হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র এবং বেকার যুবক এবং মহিলাদের বিনামূল্যে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে কম্পিউটার সলিউশন এন্ড ট্রেনিং সেন্টার (১৯, ইন্দিরা রোড, মানষী প্লাজা, ২য় তলা, ফার্মগেট, ঢাকা ১২১৫)

কম্পিউটার সলিউশন এন্ড ট্রেনিং সেন্টারের ফার্মগেট শাখা থেকে সারা দেশে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কোর্স শুরু হবে আগামী মাসের ১৫ তারিখ থেকে।

অপারেটিং সিস্টেম- উইন্ডোজ এক্সপি, মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস এবং ইন্টারনেট ও ইমেইল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ নিতে আগ্রহীদের কমপক্ষে দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আগ্রহীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এক কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিতে হবে।

ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রমাণপত্রও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ জানার জন্যে এই লিঙ্কে ক্লিক করুন। বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। কোর্স শেষে সার্ফিটিকেট প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
1
ভর্তি/সার্টিফিকেট তথ্য জানতে ক্লিক করুন
Scan the code
আস সালামু আলাইকুম। বিস্তারিত জানতে/ কল করতে ক্লিক করুন Open Chat বাটনে