* সঠিক উত্তরটিতে টিক (v) চিহ্ন দাও । 

Antivirus কোনটি? ক. MS word খ,  MS excel  ঘ, Power point.  ঘ.  Norton 

Answer  ঘ.  Norton  

 Ms access একটি___ক. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার খ. অ্যাকাউন্টিং সফটওয়্যার গ, গ্রাফিক্স সফ্টওয়্যার ঘ, ডাটাবেস সফটওয়্যার

Answer: ঘ, ডাটাবেস সফটওয়্যার

ইন্টারনেট Connectivity এর নাম নয়-  ক.  Dial up খ.Broadband গ, Wireless ঘ, Yahoo . 

Answer ঘ, Yahoo . 

 NIC এর পূর্ণনাম– ক. Network Interface Card খ. Net International Communication গ, Network Inter Card ঘ, উপরের কোনটিই নয় ।

Answer: ক.   Network Interface Card

Internet connection এর জন্য প্রয়োজন ক. LAN Card, Cable, Connector খ, AGP Card গ. TV Card ঘ, Speaker

Answer ক. LAN Card, Cable, Connector

Microsoft Power Point কোন ধরনের প্রোগ্রাম ?

ক.  Word Processing Program খ, Spreadsheet Analysis Software গ. Data base Program ঘ, Presentation Software

Answer: ঘ, Presentation Software

*. সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর ?

মনিটর একটি__ ডিভাইস।

Answer  আউটপুট 

keyboard-এ ফাংশন কী এর সংখ্যা – টি।

Answer: ১২ 

Microsoft equation __menu এর অধীনে। 

Answer  Insert

10

Answer: 1

বিজয় অন করার কী-বোর্ড  কমান্ড হল– –

Answer  Ctrl+Alt+B 

কিন্তু’ লেখার জন্য পর্যায়ক্রমে – Key press করতে হয়?

Answer: DJBGKS

Function Menu __এর অধীনে।

Answer  Insert 

Table থেকেই__ তৈরি করা যায়।

Answer: Table

 যেসব যন্ত্রের সাহায্যে কম্পিউটার কাজের ফলাফল প্রদর্শিত হয়, এসব যন্ত্রকে বলা হয়।

Answer  Output device 

স্লাইড শো এর জন্য___ ফাংশন-কী চাপতে হয়।

Answer: Shift + F5 

LAN অর্থ___ Area Network

Answer  Local

* সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ?

RAM স্থায়ী Memory নয়।

Answer:  ‘স’

একটি কম্পিউটারে একই সাথে ২টি System sofware

Answer “মি”

MS Word একটি Word Processing Software

Answer:  ‘স’

নতুন ডকুমেন্ট খোলার কী-বোর্ড কমান্ড Ctrl+N

Answer  ‘স’

Clip Art View মেন্যর অধীনে থাকে।

Answer: “মি”

ঞ+চ = ঞ্চ

Answer ‘স’

ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।

Answer:  ‘স’

Excel-এ Sort করা যায় Data menu ব্যবহার করে।

Answer  ‘স’

Website চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।

Answer:  ‘মি’

* অতি সংক্ষেপে উত্তর দাওঃ

 পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?

Answer লেডি এডা অগাস্টা। 

বিট কী?

Answer:   বীট ও বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১(এক) কে বিট বলে।

কী- বোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কমান্ডটি লেখ। 

Answer Ctrl +P 

FIle Menu Bar-এ ব্যবহৃত চারটি sub-Menu এর নাম লেখ।

Answer: Save, Save As, Print, Page Setup,New file, Open file.

অপারেটিং সিস্টেম কী?

Answer অপরেটিং সিস্টেম কতিপয় প্রগ্রামের  সমাহার, যা | কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।

৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ।

Answer:  Mouse, Keyboard, Monitor, Printer, Speaker.

একটি ওয়ার্ক শিটে কয়টি Row and Column থাকে

Answer  Row=65536, Column=256

Replication এর কাজ কী?

Answer: Table-এর ছায়া Table তৈরির জন্য সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।

Poweroint কি ধরনের Software?

Answer Powerpoint একটি presentation software

E-mail দিয়ে কী করা যায় ?

Answer:  E-mail দিয়ে কম্পিউটারের বার্তা  আদান প্রদান করা যায়

* Fill in the blanks with appropriate word :

Screwdriver is__ useful tool. 

Answer a

Television is an__ appliance. 

Answer: automatic

Ohm is the unit of __

Answer resistance

__is the capital of Bangladesh.

Answer:  Dhaka

* Answer the following questions in short:

How many parts does a hammer have?

Answer Two parts.

What is the full meaning of A.C?

Answer: Alternative Current.

What is meant by the memory of computers? 

Answer  A device in which data is stored is called the memory of computers

Write down the name of your institute in English.

Answer: Kushtia Technical School and College.

Put a tick (1) mark on the correct answer:

Bangladesh is located in __a)Asia (b) South Asia (c) Africa iel Africa (d) America

Answer (b) South Asia

We can print a document by using__

(a) a television (b) a printer (c) a radio (d) a drill machine

Answer:  (b) a printer 

* সঠিক উত্তরটিতে টিক (v) চিহ্ন দাও? 

টাস্কবার সেটিং কয়ভাগে ভাগ করা যায়?

 ক, এক খ, দুই গ. তিন, ঘ, চার

Answer ঘ, চার

মাউস, কী-বোর্ড  ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে? ক, নেটওয়ার্ক খ, টুলবার গ. কন্ট্রোল-প্যানেল ঘ, হেলপ 

Answer:  গ. কন্ট্রোল-প্যানেল 

ফোল্ডারে ফাইল দেখার জন্য ফোল্ডার_ ক, কপি করা হয়,খ, একবার ক্লিক করা হয় গ. সিলেক্ট করা হয় ঘ, Double click করা হয়

Answer ঘ, Double click করা হয়

প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমন্ডি ব্যবহৃত হয়? ক, Shut down,খ, Exit ,গ.  Open ঘ, Close 

Answer:  খ,  Exit  

 ফাইল রাখা যায়__ক. ফোল্ডারে ,খ.প্রোগ্রামে,গ. রিসাইকেল বিনে ঘ,প্রিন্টারে

Answer ক. ফোল্ডারে 

ফোল্ডার মুছার  নিয়ম_ক, Select + Edit খ.Select + Delete,গ. Delete,ঘ, Exit

Answer: খ.Select + Delete

Windows থেকে Dos-এ যাওয়ার প্রক্রিয়া_ক, Control panel,খ.Accessories গ. Start up ঘ, Program 

Answer খ.Accessories

MD এর কাজ কী? ক. Making Directory তৈরি,খ. Edit Directory তৈরি গ. More directory তৈরি,ঘ, Many Directory তৈরি

Answer: ক. Making Directory তৈরি

 Disk ফরম্যাট কী? ক, ডিস্ককে কার্যোপযোগী করা,খ,ডিস্কে ফাইল নেয়া, গ,ডিস্ককে ফাইল মোডিফাই করা ঘ, ডিস্ক ভাইরাসমুক্ত করা

Answer ক, ডিস্ককে কার্যোপযোগী করা ।

 ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? ক.1.44 MB , খ, 1 MB , গ. 1.44 GB,ঘ, 1.44 KB

Answer: ক. 1.44 MB 

*সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।

1024 বাইটকে বলা হয়_

Answer   1 KB 

WWW এর পূর্ণনাম –

Answer: World Wide Web 

ফাইলের নামের শেষের অংশকে বলা হয়__

Answer বর্ধিত অংশ (Extention part) . 

ফাইল বা ফোল্ডার ___অনুসারে সাজানো যায়

Answer: by Name/by Type/by Size 

কম্পিউটারের ভাইরাস এক ধরনের

Answer  ক্ষতিকারক প্রোগ্রাম

কম্পিউটারের__ ভাইরাস আঘাত করে।

Answer: HDD কে

If() ফাংশনের একটি উদাহরণ।

Answer  =IF(A1>=100, “Yes”, “NOT”) 

ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম।

Answer:  Ctrl + A

কোনো লেখাকে মুছার নিয়ম_

Answer প্রথমে শব্দবাক্যগুলো Select করে Delete Key চাপতে হবে। 

ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড

Answer:  Insert Menu < J Page Number <  OK ..

 সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে মি’ লেখ।

কোন ফোল্ডারের ভিতর ঐ ফোল্ডার কপি করা যায়।

Answer  মি

লেখার পরে লেখাকে ছোট -বড় করা যায়।

Answer: স 

Print কমান্ড Edit মেন্যর অধীনে রয়েছে।

Answer  মি

কম্পিউটার এর Clip Art-এ ছবি থাকে।

Answer:

টেক্সট বক্সে লেখা যায় না

Answer  মি

Formating Toolbar-এ Font Size থাকে না

Answer:

লেখাকে আন্ডারলাইন করা যায় না

Answer  মি

কলাম ও সারি মিলিত হয়ে টেবিল তৈরি হয়

Answer:

সহজে তথ্য সংরক্ষণ করা যায় RAM-এ।

Answer মি

ROM-এ নতুন তথ্য সংরক্ষণ করা যায়

Answer:  মি। 

*অতি সংক্ষেপে উত্তর দাও। 

কম্পিউটার কাকে বলে?

Answer কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম  বলে) উপাত্ত (Data) | সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য | (Information) প্রদর্শন করতে প্রোগ্রাম  

প্রিন্টার কী? 

Answer: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

RAM ও ROM-এর পূর্ণনাম লেখ।

Answer Ram=Random Access Memory 
Rom=Read Only Memory 

মনিটর কাকে বলে? 

Answer:  কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।

কম্পিউটারের মূল অংশগুলোর নাম লেখ।

Answer 1. Input Unit 2. Output Unit 3. CPU Unit 

DOS ও Windows’কী?

Answer: DOS  শব্দের অর্থ Disk Operating System, ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। 
Windows : উইন্ডোজ  একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। 

Shut down কমাজের কাজ কী?

Answer Windows Operating System  হওয়ার জন্য Shut down কমান্ড ব্যবহার করা হয়।

অপারেটিংসিস্টেমের কাজ কী?

Answer: Operating System কম্পিউটারের Hardware কে সচল করে এবং hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।

DOS এর পূর্ণনাম লেখ।

Answer ডস (DOS) শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম (Disk operating system)। ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

Programs কমান্ডে মাউস পয়েন্টার রাখলে কী দেখা যায়?

Answer: List Box দেখা যায়।

*Select the correct form of the verb the sentences:

The color of his eyes (is/are) blue.

Answer is

I, you and Habib (is/are) guilty

Answer: are

The news (is/are) false

Answer  is

 Every boy, every girl and every child (is/are) welcomed.

Answer:  is

Each boy and every boy (have/has )a pen

Answer has

*Choose the correct answer:

Mr. Joy is__ historian.

(a) The (b) a (c)  an (d) No one

Answer: (b) a

 S.M Akmal Hosain is ____ Aircraft Engineer.

(a) The (b) a (c)  an (d) No one

Answer (c)  an

Never tell__-lie.

(a) a (b)the (c) an  (d)No one

Answer: (a) a 

The man is going to__mosque for rest a while 

(a) the (b) a (c) an (d) No one

Answer (b) a

My mother reads__holy Quran.

(a) a (b) an (c)the (d) No one

Answer: (c)the

* সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ?

কোন সংখ্যায় আসন্ন মান নির্ণয়ের জন্য – ফাংশন ব্যবহৃত হয়।

Answer  EXP 

 LN দিয়ে___ Logarithm নির্ণয়ের জন্য ফাংশন ব্যবহৃত হয়

Answer:  সংখ্যার ন্যাচারাল। 

মনিটরের স্ক্রীনকে ___বলে।

Answer  Desktop

Word-এর কপি করার জন্য Short key হচ্ছে—

Answer:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে