয়ে নিয়ন্ত্রিত হয়। সত্য

Text mutimedia এর কোনো অংশ নয়। মিথ্যা

0-9 পর্যন্ত সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। মিথ্যা

Pendrive একটি Input Output ডিভাইস। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

নিচের কোনটি Output Device? 

উত্তর: Printer 

১ বাইট = 

উত্তর: ৮ বিট

Output ডিভাইস হলো________

উত্তর: মনিটর

বাইনারি সংখ্যা________

উত্তর: ২টি

নিচের কোনটি Graphics সফটওয়্যার নয়?

উত্তর: Windows

আধুনিক মাল্টিমিডিয়া বলতে বুঝায়?

উত্তর: মোবাইল, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি সবকটি। 

Scanner কোন ধরনের Device?

উত্তর: Input

Display card ব্যবহৃত হয়________

উত্তর: Monitor এ Colour প্রদর্শন করতে 

DVD হচ্ছে________

উত্তর: Driver

Capturing device বলতে কী বুঝায়? 

উত্তর: Video camera, ভিডিও রেকর্ডার, Microphone ইত্যাদি সবগুলো।

CD এর পূর্ণনাম হলো________ 

উত্তর: Compact disk 

Print করার ‘কীবোর্ড’ কমান্ড কোনটি? 

উত্তর: Ctrl+P

Output ডিভাইস হলো___

উত্তর: মনিটর এবং প্রিন্টার 

Sutonnymj হলো________ 

উত্তর: বাংলা ফন্ট 

ইমেইল এবং ইন্টারনেট

পূর্ণনাম লেখ। MODEM, WWW, GPRS, URL অথবা, URL-এর পূর্ণনাম লেখ। বা, WWW-এর পূর্ণরূপ লেখ।

উত্তরঃ MODEM-Modulation Demodulation

WWW-World Wide Web

GPRS – General Packet Radio System

URL-Uniform Resource Locator

FTP বলতে কী বুঝায়?

উত্তরঃ FTP বলতে বুঝায় File Transfer Protocol.

HTML-এর পূর্ণনাম লেখ।

উত্তরঃ  HTML= Hyper Text Markup Language.

E-mail-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ E-mail-এর পূর্ণরূপ হলোঃ Electronic Mail

HTML-এর যাত্রা কোন সালে শুরু হয়?

উত্তরঃ ১৯৯১ সালে

কে সর্বপ্রথম Web তৈরি করেন?

উত্তরঃ টিম বার্নার্স লি (Tim Burnerrs Lee)।

বিশ্বের সবচেয়ে ২টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটের নাম লেখ।

উত্তরঃ 99designs.com,  Fiverr.

Video conference বলতে কী বুঝায়?

উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে দুইয়ের অধিক ব্যক্তির সাথে একই সময়ে অডিও-ভিডিও যোগাযোগ ব্যবস্থাকে বলে ভিডিও কনফারেন্সিং।

শূন্যস্থান পূরণ কর 

GPRS এর পূর্ণরূপ ________। 

উত্তর: General Packet Radio System 

www এর পূর্ণরূপ ________।

উত্তর: World Wide Web

<Address>…</Address> ফাংশনটি ব্যবহার করা হয় কাজে।

উত্তর : পেজের উপরে ঠিকানা লেখার

HTTP এর পূর্ণরূপ ________

উত্তর: Hyper Text Transfer Protocol 

সর্বপ্রথম ওয়েব তৈরি করেন________।

উত্তর: Tim Berners Lee 

URL এর পূর্ণরূপ________ 

উত্তর: Uniform Resource Locator 

HTML এর যাত্রা শুরু হয়________ সালে। 

উত্তর: ১৯৯১ 

ওয়েবসাইটের সাথে ________যুক্ত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানকে বুঝায়। 

উত্তর: .edu

১। Hyperlink এর সাথে সংযোজিত অংশকে ______ বলে। 

উত্তর: Hyper text 

ATM _____ এর পূর্ণরূপ হচ্ছে। 

Automated Teller Machine 

সত্য/ মিথ্যা নির্ণয় 

Email এর পূর্ণনাম হলো Electronic mail. মিথ্যা

HTTP এর পূর্ণরূপ Hyper Text Transfer Protocol। সত্য

GPRS Inter connection এ টেলিফোন লাইন প্রয়োজন। মিথ্যা

URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform resource locator। সত্য

কারিগরি শিক্ষাবোর্ডের এর web address: www.bteb.gov.bd সত্য

NIC এর পূর্ণ শব্দ হলো Network Interface Card. সত্য

সর্বপ্রথম ওয়েব তৈরি করেন উইলিয়াম কেরী। মিথ্যা

সর্বপ্রথম ওয়েব তৈরি করেন Tim Burners Lee, সত্য

HTML এর যাত্রা শুরু ১৯৮৯ সালে। মিথ্যা

কারিগরি শিক্ষা বোর্ডের Web Address : WWW.bteb.gov.bd মিথ্যা

মডেম টেলিফোনে ব্যবহার করা হয় না। মিথ্যা

Google.com একটি ওয়েবসাইট এড্রেস। সত্য

সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও

www কী? অথবা, WWW________এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: World Wide Web

তারবিহীন Internet connection কোনটি? 

উত্তর: GPRS

কোনটি সঠিক Web Address?

উত্তর: www.yahoo.com 

NIC কী? 

উত্তর: Network Interface Card 

URL কী?

উত্তর: Uniform Resource Locator

কোনটি Email account তৈরির ওয়েবসাইট।

উত্তর: Yahoo

কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার? 

উত্তর: Internet Explorer 

কোন Internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন হয়?

উত্তর: Dial up

Email কী________

উত্তর: Electronic mail

<u>___<u/> ফাংশনটি ব্যবহার করে

উত্তর: লেখায় আন্ডারলাইন দিতে পারি 

<Blink>___</Address> ফাংশনটি ব্যবহার করা হয়_____

উত্তর: টেক্সট ব্লিঙ্ক করার জন্য 

<Address>___</Address> ফাংশনটি ব্যবহার করা হয়।

উত্তর: পেজের উপরে ঠিকানা লেখার জন্য

মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা (NASA) ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে_______

উত্তর: ১৯৯৩ সালে

HTTP________এর পূর্ণরূপ কোনটি? 

উত্তর: Hyper Text Transfer Protocol 

Dial up connection এ Telephone line_____

উত্তর: প্রয়োজন

Internet explorer হলো ___

উত্তর: Application software 

HTML এর যাত্রা শুরু হয়______

উত্তর: ১৯৯১ সালে

<EM>__MEM> অথবা <I>__</I> ব্যবহার করে ওয়েব পেজ থেকে কী সুবিধা পাওয়া যায়?

উত্তর: লেখা ইটালিক করা যায় 

HTML এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: Hyper text markup language 

নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?

উত্তর: bteb.gov.bd 

কম্পিউটারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে টাকা তুলতে হলে ব্যবহার করতে হয়_______

উত্তর: এটিএম কার্ড 

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা______

উত্তর: WWW.Bteb.gov.bd 

ইমেইল ঠিকানায় @ এর আগে কী থাকে?

উত্তর: ব্যবহারকারীর নাম

Modem ব্যবহৃত হয়______

উত্তর: তথ্য পারাপারে, টেলিফোন সিস্টেমে, ইন্টারনেটে ইত্যাদি সবকটিতে 

Mozilla Firefox একটি________

উত্তর: ব্রাউজিং সফটওয়্যার

ইন্টারনেট প্রথম কাজ শুরু করে_______

উত্তর: IP

ওয়েবসাইটের সাথে নিচের কোনটি যুক্ত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বুঝায়?

উত্তর: .edu

Web design এর ক্ষেত্রে কোনো Stylize effect সর্বাধিক জনপ্রিয়?

উত্তর: Outer glow

কমিউনিকেটিভ ইংলিশ

(Articles) আর্টিকেল

MCQ

We stayed in ____ hotel near the city center.

উত্তরঃ A

That is________ interesting book. 

উত্তরঃ An 

Mr. Joy is ____ historian.

উত্তরঃ A

SM. Akmal Hossain is________Aircraft Engineer. 

উত্তরঃ An  

Never tell _____  lie. 

উত্তরঃ A

The man is going to ____ mosque for a rest for a while. 

উত্তরঃ the 

My mother reads________holy Quran.

উত্তরঃ the 

He is ______ honest man.

উত্তরঃ An 

I will be ____ technician. 

উত্তরঃ A

My mother is ____ honest woman.

উত্তরঃ An 

He is ______ one eyed man.

উত্তরঃ A

Rahim is________university student.

উত্তরঃ A

He is________ best boy in the class. 

উত্তরঃ the 

I have _____ one taka note.

উত্তরঃ A

 I am____ university student.

উত্তরঃ A

There is ____  university in front of my house. 

উত্তরঃ A

Filling In the Blanks 

Screwdriver is ___ useful tool. 

উত্তরঃ A

Mr. Glory is___ rich man. 

উত্তরঃ A

Dhaka is _____ capital city of Bangladesh. 

উত্তরঃ the 

The Mouse is_____ input device.

উত্তরঃ An

He is _____honest man.

উত্তরঃ An

My mother reads________holy Quran.

উত্তরঃ the 

My mother is ____ honest woman. 

উত্তরঃ An 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে