ফোল্ডার বলতে কী বুঝায় ?

দুটি জনপ্রিয় Search engine-এর নাম লেখ ৷

E-mail কী?

Cell address কী?

Home page কী?

ই-মেইলের ক্ষেত্রে CC ও BCC কী?

Text Alignment কয়প্রকার ?

Foreign key কী?

Save ও Save As-এর মাঝে প্রধান পার্থক্য কী?

I/O ডিভাইস কী?

দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লেখ।

দুটি Antivirus সফটওয়্যারের নাম লেখ ৷

www-এর পূর্ণরূপ হলো ___

Redu-এর কী বোর্ড কমান্ড হলো___

RAM একটি — মেমরি।

Linux একটি — সফটওয়্যার।

ডকুমেন্ট Print করার কী-বোর্ড কমান্ড হলো___

ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ____এ ক্লিক করতে হয় ।

ফাইল Save করার Keyboard কমান্ড হলো ___

ডাটার গড় মান নির্ণয়ের জন্য ___ফাংশন ব্যবহার করা হয়।

Record হলো কতগুলো ___এর সমষ্টি।

A4 সাইজ কাগজের দৈর্ঘ্য – ও গ্রন্থ — ইঞ্চি।

স্ক্যানার একটি___ ডিভাইস।

Recycle Bin ফোল্ডারে ____ ফাইল জমা থাকে ।

Paste-এর Keyboard কমান্ড হলো___

কী-বোর্ডের ফাংশন Key 12 টি।

Copy paste ও Cut paste-এর মাঝে কোনো পার্থক্য নেই।

MS-Excel একটি Presentation প্রোগ্রাম।

ফোল্ডারের ভেতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে।

Recycle Bin-এর ডাটা পুনরায় ফিরিয়ে আনতে Restore কমান্ড ব্যবহার করতে হয়।

 ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশবিশেষ।

টেক্সট বক্সে Type করা যায় না।

অভ্র একটি বাংলা ফন্টের নাম ।

Nikosh BAN একটি Unicode ভিত্তিক font ।

MS PowerPoint ডাটাবেস হিসেবে ব্যবহার হয়।

 Page setup ফাইল মেন্যুর একটি Option |

ফিল্ডের সমষ্টি হলো Record।

Undo-এর Keyboard command হলো-

(ক) Ctrl + X

(খ) Ctrl + P

(গ) Ctrl + Z

(ঘ) Ctrl + F4

Memory প্রধানত কয় প্রকার?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

কোনটি Logical ফাংশন?

(ক) = IF ()

(খ) = AVERAGE

(গ) = SUM ( )

(ঘ) = BAS

 = ABS (1.258)-এর মান কত?

(ক) = 1.23

(খ) = 1.24

(গ) = 1.258

 (ঘ) = 1.26

 কোনটি Antivirus সফটওয়্যার নয়?

(ক) Avast

(গ) Norton

(খ) Linux

(ঘ) Avira

ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?

(ক) File

(খ) Record

(গ) Field

(ঘ) Table

Database Relation কয় প্রকার?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

কোনটি অস্থায়ী মেমরি?

(ক) RAM

(খ) ROM

(গ) RAM ও ROM

(ঘ) উল্লিখিত কোনোটিই

 কোনটি Internet Connectivity-এর নাম নয়?

(ক) Dialup

(খ) Yahoo

(গ) Broadband

(ঘ) Wireless

C6 হতে D6 পর্যন্ত Data-গুলো যোগ করার কমান্ড

(ক) = ADD(C6 : D6)

(খ) = ADD (C6 – D6).

(গ) = SUM(C6 : D6)

(ঘ) = SUM ( C6 – D6)

ডাটাবেসে ‘Dhaka-1000′ ডাটাটি কোন ধরনের ডাটা?

(ক) Text

(খ) Number

(গ) Memo

(ঘ) OLE

MS-Excel-এ একাধিক একত্রিত Cell করাকে বলে-

(ক) add

(গ) Join

(খ) Merge

(ঘ) Union

System Software কী?

Header কী?

Operating System-এর কাজ কী?

Computer virus কী?

একটি ই-মেইল অ্যাড্রেস-এর গঠন লেখ ৷

Primary key কী?

File ও Folder কী?

MS-power point কোন ধরনের সফটওয়্যার?

Footnote কী?

দুটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের নাম লেখ ।

BIOS কী?

Home Page কী?

Mail Merge বলতে কী বুঝায়?

LAN-এর পূর্ণরূপ হলো ___

Google একটি __

কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে বলে ___।

Print করার Keyboard কমান্ড হলো ___

A4 Size কাগজের দৈর্ঘ্য ___ ইঞ্চি ও প্রস্থ ___ ইঞ্চি ।

ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকার বিষয়কে ___সংযোগ বলা হয় ৷

Keyboard-এ Function key — টি।

Windows একটি ___ সফটওয়্যার।

1TB ___GB.

Recycle bin-এ ____ ফাইল জমা থাকে ।

File-এর নামের শেষ অংশকে — বলা হয়।

মেমরির একক হচ্ছে ___ ।

পেনড্রাইভে ___মেমরি ব্যবহৃত হয়।

File-এর নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় Save as

Google একটি Operating System-এর নাম।

Recycle bin-এ Data পুনরায় ফিরিয়ে আনা যায় না।

 Folder-এর মাঝে Folder ও File উভয়ই থাকতে পারে ।

Save-এর Keyboard Command হলো Ctrl + X.

ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ

Power Point একটি Presentation Software.

MS-Access দিয়ে নতুন Database Program তৈরি করা যায় ।

বিজয় একটি বাংলা ফন্টের নাম।

Report-এর কাজ হলো File-কে প্রদর্শন করা ।

RAM একটি স্থায়ী মেমরি।

Text alignment মূলত চারপ্রকার ।

Keyboard-এ Ctrl key-এর সংখ্যা কয়টি?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

 File close-এর Keyboard command কোনটি?

(ক) Ctrl + O

(খ) Ctrl + W

(গ) Alt + O

(ঘ) Ctrl + F4

একটি ফিল্ডের নাম লেখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহৃত হয়?

(ক) ৪০ টি

(খ) ৩৩ টি

(গ) ২১ টি

(ঘ) ৬৪ টি

 Print-এর Keyboard Command কোনটি?

(ক) Ctrl + C

(খ) Ctrl + P

(গ) Ctrl + X

(ঘ) Ctrl + N

CPU হচ্ছে?

(ক) Control Processing Unit

(খ) Central Processing Unit

(গ) Central Procurement Unit

(ঘ) Control Procurement Unit

নিচের কোনটি Internet connectivity-এর নাম নয়?

(ক) Dial up

(খ) Bradband

(গ) Wireless

 (ঘ) Yahoo

MS Access – এ Database File এর File extension কোনটি?

(ক).doc

(খ) .mob

(গ) .mdb

(ঘ) .dbb

 নিচের কোনটি Absolute cell address?

(ক) $B$20

(খ) SB20

(গ) B20

(ঘ) XB20

MS-Excel-এ একাধিক Cell-কে একত্রিত করাকে কী বলে?

(ক) Add

(খ) Join

(গ) Merge

(ঘ) Union

নিচের কোনটি বাংলা সফটওয়্যার?

(ক) বিজয়

(খ) অভ্র

(গ) প্রশিক্ষক

(ঘ) সবগুলো

ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয় ?

(ক) File

(খ) Record

(গ) Field

(ঘ) Table

 Text alignment মূলত কয় প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *