প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?

Answer প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ENIAC.

ফার্মওয়্যার কী?

Answer: নির্দেশকে একসঙ্গে ফার্মওয়্যার বলে ।

ডিজিটাল কম্পিউটারের মূলভিত্তি কী?

Answer ডিজিটাল কম্পিউটারের মূলভিত্তি হলো এটি বাইনারি সংখ্যা দ্বারা সব ধরনের কাজ সম্পন্ন করে।

আইপিএস (IPS) কী?

Answer: আইপিএস (IPS) এর পূর্ণনাম হলো- ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই।

ফর্মুলা কী?

Answer ফর্মুলা হলো একপ্রকার সমীকরণ, যা ওয়ার্কশিটে  সন্নিবেশিত ডাটাকে গাণিতিক, যুক্তিমূলক ও টেক্সট জাতীয় অপারেশন সম্পন্ন করতে পারে ।

ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলো কী কী?

Answer: ক) ডাটা খ) রেকর্ড গ) ফিল্ড ইত্যাদি।

রিসাইকেল বিন (Recycle Bin) কী?

Answer রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলিটকৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার। এখান থেকে ডিলিটকৃত ডাটা পুনরায় ফিরিয়ে নেয়া যায় ।

ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?

Answer: Mouse এর Right বাটন ক্লিক⇒ New option-এ ক্লিক →Folder-এ ক্লিক করে,  Folder এর একটি নাম দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে।

Slide design কী?

Answer স্লাইডের বিভিন্ন প্রিবিষ্ট (পূর্বে তৈরিকৃত) ২২। ডিজাইনের লিস্ট থেকে স্লাইডের জন্য ডিজাইন, কালার ও অ্যানিমেশন, ইফেক্ট সিলেক্ট করাকে Slide Design বলে।

অনলাইন সংযোগ বলতে কী বুঝায়?

Answer: অনলাইন সংযোগ বলতে ইন্টারনেট-এর সাথে সংযুক্ত থাকাকালীন সংযোগকে বুঝায় ।

MS Access-এ কুয়েরি (Query) কেন ব্যবহৃত হয়, উল্লেখ কর ।

Answer বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে-কোনো তথ্য কিংবা রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহার করা হয়।

দুটি Spreadsheet software-এর নাম লেখ ।

Answer: এমএস এক্সেল, ওরাকল, কোয়াট্রো প্রো ।

Merge cell-এর কাজ কী?

Answer দুটো Cell কে একত্রিত করাকে Merge cell বলা হয়।

কম্পিউটার সংগঠনের প্রধান অংশ — টি।     

Answer:

মাল্টিমিডিয়া শব্দের অর্থ —।

Answer বহু মাধ্যম

উইন্ডোজ স্ক্রিন – করা যায় ৷

Answer: ছোট-বড়

কোনো কোনো মাউসের মাঝখানেও – বাটন থাকে

Answer কমান্ড

VIRUS শব্দের পূর্ণরূপ — ।

Answer:  Vital Information Resources Under Seize

ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক-এর সংক্ষিপ্ত রূপ হলো —

Answer  ইন্টারনেট

নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য ___অপশনটি ব্যবহৃত হয়।

Answer: New presentation

ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী — ।

Answer কমান্ড /উপাদান

Pen Drive সংযুক্ত করার জন্য____Port ব্যবহৃত হয় ।

Answer: USB

Caps Lock on থাকলে লেখা — Case-এর হয়।

Answer Upper

 মেমরির একক হচ্ছে ____

Answer:  বাইট

 Goal seek অপশনটি ____Menu-এর অধীনে।

Answer Menu tab and tools

Accounting কাজে মূলত ___প্যাকেজ ব্যবহৃত হয়।

Answer: MS Excel

উইন্ডোজ চালু করার জন্য Task Bar-এ ক্লিক করতে হয়।

Answer ‘মি’

এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম’ ও ‘রো’-এর সমন্বয়ে গঠিত শিট।

Answer: ‘স’

স্লাইড শো-এর জন্য Shift + F6 ফাংশন ‘কী’ চাপতে হয় ৷

Answer ‘মি’

ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন ।

Answer:  ‘মি’

অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ।

Answer ‘মি’

১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে।

Answer: ‘স’

Linux একটি Application software

Answer ‘মি’

স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস।

Answer: ‘স’

প্লটার এক ধরনের প্রিন্টার।

Answer ‘স’

Report-এর কাজ হলো File-কে প্রদর্শন করা ।

Answer: ‘মি’

MS-Word-এ বানান শুদ্ধ করার জন্য Spelling checker ব্যবহৃত হয়।

Answer ‘স’

Copy করার জন্য কী-বোর্ড কমান্ড হচ্ছে Ctrl + X

Answer: ‘মি’

 HTML একটি—

(ক) ইন্টারনেট প্রটোকল

(খ) টপোলজি

(গ) টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা

(ঘ) মিডিয়ার নাম

Answer (গ) টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা

বিসিডি (BCD) কোড-এর পূর্ণরূপ—

(ক) Binary Coded Decimal

(খ) Binary Coded Data

(গ) Bangladesh Coded Data

(ঘ) Binary Computer Data

Answer: (খ) Binary Coded Data

= Log (1000),-এর মান হবে—

(ক) 10 (খ) 100 (গ) 3  (ঘ) 1

Answer (গ) 3  

 রহিমের ‘ জন্মতারিখ ২৪ অক্টোবর, সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে—

(ক) Text type

(খ) Number type

(গ) Data type

(ঘ) OLE type

Answer: (গ) Data type

 কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?

(ক) 1994

(খ) 1969

(গ) 1987

 (ঘ) 1995

Answer (খ) 1969

 ওয়ার্ড প্রসেসিং সফট্ওয়্যারে ট্যাব ‘কী’ একবার চাপলে কতটুকু জায়গা সরে?

(ক) এক ইঞ্চি

(খ) আধা ইঞ্চি

(গ) দেড় ইঞ্চি

(ঘ) দু’ ইঞ্চি

Answer: (খ) আধা ইঞ্চি

 বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়?

(ক) F

 (খ) G

(গ) H

(ঘ) E

Answer  (খ) G

একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে?

(ক) 1টি

(খ) 3টি

(গ) এটি

(ঘ) ১টি

Answer: (খ) 3টি

 Replace কী-বোর্ড কমান্ড কোনটি?

ক) Alt + F

(খ) Ctrl+H

(গ) Alt + G

(ঘ) Ctrl+R

Answer (খ) Ctrl+H

 MS-Word-এর কোন মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে?

(ক) File

(খ) Edit

(গ) Tools

(ঘ) View

Answer: (গ) Tools

 MS Access-এর ক্ষেত্রে Relation হচ্ছে—

(ক) Record

(খ) Table

(গ) Data

(ঘ) Information

Answer (খ) Table

2H2O = H2 + O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়—

(ক) Format > Font > Superscript

(খ) Format > Font > Shadow

(গ) Format > Font > Engrave

(ঘ) Format > Font > Subscript

Answer: (ঘ) Format > Font > Subscript

Application software কী?

Answer বিভিন্ন সমস্যার সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

TCP/IP-এর পূর্ণরূপ কী?

Answer: TCP/IP- এর পূর্ণরূপ হলো— Transmission Control Protocol / Internet Protocol.

 এম.এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার?

Answer এমএস পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টশন ডিজাইন সফটওয়্যার ।

চারটি ইনপুট ডিভাইসের নাম লেখ ।

Answer:  চারটি ইনপুট ডিভাইস হলো-
(i) কী-বোর্ড,
(ii) মাউস
(iii) স্ক্যানার/বারকোড রিডার
(iv) ডিজিটাল ক্যামেরা

বিট কী?

Answer বাইনারি নম্বর পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১(এক) কে বিট বলে

Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ইঞ্চি?

Answer: Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৪ ইঞ্চি এবং ৮.৫ ইঞ্চি ।

Footnote কী?

Answer প্রতিটি পৃষ্ঠার নিচে যে টীকা লেখা থাকে, সেটাই
হলো Footnote |

অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর কাজ কি??

Answer: অ্যান্টিভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে, কম্পিউটারে ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে। মোটকথা, কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

Pen drive-কে I/O ডিভাইস বলা হয় কেন?

Answer  পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়। সুতরাং, এই সহায়ক মেমরিটি একই সঙ্গে ইনপুট ও আউটপুটের কাজ করে। তাই পেন ড্রাইভকে I/O ডিভাইস বলে ।

ই-মেইল Address-এর সাধারণ গঠন লেখ ৷

Answer: ই-মেইল অ্যাড্রেসের সাধারণ গঠন হলো- userid@domainname. এখানে প্রথম অংশে ইউজারের নাম থাকবে অর্থাৎ Mailid, এরপর @ সাইন হবে, তারপর ডোমেইন নেম হবে যেমন— gmail, yahoo, ymail, hotmail ইত্যাদি; তারপর (.) ডট চিহ্ন বসবে, (.) ডট চিহ্নের পরে ডোমেইনের পরিচিতি যেমন- org.com ইত্যাদি বসবে।

E-Commerce (ই-কমার্স) কী?

Answer ইলেকট্রনিক কমার্সকেই সংক্ষেপে ই-কমার্স (E- commerce) বলে ।

Windows বলতে কী বুঝায়?

Answer: উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

দুটি Browser software-এর নাম লেখ।

Answer দুটি ব্রাউজার সফটওয়্যার হলো- (i) গুগল ক্রম, ২৭। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ ।

RAM-এর পূর্ণরূপ —।

Answer: Random Access Memory

Recycle Bin ফোন্ডারে – ফাইল জমা থাকে ।

Answer ডিলিটকৃত

MS-Excel-এ কোনো File-এর Extension হলো —।

Answer:  .XLSX

একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য – কমান্ড ব্যবহৃত হয়।

Answer  Mail marge

MS Office program-এ Data save করলে তা ___ জমা হয় ৷

Answer: My document-এ

1TB – GB.

Answer 1024

স্ক্যানার একটি — ডিভাইস।

Answer: ইনপুট

Data sort — প্রকার।

Answer

কম্পিউটার প্রোগ্রামারের জনক হলো—

Answer: অ্যাডা অগাস্টা লাভলেস

Redo-এর Keyboard কমান্ড হলো — ।

Answer   Ctrl + Y

স্লাইড শো-এর জন্য – ফাংশন ‘কী’ চাপতে হয় ।

Answer: Shift+F5

মনিটরের স্ক্রিনকে — বলে।

Answer ডিসপ্লে

কোনো ফাইল/ফোল্ডার চেপে ধরে স্থানান্তর করাকে — বলে।

Answer: ড্র্যাগ

ওয়ার্কশীট ওয়ার্কবুকের অংশবিশেষ।

Answer  স

MS word একটি Word processing সফটওয়্যার।

Answer:

সুপারকম্পিউটার সবচেয়ে বৃহৎ কম্পিউটার ।

Answer

1000 মেগাবাইট সমান 1 গিগাবাইট।

Answer: মি

Mail পাঠাতে হলে Sign up করতে হয়।

Answer মি

একাধিক ফাইল Close করার জন্য exit ব্যবহৃত হয়।

Answer: মি

MS-word-এ কোনো কিছু মুছে গেলে Undo করতে হয়।

Answer A

Text box-এর কাজ হলো Text কে Color করা।

Answer: মি

অভ্র একটি Language program.

Answer

 Folder-এর ভেতর File ও Folder উভয়ই থাকতে পারে।

Answer:

Windows 7 একটি Application software.

Answer মি

Hard disk একটি Processing ডিভাইস।

Answer: মি

কোনটি Database program?

(ক) MS-Excel

(খ) Word perfect

(গ) MS-Word

(ঘ) MS-Access

Answer (ঘ) MS-Access

LAN-এর পূর্ণরূপ কোনটি?

(ক) Local Area Network

(খ) Local Assemble Network

(গ) Lokal Area Network.

(ঘ) Legal Assemble Network.

Answer: (ক) Local Area Network

 File close-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

(ক) Ctrl+0

(খ) Ctrl+w

(গ) Alt+0

(ঘ) Ctrl+F4

Answer (ঘ) Ctrl+F4

বিজয় প্রোগ্রাম চালু করতে চাপতে হয়—

(ক) Ctrl+Shift+B

(খ) Ctrl+Alt+B_

(গ) Ctrl+B

(ঘ) Ctrl+Alt+A

Answer: (খ) Ctrl+Alt+B_

কোনটি সহায়ক মেমরি ?

(ক) ROM

(খ) HDD

(গ) RAM

(ঘ) কোনোটিই নয়

Answer (খ) HDD

Save-এর কী-বোর্ড কমান্ড কোনটি?

(ক) Ctrl+X

(খ) Ctrl+V

(গ) Ctrl+S

(ঘ) Ctrl+C

Answer: (গ) Ctrl+S

ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন Objectটি ব্যবহৃত হয়?

(ক) Hyper link

(খ) OLE

(গ) Text

(ঘ) Yes / No

Answer (খ) OLE

 (১১)১০ সংখ্যাটি বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কোনটি হবে?

(ক) (০১১১০) ২

(খ) (১০১০) ২

(গ) (১০১১) ২

(ঘ) ( ১১০০ ) ২

Answer: (গ) (১০১১) ২

কোনটি Logical function?

(ক) Max ( )

(খ) = SUM

(গ) = IF ()

(ঘ) Abs ()

Answer (গ) = IF ()

 বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?

(ক) ১৯৯৫

(গ) ১৯৬৪

(খ) ১৯৬৭

(ঘ) ১৯৭৪

Answer: (গ) ১৯৬৪

কোনটি ব্রাউজার সফটওয়্যার?

(ক) SQL

(খ) Mozila

(গ) MS-Outlook

(ঘ) C++

Answer (খ) Mozila

টেবিলের উপর একটি বই আছে।

Answer: There is a book on the table.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে