System software কী?
1GB বলতে কী বুঝায়?
Slide animation প্রদর্শন করার জন্য কোন কমান্ড ব্যবহৃত হয় ?
LED-এর পূর্ণরূপ কী ?
Linux কী?
দুটি Antivirus সফটওয়্যারের নাম লেখ।
Mail merge করা বলতে কী বুঝায়?
BIOS কী?
A5 সেলে 80 অথবা তার বেশি থাকলে “Pass”, অন্যথায় “Fail” ছাপানোর if ফাংশনটি লেখ।
MS-PowerPoint কোন ধরনের Software?
B5 হতে B10 পর্যন্ত সেলগুলো হতে সর্বোচ্চ সংখ্যাটি নির্ধারণের MS-Excel ফাংশনটি লেখ।
Spreadsheet বলতে কী বুঝায়?
SQL-এর মূল তিনটি ক্লোজ লেখ।
Legal কাগজের Size হলো দৈর্ঘ্য ____ ও প্রস্থ _____
SQL এর পূর্ণরূপ হলো ____
www-এর পূর্ণরূপ হলো___
Scanner হলো একটি — ডিভাইস।
কী-বোর্ডের Function key — টি।
Data sort___ প্রকার ।
RAM-এর পূর্ণরূপ হলো__
Undo করার জন্য Keyboard command হলো __
আধুনিক কম্পিউটারের জনক হলো ___
MS Access একটি ___Software
HDD এর পূর্ণরূপ হলো___
অভ্র একটি ___প্রোগ্রাম।
Recycle Bin folder-এ ___ ফাইল জমা থাকে।
Computer-এর Virus একটি জীবাণু।
Folder-এর মাঝে Folder ও File উভয়ই থাকতে পারে ।
Hard Disk একটি Processing device
Windows 7 একটি Application software |
Pendrive কে Flash memory বলা হয় ।
Cut করার Keyboard command হলো Ctrl + X
Google একটি Operating system-এর নাম
Mail অ্যাকাউন্ট বন্ধ করতে Sign in বাটনে Click করতে হয়।
A–Z পর্যন্ত হলো Numeric key
RAM একটি স্থায়ী মেমরি।
MS-Excel-এর File extension হলো .docx
Save-এর Keyboard command হলো Ctrl + X
Print-এর Keyboard command কোনটি ?
(ক) Ctrl + C
(খ) Ctrl + P M
(গ) Ctrl + X
(ঘ) Ctrl + N
কোনটি Database program?
(ক) Word Perfect
(খ) MS Excel
(গ) MS Access
(ঘ) MS Power-Point
বিজয় বাংলা প্রোগ্রাম চালু করতে ব্যবহৃত হয়—
(ক) Ctrl + B
(খ) Alt + B
(গ) Alt + Ctrl + B
(ঘ) Shift + B
এক কিলোবাইট সমান কত?
(ক) 1024 বাইট
(গ) 1124 বাইট
(খ) 1000 বাইট
(ঘ) 1020 বাইট
LAN-এর পূর্ণরূপ হলো—
(ক) Local Access Network
(খ) Local Area Network
(গ) Long Area Network
(ঘ) Local Antenna Network
ICT-এর পূর্ণরূপ কোনটি?
(ক) Information Communication and Technology
(খ) Info Com Technique
(গ) International Communication Technique
(ঘ) Information and Communication Technology
File close-এর Keyboard command কোনটি?
(ক) Ctrl + O
(খ) Ctrl + W
(গ) Alt + F4
(ঘ) Ctrl + F4
নিচের কোনটি সহায়ক Memory নয়?
(ক) HDD
(খ) FDD
(গ) CD-ROM
(ঘ) Cache
=ABS (1.258)-এর মান কত?
(ক) 1.23
(খ) 1.24
(গ) 1.258
(ঘ) 1.26
একটি ফিল্ডের নাম লেখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহৃত হয়?
(ক) 40টি
(খ) 33টি
(গ) 21টি
(ঘ) 64টি
CPU হচ্ছে—
(ক) Control Processing Unit
(খ) Central Procurement Unit
(গ) Central Processing Unit
(ঘ) Control Procurement Unit
MS Access টেবিলে ইমেজ সংযোজনের ডাটা টাইপ হচ্ছে—
(ক) Text
(খ) Currency
(গ) OLE
(ঘ) Memo
WWW-এর পূর্ণরূপ কি ?
Header কী?
Computer virus কী?
দুটি ওয়েব ব্রাউজিং সফ্টওয়্যারের নাম লেখ ৷
Excel program চালু করলে সাধারণত কয়টি Sheet চালু হয়?
দুটি Antivirus সফ্টওয়্যারের নাম লেখ ।
Mail merge কেন ব্যবহৃত হয়?
1 টেরাবাইট সমান কয় মেগাবাইট?
দুটি Database software-এর নাম লেখ ৷
ই-মেইলের ক্ষেত্রে CC ও BCC কী?
Primary key কী?
দুটি বাংলা ফন্টের নাম লেখ ।
Footnote কী?
Copy-এর কী-বোর্ড কমান্ড হলো —।
MS-Excel-এর কোনো ফাইলের Extension হলো — ।
1GB =____MB
A1 হতে D1 cell-গুলোর যোগফলের সূত্র হলো ___
Google Chrome একটি —
HTML-এর পূর্ণরূপ হলো -– ।
মাউস এক প্রকার – ডিভাইস।
Text alignment — প্রকার।
নাম্বার সিস্টেম — প্রকার।
Legal size কাগজের পরিমাপ হচ্ছে — ।
Excel-এর Row সংখ্যা – টি।
Print-এর কী-বোর্ড কমান্ড হলো ___
PC-এর পূর্ণরূপ হলো ___
Avast একটি অপারেটিং সিস্টেম।
অভ্র একটি বাংলা সফটওয়্যার।
Excel-এ একাধিক Cell কে একত্রিত করাকে Add বলে।
Processor একটি ফার্মওয়্যার ।
(1000)2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে ৪ হয়।
ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।
MS Word একটি Spreadsheet software |
“পিপীলিকা” একটি বাংলা সার্চ ইঞ্জিন।
=Max () একটি Logical function |
স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।
RAM হলো সেকেন্ডারি মেমরি।
Sutonny একটি বাংলা Software-এর নাম ।
কোনটি অপারেটিং সিস্টেম?
ক. Linux
খ. Calc
গ. Press
ঘ. Avast
LAN শব্দের পূর্ণরূপ কোনটি?
ক. Local Assemble Network
খ. Local Area Network
গ. Local Area Note
ঘ. Local Assemble Net
Query-এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা __
ক. সাজিয়ে প্রিন্ট করা
খ. খুঁজে বের করা
গ. সুন্দরভাবে প্রদর্শন করা
ঘ. রেকর্ডগুলো সাজানো
Color Pallate হতে কোনটি নির্বাচন করা যায়?
ক. রং
খ. ব্রাশ
ঘ. ইরেজার
গ. পেন্সিল
কোনটি Audio file এর Extension নয়?
ক. MP4
খ. AI
গ. MPEG
ঘ. AMR
HDD হলো-
ক. Hard Drive Disk
গ. Hard Disk Drive
খ. Head Disk Drive
ঘ. Header Disk Drive
Network connection-এর জন্য প্রয়োজন—
ক. AGP Card
খ. LAN Card
গ. TV Card
ঘ. Speaker
MS-Word-এ Alt + E চাপলে—
ক. File-এ যাবে
খ. Edit-এ যাবে
গ. Save-এ যাবে
ঘ. Font-এ যাবে
রাউটার কী?
ক. Hardware
গ. Farmware
খ. Software
ঘ. Network Device
চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-
ক. Del
খ. Esc
গ. Space
ঘ. Ctrl
ই-মেইলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহৃত হয়—
ক. Log in
খ. Sign in
গ. Sign up
ঘ: Log out
কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক. মাউস
খ. মনিটর
গ. মাইক্রোফোন
ঘ. কী-বোর্ড
Print এর keyboard command Ctrl + P
But answer এ আছে Ctrl + X
এটার মধ্যে কোনটি সঠিক?